(কলেজে আপারা যখন গণহারে ওয়াল ম্যাগাজিন এর জন্য লিখা জমা দিতে বলত আমার ১ ক্লাসমেট একবার advanced learners থেকে ‘ম্যাংগো’ paragraph কপি করে জমা দিসিল, =)) আমি এতটা নিচে না নামলে ও এর চেয়ে বেশি ভাল লিখা জীবন এও লিখি নাই। তাই পাঠক কে অনুরোধ একটু কষ্ট করে পড়ে নিবেন)
কিছুদিন আগে বুয়েট ‘বিদ্রোহী’ ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে পরীক্ষা পিছাইলো,কি আর করা ভাবলাম ভালোই হল বাংলাদেশ ইংল্যান্ড এর ODI series টা বাসায় যেয়ে আরামসে দেখে আসি। বাংলার সোনার ছেলেরা সব ম্যাচেই একটু আশা জাগিয়ে আর শেষ রক্ষা করতে পারলোনা,মনে বড় ব্যাথা পাইলাম;লাভের লাভ ১ টাই হইলো আমার ভাল লাগা পোলাদের লিস্ট এ আরেকজনের এন্ট্রি হইল,স্টুয়ার্ট ব্রড। 😡 😡
দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম,কমলাপুর এ নেমে রিক্সা নিব কিন্তু কেন জানি পলাশির এই দিকে কেউ আসতে চায়না।যারাও বা নিমরাজি থাকে তারা যখন জিজ্ঞেস করে কোথায় নামবেন তারাও বুয়েট ছাত্রী হল শুনে আর রাজি হয়না।মানুষ কে বলতেই লজ্জা লাগে কোন হলে থাকি?-ছাত্রী হল,এটা একটা নাম হইল? 😡
অবশেষে এক রিক্সা পাইলাম,উনি খুব আগ্রহের সাথে জানালো উনি ছাত্রী হল চিনেন,শুধু এই হল কেন উনি ঢাকা মেডিকেল,ঢাকা ভার্সিটি,বুয়্রেট এর সব হলের নাম ও অবস্থান জানেন B-) ।আমি তো এমন বাচাল রিক্সাওয়ালা পেয়ে খুব খুশি 🙂 ।ইদানীং আমি এত কথা বলি যে,যে টাইম টুকু আমি রিক্সায় একা থাকি ততক্ষন আমার একা বসে থাকতে যেয়ে গাল ব্যাথা হয়ে যায়।খুশি মনে আমি চাচার সাথে গল্প শুরু করলাম;চাচা আপনার বাড়ি কই?কয় ছেলে মেয়ে ইত্যাদি,ইত্যাদি।
চাচা এবার বললো,’দাড়ান,আপনাকে ৩ টা প্রশ্ন জিজ্ঞেস করি। 😮 ‘আমি বললাম,করেন। আমি নিজের জ্ঞান জাহির করার জন্য প্রস্তুত। B-)
উনার প্রথম প্রশ্ন ‘বলেন তো বাংলাদেশ এ একটা ভার্সিটির ৩টা নাম,কি সেটা?’আমি তো আকাশ-পাতাল ভেবে পাইনা কি সেটা।উনি উত্তর দিলেন,’বুয়েট,প্রকৌশল বিশ্ববিদ্যালয়,ইঞ্জিনিয়ারিং ভার্সিটি।’ 😮 😮 ধমক দিয়ে বললেন নিজে পড়েন আর এটা জানেন না?
