অ্যাণ্ড্রয়েড ফোন আর ল্যাপটপ পিসির মধ্যে সংযোগ স্থাপন নিয়ে বেশ ঝামেলায় ছিলাম। ইউএসবি পোর্টে সমস্যা। কেবলে সমস্যা। ড্রাইভার নাই। ম্যালা হ্যাপা। ব্লটুথেও ঝামেলা কম নয়। একটা যন্ত্র আরেকটাকে চিনতে পারে না। পাসওয়ার্ড চায়। গতি কম। আরেক জনের ফোনের কিছু পছন্দ হল।সে টা নিতে হলে এপিকে ফাইল দরকার। আরও কত কি ? এর সমাধান পেলাম শেয়ার ইট অ্যাপের কাছে।লেনোভো কোম্পানী তৈরী করেছে দুর্দান্ত এই অ্যাপটি। প্রথম দিকে শুধু অ্যাণ্ড্রয়েড থেকে অ্যাণ্ড্রয়েডে ডেটা আদান প্রদান করা যেত। বর্তমানে অ্যাণ্ড্রয়েড ফোন, ট্যাবলেট কম্পিউটার এবং ল্যাপটপ এর মাঝে ফাইল শেয়ার করা যায়।
অ্যাপের বর্ণনাটা শেয়ারইট টেকনোলজিস কোম্পানী লিমিটেড এর মত করেই দেয়া যাক-
১। শেয়ার ইট নিকট দূরত্বে দ্রুততম ফাইল শেয়ারিং টুল।
২। শেয়ার ইট দিয়ে সব ধরণের ফাইল আদান প্রদান করা যায়।
৩। ওয়াই ফাই প্রযুক্তি ব্যবহার করে ব্লু টুথ এর চেয়ে প্রায় দুই শত গুণ বেগে ফাইল আদান প্রদান হয়। সর্বোচ্চ বেগ প্রায় ২০ মেগাবাইট/ সেকেণ্ড।
৪। ফাইল শেয়ার করতে কোন ইউএসবি প্রয়োজন নাই, ডেটা খরচ হবে না, ইন্টারনেট সংযোগও লাগবে না।
৫। অ্যাণ্ড্রয়েড, iOS (iPhone/iPad), Windows Phone, Windows XP/7/8/10 এবং Mac OS সাপোর্ট করে।
৬। Connect to PC ফোন ও পিসির মধ্যে সংযোগ স্থাপন করে। ফোনের ছবি বা মিউজিক পিসিতে প্লে করা যায়। প্রেজেন্টেশন ফোন থেকে নিয়ন্ত্রণ করা যায়।
৭।CLONEit এর মাধ্যমে নতুন ফোনে পুরোনো ফোন এর কনট্যাক্ট, এসএমএস, মিউজিক, ভিডিও, অ্যাপ এবং অন্যান্য ডেটার অনুলিপি মাত্র এক টোকায় করা যায়।
৮। দারুণ অ্যাপটি বিনামূল্যে গুগল প্লে স্টোরে পাবেন।
তাহলে অ্যাণ্ড্রয়েড ফোন, ট্যাবলেট কম্পিউটার এবং ল্যাপটপ এর মাঝে ফাইল শেয়ার করুন ঝড়ের বেগে। পিসির জন্য শেয়ার ইট এখানে পাবেন।
১৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে টেকটিউনস এ প্রকাশিত। আপনাদের কাজে লাগতে পারে বিধায় এখানে পুনঃপ্রকাশ করা হল।
বাহ, চমৎকার। :clap:
আচ্ছা, এটার নিরাপত্তা ব্যাবস্থা কেমন? দ্বার খুলে দিলে সত্যের সাথে দু-চারটে ভ্রম (ভাইরাস) ঢুকে পড়ার সম্ভাবনা আছে কি?
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
নিরাপত্তা বিষয়ক সমস্যা দেখিনি এখনও। ডিভাইস যুক্তকরণ এবং ডাটা আদান প্রদান নিয়ন্ত্রণ করা যায়। সাবধান থাকলে সমস্যা নাই।
পুরাদস্তুর বাঙ্গাল
থেঙ্কু, মোস্তাফিজ ভাই 🙂
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
🙂
পুরাদস্তুর বাঙ্গাল
ভাই, করি তো... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইয়ে... জুনাদা... কি করেন? :-/
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
কাছে আয়। তোরে দেখায়া দিই আমি কি কি করি... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হে হে হে... ইয়ে মানে, আপনি নিশ্চয় ভাল কিছুই করেন জুনাদা, সেটাই বলছিলাম 😀
[ মাস্ফ্যু ভাইরে :just: মিসাই, থাকলে এতক্ষণে আমিও করপো কইয়া কান্দাকাটি লাগাইত ]
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
গোটা ফোল্ডার সিলেক্ট করিস না।
পুরাদস্তুর বাঙ্গাল
বাহহ ! বেশ !
জানা গেলো কতো কিছু ।
ধন্যবাদ অশেষ ।
চমৎকার কমপ্লিমেন্ট 🙂 🙂 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
🙂 🙂
আমিও তো করি :p
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এখনও যারা করেন না তাদের জন্য এই পোস্ট 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
বাহ, চমৎকার। :clap:
আচ্ছা, এটার নিরাপত্তা ব্যাবস্থা কেমন? দ্বার খুলে দিলে সত্যের সাথে দু-চারটে ভ্রম (ভাইরাস) ঢুকে পড়ার সম্ভাবনা আছে কি?
না, নেই।
পুরাদস্তুর বাঙ্গাল