সিসিবিতে বেশ কিছু ইমোটিকন বা স্মাইলির অভাব বোধ করি। কেউ হয়ত ভাল কোন কাজ করেছেন কিংবা অর্ধ শতক/শতক/ সার্ধশতক/ দ্বিশতক পূর্ণ করলেন। তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে হবে। ফুল না থাকলে কেমন হয়। তাই নেটে বেশ ঘাঁটাঘাটি করে বিনা মূল্যের এক সফটওয়্যার নামিয়ে বানিয়ে ফেললাম একটা এনিমেশন। আপলোড করলাম। সবাইকে পুরাদস্তুর বাঙ্গালের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা
ওহ একটা কথা। ঝিকমিকানো গোলাপটা আমার তৈরী নয়। ওটা পাবেন ফ্রি স্মাইলিজ ডট ওআরজি তে।
বিশেষ দ্রষ্টব্যঃ খায়রুল আহসান ভাইয়ের অর্ধশততম পোষ্টে শুভেচ্ছা অভিনন্দন জানাতে গিয়ে এ চিন্তাটা মাথায় এসেছিল।
আমি অভিভূত হ'লাম, মোস্তাফিজ। এজন্য তোমাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। '৫০তম' এর ক্ষুদ্র মাইলফলকটি জনসমক্ষে তুলে ধরে যে সহৃদয়তার পরিচয় দিলে, তা দেখে মুগ্ধ হ'লাম।
খায়রুল ভাই, আপনার জবাবে আমিও অভিভূত হলাম। পঞ্চাশ খানা ব্লগ লেখতে পারা চাট্টিখানি কথা নয়। অভিনন্দন অবশ্যই জানানো উচিত। তবে অভিনন্দন জানানর পরও কেউ কেউ তার জবাব দিতে কার্পণ্য করে। সেটি স্বাভাবিক ধরে আপনার মহানুভবতাকে সেলাম জানাই ::salute::
পুরাদস্তুর বাঙ্গাল
ভালো হয়েছে ভাই
ধন্যবাদ জিয়া 😀
পুরাদস্তুর বাঙ্গাল
পুরাদস্তুর বাঙ্গাল
বাহ ! বেশ !
😀 :))
পুরাদস্তুর বাঙ্গাল
খায়রুল ভাই কে শুভেচ্ছা অর্ধশত ব্লগের জন্যে।
মোস্তাফিজ ভাই, এমন চমকিলা গোলাপ কই পাইলেন।
লিংক দিয়েছি তো নুপুর
পুরাদস্তুর বাঙ্গাল