নিজের হাতে কিছু তৈরী করার মজাই আলাদা।সেটি যদি বিনা খরচে করা যায় আর সুন্দর হয় তাহলে তো কথাই নেই। মাত্র দুইটি খেজুরের পাতা দিয়েই তৈরী করুন হরিণ আর বিশেষ কিছু হয়ে যান আপনার সন্তানের কাছে।আমি এটা তৈরী করা শিখেছিলাম আমার বোন রিনা রহমানের (রিনাবু) কাছে।কাউকে শিখাতে পারিনি।পাটি বুননের মত করে পাতা দিয়ে বোনা হরিণ । একে লোক শিল্প বলা যায় কি না তা বলতে পারি না। তবে এব্যাপারে পাঠকদের মতামত জানতে মন্চায়।
একটি খেজুর পাতার মাঝের শিরটা লম্বালম্বি ছিঁড়তে হবে।কাঁটার দিকটা খোলা থাকবে।গোড়ার দিকটা বন্ধই থাকবে।লম্বালম্বি সমান দুই টুকরা করুন।এক টুকরাকে আর এক টুকরার মধ্যে ঢুকান।ছবি দেখুন এবং পাটির মত একটু বুনিয়ে নিন। তৈরী হল পিছনের একটা পা।আর একটা খেজুরের পাতা দিয়ে একই ভাবে আরেকটা পা তৈরী করুন।পা দুটো ছবির মত জোড়া লাগান।পাটির মত বুনন চলুক।এক পাশে একটা উর্দ্ধমুখি ফালি ছাড়ুন। লেজ হল।তার একটু পর নিচের দিকে দুটো পা ছেড়ে গলার বুনন চালান।মাথা বানাতে দুইটা কান ছাড়ুন।মাথাটা সামনে বা পিছনমুখি করতে পারেন।মুখটা মেরে দেবার সময় শেষ ফালির মাথা বুননের মধ্যে ঢুকিয়ে দিন।তৈরী হয়ে গেল হরিণ বা ঘোড়া বা ছাগোল।ব্লেড বা কাঁচি দিয়ে ফিনিশিং টাচ দিন।আপনাদের তৈরী করা হরিণের ছবি আপলোড করলে খুশি হব।ধন্যবাদ।
পুরাদস্তুর বাঙ্গাল
বাহ! মজারতো? আমি কিছু অরিগামি জানি। একদিন শেয়ার করবো।
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
🙂
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ধন্যবাদ পারভেজ ভাই । আপনার অরিগ্যামীর প্রত্যাশায় রইলাম 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
অরিগ্যামী দেখার প্রত্যাশায় :dreamy: (সম্পাদিত)
পুরাদস্তুর বাঙ্গাল
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
🙂 ছবি আপলোড করলে খুশি হব 😀
পুরাদস্তুর বাঙ্গাল
;))
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
কেন দিয়েও তৈরী করা যাবে রাজীব। কাগজদিয়ে এই পদ্ধতিতে হরিণ তৈরী করে জাপানীদের তাক লাগিয়ে দিয়েছিলাম ; হোমস্টেতে B-)
পুরাদস্তুর বাঙ্গাল
অসাধারন :thumbup:
জাপানীদের :gulli2: করে ফালায় দিয়েছিলেন বলে ::salute::
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
😀 ::salute::
পুরাদস্তুর বাঙ্গাল
দারুন মোস্তাফিজ ভাই :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀 :teacup:
পুরাদস্তুর বাঙ্গাল
অনেক কঠিন! 🙁 সম্ভব না!
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
বরফ দিয়ে ওয়াল-ই তৈরী করতে পারলে তবুও :-/
পুরাদস্তুর বাঙ্গাল
পুরাদস্তুর বাঙ্গাল
আহা চমৎকার স্মৃতি মনে করিয়ে দিলেন। খারাপ লাগছে আগামী বছরের উইন্টার কার্নিভালে থাকছই না। আমরাই প্রথম শুরু করেছিলাম।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
🙂
পুরাদস্তুর বাঙ্গাল
আহা, উইন্টার কার্নিভাল :dreamy:
পুরাদস্তুর বাঙ্গাল
😡
:shy:
পুরাদস্তুর বাঙ্গাল
আপনার এই সিরিজটা দারুণ হচ্ছে।
ধন্যবাদ 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
মূল্যহীন খেলনা বিষয়ক পোষ্ট ২/১ টা দিলেই মজুত শেষ হয়ে যাবে। তখন কেচ্ছা কাহিনী ইত্যাদি নিয়ে লিখব ।
পুরাদস্তুর বাঙ্গাল