ক্যাডেট কলেজ ব্লগ।। বেশ কিছুদিন আগেই এই ব্লগের সদস্য হয়েছি। খুব ভালো লাগছে সবার লেখা পড়ে। কিন্তু নিজে কিছু লেখার সাহস পাচ্ছি না। যত গুলো লেখা পড়লাম আমার কাছে মনে হলো সবগুলোই আসাধারণ। সবাই অনেক ভালো লেখে। অনেক সুন্দর সুন্দর গল্পো, কবিতা, রম্য রচনা, ভ্রমন কাহিনি, ক্যাডেট জীবনের ঘটনা ইত্যাদি অনেক ধরনের লেখা পড়লেই মনে হয় সবাই বুঝি প্রফেশনাল লেখক।
সত্যি কথা বলতে কি, একারণেই আমি এখানে লিখতে সাহস পাই না। আমি কোন ধরনের লেখায় কখনো লিখিনি। সবচেয়ে বড়কথা হলো, লেখালেখি আমাকে দিয়ে হবে না। সুতরাং আমার মতো আনাড়ি (লেখালেখির ক্ষেত্রে) যদি লেখা পোস্ট করি তাহলে সেটা অন্যায়ই হবে।
অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম কি লিখব। বেশ কিছুদিন ধরে মাঝে মাঝেই ক্যাডেট কলেজ ব্লগ পড়ি। কিন্তু নিজের ব্লগে কিছু থাকবে না এটা কি করে হয়? তাই অনেক চিন্তা ভাবনার পর মনে হলো আমি যে লিখতে পারি না সেটাই লিখে রাখি। যদিও ব্যাপারটা খুব হাস্যকর মনে হচ্ছে। যাই হোক লিখতে পারি না লিখতে লিখতেই অনেক বক বক করে ফেলেছি। আর না।
ব্লগে স্বাগতম দোস্ত। শুভ লেখালেখি। লেখা কেমন হইছে নিয়ে এত চিন্তার কিছু নাই যা টাইপিং এ আসবে লেখতে থাক। আমরা আমরাই তো।
ধন্যবাদ দোস্ত। ইনশাল্লাহ মাঝে মাঝে লেখার চেষ্টা করবো। ভাল কথাই বলেছিস, "আমরা আমরাই তো"...............
স্বাগতম মেহেদি... এতো চিন্তা ভাবনা না কইরা ইচ্ছামত লেখতে থাক...
৯৬-০২ আপ আপ :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
96-02 আপ আপ, স্বাগতম দোস্ত। 🙂
B-)
সাম্প্রদায়িক কথা আমি একদম পছন্দ করি না :thumbdown:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সহমত!
আরে আমারও একই অবস্থা। সবার লেখা পড়ে ভয় পাইসি। আমাকে দিয়ে লিখালিখি হবেনা আমি মোটামুটি sure।
আরে মিয়া, লিখে ফেল। আমরা আমরাই তো। 😛
ত্রিমিতা (১৯৯৬-২০০০)
৪ বছর কেনো? 😮 😮 আপু, ঠিক করে দিয়েন।
ভাইয়া আমি আধা ক্যাডেট. SSC-র পরে ফাটাফাটি একটা scholarship পেয়ে বাইরে চলে গেসিলাম। 🙂
যে একবার ক্যাডেট, সে always ক্যাডেট।
ত্রিমিতা,
আধা ক্যাডেট আবার কি? 😮
যে একদিন মাত্র ক্যাডেট ছিল সে সবসময়ই ক্যাডেট।
কেমন আছ তুমি? যশোরে সেভেন হর্সে যাচ্ছি।
ভাল থেক।
ইউসুফ uncle (ভাই)!
আমি ভাল, আপনার খবর কি, অনেকদিন পর! আব্বুর ঢাকা HQ তে পোস্টিং, আর্মার্ড ডিরেক্টর। আমি ঢাকায় আছি। বাসায় আসবেন। (আব্বু এখনও বাসা পায় নাই যদিও।)
Once a cadet always a cadet, কিন্তু আমার ক্লাস ১১-১২ এর কোন গল্প নাই আর কি। ঃ (
আচ্ছা সেভেন হর্স কি জিনিস? "সাত ঘোড়া সিমেন্ট"
এইটা সেভেন হর্স কেন, সিক্সথ বা এইটথ না ক্যানো?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:khekz: :khekz:
সরি ইউসুফ স্যার/ভাই :frontroll: :frontroll:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হাসান ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নেন ভাইয়া চা :teacup: খান।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:thumbup: :thumbup:
সিসিবিতে স্বাগতম হাসান
কুনু ব্যাপার্স্না ব্রাদার, আমরা আমরাই তো :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
আরে লিখে ফেল। আমার অবস্তাও তোর মতো ছিলো। আর এক বছর পর আমি ও সিরিজ লিখতেছি :grr: :grr:
আরে ব্যাপার না বাচ্চু, টাইট হইয়া বইয়া থাক। আমাগো বাড়ি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
oye hoye Hasan Bhai aisha porche!!
