অনেক অনেক দিন আগের কথা, আমাদের এহসান ভায়ের অনুপ্রেরনায় সিসিবির বাঘা বাঘা সব টিম ম্যানেজাররা ঝাপিয়ে পড়েছিল ফ্যান্টাসি ফুটবলের সিসিবি লীগে নিজের শ্রেষ্ঠত্ব প্রমানের জন্য। অনেক আয়োজন করে আমরা শুরু করেছিলাম এই লীগ। প্রথম সপ্তাহেই আমাদের নতুন জামাই রায়হান আবির শীর্ষস্থান দখল করে সবাইকে সাবধান করে দিয়ে সেই যে চলে গেল আর ফিরে এলো না। প্রথম কিছুদিন এই লীগ নিয়ে আমাদের উৎসাহেরও কমতি ছিল না, প্রতি সপ্তাহে আমলনামা দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতাম। অনেকদিন আমলনামা প্রকাশ না হলেও যুদ্ধ কিন্তু থেমে থাকেনি। প্রতি সপ্তাহেই ম্যানেজাররা তাদের দল ঠিক-ঠাক করে নিয়ে দাপট দেখিয়ে যাচ্ছেন। একটা নিরব প্রতিযোগিতা চলছে সবার মাঝে। সেই নীরব প্রতিযোগিতাকে সরব করতে গত ২৩ সেপ্টেম্বর ২০০৯ তারিখে আমলনামা-০৬ প্রকাশের ছয় মাস পর আমলনামা-০৭ প্রকাশ করতে যাচ্ছি। প্রিমিয়ার লীগ এখন শেষের দিকে। তাই উত্তেজনাও চরমে। লীগের শীর্ষদলগুলোর মধ্যে চলছে হাড্ডা হাড্ডি লড়াই। এই সপ্তাহে ব্ল্যাকবার্নের সাথে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জিততে না পারায় পুনঃরায় ১ম অবস্থানে উঠে আসার সুযোগটা নষ্ট করলো চেলসি। ম্যান ইউ, চেলসি ও আর্সেনাল প্রতিটি দল ৩১ খেলায় যথাক্রমে ৬৯,৬৮ ও ৬৭ পয়েন্ট নিয়ে ১ম, ২য় ও ৩য় অবস্থানে রয়েছে। শেষ পর্যন্ত কি হবে তা নিয়ে বিভিন্ন পোষ্টে অনেকেই মন্তব্য করেছে। মন্তব্যগুলো এখানে হলে মন্দ হয় না।
আটটা টিমের দুটা করে খেলা থাকায় এই সপ্তাহে পয়েন্টের রমরমা অবস্থা। সিসিবির ১১ জন ম্যানেজার ১০০ এর উপরে পয়েন্ট নিয়েছেন। ফ্যাব্রিগাস ইঞ্জুরিতে থাকায় অনেকে দলে না নিলেও যাদের দলে ছিল হঠাৎ করে ইঞ্জুরি থেকে ফিরে তাদেরকে হতাশ করেনি। চেলসি ৫-০ ব্যাবধানে পোর্টসমাউথকে হারানোতে দ্রগবা আর ল্যাম্পার্ড এই সপ্তাহের ২ খেলায় ২০ ও ১৮ পয়েন্ট নিয়ে ম্যানেজারদেরকে টেনে তুলেছে বিশেষ করে তাদেরকে যারা ক্যাপ্টেন রেখেছিল। রুনির একটা খেলা থাকা সত্ত্বেও যারা তাকে ক্যাপ্টেন রেখেছে তারা মোটামুটি ধরা বলা যায়। এছাড়াও সান্ডারল্যান্ডের বেন্ট, এভারটনের ডিস্টিন ও আর্তেতা, পোর্টসমাউথের ও’হারা, এ্যাস্টনভিলার অ্যাশলে ইয়াং ও কারেও, চেলসির মালুদা আর ব্ল্যাকবার্নের দুন হতাশ করেনি তাদের ম্যানেজারদের। এছাড়াও অনেক প্লেয়ার এই সপ্তাহে ১০ এর উপরে পয়েন্ট দিয়েছে যাদের অনেককেই সিসিবি ম্যানেজাররা নিজেদের দলে রাখেননি।
