তৃষ্ণা
পড়শীর ডালপালায়
ক্ষনিকের আশ্রয়
পাতা চোয়ানো শিশির
কালাহারি তৃষ্ণা
অলিন্দের পাশে
নিলয়ের গভীরে
খুজে ফিরি শেকড়!
[ লেখেছিলাম এক কথা ভেবে কিন্তু পাঠক বিশ্লেষণ করেছেন অন্যভাবে । সেটি বেশ মজার । পাঠক – মোস্তফা মোস্তাকুর রহিম খান পলাশ আমার সহকর্মী বন্ধু। তাঁর মতামত দেখুন]
ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন সমাজসেবা অফিসারের ধনপতি হওয়ার তীব্র আকাংখা এ কবিতায় ফুটে উঠেছে। কবি প্রতিটি ছত্রে রূপকের মাধ্যমে তার পাওয়া না পাওয়ার কথা তুলে ধরেছেন। উদাহরণ স্বরূপ বলা যায়,পড়শীর আশ্রয় বলতে নিজেকে ঘর বাড়ি হীন, পাতা চোয়ানো শিশির বলতে সামান্য কন্টিজেন্সি আর টি এ বরাদ্দ। অথচ কবির বুকে ধনী হওয়ার তীব্র বাসনা অর্থাৎ কালাহারি তৃষনা। কবি নিলয়ের পাশে ও অলিন্দের ভিতরে বলতে বনানীর পাশে গুলশানের ভিতরে শিকড় গাড়তে অর্থাৎ বাড়ি গড়তে চান।
কালাহারি তৃষ্ণা
:)) :)) :))
ব্যাখ্যা চমৎকার। লেখার মতই।
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
:khekz: :khekz:
পুরাদস্তুর বাঙ্গাল
:clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল
কবিতাটা আগেই পড়ছি 🙂
আর ফেসবুকে এর ব্যাখ্যা পড়ে আরো অনেক বেশি ভাল লেগেছে।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ফেসবুকে এর ব্যাখ্যা পড়ে আমারো অনেক ভাল লেগেছে 😀
কিন্তু আমি অন্য কিছু বলতে চেয়েছি B-)
পুরাদস্তুর বাঙ্গাল
কবিতা আর ব্যখ্যা দুটোই ভাল লাগলো মোস্তাফিজ ভাই। শুধু আমার মত পাঠকদের জন্য যদি আপনার নিজের ব্যখ্যাটাও একটু দিয়ে দিতেন 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধূর মিয়া, আগেই যদি ব্যাখ্যা দিয়ে দেই তাহলে কেমন হয় ? তোমার ইনবক্সে সূত্র দিলাম। B-)
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ মোস্তাফিজ ভাই, আপনার ব্যাখ্যাটা জেনে আবার পড়ে আরো বেশি ভাল লাগলো :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀
পুরাদস্তুর বাঙ্গাল
বেশি কিছু বুঝিনি।
কিন্তু ছবিটাই আসল -- সেটা দুর্দান্ত হয়ে ধরা দিচ্ছে আমার কাছে।
:hatsoff: :boss:
বল দেখি কী বলতে চেয়েছি ?
পুরাদস্তুর বাঙ্গাল
“দি গডস মাস্ট বি ক্রেজি” থেকে কিছু ছবি দিলাম B-)
পুরাদস্তুর বাঙ্গাল
">
পুরাদস্তুর বাঙ্গাল
পুরাদস্তুর বাঙ্গাল
:khekz: :khekz:
🙁 🙁