আমি তো আমার বিখ্যাত(!!!) হাসি শুরু করলাম আর ভাবতে লাগলাম তাহলে তো বাংলাদেশের সব ভার্সিটির তিনটা নাম-ঢাকা বিশ্ববিদ্যালয়,ঢাকা ভার্সিটি,D.U. ও আরেক টা আছে ঢা.বি.,৪ টা টোটাল। যারা আমাকে চিনেন তারা তো জানেন আমি একবার হাসি শুরু করলে আর থামিনা এবং দুঃখের বিষয়,হাসতে হাসতে ২য় প্রশ্নের উত্তর ও আমি খুঁজে পাইনি,প্রশ্নটা ছিল,’পৃথিবীতে একটা দেশের ৩ টা নাম,কি সেটা?দেখি পাঠক আপনারা পারেন কিনা?এটা না পারার পর চাচা আমাকে বললেন,’আপনি মনে হয় পড়াশুনা একটু কম করেন,তাইনা?’ :bash:
এবার একটু গায়ে লাগলো,আমি এবার সিরিয়াস ৩ নং টা আমাকে পারতেই হবে।উনি বললেন,’বলেন তো পৃথিবীতে ধর্ম-বর্ণ নির্বিশেষে কয়টা জাতি?’আমি তো খুব খুশি যাক ১টা তো পারা গেলো,আমি দাঁত কেলায়ে বললাম-একটা,মানুষ জাতি। 😀 উনি আমার হৃদয় ভেঙ্গে দিয়ে =(( বললেন,’হয় নাই,আপনি আর আমি কি এক?’আমি কনফিডেন্টলি বললাম,’হ্যা এক,আপনি ও মানুষ আমিও মানুষ।’কিন্তু হায় উনার উত্তর হল দুই জাতি-নর ও নারী।এরপর উনি বললেন,‘আপনি দেখি পুরাই অশিক্ষিত!!!’ :chup:
এর আগে ১ রিক্সাওয়ালার কাছে উচ্চস্বরে হাসির জন্য বকা খাইছিলাম,কিন্তু এইরকম অপমান এই প্রথম 🙁 । তবুও আমি উনাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।অনেক কস্ট আর সংগ্রাম করে বেঁচে থেকেও তার আশেপাশের জগৎ নিয়ে তার অনেক ভাবনা যা বোধ করি আমার মত অশিক্ষিত ও সুবিধাভোগীদের ও মাথায় আসেনা।
বি.দ্র. ২য় প্রশ্নের উত্তর হল-ভারত,ইন্ডিয়া ও হিন্দুস্থান। =)) =))
১৭৭ টি মন্তব্য : “পুরাই অশিক্ষিত”
মন্তব্য করুন
:gulli:
😀 😀 😀
২য় :(( :((
২য় কে???????????????????????? :grr: :grr:
:)) :))
2nd 😀
আহারে সানজু,তুই যে কত ধৈর্য্য ধরে সারা সন্ধ্যা বসে ছিলি, ;))
ব্যাপার না তোর ও দিন আসবে 🙂
সানজু সুইটহার্ট তোরে থ্যাংকস দেয়া হয় নাই,তুই তো আমার প্রুফ রীডার 😀
আর যতি চিহ্ন স্থাপনকারী =))
আমি খেলুম না :(( :((
আমি ১ম হইতে চাইলাম,পারলাম না
ভাবলাম ২য় হইসি,এখন দেখি তাও না :(( :(( :((
ঠিক হইসে :clap: :clap:
আমিও পারি নাই তুই ও পারিস নাই 😀 😀 😀
হিংসা পরায়ণ মাইয়্যা,অন্যের দুঃখে খুশি হওয়া বাদ দে 😛
জুক্স জটিল হইছে..................পেরথম ব্লগ হিসাবে অসাধারণ......ফাইভ স্টার =)) =)) :clap:
ভাইয়া ,বলেন হোটেল সোনারগাঁ ।
থ্যাংক ইউ পিন্টু ভাই 😀
আফামনি ব্লগে কি নিয়ম মাইনা ঢুকছেন ?? :grr: :grr:
আর লেখা পইরা বিআপক মজাক পাইলাম । 🙂
তৃতীয় 😀
আহারে ভাই দোয়া করি নেক্সট টাইম তুমি প্রথম হবা 🙂
পিন্টুর ছোট্ট বন্ধুরা দেখি আইজকা ব্লগ কাঁপাইতেছে-তা তুমাদের পিন্টুদা কই গেলো?
আসিতেছে.........আসিতেছে.........পিন্টু সগৌরবে ফিরিয়া আসিতেছে.........(ভেঁপুর ইমো হবে ).........দেখতে থাকুন...পড়তে থাকুন :party: :party:
যুক্স তর ব্লগ দেইখা লগইন করলাম ,যদিও কাল পরীক্ষা ।চরম হইছে , মাশাল্লাহ ।মাশাল্লাহ
ধন্যবাদ দোস্ত,
পরীক্ষা ফালায়া তোর মতো আর কোন মেডিকেল পার্টি রে আমি সিসিবি তে দেখিনাই রে,তুই গ্রেট শামা :thumbup:
এই মেয়ে…
তুমি :frontroll: শুরু কর!!!!!!!!!
আজ সে কিয়ামত তক্… 😡 😡
অঃটঃ নেক্সট লেখা দিলে উঠে যেও…
অনটঃ লেখা ভাল ছিলো… 😛
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
ঐ 😀
ভাই প্রিন্সু স্যারের কিন্তু অন্য ধরনের রিকমেন্ডেশন ছিল।
R@fee
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
লাইফ এ ১ম দিলাম,ভালোই লাগে,খারাপ না =))
যুক্তি,১০ টা দিয়েই থেমে গেলি কেন?ভাইয়া না তোকে নেক্সট ব্লগ দিয়ে তারপর উঠতে বলসে??? :grr: :grr: ভাল লাগে যখন তখন দিতে থাক।
শাহরিন আপুনি ব্লগে স্বাগতম ।আমার ননদেরা(আছিব মিয়ার ছুট্ট বন্ধুরা) এখন দেখি ব্লগ কাঁপাচ্ছে।খুব মজার লেখা এবং অনেক সাবলীল ।
তোমার বাসা কি চিটাগাং ?
চাঁটগাও ক্যান মনে হইল তর? 😮 😮
দ্যাখা লাগব না কার ছুট্টুবুন্ধু সব :shy: B-)
ভাই_একটু তো শরম করেন..... B-) 😉
আমারে শরম করতে কস ব্লগে আর তুই প্রকাশ্য দিবালোকে যে কথা-বার্তারে নিয়ে ঢ্যাং ঢ্যাং কইরা ঘুইরা বেড়াস,সেই খবর কি আমি জানি না???আজকে তো নিজের চোখেই দেখলাম B-) B-) :grr: :grr: :grr:
শুনতেছি তর মাঠ নাকি ফাঁকা হয়ে যাচ্ছে? 😉 :guitar:
=)) =))
ইহা কি শুনিলাম..!!!??... : 😕
@পিন্টু ভাই_ এটা কিন্তু ঠিক হইল না... 🙁 (সম্পাদিত)
🙁 মাফ করিস ভাই 🙁
ঠিক ভুল জানিনা-মাপ-শাস্তিও পরে,আগে কান পাইতা বিস্তারিত শুইনা লই :dreamy:
:gulli: :gulli2:
ধন্যবাদ আপু 🙂
আপু আমার বাড়ি তো জামালপুর,এখন থাকি ময়মনসিংহ,তবে অনেক দিন চিটাগাং ছিলাম,ওইটা আমার সবচেয়ে প্রিয় জায়গা,কেন চিটাগাং মনে হইল আপু?
পিন্টু ভাইয়ের বাড়ি ও কিন্তু জামালপুর ;))
~x( ~x( তুই চাঁটগেরাম ছিলি এইটা জরিনা জানল ক্যামনে??? :khekz: :khekz:
জামালপুর 😡 :shy:
পিন্টুইয়াআআআআআআআআআআআআআআআআ x-( x-( x-(
নাম বিকৃত করার অপরাধে আমি তোর ব্যাঞ্ছাই 😡 😡 😡
আকীকাআআআআআআআআআ :party: :party: :party:
জরিনা ভাবীর আকীকাআআআআআ.........মেয়ের আগে মায়ের আকীকাআআআআআআ :party: :party: :party:
=))
চ্যারিটি বিগিনস এট হোম
ভাইয়া আপনিও,কই এইগুলারে দুইটা থাবড়া দিবেন তা না! :(( :(( :(( :((
কারে কি কও? আহমদ ভাইরে শুরুতে দেইখা ভাবছিলাম হাজার হোক সাহিত্যের প্রফেসর মানুষ,আর যাই করুক আমারে বাঁশ দিবেননা-এখন দেখি আমি যেইখানেই ধরা খাই ভাইজান সেইখানে আইসা অট্টহাসির ইমো দ্যান :((
আসেন মাস্ফু ভাই,আমরা দুই ভাইবোনে মিলে এদের বিচার চাই
জেরিন তুমি কোন প্রজাতির গাছ জাতি জান্তে চায় 😛
:pira:
চ্যারিটি বিগিনস এট হোম
আমি আহমদ ভাইয়ের এই পিনমাখানো খিলখিল হাসিতে বড়ই বিচলিত হই :bash:
আমি শালগাছ আর জেরিনাপ্পু ধুতুরা বৃক্ষ-শালগাছের ডালে ধুতুরা পাতা লাগায় তারপর ধোলাই দিলে টের পাবি কত গাছে কত পাতা 😡
ভাই,আর মনে করায় দিয়েন না,একবার টার্মিন্ড নাইটে বাস্কেটবল গ্রাউন্ডে আড্ডা মারতেছিলাম,স্যার রা ধরে পাছার উপর দুইটা কড়ই গাছের ডাল ভাংছিল :(( :(( :((
=)) =)) :)) :))
আপুনি,ঠিক জানিনা কেন মনে হইলো,কিন্তু দেখলাম লেগে গেলো,পীর ফকির হয়ে যাইতেছি মনে হয় O:-)
এহ আইসে ফকিন্নী পীরওয়ালী :khekz: :khekz: :goragori: :goragori: ডার্কথ্রোয়ার (অন্ধকারে ঢীল ছুড়নেওয়ালী) :-B
দিমু নাকি একখান বানী??আইজকা তোর খোমাখাতাই একটা নতুন নাম আসবে O:-) O:-)
😡 :shy:
জরিনা নামটা কিন্তু সুন্দর। পিন্টু ভাইরে ধইন্যবাদ জরিনা ভাবীকে এত সুন্দর একটা নাম দেবার জন্য। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জেরিনের আসল নাম কিন্তু জরিনাই ছিল...কিন্তু ক্ষ্যাত লাগে বইলা চেন্জ কইরা জেরিন রাখসে,আপসুস নাম্টা টিকলো না 😛
পুরোনো নামে ফিরে যাওয়ায় জরিনাকে স্বাগতম এবং চাগতম..ওই রকিব্যা,ভাবীরে চা দে.... 😀
জরি না, তাইলে কি? (ফ্লপ)
পুরাই ফ্লপ
ফুয়াদ ভাইয়া!!!!!!!!!!! আপনি!!!! এইটা কি ঠিক করলেন?এখন যদি আমি আপনার বাল্যপ্রেম আর 3rd person singular number কাহিনীটা ফাঁস করে দিই তাহলে??? 😉
😮 😮 কি কাহিনী?জাতি বিস্তারিত শুনতে চায় :hug:
জাতি জানতে চায়
আমি ও জাতি কে জানাইতে চাই,কিন্তু ভয় পাইতেছি,বিস্তারিত জানাইলে কি সপ্তাহে সপ্তাহে বুয়েটে গিয়ে আড্ডা কি আর দিতে পারমু??
তাই নিজেরে সেইফ কইরা কিঞ্ছিত বলি,গোপন সূত্রে খবর পাইলাম কে নাকি বুয়েট এর গিয়া ফুয়াদ ভাইরে ফোন দেয় আর সেই ফোনে ফু ভাই একদৌড়ে হল থেকে বের হয়ে চলে আসে 😀 😀
ফু ভাই??!! 😮 😮
ফু ভাইয়ের যে আরো কত নাম,সময়ে সময়ে জানাই দিবো 😛
ডিপার্টমেন্টের স্যার ফোন দিলে দৌড়ায়া না আইসা কি করুম? এর মধ্যে এত লুকাছাপার কি হৈলো? 😐
নাহ,জুনিয়র মাইয়াগুলার ডিসিপ্লিন ঠিক নাই।জেরিন্রে নেক্সট টাইম পাইলে গিরগিরাইয়া ফ্রন্টরোল দেয়ামু x-(
স্যার না ম্যাডাম না আর কি সেইটা আর কইলাম না!!
