আমাদের কলেজ-১(ছড়া version)

ধারাবাহিক উপন্যাসটা তো খুব হিট করেছে। তাই এবার একটা ধারাবাহিক ছড়া………….. যে কেউ পরের টুকু লিখতে পারেন…..

ভরদুপুরে “একশ তিনে”..
চলছে সমাবেশ,
“এইট” শালাদের অত্যাচারে
জীবন তাদের শেষ।

সবাই-ই যেন “হাউস প্রিফেক্ট”
এমন ভাবে চলে…
দশ বারো জন আড্ডা মারে
বসে সিঁড়ির তলে।

হাত দু’খানা পেছন দিয়ে
রাজার মতন চলে,
অত্যাচারে ক্লাস সেভেনের
চোখ ভেসে যায় জলে।

“ডাবল” লাইনে হাটলি কেনো..
সাহস কোথায় পাস??
“ব্যান্ড” হয়ে থাক গোটা বিশেক
“পুশ-আপ” দিয়ে যাস।

সালাম দিতে ভুলেই গেছিস..
কাঁধ হয়েছে ভারী???
দুই দাগের ওই ভারের চোটে..
কত্তো বাড়াবাড়ি।

পাঁচ বেলাতে ক্যাডেট মেসে
“ম্যানার” নিয়ে ঝাড়ে..
পান থেকে চুন খসলেই কয়
বুঝবি হাড়ে হাড়ে।

বদ্গুলোদের বজ্জাতিতে
জীবন যে আজ শেষ,
একটা কিছু করতে যে তাই
গোপন সমাবেশ।
(চলবে……….)

১,৪৫৪ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “আমাদের কলেজ-১(ছড়া version)”

  1. চরম লাগল। মনে হচ্ছে যেন আমার জীবন থেকে নেওয়া। মনে হয় সবার জীবনেই এই ঘটনা ঘটেছে। এরপর নিশ্চয়ই প্রিফেক্ট চলে আসবে এবং গ্যাদারিং এর জন্য একটা পানিশমেন্ট যাবে। আমি সবেই সেই আজগুবি ধারাবাহিক থেকে মুক্ত হইছি তাই আর এইটাতে আসলাম না। অন্য কেউ প্লিজ।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।