বস, আগে টাইট হইয়া বসেন, এরপর রকিবের এক কাপ চা খান, ব্যাস ...এখন আরাম কইরা লেখতে থাকেন 😀
ফয়েজ ভাই, রবিন ভাই, কাইয়ূম ভাই ও ত্রিমিতা আপুঃ আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ নিয়মিত হওয়ার চেষ্টা করবো।
আহসান, তৌফিকঃ কেমন আছিস......? দেখি চেষ্টা করে লিখতে পারি কিনা।
রকিব তোমার চা খেয়ে রেজোয়ানের কথা মতো টাইট হয়ে বসেছি। দেখা যাক হয় কিনা। চলে আসলাম মাসরুফ।
সব ই তো বুঝলাম, কিন্তু কেউ তোরে এখনো রিসিপসনই দিলো না, সিনিয়ররা দেখি সব মাটির মানুষ হয়ে গেছে 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:)) :)) :))
কিলাসমেট রে আপু ডাকতাসেন কিয়াল্লাই???
আমি তো ব্লগে ঢুকে ধাক্কা খাইছি, আমি তো এমন কোনো ব্লগ লেখি নাই 😕 পরে দেখলাম কাহিনী আরেক। ব্লগে স্বাগতম দোস্ত। তবে আমাদের দুইজনেরই স্ক্রীন নেম এক, এটা একটু কনফিউজিং।
হুমম, কলেজের নাম লাগা অথবা পুরা নাম লিখে ফ্যাল যেকোন একজন...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা ...........
কলেজে ঢোকার সময় হাসান নামটা যখন পেয়েছিলাম তখন মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তিতে মনে হয়েছে নামটা চমৎকার। একটু কনফিউজিং হলেও এভাবেই থাক না কিছুদিন। দেখি আর কে কে ধাক্কা খায়।
আহসান তুইকি বলিস এ ব্যাপারে.........?
তাও ভাল তুই প্রোফাইল পিকচার দিছিস, নাইলে তো পুরা ব্যারাছ্যারা লাইগা যাইত...
তবে তুই মেহেদি হাসান ব্যবহার করতে পারিস may be...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হাসান, স্বাগতম, লিখতে থাক। তোমার লেখা সুন্দর।
তবে চা টা একটু পরে খেলে ভাল হত।
এখন কি জানি করতে হবে......কি ব্যাপার প্রিফেক্টগুলা কই গেল, কিছু করে না কেন? 😡 😡
হাসান, কামরুল, তানভীর আব্দুল্লাহ এই নামগুলার মনে হয় ক্যাডেট কলেজে কোন অভাব নাই!
@ হাসান ভাই (এফসিসি) প্রথমে আমিও ডজ খাইসিলাম! যে আপ্নেরে তো এই চেহারায় কোনদিন দেখি নাই, পরে প্রোফাইলে দেইখা ভুল ভাংসে।
ইউসুফ ভাই, ধন্যবাদ.........কি করতে হবে বলেন,করে ফেলি.........দরকার হলে পরে আর একবার চা খাওয়া যাবে...।।
ওকে, যেহেতু আমি ব্লগে পরে এসেছি তাই নামটা আমিই পরিবর্তন করলাম............।।
লাবলু ভাই
ইউসুফ ভাই তো নাই, আমি কি মেহেদীরে একটু আপ্যায়ন শুরু করুম?
অল্টারনেটিভ ব্যাচ তো, দেইখাই ক্যামন হাত নিশপিশ করতেছে :grr: :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
দোস্ত এডু স্যার ব্যস্ত থাকলে তো দায়িত্ব আমাদের কেই নিতে হবে। শুরু কর।
স্বাগতম ভাইজান ... সমসাময়িক সিসিবি ধারা অনুযায়ী বলি আরও লিখুন আরও লিখুন
স্বাগতম বন্ধু !
ধন্যবাদ 🙂
স্বাগতম বন্ধু......
ব্লগে স্বাগতম......
যা মনে আসে লিখে যাও.......
বরং না লিখলে পাঙ্গা খাওয়ার চান্স আছে........... :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঐ 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
:)) কাইয়ূম ভাই এর আবার স্পেশাল একটা পাঙ্গা আছে =))
:)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
লিখব ইনশাল্লাহ.........
মেহেদি ভাই, বিশাল বাচা বাইচা গ্যাসেন। সানাউল্লাহ ভাই-এর :frontroll: দেয়া লাগেনাই। :awesome: