নতুন আইলাম

অনেক আগে শুনছিলাম এই ব্লগের কথা। কিন্তু সময় পাই নাই আসার। এইবার আসলাম। দেখি কি দুনিয়া এইটা…।

২,২৫২ বার দেখা হয়েছে

৩৮ টি মন্তব্য : “নতুন আইলাম”

  1. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    এসেই যখন পড়েছেন কোমর বাইনধ্যা কিবোর্ড টেপা শুরু করেন। কিছু না কিছু লেখা বাইর হইব।

    চা পাইছেন নি ? না পুলাপান ফাঁকিবাজ হইছে আজকাল। এই রকিব্যা কই গেলি.....

    বলগে স্বাগতম।

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ১০টা :frontroll: এক্ষুনি। 😡
    ব্লগের রীতিনীতি আগে দেখো, শিখো। মোস্ট সিনিয়র হিসাবে আমি সবাইরে ওইডা দিয়া শুভেচ্ছা জানাই।
    সুস্বাগতম...................


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. রহমান (৯২-৯৮)

    স্বাগতম বন্ধু স্বাগতম :boss:

    আরেকজন ৯২-৯৮ ব্যাচ পাওয়া গেল।

    আয়, বুখে আয় :hug: …

    ৯২ ব্যাচ আপ আপ :thumbup: :thumbup:

    বন্ধু, কলেজ, ক্যাডেট নম্বর আর অন্যান্য ফিল্ড গুলা প্রোফেইলে জিয়ে বাংলায় ফিল আপ করে ফেল্‌ তো দেখি। তাহলে সব বাংলায় দেখাবে

    কিপ পোষ্টিং 😉 ৯২ ব্যাচ রকস্‌ :gulli: :gulli2:

    জবাব দিন
  4. সামীউর (৯৭-০৩)

    এই খালিদ ভাই, ৭ এ থাকতে আমারা টেবিল লীডার আসিলেন। তখন যদি উনি আমার খাওয়া দাওয়ার জন্য কষ্ট কইরা একটু পাঙ্গাইতেন, তাইলে আজকে আমি নার্ভাস নাইন্টিতে থাকতাম না। ( অঃটঃ খালিদ ভাই মিল্ক ব্রেকে গজা খাইতে খুব ভালা পাইতেন) :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:

    জবাব দিন
  5. খালেদ (১৯৯২-১৯৯৮)

    আমি আসলে অন্যদের ব্লগগুলা পড়ি আর comment করি। আমি যে ৩ লাইনের একটা লিখা দিসিলাম তা ভুইলা গেসিলাম। অনেকদিন পর মনে পড়ায় click কইরা তো বিষম লজ্জা পাইলাম। জুনিয়াররা চোখ বন্ধ কর, সানা ভাইয়ের আদেশ পালন করি।

    আজীবন :frontroll:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।