এবার সিসিবি ম্যানেজারদের দৌড়ের খবর নিয়ে আসা যাক। দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রাখার পর এবার আমাদের গোলাপজান ভাবীর কাছে নত স্বীকার করলেন তানভীর ভাই। গোলাপজান ভাবী ও তানভীর ভাই ১৮৯৩ ও ১৮৭৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে ১ম ও ২য় স্থানে রয়েছেন। অনেকটা পেছনে ১৮২৩ পয়েন্ট নিয়ে ৩য় অবস্থান ধরে রেখেছেন এহসান ভাই। এ সপ্তাহে সিসিবি লীগের সর্বোচ্চ ১১৪ পয়েন্ট পেয়ে সর্বমোট ১৮১৮ পয়েন্ট নিয়ে কামরুল ভাই রয়েছেন তালিকার ৪র্থ অবস্থানে। গত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকটা অবস্থানে ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত ৫ম স্থানে (১৭৮৭) স্ট্যাবল রয়েছে কলকাতার আহসান আকাশ । কামরুল তপু এবং আমাদের রিভিন ভি অনেকদিন ধরেই নিজেদের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই করে এ সপ্তাহ শেষে যথাক্রমে ৬ষ্ঠ (১৭৮২) ও ৭ম (১৭৮১) অবস্থানে রয়েছেন। আমাদের সাথে প্রথম সপ্তাহ থেকে না থেকেই গত বেশকিছু সপ্তাহে ধারাবাহিক ভাবে ভাল করে বর্তমানে ৮ম স্থানে (১৭৫৪) উঠে এসেছেন রুম্মান ভাই। এই সপ্তাহে একটু মন্দা যাওয়াতে আমাদের হাসান ৯ম স্থানে (১৭৪৭) নেমে এসেছে। বেশ কিছুদিন ধরে খরা যাওয়ার পর এ সপ্তাহে দ্রগবার, ল্যাম্পার্ড আর বেন্টের কল্যানে হাসানের ঠিক পেছনেই ১৭৪৬ পয়েন্ট নিয়ে ১০ম অবস্থানে উঠে এসেছি আমি। প্রথম দশের মধ্য ৯৬ ব্যাচের ৪ জন, ৯৬ ব্যাচ আপ আপ :thumbup: (কিছুটা সাম্প্রদায়িক)।
এছাড়াও মইনুল ভাই ১১তম, ফয়েজ ভাই ১৪তম, কাইয়ুম ভাই ১৫তম, তাইফুর মামা যথারীতি ২১তম, আমাদের নব্যবিবাহিত আমিন ২২তম, লীগ নিয়ে অনেক অনেক উৎসাহী আমার পাশের রুমের জাহিদ (৯৭ ব্যাচ) ২৩ তম (৪র্থ সপ্তাহ থেকে জয়েন করেছে) এবং প্রথম সপ্তাহের শীর্ষ ম্যানেজার রায়হান আবীর ৩১তম স্থানে অবস্থান করছেন। অনেকে অনেক পরে যোগদান করায় তালিকার নিচে অবস্থান করছেন, তাদের জন্য মাস ভিত্তিক শীর্ষস্থানে উঠার প্রতিযোগিতা তো থাকছেই। এবার দেখে আসা যাক আমরা কে কোথায় আছিঃ
# | Team | Manager | GW | TOT |
---|---|---|---|---|
1 | Super Mancs | Golap Jaan | 92 | 1893 |
2 | Crazy Wind | Tanvir Hasan | 83 | 1875 |
3 | Torres n Tevez | Ehsan Haque | 74 | 1823 |
4 | 955 | KamRul HaSan | 114 | 1818 |
5 | The sky bluz/Abahoni | Ahasan akash | 111 | 1787 |
6 | ulumbush | Mohammad Kamrul Islam | 109 | 1782 |
7 | robin’s team | ashraful amin | 108 | 1781 |
8 | Rumman’s11 | Rumman Wahid | 105 | 1754 |
9 | HI AND GOODBYE | Quamrul Hassan | 78 | 1747 |
10 | The Royal Return | Mehedi Hasan Rasel | 104 | 1746 |
11 | nandonik | Mainul Islam | 96 | 1743 |
12 | kingkongs | fahim shafayat rahman | 54 | 1733 |
13 | hasnat11 | hasnat sumon | 91 | 1731 |
14 | foyez11 | Foyezur Rahman | 63 | 1720 |
15 | TyranT | Hasan Quyyum | 113 | 1701 |
16 | nine42 | masud islam | 106 | 1694 |
17 | Brikhomela FC | Mohammad Islam | 107 | 1693 |
18 | Champions | Sami Haq | 103 | 1687 |
19 | untied49 | K M Mostafa Mahbub | 67 | 1679 |
20 | russel’s | Md. Nuruzzaman Russel | 89 | 1674 |
21 | OstaderMairLastNight | Taifur Pavel | 81 | 1595 |
22 | DeadlyDevils | amin shimul | 97 | 1569 |
23 | OCEAN’S ELEVEN | Md.Anwar Zahid | 92 | 1567 |
24 | Abnormally Mads | Abdullah Zobayer | 40 | 1476 |
25 | Meghna-08 | Fahad Islam | 57 | 1402 |
26 | mIrZa’S XI | Mirza Mostafa | 106 | 1374 |
27 | tans… dudes | Tanvir Ahmad | 53 | 1363 |
28 | cadetz02 | mehedi hasan | 54 | 1350 |
29 | Habizabi IX | Mahadi Hasan | 53 | 1349 |
30 | thekickerzzz | fazle rabbi | 66 | 1339 |
31 | BDsenal | raihan abir | 56 | 1336 |
32 | The Indomitables | Sayed Iftekhar | 70 | 1273 |
33 | nandonik_2 | Mainul Islam | 65 | 1232 |
34 | coparaihan | raihan 1079 | 45 | 1205 |
35 | Stupidly Dreamy | Zihad Tarafdar | 54 | 1071 |
36 | Khaisi_Tore | Zahidul Islam | 56 | 953 |
37 | Jacks United FC | S.M. Mortuza | 96 | 839 |
পরবর্তি সপ্তাহ এবং লীগের বাকী সপ্তাহগুলোতে সবার জন্য রইলো শুভ কামনা। লীগের শীর্ষ দলগুলোর মত সিসিবি লীগেও আমাদের হাড্ডা-হাড্ডি লড়াই শেষ পর্যন্ত চলবে বলে আশা করা যায়।
:clap: :clap: :clap:
আমিও লীগ খেলপো :(( :((
নিয়ম-কানুন জানতে চাই,আগে কিচ্ছু বুঝিনাই,এখনো বুঝতেছি না ভাই 🙁
আমিও লীগ খেলপো :(( :((
নিয়ম-কানুন জানতে চাই,আগে কিচ্ছু বুঝিনাই,এখনো বুঝতেছি না ভাই 🙁
জুনিয়র কা আন্ডা,তেরি সাহস ত কম না,কপি মারস x-( কপিরাইট কই?? 😡
:frontroll:
যারা ফ্যান্টাসি ফুটবল সম্পর্কে জানেন না তারা এহসান ভাইয়ের পোষ্টটা একটু কষ্ট করে দেখে নিবেন।
ধন্যবাদ বস 🙂 :salute:
তুমি এই সিজনের লাস্ট কয়েকটা সপ্তাহ জাস্ট প্রাক্টিসের জন্য টিম নামাতে পার এবং আগামী সিজনে শুরু থেকেই শুরু করতে পার (যদি আগ্রহ থাকে)।
হে হে হে :)) এতোদিনে এই অবস্থা পিন্টু ভাই =)) ব্যাপার না, আপনার ছোট্ট বন্ধুরা আসে না, ওদের বলেন শিখায়া দিতে :grr:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
খেলাধুলা কম্বুজি ভাই 🙁 🙁 🙁
পঁচা একটা খেলা 🙂
হুম, পঁচাই বটে :clap:
সাবস্টিটিশনের ব্যাপারটা বুঝলাম না এখনো। আমার মুল টিমের বাইকি খেলে নাই, তাই আশা করসিলাম বেঞ্চ থেকে ফাব্রিগাস (১০ পয়েন্ট) আসবে। কিন্তু আসলো ফায়ি আবদালা (১ পয়েন্ট)। কাহিনীটা কি ????? (সম্পাদিত)
মইনুল ভাই, মাই টিম অপশন থেকে সাবস্টিটিউশন প্রায়োরিটি চেঞ্জ করা যায়। এ সপ্তাহে আপনার সাবস্টিটিউশন প্রায়োরিটি ছিলঃ ফায়ে এ্যাব, ফ্যাব্রিগাস, হান্ট। তাই একজন প্লেয়ার না খেলাতে তার পরিবর্তে ফায়ে এ্যাব খেলেছে।
অনেক ধন্যবাদ মেহেদী ...... এইটা না জানার জন্যে কত পয়েন্ট ধরা খেয়ে গেসি কে জানে ...
২০ এর পরে যারা আছে তাদের পরের বছর রেলিগেশনে ফালানোর দাবি জানাই।
আর ১০ এর মধ্যে যারা থাকবে তারা আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ ফ্যান্টাসীতে খেলবে। :grr:
তানভীর, কামরুল, রবিন, রুম্মান।
৯৪ ব্যাচ আপ-আপ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
একমত :thumbup:
৯৪ আর ৯৬ এর লড়াই তো ভালই জমবে মনে হচ্ছে
গত কয়েক সপ্তাহে ধরে একই কাহিনী হচ্ছে, সপ্তাহ শুরু করি পাঁচে, দুই/তিন দিন আট থেকে এগারোর মাঝে ঘোরা ফেরা করি, তারপর শেষ দিনে আবার পাঁচে ফিরে আসি। দেখা যাক এই শেষ কয়েকদিনে আরেকটু আগানো যায় কিনা।
:thumbup: :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমারে ফলো কর।
গত তিন সপ্তাহে ধইরা তিনটা কইরা প্লেয়ার বদলাইতেছি। তারপরেও তিন সপ্তাহে টানা সর্বোচ্চ পয়েন্ট। এহসান ভাইরে ধইরা ফালাইছি। আল্লাহ ভরসা।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমিও তিন সপ্তাহ ধরে তিনটা করে প্লেয়ার চেঞ্জ করছি, এহসান ভাইয়ের সাথে গ্যাপ কমে আসলেও আপনাকে ধরতে পারতেছি না 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বুদ্ধিটা মনে ধরেছে, আমার ৪ টা প্লেয়ার ইঞ্জুরিতে থাকায় বিপদে পড়েছি।
লিখাটা বুঝি নাই :(( :((
কেনু বুঝি নাই :(( :(( :((
কেনু? কেনু? কেনু? :(( :(( :(( :((
চ্যারিটি বিগিনস এট হোম
আহমদ ভাই, আপনি সিসিবি লীগের সাথে সম্পৃক্ত না দেখে পোস্টের আগা-মাথা কিছুই বোঝেননি। এটা আসলে ইংলিশ প্রিমিয়ার লীগ নিয়ে ফ্যান্টাসি ফুটবল। এখানে আমাদের সিসিবি'র সদস্যদের জন্য একটা প্রাইভেট লীগ আয়োজন করা হয়েছে (সৌজন্যেঃ এহসান ভাই)।
এইটাতে প্রথম থেকে ছিলাম না, EPL এর পর ওয়ার্লড কাপের এক`টা ফ্যান্টাসি লিগ হইলে খারাপ হয় না।
সহমত :thumbup:
গতকাল এক ল্যাম্পার্ডই দিছে ২৫ পয়েন্ট, আর আমার দলের মোট পয়েন্ট ছিল ২৪। কেন যে ওরে আমার টিমে নিলাম না! এটা নিয়া মন খারাপ হইত না যদি আর্সেনাল জিতত!
যেভাবে পিছাচ্ছি, লীগ শেষে দেখা যাবে আমার অবস্থান ৭-৮ এর দিকে! 🙁 🙁
আমাকে তো এই সপ্তাহে উঠায়ে দিচ্ছে ল্যাম্পার্ড। রুনি না খেলায় ভ্যালু হিসাবে ল্যাম্পার্ড আমার ক্যাপ্টেন হচ্ছে এই সপ্তাহে। ২৮x২=৫৬ পয়েন্ট। :awesome: :awesome:
তানভির ভাই, পুরা আমার মনের কথা বলে দিছেন... 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
স্ট্যাবল রয়েছে কলকাতার আহসান আকাশ
হেঁহেঁহেঁ ইয়ে মানে আকাশদার এই নামের পেচনে আমার কিঞ্চিৎ অবদান রয়েচেগো :shy:
কিঞ্চিৎ অবদান 😮 😮 😮
আমার তো মনে হয় পুরাটাই তোর অবদান :goragori:
এই সপ্তাহে যেভাবে ধরা খাইলাম... তাতে আর স্টেবল থাকা হচ্ছে না মনে হয় 🙁
মাস্ফ্যু, অনেকদিন তোরে কিছু বলা হচ্ছে না... তাড়াতাড়ি লুঙ্গি নিয়া :grr: :grr: :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
চিন্তাইশ না। এই সপ্তাহ পুরাই উড়াধুড়া গেছে। দ্রগবা, রুনী খেলে নাই। শেষ মুহুর্তে বেশ কয়েকজন ইঞ্জুরিতে পড়ছে। তুই তোর অবস্থানেই থাকবি।
৩২ তম সপ্তাহ শেষে প্রথম দশের পাঁচ জনের স্থান পরিবর্তন হলেও কেউই ১০ এর ভিতর থেকে বাইরে চলে যায়নি। তবে অনেক অনেক ইঞ্জুরির কারনে এই সপ্তাহে সব ম্যানেজারদের টিম দাঁড় করাতে বেশ ঝামেলা করতে হবে।
টপ প্লেয়ারদের মধ্যে রুনি, ফ্যাব্রিগাস, আরশাভিন, দিফো, জামোরা, হান্ট, করলুকা, গালাস সহ অনেকে ইঞ্জুরিতে আছে।