আলোর মিথ্যাচারীতায় ক্লান্ত আমি এখন
অন্ধকারের উপাসনা করি ।
চারপাশের আলো ক্রমশ ঝাপসা হয়ে আসে,
রঙ্গিন থেকে সাদাকালো……অতঃপর শুধুই নিকষ কালো ।
আমি প্রার্থনা জানাই অন্ধকারের দেবতার কাছে –
খানিকটা রঙের আশায় ।
আমি কায়মনে গেয়ে যাই আঁধারের স্তুতিগান ।
এক নিঃশ্বাসে বিড়বিড় করে জপি
দুর্বোধ্য সব অপমন্ত্র ।
ঘন ধোঁয়ার উৎকট গন্ধ
আমার চেতনায় পৌঁছে দেয় কস্তুরীর ঘ্রাণ ।
অসুস্থ তরলের বিকট ঝাঁঝ
আমার হৃদয়ে পরম মমতায় হাত বুলিয়ে দেয় ।
সাদা পাউডারের গুঁড়োগুলো আমার শরীরের ভেতর
প্রাণের বন্ধুর মত আমায় জড়িয়ে ধরে ;
আমার সব অনুভূতির সঙ্গে একাত্মতার ঘোষনা দেয় ।
এই ঘোর আধাঁরে
আমার আলোর উৎস কেবল প্রাগৈতিহাসিক আগুন ।
তার চারদিকে আমার জান্তব অগ্নিনৃত্য
বন্ধ করে দেয় অন্য সব আলোর প্রবেশপথ ।
টপ করে বের হয়ে আসতে চাওয়া এক ফোঁটা চোখের পানি
মূহুর্তের মাঝে চোখ দিয়েই গিলে ফেলি !
এ জগতে আমি কাঁদতে আসি নি……
এত কিছুর মাঝেও মনের অবচেতনে লুকিয়ে থাকে –
এক বিন্দু সত্য আলোর আশা !
১ম
অপমন্ত্র শব্দটা অনেক ভাল লাগল ভাইয়া । কবিতাটা :boss:
ধন্যবাদ 🙂
এত কিছু থাকতে অপমন্ত্র !! যাই হোক আবারো ধন্যবাদ 🙂 🙂
কিরে,তরে অন্ধকারের উপাসনায় যাইতে বাধ্য করল কোন পার্বতী? 😛
কোবতে ভালো হইছে :clap:
গল্প,কবিতা......সবাই সব্যসাচী হইয়া যাইতেছে 🙁
ওই আমি তো কই নাই কবিতা আমি নিজেরে নিয়া লিখছি x-( x-(
আমি ভালা পুলা । 😐
ধইন্যবাদ । তোর খবর কি ?
ভাল্লাগল :clap:
ধন্যবাদ রেজওয়ান ভাই
ভাল লাগলো ফারাবী ভাই :clap:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ধন্যবাদ আশহাব 🙂
কোবতে বুঝি কম, মনে হয় ভালই হইছে... =))
মনে হয় আপনেরে আমার ধন্যবাদ দেওয়া উচিত ।
বুঝছি ১৮ স্কোয়াড্রনে ভাল টাফটাইম যাইতেছে। 😀 😀 😀
আহেম আহেম...... স্যার এইখানে কিছু বলা বিপজ্জনক বিধায় নিশ্চুপ থাকিলাম...... 🙁 🙁