[আমার লেখা প্রথম গল্প ।]
আজ সকালের নাস্তাটা বেশ জম্পেশ ছিল – ব্রেড টোস্ট, বাটার, জেলী, ওমলেট, কলা আর অরেঞ্জ জুস । কিন্তু মায়ের শত পীড়াপীড়ি আর জিহবার আগা পর্যন্ত জল চলে আসা সত্ত্বেও টোস্টে দুটো কামড় বসিয়েই ১০০ মিটার স্প্রিন্ট দিয়ে বাড়ি থেকে বের হলাম । কেননা আমাদের গাড়ি দুটোর একটা আজ গ্যারেজে, অন্যটাতে আমার ছোট বোন গেছে ইউনিভার্সিটিতে । আমাকে এক্ষুণি এবং এক্ষুণি একটা ট্যাক্সি ক্যাব বা সিএনজি ম্যানেজ করতে হবে – এই মুহূর্তে !
ঘুম থেকে উঠতে দেরী যা হবার হয়ে গিয়েছে, পরের কাজগুলোতে আর দেরী করলে বিশাল অনর্থ ঘটে যাবে । কাজেই আমি ট্যাক্সি-ফ্যাক্সি কিছু একটা পাবার আশায় চাতকের দৃষ্টিতে আমাদের বিশাল অভিজাত বাড়ীটার সামনের রাস্তায় চেয়ে রইলাম । কিন্তু যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয় – শালার সব ট্যাক্সি আর সিএনজিওয়ালা আজ বোধহয় আমার বিরূদ্ধে স্ট্রাইক করেছে !
মেইন রোড দিয়ে প্রায় আধ ঘন্টা হেঁটে যাবার পর যখন প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে আমি একটা ট্যাক্সি ঠিক করতে সমর্থ হলাম ততক্ষ্ণে এই শীতেও আমার শরীরে ঘাম ছুটে গিয়েছে ! পরিশ্রমে নয়, টেনশনে । আজকের সকালটা যে আমার জন্যে খুব বেশী গুরুত্বপূর্ণ…
…’নাফিজ গার্মেন্টস’ । আমার বাবা ওয়াজেদ আলীর একক কৃতিত্বের ফসল এই গার্মেন্টসের নামকরণ বাবা কেন যেন আমার নামেই করেছেন; হয়তোবা তিনি আগেই আঁচ করতে পেরেছিলেন আমিই পারব এই গার্মেন্টসকে তাঁর স্বপ্নের কাছাকাছি পৌঁছে দিতে ।
বাবার মৃত্যুর পর মালিক হিসেবে আমার ওপরেই দায়িত্ব বর্তেছে এই গার্মেন্টসকে আরও এগিয়ে নিয়ে যাবার । সে লক্ষ্যে আমি পূর্ণোদ্যমেই কাজ করছি…এবং এখন পর্যন্ত ব্যর্থও হইনি !
যে কথা বলছিলাম – আজকের সকালটা আমার জন্যে অনেক গুরত্বপূর্ণ । আবুধাবীর আল-হাইথাম ইন্ডাস্ট্রীজ-এর ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল হাসান মুতা’আল্লীর সাথে সকাল ১১টায় আমার এ্যাপয়েন্টমেন্ট । ওই ভদ্রলোক আবার এ দেশে এসেছিলেন অন্য কোন কাজে । অন্য এক সূত্রে তাঁর আসার খবর পেয়ে আমিই অনেক দৌড়োদৌড়ি করি তাকে এই এ্যাপয়েন্টমেণ্টের জন্য আমার চিরচারিত মাখনগলা স্টাইলের অনুরোধ করি, এবং আমার তৈল গায়ে মেখে তিনি শেষ পর্যন্ত এই সাক্ষাতে রাজী হন, দুপুর ২টায় তাঁর রিটার্ন ফ্লাইট থাকা সত্ত্বেও !
মাত্র ১ ঘন্টার এ্যাপয়েন্টমেন্ট…আমার জন্যে যথেষ্ট । আমার প্রাথমিক উদ্দেশ্য, প্রথমেই তাকে তেলে ভিজিয়ে নরম করা, তাকে আমার গার্মেন্টসের বেস্ট কিছু স্যাম্পল প্রেজেন্ট করা আর তাঁর সাথে পরবর্তীকালে চলমান একটা সম্পর্ক সৃষ্টি করা । ভবিষ্যৎ এবং মূল উদ্দেশ্য- ব্যবসা । ওদেরকে আমাদের গার্মেন্টস থেকে কাপড় এক্সপোর্ট করা । আপাতদৃষ্টিতে আজকের মোলাকাত হয়ত সামান্য হালকা একটা বাত-চিত সেশন, কিন্তু ওপরে উঠতে হলে মইয়ের ধাপে ধাপে পা রেখেই উঠতে হয় । এটা হয়ত আমাদের গার্মেন্টসের জন্য আরেকটা মাইলফলকের সূচনা করবে ।
টাকা রে বাবা, টাকা ! অনেক টাকা বানাতে হবে আমাকে, অনেক ওপরে উঠতে হবে ! সাফল্যের অপর নাম অর্থ । অন্যের কথা জানি না- অন্তত আমার কাছে তাই । ……কিন্তু এদিকে ১১টা তো প্রায় বেজেই গেল !
মার্ফি’স ল যখন ফলে, ভালমতোই ফলে । রাস্তায় বেশ কিছু মানুষের জটলার কারণে ট্যাক্সিটা থামাতে হল । আমি মনে মনে ঢাকা শহরের রাস্তার সব মানুষের উদ্দেশ্যে খাঁটি বাংলায় একটা কুৎসিত গালি আওড়ালাম ।
ড্রাইভার ভিড় দেখে এসে ৩২টা দাঁত বের করে বলল ; “স্যার, একটা বাচ্চা পোলারে একখান মাইক্রোবাস ধাক্কা দিয়া ভাগছে । বাচ্চাডা বাঁইচা আছে, তবে পায়ের হাড্ডি ভাইঙ্গা গ্যাছে আর মাথা রক্তে ভাইসা যাইতাছে…”- তার হাবভাব দেখে মনে হল এমন মধুর দৃশ্য সে ইহজনমে দেখে নি !
শুনে মনে হল ব্যাপারটা একটু দেখা দরকার । গেল না হয় আরো দু’টা মিনিট । মানুষগুলোকে একপাশে সরিয়ে গাড়ি বের করতে সময় লাগবে না ।
একটু এগিয়ে ভীড় ঠেলে মাথাটা বের করতেই একটা অদ্ভুত দৃশ্য দেখলাম ।
ছেলেটা বয়স ১০-১১ হবে- কিংবা তারও কম । মাথার নীচটাতে রক্ত গড়িয়ে যাচ্ছে, একটা পা অদ্ভুতভাবে বাঁকানো, পরনে ছেঁড়া কাপড় আর সারা গায়ে ময়লা ; কিন্তু এসবের সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ কী অসম্ভব মায়াকাড়া একটি চেহারা, কী অপূর্ব গভীর দুটি চোখ – যে চোখে দৃশ্যমান কেবল উপস্থিত সকলের কাছে একটু সাহায্যের আবেদন, এই পৃথিবীর কাছে প্রাণভিক্ষা…!
কে একজন বলল, “এরে এহনি হাসপাতালে নেওন দরকার । শালার হাসপাতালও এমুন দূরে ! কারও একটা গাড়ী থাকলে কাম হইত !”
ট্যাক্সি ড্রাইভার আমার পাশেই দাঁড়িয়ে ছিল- আমার দিকে সে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকাল ।
আমি দু’ সেকেন্ড ভাবলাম । তারপর বললাম, “গাড়িতে চল, সময় নাই।”
বলতে গিয়ে আমার গলাটা একটু কেঁপে গেল কি ?
… সে যাই হোক, আমার যা চিন্তা করার আমি চিন্তা করে ফেলেছি । এখন একে হাসপাতালে নেওয়া, ভর্তি করানো, তারপার আবার এ্যাপয়েন্টমেন্ট…নাহ্, এই ঢাকা শহরে অসম্ভব । ততক্ষণ ওই ব্যাটা শেখ এয়ারপোর্টে না গিয়ে আমার জন্যে অপেক্ষাও করবে না, আমারও একটা সম্ভাব্য বড় দাঁও হাতছাড়া হয়ে যাবে…সেটা আমার পক্ষে সম্ভব না ! আর আমাকেই কেন এই ছেলেকে নিতে হবে ? এখানে কি আর মানুষ নেই ?
গলা কাঁপল তো ? নো প্রবলেম, পরবর্তীতে যখন আরো প্রফেশনাল হব তখন আর গলা কাঁপবে না…
হ্যাঁ, আমাকে আরো প্রফেশনাল হতে, আরো আনেক উপরে উঠতে হবে, আনেক আনেক টাকা বানাতে হবে…
গাড়ি নিয়ে হুঁস করে বেরিয় যাওয়ার সময় এক ঝলকের জন্যে লোকগুলার বিস্ময় আর ঘৃণা মেশানো দৃষ্টি আমার চোখ এড়ালো না । সামনে বসা ড্রাইভারের চোখেও বোধহয় একই দৃষ্টি…
…আর ওসব দেখার বা ভাবার সময় আমার নেই- শেখ মুতা’আল্লী আমার জন্যে অপেক্ষা করছেন ।
🙁 🙁 নাহ! সঠিক সিদ্ধান্ত ছিলনা,টাকা অনেক উপায়ে হাজির হবে জীবনে।কিন্তু এই রকম বাপার অনেক উপায়ে কারও সামনে আসেনা। 🙁 🙁
ব্যাপার******
🙁 🙁
এত নিষ্টুরতা!!! 🙁 🙁
অনেক ভালো হয়েছে গল্পটা,আরো লিখতে থাক
খুবই চমৎকার লাগলো গল্পটা ......
:clap: :clap: :clap:
ধন্যবাদ 🙂
@ রুবেল ভাইঃ সিদ্ধান্ত তো আমার না ভাই, 🙁 সিদ্ধান্ত নাফীজ নামের ঐ ছেলেটার
বর্তমান সময়ের উপযোগী একটা গল্প।শিশু হামীম এর কথা মনে পড়ল ভাইয়া...
ঐ এ্যাক্সিডেন্ট তো বাস ড্রাইভার তবু না বুঝে করছে ।
আমরা তো বুঝেও অনেক কিছু করি, 😐 অনেক কিছু না দেখার ভান করি...
ভালো লিখছ ফারাবী। :thumbup:
😀 ধন্যবাদ তানভীর ভাই
:clap: :clap: :clap:
🙂 🙂 🙂
🙁 ওরে ,দিলি তো মনটা খারাপ কইরা x-(
কেবলই জুম্মার নামাজ পইড়া ফ্রেশ মাইন্ডে পড়তে বসলাম। ~x(
যাউকগা...সময়োপযোগী গল্প লিখছস :clap: ,এইটা নিষ্ঠুরতা না,এইটাই বাস্তবতা 🙁
তর মন খারাপ হইলে আমারো মন খারাপ... 🙁 🙁 🙁 ওয়া ওয়া ওয়া......
হ, সময়োপযোগী কইতে পারস ..... ওই...উত্তম পুরুষে লিখছি বইলা আমারে ঐ গার্মেন্টসের মালিকের মত ভাবিস না আবার :no: :no: ...
আরে ব্যাটা, 😛 তরে গার্মেন্টস মালিক ভাবুম ক্যান, :-B 😉 উত্তম পুরুষে লিখ্যা তো তুই বিশিষ্ট গার্মেন্টস কর্মী উত্তম কুমার বৈরাগী হয়া গেছস :grr: :)) =))
এইডা ক্যাবা জোকস করলি মামা :-B :-B !! ...বেশী হার্ড হইয়া গেল না ??
এইটা নিষ্ঠুরতা না,এইটাই বাস্তবতা ।
সৌন্দর্য্য হয়েছে গল্পোটা :hatsoff:
এইটা নিষ্ঠুর বাস্তবতা
🙂 ধন্যবাদ মেহেদী ভাই
মাঝে মাঝে সচেতনভাবেই backdated সিদ্ধান্ত নিও। লেখাটা ভালো হয়েছে।
থ্যাংক্যু স্যার ।
শেষ দিকটায় এসে আমি ভাবছিলাম, তুমি ওর মায়াকাড়া চেহারাটায় পটে যাবে। বলবে, গুল্লি মার টাকা-পয়সায়! ওকে তো আগে বাঁচানো দরকার!! কিন্তু পড়ে দেখলাম, আমার ধারণার সঙ্গে মিললো না, বিভ্রান্ত করেছ ভালোই। ঠিকই বলেচ ফারাবী, নিষ্ঠুর বাস্তবতা। এটাই ঘটে, এভাবেই আমরা নিজেদের রক্ষা করে চলি। ভালো লিখেছো। লিখতে থাকো। বই বের হলে খবর দিও। 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ধন্যবাদ সানাউল্লাহ ভাই । 🙂 আপনার কমেন্ট পড়ে অনেক উৎসাহ পেলাম । 😀 😀
বই !! :-B ঐ পর্যায়ে আরো ২০০ বছরেও পৌঁছাতে পারব না ভাই !!!
😡 প্রিন্সু স্যারের কথার উপ্রে কথা? 😡 আগামী বইমেলায় তোর বই না বাইরাইলে তোরে পেলেনের সাথে বাইন্ধা পেলেন শুদ্দা বারমুডা ট্রায়াঙ্গেলে ফালায় রাইখা আসমু x-(
কি জানো, উপরে উঠতে গেলে নাফিজের ওই সিদ্ধান্তটাই সঠিক। নিষ্ঠুর হলেও এটাই বাস্তবতা। কিন্তু গল্প তো গল্পই। সেখানে একটু মানবিকতা দেখালে কি এমন ক্ষতি?
মন খারাপ হয়ে গেলেও লেখা ভালো ছিল :thumbup:
কিন্তু গল্প তো গল্পই। সেখানে একটু মানবিকতা দেখালে কি এমন ক্ষতি?
বাস্তবে তো আরও অমানবিক ঘটনা ঘটে
:boss:
ফারাবী ভাইইইই, গল্প ভালো হয়েছে।
মার্ফি'স ল টা কি?? :-/
অফটপিকঃ এই লিঙ্কের লেখাটা পড়ে দেখতে পারেন। আপনার গল্পটা বোধকরি এর থেকে কিছুটা হলেও মানবিক।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
@ রাজী ভাই & রকিব- ধন্যবাদ ।
@ রকিব- Murphy's law - :bash: "Anything that can go wrong will go wrong".
লিঙ্কের লেখাটা পড়লাম... সত্যি ঘটনা নাকি রে 😮 😮 ???
আমিও পড়লাম,এরকম কাহিনী তো অহরহ ঘটছেই 🙁
ফারাবী,অবাক হস কিল্লাই x-( পেলেনচাপা দিয়ে যদি মানুষ মারা যাইত,তুইও পলাইতি :grr:
x-( যা ব্যাটা আমি এত পাষন্ড না
বাহ :clap: তুই তো পরোটিভার ভানডো.....****er phonetic x-(
বুঝায়া ক । আমার বুদ্ধি কম
😀 শুনছি আর্মিগুলার বুদ্ধি কম দেখে হেগোরে হাঁটু কয়, :khekz: তগোরে বুদ্ধি তো আর্মির চাইতে বেশি বলে জানি, :-B তাইলে কি তগো থোরা কমু? =)) :grr: :salute:
আমি মানুষ হিসেবেই একটু গাধা প্রকৃতির :-B :-B ... (সিসিবিতে আমার ফার্স্ট পোস্টটা পইড়া বুঝার কথা)... এর সাথে আমার চাকরীর সম্পর্ক নাই
থোরা কি রে? :-/
হাঁটুর উপরের মাংসপিন্ড =)) :grr:
পিন্টুস, তর বডিতে বহুৎ পানি জমছে, তরে আইজকা খাইছি 😡
এহ,বসাফা,সবাই কিন্তু জানে,আর্মি গুলা হাঁটু।আমারে পাঙ্গাইলেই ঝাতি চুপ করে থাকবে না :grr:
এয়ারফোর্স নিয়া কিছু কইস না আবার... মাথা ভাইঙ্গা ফালামু...
কা...কা... :))
থোরা
😀 :grr:
:chup: :chup: :chup: :chup: :chup: :chup: :chup: :chup: :chup: :chup: :chup: :chup:
ইশ... খুব মন খারাপ করা মার্কা গল্প
Still it is good... keep up!
😀 ধন্যবাদ ।
ধুর... 🙁 আপনাদের মন খারাপ করিয়ে দিলাম...
নাহ্ - :dreamy: নেক্সট টাইম মজার কিছু লিখতে হবে
হায় হায় ফারাবি তুইও কি সিরিয়াস হয়ে গেলি নাকি????? তবে গল্পটা ভাল ছিল।
🙁 🙁 আমার কি একটু সিরিয়াস হওয়ারও রাইট নাই !!!