ফেসবুকামি
২৮.০৭.২০১৫
আলহামদুলিল্লাহ। দেড় ঘন্টায় ডাউনলোড হল ১৬ মেগাবাইট, আপলোড ৪ মেগাবাইট। বাঁধ ভাঙ্গা টেলিটক থ্রিজি। সংশ্লিষ্ট সকলকে অনাগত চতুর্থ প্রজন্মের মোবারকবাদ জানাই।
হাত বাড়ালেই মুঠো ভরে যায় ঋণে অথচ আমার পকেট টাকায় ভরা ।— making a mess.
২৫.০৭.২০১৫
হাশিম আমলা অত্যন্ত ভাল মানুষ। আল্লা মেঘ দে পানি দে বলে তিনি কেঁদে কেটে আকুল হয়েছিলেন তারই ফলে এত বৃষ্টি এবং দক্ষিণ আফ্রিকার মুখরক্ষা হল।
২২.০৭.২০১৫
মরণে মর kill আর ঢেল স্টেনগান ক্রমশ দুঃশ্চিন্তার কারণ হয়ে উঠছে আমলার।
২১.০৭.২০১৫
শুভেচ্ছা ও অভিনন্দন ব্যাঘ্রদল smile emoticon
— watching Bangladesh vs South Africa.
২১.০৭.২০১৫
হাশিম আমলা রয়েছেন অনন্ত সমস্যায়। তার জন্য শুভ কামনা। তবে সেটি “সবুরে মেওয়া” সিরিজের পর
— feeling thoughtful.
১৭.০৭.২০১৫
Eid Mubarak, FnF
১৪.০৭.২০১৫
বেস্ট টার্ন আউট পোস্টের তালিকায় এই অধমের ব্লগ থাকলে বুঝবেন সিসিবির ট্রাফিক ডাউন 😛
০৫.০৭.২০১৫
ঝিঁঝিঁ মারার সম্ভাব্য ফলঃ
মারদাঙ্গা
ব্যাঘ্র ১- স্প্রিংবক ১
সারাবেলা
ব্যাঘ্র ১- স্প্রিংবক ২
সবুরে মেওয়া
ব্যাঘ্র ০ – স্প্রিংবক ০
০২.০৭,২০১৫
মালগাড়ীতে বাতিল মাল ।
— in Natore, Bangladesh. নাটোর, বাংলাদেশ.
৩০.০৬.২০১৫
The big cat was killed though not belled.
ভারতবধের কারণটা চিনিবাস না কি জানে না 😉
১৯.০৬.২০১৫
খেলা দেখারই সুযোগ পাচ্ছি না, এর মধ্যে সুধীর ভাই, **র ভাইকে নিয়ে এত প্যাচাল ক্যান?
— thinking about ফেসবুকামি।
১৬.০৬.২০১৫
I think it’s true. no one will know how I depart.
— feeling pissed off.
Thanks to NovoRapidPen. I’m back in life.
— feeling hopeful.
১১.০৬.২০১৫
Dear Friends, please pray for me. I am trapped in side 3D puzzle.
— feeling thoughtful.
০৭.০৫.২০১৫
প্রথম দিনঃ কবিতার শিকলে মনোনীত করতে নিষেধ করছিলাম। তবু অরুপদা আমাকে ঝামেলায় ফেললেন। নিজেরই একখান ঝেড়ে দিলাম। কাব্যিকতার এই পথেঘাটে আহবান জানাচ্ছি স্নেহভাজন সামিউল ইসলাম সজিবকে। টানা ৫দিন একটা করে কবিতা পোস্ট করতে হবে এবং চেইন যেন ছিঁড়ে না যায় এজন্য একটা করে রত্ন পছন্দ করতে হবে।
আজকের কবিতা
Occupied
A poetry by Tito Mostafiz …
২৬.০৪.২০১৫
Tito Mostafiz retired hurt 117★
— feeling pained.
২৫.০৪.২০১৫
ফারুক সাব লেভেল প্লেইং গেম চান। কোন সমস্যা?
— with Junaed Kabir.
১৮.০৪.২০১৫
১৭ এপ্রিল ২০১৫
স্মরণীয় হয়ে থাকবে অনেক দিন।
অলপোয়েট্রিতে আমার লেখা Winter falls একটা কনটেস্টে সোনা জিতেছে আর বাংলাদেশ পাকি বধ করেছে।
— feeling excited.
