তিতো ওজিসান

জোর করেই তোমার মা তোমাকে আমার কোলে তুলে দেয়
তার পর বেশ কটা বছর আমার আত্মা হয়েছিলে,
বিশ্বাসই করতে পারবেনা আমাকে কতটা ভালবাসতে
দেড় বছরেই অনেক কথা শিখে গিয়েছিলে
আব্বু  ডাক শোনার জন্যে তোমাকে কত আব্বু বলেছি !
পিচ্চি হলেও ভুলটা করনি কখনও।

তোমাদের ছোট্ট বাসায় আমার আশে পাশেই থাকতে
খাওয়ানর সময়টাতে পারলে পেটের মধ্যে ঢুকতে।
একটা কথা মনে হলে এখনও হাসি পায়
আমরা খেতে বসলে ভ্যাঁ করে হিসি করে দিতে।

তোমাকে না কাঁদিয়ে বাইরে যাওয়া ছিল অসম্ভব।
কিন্তু ছোট্ট দেশে বাস করেও অসম্ভব সম্ভাবনা
সামনা সামনি চাচা-ভাইঝি কেউ কাউকে চেনে না !
স্ট্যাটাসের টানাপোড়েন আর অদৃষ্টের খেয়াল
ভাঙ্গা গড়ার মাঝে তোলে অদৃশ্য দেয়াল।
প্রবীন দিবসের অনুষ্ঠানে সপ্রতিভ মিষ্টি গুণ গুণ
আর চশমার মাইনাস পাওয়ারে নিরব তিতো ওজিসান ।

২,১০১ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “তিতো ওজিসান”

  1. টিটো মোস্তাফিজ

    ধন্যবাদ সামিউল :teacup:
    আন্তর্জাতিক প্রবীন দিবসের অনুষ্ঠানের পরে মনের মধ্যে যে আলোড়ন ওঠে তা লিখে ফেলি। একান্ত ব্যক্তিগত অনুভূতি ব্লগে দেয়া নিয়ে অবশ্য দ্বিধার মধ্যে ছিলাম।
    ক্যাডেট কলেজ ব্লগ এখন সকল ক্যাডেট/এক্স ক্যাডেটদের “যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা”। এখানে হাসি আছে, কান্না আছে, হাসি-কান্না নিজেদের মাঝে ভাগাভাগি করে নেবার আনন্দ আছে।
    তাই লগ আউট করতে না পারায় লেখাটা পোস্ট করে দেই।


    পুরাদস্তুর বাঙ্গাল

    জবাব দিন
  2. রাজীব (১৯৯০-১৯৯৬)

    লাইনগুলার মাঝে স্পেস গুলা চোখে লাগতেছে ভাইয়া।
    শিফট চেপে ধরে এন্টার চেপে নেক্সট লাইনে গেলে এই সমস্যা এড়াতে পারবেন বলে মনে হয়।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।