স্বর্গ পাবি সেই আশাতে কাটাইলি মন বনবাসে
স্বর্গ পাবি সেই আশাতে কাটাইলি মন বনবাসে
আপন পর তো চিনলি না
ওরে মন মরার আগে মরিস না।
পালিয়ে থেকে মরার ভয়ে
ওরে পালিয়ে থেকে মরার ভয়ে
বাঁচল বল আ কয়জনা ?
বাঁচল বল আ কয়জনা ?
ওরে মন মরার আগে মরিস না।
আল্লা খোদা গড ঈশ্বর
আল্লা খোদা গড ঈশ্বর
ক্যান বানাইলো দুনিয়া ?
ক্যান বানাইলো দুনিয়া ?
ফাঁকির মাঝে থাকলি ও মন
সেইটা তো তুই বুঝলি না ?
ওরে মন মরার আগে মরিস না।
কিসের মায়া কিসের আগে
জানতে হবে পাগলা ওরে
কিসের মায়া কিসের আগে
জানতে হবে পাগলা ওরে
বৈরাগীর ঐ পথে চলে
কলজে যারা গেল দলে
বৈরাগীর ঐ পথে চলে
কলজে যারা গেল দলে
দাওয়াত দিল বঞ্চনা
বুঝলো সেইডা কয়জনা ?
দুনিয়াদারি ছাইড়া রে মন
দুনিয়াদারি ছাইড়া রে মন
স্বর্গ তো কেউ পাইবো না
স্বর্গ তো কেউ পাইবো না
দাওয়াত দিল বঞ্চনা
বুঝলো সেইডা কয়জনা ?
স্বর্গ পাবি সেই আশাতে
কাটাইলি মন বনবাসে
স্বর্গ পাবি সেই আশাতে
কাটাইলি মন বনবাসে
আপন পর তো চিনলি না
ওরে মন মরার আগে মরিস না।
দারুন এক খানা গানের মত মনে হচ্ছে
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
এটা সত্যই গান সাইদুল ভাই। শুধু আমি মনে মনে গেয়েছি 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
গান পড়লে কিছু হইলো???
গাইতে হবে।
কিন্তু গাইবে টা কে, শুনি?
শোনার অপেক্ষায় থাকলাম.....
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
হেঁড়ে গলা ছেড়ে দিয়ে টিটো বাঙ্গাল গান গায়। তথাস্তু গুরু 😉
পুরাদস্তুর বাঙ্গাল
জীবনের গান জিজ্ঞাসিয়া স্বর্গসন্ধান
আবেগঘণ মাটি ও জলে বহমান ।
বাহহ !
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা লুৎফুল ভাই।
পুরাদস্তুর বাঙ্গাল
:clap: :clap: :clap: :clap:
আমিও এক সময়ে গান লেখার চেষ্টা করেছিলাম, নিজের গলায় পর্যাপ্ত সুরের অভাব আবার পরকেও ধরে বেঁধে রাজী করাতে পারছিলাম না এতো দূর থেকে। হায়! তোমার হেঁড়ে গলায় একটা ট্রাই দিবে নাকি, ভাইয়া? সাথে আমাদের জন্য ফ্রি লাঠি লজেন্স নিয়ে এসো কানের বারোটা বাজানোর ক্ষতিপূরণ স্বরূপ 😛 (সম্পাদিত)
বিপদে ফেলে দিলে বুবু 🙁
এখন সেই কাঠি লজেন্স কোথায় পাব :((
পুরাদস্তুর বাঙ্গাল
বিপদে ফেলে দিলে বুবু 🙁
এখন সেই কাঠি লজেন্স কোথায় পাব :((
পুরাদস্তুর বাঙ্গাল
ভালো লেগেছে।
নামের এই দশা করলেন ক্যানো!
মোস্তাফিজ ই তো ভালো ছিলো।
আমি যতদূর জানি নিক নেম নেবার প্রচলন থাকলেও সিসিবি এটা নিরুতসাহিত করে।
ফেবু তে নিক রেখে এখানে আসল নামে ফিরে আসুন এই কামনায়
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ফিরে এল মোস্তাফিজ 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ ভাইয়া
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
😀
পুরাদস্তুর বাঙ্গাল
এইবার একটা সুন্দর ছবি দেন।
আপনি সুন্দর মানুষ।
অথচ দিয়া রাখছেন ডাকাতের মতো একটা প্রো পিক।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
রাজীবের দুটো প্রস্তাবই আমি সমর্থন করি। একটা কবুল হয়েছে দেখে খুশী হ'লাম। বাকীটাও কবুল হবে, এই প্রত্যাশায় রইলাম।
হা হা হা।
ধন্যবাদ ভাইয়া।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ভাই এই ছবিটা আমার খুব প্রিয়। আপনারা যদি ভয় পান তা হলে সরিয়ে ফেলছি। রাজীব কিন্তু একটা ভয়ঙ্কর ছবি প্রো.পিকে দিয়ে রাখছে।
পুরাদস্তুর বাঙ্গাল
মূ আ হা হা হা । ভয় পাইছস রাজীব হ্যাপী ওরফে টুটেনখামেন ? পিরামিডের সব ধন রত্নডি আমারে দিয়া দে ।
পুরাদস্তুর বাঙ্গাল
এইটা তো রামেসিস সেকেন্ড।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
হইলো রামেসিসস। তা মনি মুক্তা কেমন আছে বল
পুরাদস্তুর বাঙ্গাল
নাই ভাই মণি মুক্তা।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
😕 😕
পুরাদস্তুর বাঙ্গাল
গান পড়ে কি আর আসল মজা পাওয়া যায় মোস্তাফিজ ভাই? একটু গেয়ে শোনান 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কাঠি লজেন্স পেলে শোনাব 😉
পুরাদস্তুর বাঙ্গাল
'জীবনের গান' পড়ে ভালোই লাগলো। শুনলে হয়তো আরও ভালো লাগবে।
খায়রুল ভাই, সুরকার এবং শিল্পী পাচ্ছি না। মোকাব্বিরকে দায়িত্ব দেয়া যেতে পারে।
পুরাদস্তুর বাঙ্গাল
কঠিন লিরিক মোস্তাফিজ ভাই !
এটা কোন ভরা মজলিসে ধুম্র-তাসের আসরে গাইলে কেমন লাগবে তা চিন্তা করার চেষ্টা করছিলাম 🙂
মনের কথা বলেছ নাফিস :party: :party: :party:
পুরাদস্তুর বাঙ্গাল
বাউল মোস্তাফিজ ভাই।
চরম লাগলো।
এখন গেয়ে শোনান।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ভাল লেগেছে জেনে খুশী হলাম। এই বাথরুম সিঙ্গার গান শুরু করলে বিপদ হতে পারে। যেমনটা সুকুমার রায় তার গানের গুঁতোয় বর্ণনা করেছেন।
পুরাদস্তুর বাঙ্গাল
গানের গুঁতো- সুকুমার রায়
পুরাদস্তুর বাঙ্গাল
পুরাদস্তুর বাঙ্গাল