একা পাখি>>> শিরোনামযুক্ত [ফেসবুক ভার্সন]

[বোরিং হয়ে যাওয়া ফেসবুকের তরে অসহায় এক পাখির করুণ শোকের অকরুণ আকুতি নিয়ে এবার ব্যান্ড “শিরোনামযুক্ত”-এর ব্যানারে  কুখ্যাত (ফ্লপার) বঙ্গানুবিদ ইফতেখার নাঈম এর প্রযোজনায়  নির্মিত।
বিঃদ্রঃ মূল গানটি ( একা পাখি ) না শুনে থাকলে এই পোস্ট পড়া নিষেধ]

একা পাখি বসে আছি ফেসবুক ওয়ালে,

হুদাই হাক্কাও স্ট্যাটাস দেই ধূসর খেয়ালে।

একা পাখি বসে আছি ফেসবুক ওয়ালে,

হুদাই হাক্কাও স্ট্যাটাস দেই ধূসর খেয়ালে।

তার ফাঁকা পড়ে থাকা ওয়ালটা নির্দয় fb-র রাস্তায়,

ধোঁয়াটে নিউজ ফিডে নালিশ রেখে যায়……।।

……….

আমি দেখেছি, লাইক দিয়েছি, কমেন্ট করেছি কিছু কিছু,

মাইঙ্কার চিপায় বহুত পড়েছি, তবু ছাড়িনি fb-র পিছু……

আমি দেখেছি, লাইক দিয়েছি, কমেন্ট করেছি কিছু কিছু,

আমি gf-এর চ্যাকা খেয়েছি, তবু ছাড়িনি fb-র পিছু….।।

…………

পাখি আনমনা বসে ওয়ালে,

পাখি নির্বাক শুধু পোক খায়।।

ধোঁয়াটে স্ট্যাটাসে কেউ কমেন্ট করে না,

আর অচেনা কোনো সুন্দরী কেউ ফ্রেন্ডশীপ পেজটায়,

রিকোয়েস্ট মারে নাআআআ……।

……….

নিউ কিছু তুমি এনে দাও এই বোরিং fb-তে,

নোট দাও, আপলোডাও, কমেন্টাও তুমি ওয়ালেতে।

পড়াশুনা থুয়ে এসো সব আজি করে যাই বাউদামি,

আমি এসেছি এ fb-তে করতে বাঁদরামি……।।

…………..

আমি দেখেছি, লাইক দিয়েছি, কমেন্ট করেছি কিছু কিছু,

মাইঙ্কার চিপায় বহুত পড়েছি, তবু ছাড়িনি fb-র পিছু……

আমি দেখেছি, লাইক দিয়েছি, কমেন্ট করেছি কিছু কিছু,

আমি gf-এর চ্যাকা খেয়েছি, তবু ছাড়িনি fb-র পিছু….।।

…………..

১৬ টি মন্তব্য : “একা পাখি>>> শিরোনামযুক্ত [ফেসবুক ভার্সন]”

  1. ইফতেখার (৯৯-০৫)

    রিসেন্টলী আমার বন্ধুমহলের মধ্যে যতগুলো ব্রেক আপ দেখছি, তার ৮০% এরই ঝামেলার সূত্রপাত-ই দেখছি এই ফেসবুক কে কেন্দ্র করেই। শুনতে আজব লাগলেও এই ডিজিটাল এন্টারটেইনমেন্টটার-ই আমাদের বাস্তব জীবনটার উপর কত্ত প্রভাব (সু/কু) ফেলতে পারে দেখছি। তারপরেও ক্যান জানি fb টারে পুরাপুরি Leave করা যায় না। ঘটনা কী, কোনো ব্যাখ্যা খুঁইজা পাই না :-/ :-/ :-/

    জবাব দিন
  2. ফেসবুক বাসী দের আমার ছোট একটা গিফ্ট...
    লিখুন বাংলায় স্ট্যাটাস (Write Bangla Status) ...
    http://apps.facebook.com/banglafbstatus/
    এই এপ্লিকেশান টি দিয়ে বাংলায় ফেসবুক স্ট্যাটাস লিখুন কোন সফ্টওয়ার এর সাহায্য ছারা....

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।