হাত বাড়ালেই যদি মেলে
গণিকা বা গঞ্জিকা
এমন হলে খবর খারাপ
তোলা তোলে রাজ পেয়াদা।
মানি লোকের মান থাকে না
সত্য বলে বোকা হয়
ধান্দাবাজে ফন্দী খোঁজে
সাদা মগজ ধোলাই হয়।
অল্প বিদ্যা চরম ভাবে
সত্য মিথ্যা জড়িয়ে ভবে
বর্ষে শুধুই বিপর্যয়।
নইকো মোরা আলাদা কেউ
বিশ্বমানব দল থেকে
বাঁচতে এবং বাঁচাতে হবে
বিপদ থেকে বিশ্বকে।
জ্বালিয়ে দিয়ে জ্ঞানের আলো
চালিয়ে গেলে ন্যায়বিচার
সর্বনাশা গজব থেকে
মিলতে পারে প্রতিকার।
১০ টি মন্তব্য : “প্রতিকার”
মন্তব্য করুন
বিপর্যয় ! বিপর্যয় !
সত্যি বিপর্যয় 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
গান হোক। গাওয়া হোক। মুল সুরের সাথে এক মত
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
ভাই আমি যে গান গাইতে পারি না।
পুরাদস্তুর বাঙ্গাল
ছড়ার প্রথম শর্তই হল ছন্দ। বাংলা ছড়ার বেশিরভাগ রচিত স্বরবৃত্তে, মাত্রাবৃত্তেও কম লেখা হয়নি, অক্ষরবৃত্তে অপেক্ষাকৃত কম।
ছড়া তো ভালো লাগলো, কিন্তু ছন্দ কি ছাড়িয়ে গেল না? আমি কিন্তু ছন্দের কথা বলেছি, মিলের কথা নয়।
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
মোস্তফা ভাই, আমার ছন্দ সম্পর্কে কোন ধারণা নাই। ভাল লাগে তাই লিখি। ছন্দময় মনে হলে ছড়া ট্যাগ লাগাই। না হলে ব্লগর ব্লগর তো আছেই। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। আপনার সহৃদয় মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা :boss:
পুরাদস্তুর বাঙ্গাল
এই লিখতে ভাল লাগাটাকে ধরে রেখ, বাকিটুকু আগ্রহ থাকলে এমনিতেই এসে যাবে। দুদিন আগে কিম্বা পরে।
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
ধন্যবাদ ভাই 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
সমস্যা ও তার প্রতিকারের কথা সুন্দরভাবে বলা হয়েছে।
ধন্যবাদ খায়রুল ভাই :hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল