[বোরিং হয়ে যাওয়া ফেসবুকের তরে অসহায় এক পাখির করুণ শোকের অকরুণ আকুতি নিয়ে এবার ব্যান্ড “শিরোনামযুক্ত”-এর ব্যানারে কুখ্যাত (ফ্লপার) বঙ্গানুবিদ ইফতেখার নাঈম এর প্রযোজনায় নির্মিত।
বিঃদ্রঃ মূল গানটি ( একা পাখি ) না শুনে থাকলে এই পোস্ট পড়া নিষেধ]
একা পাখি বসে আছি ফেসবুক ওয়ালে,
হুদাই হাক্কাও স্ট্যাটাস দেই ধূসর খেয়ালে।
একা পাখি বসে আছি ফেসবুক ওয়ালে,
হুদাই হাক্কাও স্ট্যাটাস দেই ধূসর খেয়ালে।
তার ফাঁকা পড়ে থাকা ওয়ালটা নির্দয় fb-র রাস্তায়,
ধোঁয়াটে নিউজ ফিডে নালিশ রেখে যায়……।।
……….
আমি দেখেছি, লাইক দিয়েছি, কমেন্ট করেছি কিছু কিছু,
মাইঙ্কার চিপায় বহুত পড়েছি, তবু ছাড়িনি fb-র পিছু……
আমি দেখেছি, লাইক দিয়েছি, কমেন্ট করেছি কিছু কিছু,
আমি gf-এর চ্যাকা খেয়েছি, তবু ছাড়িনি fb-র পিছু….।।
…………
পাখি আনমনা বসে ওয়ালে,
পাখি নির্বাক শুধু পোক খায়।।
ধোঁয়াটে স্ট্যাটাসে কেউ কমেন্ট করে না,
আর অচেনা কোনো সুন্দরী কেউ ফ্রেন্ডশীপ পেজটায়,
রিকোয়েস্ট মারে নাআআআ……।
……….
নিউ কিছু তুমি এনে দাও এই বোরিং fb-তে,
নোট দাও, আপলোডাও, কমেন্টাও তুমি ওয়ালেতে।
পড়াশুনা থুয়ে এসো সব আজি করে যাই বাউদামি,
আমি এসেছি এ fb-তে করতে বাঁদরামি……।।
…………..
আমি দেখেছি, লাইক দিয়েছি, কমেন্ট করেছি কিছু কিছু,
মাইঙ্কার চিপায় বহুত পড়েছি, তবু ছাড়িনি fb-র পিছু……
আমি দেখেছি, লাইক দিয়েছি, কমেন্ট করেছি কিছু কিছু,
আমি gf-এর চ্যাকা খেয়েছি, তবু ছাড়িনি fb-র পিছু….।।
…………..
পড়লাম না। গানের লিংকটা দাও। শুনে তারপর পড়তে বসি...
ভাইজান, এইবার পড়েন। লিংক দিয়াছি। এইখানেও দিয়ে দিলাম
🙂 🙂 🙂
শুনলাম। তোমার কনসেপ্টটা মজাই লাগলো।
:clap: :clap: :clap:
fb তে আজকাল বিরক্তি ধরে গেছে?
গানটা একদম ভালো লাগেনাই।
চিল্লাইলেই যদি গান হইতো!
ইভেন ভালো কথাতেও না, গান ভালো হয় সুরে।
তবে এই গানে ইন্সট্রুমেন্ট যাঁরা বাজিয়েছেন তাঁরা ব্রিলিয়ান্ট।
ঠিক বলেছেন ভাই, গান ভাল হবার জন্য সুর অনেক মানসম্মত হউয়া দরকার।
১ম নাকি????? 😉
একটুর জন্য!
তবে আমি যখন দাবী করিনি, তুমি-ই প্রথম!
কী কঠঠিন সাক্রফাইজ...... !!! :boss: :boss:
josh হইসে... :thumbup:
জটিল ............!!!বহুত মজা পাইলাম.....!! 🙂
রিফাত, থ্যাংক্স ছোট ভাই 🙂 :awesome: :awesome:
fb অহন মহা বোরিং লাগে, সেইটাই ফুঁটায়া তোলার চেষ্টা করতেসিলাম,
কমেডি হয়ে যাবে ভাবি নাই 🙁 🙁
পারভেজ, থ্যাংক্স তোরে।
শুনে ভাল্লাগ্লো ;;; ;;; ;;; ;;;
রিসেন্টলী আমার বন্ধুমহলের মধ্যে যতগুলো ব্রেক আপ দেখছি, তার ৮০% এরই ঝামেলার সূত্রপাত-ই দেখছি এই ফেসবুক কে কেন্দ্র করেই। শুনতে আজব লাগলেও এই ডিজিটাল এন্টারটেইনমেন্টটার-ই আমাদের বাস্তব জীবনটার উপর কত্ত প্রভাব (সু/কু) ফেলতে পারে দেখছি। তারপরেও ক্যান জানি fb টারে পুরাপুরি Leave করা যায় না। ঘটনা কী, কোনো ব্যাখ্যা খুঁইজা পাই না :-/ :-/ :-/
ব্যাখ্যা হলঃ ফেসবুকে আমরা খুব বেশি কম্যুনিকেট করছি।
২০০৭ এ যখন ফেসবুকে প্রথম এ্যকাউন্ট খুলি তখন একজন বলেছিল "Email is sooo 2001 man!!"
হ ভাই, কথা সত্য। :salute:
:just: :thumbup: :thumbup: :awesome: :awesome: :awesome: :awesome:
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
ফেসবুক বাসী দের আমার ছোট একটা গিফ্ট...
লিখুন বাংলায় স্ট্যাটাস (Write Bangla Status) ...
http://apps.facebook.com/banglafbstatus/
এই এপ্লিকেশান টি দিয়ে বাংলায় ফেসবুক স্ট্যাটাস লিখুন কোন সফ্টওয়ার এর সাহায্য ছারা....