জীবনের গান

স্বর্গ পাবি সেই আশাতে কাটাইলি মন বনবাসে
স্বর্গ পাবি সেই আশাতে কাটাইলি মন বনবাসে
আপন পর তো চিনলি না
ওরে মন মরার আগে মরিস না।
পালিয়ে থেকে মরার ভয়ে
ওরে পালিয়ে থেকে মরার ভয়ে
বাঁচল বল আ কয়জনা ?
বাঁচল বল আ কয়জনা ?
ওরে মন মরার আগে মরিস না।

আল্লা খোদা গড ঈশ্বর
আল্লা খোদা গড ঈশ্বর
ক্যান বানাইলো দুনিয়া ?
ক্যান বানাইলো দুনিয়া ?
ফাঁকির মাঝে থাকলি ও মন
সেইটা তো তুই বুঝলি না ?
ওরে মন মরার আগে মরিস না।

কিসের মায়া কিসের আগে
জানতে হবে পাগলা ওরে
কিসের মায়া কিসের আগে
জানতে হবে পাগলা ওরে
বৈরাগীর ঐ পথে চলে
কলজে যারা গেল দলে
বৈরাগীর ঐ পথে চলে
কলজে যারা গেল দলে
দাওয়াত দিল বঞ্চনা
বুঝলো সেইডা কয়জনা ?

দুনিয়াদারি ছাইড়া রে মন
দুনিয়াদারি ছাইড়া রে মন
স্বর্গ তো কেউ পাইবো না
স্বর্গ তো কেউ পাইবো না
দাওয়াত দিল বঞ্চনা
বুঝলো সেইডা কয়জনা ?

স্বর্গ পাবি সেই আশাতে
কাটাইলি মন বনবাসে
স্বর্গ পাবি সেই আশাতে
কাটাইলি মন বনবাসে
আপন পর তো চিনলি না
ওরে মন মরার আগে মরিস না।

৩,৮৫৩ বার দেখা হয়েছে

৩২ টি মন্তব্য : “জীবনের গান”

  1. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    :clap: :clap: :clap: :clap:

    আমিও এক সময়ে গান লেখার চেষ্টা করেছিলাম, নিজের গলায় পর্যাপ্ত সুরের অভাব আবার পরকেও ধরে বেঁধে রাজী করাতে পারছিলাম না এতো দূর থেকে। হায়! তোমার হেঁড়ে গলায় একটা ট্রাই দিবে নাকি, ভাইয়া? সাথে আমাদের জন্য ফ্রি লাঠি লজেন্স নিয়ে এসো কানের বারোটা বাজানোর ক্ষতিপূরণ স্বরূপ 😛 (সম্পাদিত)

    জবাব দিন
  2. রাজীব (১৯৯০-১৯৯৬)

    ভালো লেগেছে।
    নামের এই দশা করলেন ক্যানো!
    মোস্তাফিজ ই তো ভালো ছিলো।

    আমি যতদূর জানি নিক নেম নেবার প্রচলন থাকলেও সিসিবি এটা নিরুতসাহিত করে।
    ফেবু তে নিক রেখে এখানে আসল নামে ফিরে আসুন এই কামনায়


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    গান পড়ে কি আর আসল মজা পাওয়া যায় মোস্তাফিজ ভাই? একটু গেয়ে শোনান 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : রাজীব (১৯৯০-১৯৯৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।