ডায়লগ নাকি দিসিলেন একটা,"সেই কোন ছোট বেলায় তোমাকে দেখেছি,এখন কত ডাঙ্গর হয়েছো :shy: 😡 "
😮 😮 😮
জেরিন কি ফ্রন্ট্রোল দেয়াও শিখতাসোস নাকি ? :goragori:
লেখা ভাল হইসে। বহুত মজাক পাইসি।
তয় পরথম বলগের একটা ফরমালিটি আসে না!!!!!!
চ্যারিটি বিগিনস এট হোম
তুই আমাদের বুয়েটিয়ান্দের ইজ্জতের পুরা ফালুদা বানাইয়া ফেলসস দেখি!!! 😮 😮 😡 😡 ~x( ~x(
R@fee
তুই কি সব গুলার উত্তর পারতি???? 😛 😛
:salute: ....রিকশাওয়ালাকে আর :clap: তোর লেখাকে। লেখা ভালো হইছে।
বুদ্ধি লাগে ম্যান বুদ্ধি! তোর নাই তাই তুই বুঝবিনা!
আইছে......অই তুই কারে ম্যান কইলি রে???ব্লগার তো ওম্যান :grr: =)) =))
কইছিলাম তো তোরে,কিন্তু মুবাইল এর ঝামেলার কারণে দেখি জবাব এ না গিয়ে আলাদা কমেন্ট হয়সে 😛 😛
আমার বুদ্ধি নিয়ে তুই ডাউট দিলি? :(( :-B
এত্ত এত্ত সার্কেল আমার,তাও কস বুদ্ধি নাই? ;;;
সার্কেল কি বুদ্ধির একক?? 😕 😮
হায়রে হলের নাম 🙁 🙁
আমার হলের শর্টকাট নাম বলতে এতই অভ্যস্থ যে একদিন রিকশাওয়ালাকে বলছি, "আউলা'তে যাবেন??" সে হতভম্ব হয়ে গেছে আমার কথা শুনে৷ আমিও তাই তাড়াতাড়ি বললাম, "আহসানউল্লাহ হল যাবেন??" এইবার সে যাইতে রাজী হইলো..........
হল গেটে নামার পরে বলে, "মামা এই হলে আইসা কি সবাই আউলায় যায় ??? বেবাকডি দেখি নিজের হলটারে আউলা কয়" 😐 😐
:)) :))
=)) :clap:
=)) =)) =))
:khekz:
রিকশাওয়ালার যেই জ্ঞান দেখলাম..আমার মনে হয় এইটা ছদ্মবেশী বুয়েটের প্রফেসর 😐 😐
কড়া সহমত প্রকাশ করলাম। আমিও এইরকম দু' একটা শুনছি যেখানে প্রফেসররা নাকি ঘুমের ঘোরে অনেক কিছুই করে =))
"ছদ্মবেশি বুয়েট এর প্রফেসর" :pira: :pira:
=)) =))
অই তরা মাষ্টার গো লইয়া আজেবাজে কথা কইবি না x-( x-( x-( x-( x-(
চ্যারিটি বিগিনস এট হোম
আহমদ ভাই আপনে কোন এলাকায় চালান? 😛 😉
নসুর আশেপাশে 😀
😮
চ্যারিটি বিগিনস এট হোম
এইডা কি কইলি =)) =)) আহমদ ভাই, আপনেরে বাঁশ খাইতে দেইখা কি যে আনন্দিত হইলাম......তা বস,আপনের রিক্সায় আমাগো ক্যাডেটদের ইট্টু কম ভাড়ায় চড়াইবেন না? ;;;
মাস্ফু,
তুই আমার লগে দেখা কর ... সাথে কি আনতে হবে তা তো জানসই :chup:
চ্যারিটি বিগিনস এট হোম
হায় রে কি দিন পড়লো,শিক্ষক মানুষও আইজকাল কপিপেস্ট করে :thumbdown:
x-( x-( x-(
চ্যারিটি বিগিনস এট হোম
শাহরিন, "মোজাক পাইলাম", আরো লিখো
ধন্যবাদ ভাইয়া 😀
এতো দেখি সেই রকম রিক্সা ওয়ালা !!!!।।
যাই হোক, শুভ লেখালেখি শাহরিন ...