১৪.০৪.২০১৫
শুভ নববর্ষ
বাঙ্গাল কবিয়াল ভনে শোনে পূণ্যবান
আসিয়াছে ১৪২২ নয়া বাঙ্গালা সন
যেসবের ফুল পোঁতা বাঙ্গালার মাটিত
বাঙ্গালার লাগি পুষে বহুত পিরীত…
১২.০৪.২০১৫
বন্ধ হউক ইলিশ নিধন যজ্ঞ
— feeling pained.
০৭.০৪.২০১৫
ভাবছি একটা পাতা খুলবো। সমমনা হলে ইনবক্স করুন।
— feeling আঁতেলেকচুয়াল.
৩০.০৩.২০১৫
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে থলির বিড়াল বেরিয়ে এলো। bravo ICC.
— feeling emotional.
২৮.০৩.২০১৫
ছেলের গেঞ্জি পরে বয়স কমলো নাকি? টাক ঢাকা পড়ে গেছে : D
— feeling awesome.
২৭.০৩.২০১৫
My stay in facebook.com is like kissing booth kiss. if you have any message use messenger please.
২৬.০৩.২০১৫
bye bye world shampion India.
গেরিলা- দেখছি। মা, বাচ্চা এবং বৌকে সাথে নিয়ে।
২৫.০৩.২০১৫
লুটেরা চাণক্য কৌটিল্যদের পরাজয় হোক।
১৯.০৩.২০১৫
আম্পায়ারের ছদ্মবেশে নিয়তি চোখ রাঙালে রিভিউ নিতে ভুল করনা হে ঝিঁঝিঁ বাঙাল সেনাপতি।
— feeling hopeful.
১৫.০৩.২০১৫
আলহামদুলিল্লাহ! আমাদের বড় ছেলে অর্ক ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
— feeling excited
০৯.০৩.২০১৫
A dream came true. waiting for the biggest one. only two wins can make it. roar tigers roar!
২০১৪
খুঁটির জোরে ছাগল নাচে
রাজকপালে মরেও বাঁচে
— feeling puzzled.
প্রতিমা পড়তে না কি … দরজার মাটি লাগে। কারণ চরিত্রের ওটা শেষ সীমা। দরজা পেরুলে সব শেষ। পতিতা হবার আগের সতিত্ব নিয়ে গর্ব করার কিছু নাই। বুঝলে বুঝেন, না বুঝলে কচুখান।
— feeling strange.
টকের জ্বালায় দেশ ছাড়লাম, তেঁতুল তলায় বাসা 😛
পালাবে কোথায় 😉 😉
পুরাদস্তুর বাঙ্গাল
বাহ! এক নজরে কত ইমোশন কত ছবি।
মালগাড়ি এবং মাল দুয়ের ছবিই জবরদস্ত লেগেছে।
আপনি তো ছবিও ভালো তোলেন দেখি। 😀
😀 😀
ছবি গুলো আমি তুলিনি তবে বাহবা নিতে দোষ নাই :khekz:
পুরাদস্তুর বাঙ্গাল
তোমার লেখায় সব সময় নতুন কিছু করার চেষ্টা থাকে। তবে আমরা হাবে ভাবে যত আধুনিকই হই, মননে এখনও আগের মতই।
বেস্ট টার্ন আউট পোস্টের তালিকায় এই অধমের ব্লগ থাকলে বুঝবেন সিসিবির ট্রাফিক ডাউন
(সম্পাদিত)
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
সাইদুল ভাই, আমি ভাবুক মানুষ । উদ্ভট কত কি যে ভাবি। তার গুটিকতক ফেসবুক এবং সিসিবিতে শেয়ার করি। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সিসিবিতে এই জিনিসের খুব আকাল। মানে মন্তব্যের দুর্ভিক্ষ। জানেন তবু বলছি ভিক্ষার অভাব মানে দুর্ভিক্ষ। এই যে আমরা খেটেখুটে অনেক লিখি সুন্দর মন্তব্য কিংবা অন্তত ইমো মন্তব্য না পেলে কি মন ভরে? ভাবছি মন্তব্য বিষয়ে একটা ব্লগ লিখব। তার পর...
পুরাদস্তুর বাঙ্গাল
এক টানে এক সাথে কতো কতো কথা ভাবনা সময়ের পোর্ট্রেট ...
আহা যেনো পদ্মা যমুনা ধলেশ্বরী বুড়িগংগা কপোতাক্ষ ...
কতো কি ...
ধন্য হয়ে গেলুম :boss:
পুরাদস্তুর বাঙ্গাল