যাতনাকে সরিয়ে পাশে
যাই লিখে যাই কবিতা
ঝড়ো হাওয়ায় পড়ে বক
হয় নিদারুণ ছবি তা।
বন্ধু জোটে ভক্ত জোটে
জোটে আঁতেল সমালোচক
জোরসে হবে লেখালেখি
যা খুশি তা বলুক লোক।
লোকের বলায় কি আসে যায়,
যা খুশী তা বলুক লোক,
আম জনতার মনের কথাই
কবির পদ্য, কবির শ্লোক!
যাতনাকে সরিয়ে পাশে
যাই লিখে যাই কবিতা
ঝড়ো হাওয়ায় পড়ে বক
হয় নিদারুণ ছবি তা।
বন্ধু জোটে ভক্ত জোটে
জোটে আঁতেল সমালোচক
জোরসে হবে লেখালেখি
যা খুশি তা বলুক লোক।
লোকের বলায় কি আসে যায়,
যা খুশী তা বলুক লোক,
আম জনতার মনের কথাই
কবির পদ্য, কবির শ্লোক!
মোস্তাফিজ ভাই,
লেখাটা সকালবেলাতেই পড়েছিলাম। এই এতক্ষণে মন্তব্য করতে এলাম।
খুব ভাল লেগেছে লেখাটা।
জানতাম এ দুই তোর পছন্দ হবে 😀
পুরাদস্তুর বাঙ্গাল
:goragori:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
গড়াগড়ি কেনরে ইশি?
পুরাদস্তুর বাঙ্গাল
😕 গড়াগড়ি!!
গড়াগড়ি তো এটাঃ :frontroll:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
তা হলে ঠিকাছে।
পুরাদস্তুর বাঙ্গাল
তৃতীয় স্তবকে এটা জুড়ে দেয়া যায় কিনা দেখঃ
লোকের বলায় কি আসে যায়,
যা খুশী তা বলুক লোক,
আম জনতার মনের কথাই
কবির পদ্য, কবির শ্লোক! (সম্পাদিত)
খুব সুন্দর কথা। জুড়ে দেব খায়রুল ভাই।
পুরাদস্তুর বাঙ্গাল
🙂 🙂
:thumbup: :thumbup:
ধন্যবাদ তোমাকে। আজ ফেইসবুকে তোমার দু'স্তবক আর আমার তৃতীয়টা মিলে একটা সুন্দর কবিতা পড়লাম। ভুলেই গিয়েছিলাম যে তৃতীয় স্তবকটা জুড়ে দেয়ার অনুরোধটা আমিই এখানে রেখেছিলাম। যাহোক, পুরো কবিতা সুন্দর হয়েছে, কবিতা পড়ে আবার ভাল লাগলো।
এখানেও জুড়ে দিলাম ভাই। শ্রদ্ধা ও ভালোবাসা :hug:
পুরাদস্তুর বাঙ্গাল