🙂
খুব ই মজা পাইলাম। তোমার লেখা পরার জন্য আমাকে নিয়মিত ব্লগ পরতে হবে মনে হছে।
এই রিক্সাওয়ালা টা কে আমি মনে হয় চিনতে পারছি। কারন, আগে যখন টিউশনি তে যাইতাম তখন মাঝে মধ্যে এই রকম রিক্সাওয়ালার সাথে শাহবাগ থেকে শেরে বাংলা হল এ যাইতাম। কিন্তু তোমার লেখাতে ব্যাপার টা খুব অসাধারণভাবে ফুটে উঠেছে। :clap: :clap: :clap:
আরে ভাই,আপনি কি শাহাবুদ্দিন ভাই এর কথা বলছেন?? 😮 :-B
ভাই,আপনি কোন ব্যাচ.........বললেন না তো :((
সিসিবিতে মেম্বার হন নাই?
আপনি শেরে বাংলা হলে ছিলেন? :-/
আমিও আছি B-)
আমি দুইনাম্বারটা পারসিলাম। সেমি-অশিক্ষিত। B-) B-)
কনগ্রেচুলেশনস ১টা তো পারছোস,নে চা খা :teacup:
এ ছি! চায়ে চিনি কম হইসে। কিপটামো করস ক্যান??
তোর না ডায়বেটিস, 😮 😮
তাও চিনি খাইতে চাস, x-( x-( x-(
আইসে বুয়েট থেকে ডাক্তারি পাস দিয়া!...বয়স এখন বিশ পুরায়নাই, তাতেই ডায়বেটিস ধরায় দিসে :(( x-( ~x( 😡 :gulli: :chup:
লুকাচ্ছিস কেন? 😮 ডায়াবেটিস তো আর খারাপ কোন রোগ না 😀
নিয়মিত হাটাহাটি করিস,কন্ট্রোলে থাকবে :party:
:boss:
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
"লাভের লাভ ১ টাই হইলো আমার ভাল লাগা পোলাদের লিস্ট এ আরেকজনের এন্ট্রি হইল,স্টুয়ার্ট ব্রড"- বাংলাদেশের এতো সুদর্শন ক্রিকেটারদের বাদ দিয়া তুমি পছন্দ করলা ফিরিঙ্গি একটা পোলারে x-( x-( x-(
যাওকগা, আজকাল কার পুলাপাইন, দেশপ্রেম বইলতে কিছুই না. এট্টা ভিডু দিলাম, যুবরাজের হাতে ওভারের ৬ বলে ৬ডা ছক্কা খাইয়্যা ব্রডের চেহারা যা হইছিল তা দেইখ্যা তোমার লিস্ট থেইক্যা ব্রড বাদ পড়তে পারে।
=)) =))
দেশে তো সুদর্শন প্লেয়ার দেখিনা ভাই 🙁
তামিম আর সাকিব ভাল খেলে,আমি ওদের ও ফান 😡 😡
ভিডু দেখলাম ভাই,ম্যাচটা লাইভ দেখসিলাম,তখন ফান ছিলাম না,তাই মনে নাই।এটা তো সেই আশরাফুল এর রেকর্ড ভাংগা ম্যাচটা তাইনা?মনে একটু কস্ট পাইলাম 🙁
তয় লিস্ট থ্যাইক্যা বাদ দেই নাই 😀
আমিও তামিম আর সাকিবের ফান। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আপনে হইলেন গিরিঙ্গির হেডমাস্টার 😛
আমিও তামিম আর সাকিবের ফ্যান :thumbup: :thumbup:
হাহাহা! মজা পাইলাম।
দুই নাম্বারটা পারছিলাম, যাক রিক্সাওয়ালাটার তিন ভাগের এক ভাগ শিক্ষিত হইতে পারছি। 😀
থ্যাংকু ভাইয়া, 🙂
২ নং টা আমি পরে আরো উত্তর বের করছি-ব্রিটিশ,ইংল্যান্ড,যুক্তরাজ্য :awesome:
আরেকটা আছে মাত্র মনে পড়ল-ইউ,কে, :-B
:)) চমৎকার!
