কার্তিকের ঘুঘু
পাকুড়ের শিখরে
ঘুঘু ডাকে ঘু ঘু করে
ডাকে তার সাথীরে
মাঠে ঘন দুধ জমে
কাঁচা পাকা ধানে
আয় ঘুঘু ঘু ঘু করে
ঘুঘু ডাকে ঘুঘুরে
নিয়ে আয় খড়কুটো
বাসা গড়ি দুজনে
ঘুঘু ডাকে ঘু ঘু করে
ডাকে তার সাথীরে
চরে চরে চরে চরে
চল ঘরে ঘুঘুরে
ঘুঘু ডাকে ঘু ঘু করে
কার্তিকের দুপুরে।
অগ্রহায়ণ
আবছা কুয়াশায় ঘুঘুর গান
মাঠে কাঁচা পাকা ধান
এল মিঠে অঘ্রাণ!
আসিলো অঘ্রাণ। অগ্রহায়ণ
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ময়মনসিংহের গ্রামাঞ্চলে অগ্রহায়ণ মাস কে আগুন মাস বলে, জানো?? 😛
বুবু, আমার গাঁয়েও আগুন মাস বুলে 😀
পুরাদস্তুর বাঙ্গাল
🙂 🙂 ধন্যবাদ :teacup:
পুরাদস্তুর বাঙ্গাল
:clap: :clap:
🙂 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
আগুন থেকে অঘ্রায়ণের নামকরন হয়েও থাকতে পারে।
মাঠে তো সত্যিই আগুন লেগে যায়।
আর আগে যে বিশাল মাঠ গুলো ছিল......
আজকাল সেই মাঠ খুব বেশি আর নাই। সেই আগুনও আর নাই।
মিষ্টি লেগেছে। দুইটাই।
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ভালো বলেছেন ভাই।
অনেক ধন্যবাদ 😀
:teacup: :party: হোক।
পুরাদস্তুর বাঙ্গাল
কার্তিক +অগ্রহায়ন +ঘুঘু = জীবনানন্দ
ভালো লেগেছে ভাই
😀 😀 :teacup: :party:
পুরাদস্তুর বাঙ্গাল
দারুন লাগলো মোস্তাফিজ ভাই, বাকি মাস গুলোও চাই 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ গোলন্দাজ। বাকী মাস গুলোও আসবে ইনশাল্লাহ্ । প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে সালতামামি ১৪২১ লেখার ইচ্ছা আছে :dreamy:
পুরাদস্তুর বাঙ্গাল