৩১ তম ব্যাচের কামাল ভাই আমার খুব প্রিয় একজন সিনিয়র। উনার দুটো খুব বিখ্যাত উক্তি তুলে দিচ্ছিঃ
১। ব্লাডি মাসরুফ, তুমি আমার সামনে ফল্ট কর!জান ক্যাডেট কলেজের বাইরে থাকলে আমার তোমার বয়েসি ছেলে থাকত??
(ডাইনিং হলে মিল্ক টাইমে লুকিয়ে আরেক সহপাঠির কাছ থেকে খাবার নিতে গিয়ে ধরা খাওয়ার পর)
২। বাল স্যার , আপনি সারাদিন খালি কামাল কামাল করেন অন্য কাউরে চোখে পরেনা?
(প্যারেড গ্রাউন্ডে always late কামাল ভাই একদিন ভুল করে ঠিক সময়ে চলে আসার পরেও এডজুট্যান্ট স্যার উনাকে ধরার পর)
বিঃ দ্রঃ সেদিন কামাল ভাই এর রুদ্র মূর্তি দেখে উনাকে সি এইচ এম স্টাফের সাহায্যে হাসপাতালের মেন্টাল ওয়ার্ডে পাঠান হয়েছিল। সেদিন থেকেই কেউ উনাকে ঘাটাত না,আমাদের হিরো হয়ে গিয়েছিলেন তিনি। আমরা তো জানি তিনি মানসিক ভাবে যে কারো চাইতে সুস্থ!
কামাল ভাই,আপনি ফিলিপাইন থেকে আসার পর মাত্র একবার আপনার সাথে দেখা হয়েছে।আপনি যেখানেই থাকুন ভাল থাকুন।
ডায়লগ সুন্দর। ছবিটা চিনিয়ে দিলে ভালো হইত।
গাধা,সবার সামনের জন ই কামাল ভাই......আর পিছনে এ্যাডজুট্যান্ট স্যার এবং উনার বউ......
'বালের' এডজুট্যান্ট? এর চেয়ে কামাল ভাই looks smarter.
মাসরুফ ভাই,
দেখা হইলে কামাল ভাইরে আমার একটা সালাম পৌছায়া দিয়েন...
" বাল স্যার , আপনি সারাদিন খালি কামাল কামাল করেন অন্য কাউরে চোখে পরেনা?" 😀
কলেজে ষ্টাফদের সধারণত এই কথা বলতাম। 😆
মজাই মজা...
মজা পাইলাম।