ধন্যবাদ আপা, 🙂
সেমি-অশিক্ষিত 😀 লেখা সুন্দর হইসে B-) একে একে সবাই লেখা দিয়া ফেল্লো 😛 :thumbup:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ধন্যবাদ দোস্ত 😀
তুই ও লিখা ফ্যাল দোস্ত
হ আর তুই ন্যাট পাইড়া বেগিং পোজে বইয়া রইলি অকম্মা x-( 😡
লিখা দে শিজ্ঞির 😡
হায় হায়,আমাগো তো আর মান-সম্মান থাকলো না 😛
:bash: :bash: :bash:
এখন আর মাথা ঠুকায়া লাভ নাই :grr:
লেখাটা পরে অনেক মজা পাইলাম.ধন্যবাদ .
😀 😀
সাব্বির
ওই লুলা টাইপ করতে পারসনা :grr:
বিপক মিজা পিলাম 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও তখন বিপক মজা পাইসিলাম =))
শুভ ব্লগিং। আমার নিজস্ব মত হলো রিক্সাওয়ালা আসলে খুব জ্ঞানী। কারন সারাদিন অনেক মানুষ দেখে এবং অনেক জায়গায় ঘুরে বেড়ায়।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু মনে মনে আপনার কমেন্টের জন্য ওয়েট করছিলাম
ধন্যবাদ আপু 🙂
ভাল লেখা, মাঝে মইধ্যে এইরকম রিক্সাওয়ালার খপ্পরে পড়লে খারাপ লাগে না। 😛
লেখা ভাল হইছে পিচকি
ধন্যবাদ ভাইয়া, 🙂
বহুদিন পর কেউ পিচকি ডাকলো,ভালো লাগতেসে :goragori:
ইয়ে মানে,সিসিবি-তে একটাই হাঁসের ছানা ছিল,সে দেখতে দেখতে বড় হল।হাঁস ভাই এখন দুর্বার যুবক,তুখোড় ছাত্র থেকে শিক্ষক হয়ে গেলেন।আজকাল আরেকটা হাঁস থুক্কু হংসী দেখা যাচ্ছে,ইহা কিসের আলামত????? :grr: :grr: :shy:
ইয়ে ভাই,পিচকি ডাকেন ক্যান?,বেশি পিচকি না তো! 😛 😉 ;))
পিন্টু ভাইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই
x-( x-( x-( x-( x-( x-(
আমিয়াবার্কিকর্লাম ......আমি তো তর ভালোর জন্য......। 🙁
x-( তোর সব কাহিনী আমি গোপন সূত্রে খবর পাইছি পিন্টু-ভাল হয়া যা...
ভাই,সব বিরোধীদলীয় অপপ্রচার,কান দিয়েন না,আপনি নির্দলীয় থাকেন কিংবা ''সুজন'' এ যোগ দেন।তাও এগুলাতে কান দিয়েন না। 😕 😕
হংস হংসী 🙁 কিছু কি মিস করলাম নাকি রে পিন্টু??
ভাইয়া ঠিক এই কথা গুলাই আমার মনে ঘুরাঘুরি করতিসিল কয়েকদিন ধরে 😛 😛
আমাদের এখানে একজন "হংসী" কেও দেখা যায় :grr: :grr:
নাহ পিন্টু মানুষ হইলো না...আরে গাঁধা,তুই কবে মানুষ হবি? x-( (কপিরাইট কামরুল ভাই)
তুহিন্ভাই কিছু শোনা গেলো মনে হয়? ;;; ;;;
যুক তোর প্রফ পিক নিয়া আমি একটা কথা বলতে চাই এইহানে বলমু না রুম এ গিয়া কমু? 😀 😀 :grr: :grr:
যুক্তির শর্ট নাম কি যুক?? 😮 :bash:
ওর আরো নাম আসে :)) :))
কি কি সোন্দর সোন্দর নাম :grr: :grr:
তবে credit টা পিন্টু ভাইয়ার 😛 😛
:shy: ;))
@মৌনতাঃ :gulli2: :gulli2:
তুই আমার রুমে আয় দেখবি তোরে আমি কি করি x-(
@মাস্ফু ভাইঃযুক,যুক্স,যুকু,যুক্কু,আরো বহুত আছে ভাই, 😀
আমি বুইজা ফালাইছি তুইকিকৈবার্চাস...... ;)) :khekz:
x-( কি বুইজা ফেলসস রে পিন্টু?
যুউউউউউউউউউউউউউউউউউউউক্তি :party:
১ম হইতে পারি নাই তো কি হইসে সেঞ্ছুরী তো করতে পারসি 😀 😀 :goragori: :awesome:
😛
:teacup:
:clap: :clap:
থ্যাংস ভাইয়া
😮 😮 আমি এক সিএনজিওয়ালার সিএনজিতে কইরা নসু যাইতেছিলাম-সারা রাস্তা সিএনজিওয়ালা আমারে নাইন টেনের ভূগোল বই মুখস্ত শুনাইছে-সার্কের কুন দেশের আয়তন,রাজধানী,লোকসংখ্যা,মুদ্রা কি এইগুলা 😮 😮 ঈমানে কইতেছি,চাপা না!
ওই ব্যাটা মনে হয় বিসিএস দিবো :grr: :grr:
:khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
ভাইয়া ওই সিএনজিওয়ালাই মনে হয়,বিসিএস এ এলাউ না হয়ে এখন রিক্সা চালাচ্ছে =))
:(( আপু দুইদিন পরে বিসিএসের রেজাল্ট দিবে আর আমি ৯৯ ভাগ শিউর একটা বাঁশ খাইতেছি-এর মধ্যে পারলা এম্নে কলিজায় চাক্কু মারতে? :((
মাস্ফু, রিকশা চালাইতে পারোস?
মতিন ভাই,এখনো পারিনা তয় রুবাবা আন্টি কইছেন শিখায় দিবেন 😛
:just: :pira:
ইয়ে বস.........টেনশন নিয়েন না,সি এন জি পাইলট হয়ে যাইতে পারেন,অপার সম্ভাবনা বিদ্যমান।নসু টু অ্যানিহয়ার সার্ভিস দিবেন, :just: প্যাসেঞ্জাররা থাকবে ;;; ;))
জুক্স ছাড়লাম বস,মাইন্ডক্স খাইয়েন না,ইনশাল্লাহ এই বারই হয়ে যাবে,আল্লাহ ভরসা 🙂 :boss: :boss:
মাস্ফু ভাই,আমি চাক্কু মারিনাই 🙁
ইনশাল্লাহ ভালো হবে 🙂
জোস হইসে :clap:
😀
১৫০-তম কমেন্ট আমার B-)
যাহ......হংসী......কফি খাওয়ামুনে 🙂 :clap:
হংসীডা কেডা? খালি ছোট্ট বন্ধুদেরই কফি খাওয়াই গেলি রে পিন্টু...
ভাই,আপনারেও খাওয়ামুনে.. 🙂 .............ইয়ে আঁধার বসাফারে ব্যাপক মিস্কর্তাছি বস 😕 =(( :((
@মাস্ফু ভাইয়া,প্রফ পিক দেখেও চিনেন না হংসীরাণীটা কেডা??? 😮 😮
:grr: :grr: :grr:
অসম্ভব মজা পেলাম লিখাটা পড়ে। অবশ্য, হাঁসীর লিখায় হাসি থাকবে এটাই স্বাভাবিক। অনেক অনেক হাসলাম।
হাঁসী 😕
ধন্যবাদ ভাইয়া 😀
প্যাক প্যাক (খ্যাক খ্যাক)
চ্যারিটি বিগিনস এট হোম
ভাইয়া,আপনিও :(( :((
প্যাক প্যাক (খ্যাক খ্যাক) :grr:
দারুন মজা পেলাম........ :khekz:
লেখা আর কমেন্ট ২ টাই :thumbup:
লেখার স্ট্যাইলটা ভালো আছিলো আর গল্পটাও 🙂
(লেট কমেন্ট হইলেও কথা সত্য)
চালায়া যা। :thumbup:
......তুই তো বরাবরই লেট। আর আমি আইলাম এখন। 🙁
......লেখাডা আসলেই সিরামমম হইছে।
আমিও পুরাই অশিক্ষিত.. একটাও পারি নাই.. ২নং টা গেস করছিলাম, কিন্তু হিন্দুস্তান মাথায় আসে নাই..
লেখা পড়তে ভালো লাগলো.. আরো'র জন্য অপেক্ষায় থাকলাম।
জটিল :clap: