ফিশ বোলে জীবণ

 

 fish bowl

fish bowl

ছোট্ট এই পৃথিবী,

আমরা ও তো বন্দী হেথায়।

ফিশ বোলে জীবণ।

 

 

 

 

 

 

১৩ টি মন্তব্য : “ফিশ বোলে জীবণ”

  1. পারভেজ (৭৮-৮৪)

    ভাবছি....

    মুক্তি বা বন্দিত্ব যতটা শারীরিক তারচেয়ে বেশি মনেহয় মানসিক।
    পৃথিবী যতই ক্ষুদ্র হোক, চাইলে কিছু মানুষ সবসময়েই মুক্ত থাকতে পারবে।
    একইভাবে পৃথিবী যত বিশালই হোক, কিছু মানুষের জন্য তা আজীবনই বন্দিত্ব......


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
    • টিটো মোস্তাফিজ

      পারভেজ ভাই, ছবিটা তুলেছিলাম ফিশ বোলে মাছ পোষা নিয়ে লেখার জন্য। হঠাৎ এলিসিয়াম মুভিটা মনে পড়লো। অনেক বছর পর পৃথিবীতে বেশীরভাগ মানুষ ফিশবোলের মাছের মত বন্দী জীবণ যাপন করবে এমনটা মনে হল। ইংরেজী হাইকু ও লেখেছি। ফেবুতে শেয়ার দেয়া আছে। মন্তব্য করার জন্য ধন্যবাদ।


      পুরাদস্তুর বাঙ্গাল

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।