লেখালেখি

যাতনাকে সরিয়ে পাশে
যাই লিখে যাই কবিতা
ঝড়ো হাওয়ায় পড়ে বক
হয় নিদারুণ ছবি তা।

বন্ধু জোটে ভক্ত জোটে
জোটে আঁতেল সমালোচক
জোরসে হবে লেখালেখি
যা খুশি তা বলুক লোক।

লোকের বলায় কি আসে যায়,
যা খুশী তা বলুক লোক,
আম জনতার মনের কথাই
কবির পদ্য, কবির শ্লোক!

২,৪৭০ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “লেখালেখি”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    মোস্তাফিজ ভাই,
    লেখাটা সকালবেলাতেই পড়েছিলাম। এই এতক্ষণে মন্তব্য করতে এলাম।
    খুব ভাল লেগেছে লেখাটা।

    জোরসে হবে লেখালেখি
    যা খুশি তা বলুক লোক।
    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।