চ্যাম্পিওন্স লীগের ২য় সেমিফাইনালের ২য় লেগ হবে আগামী বুধবার। চেলসি বনাম বার্সেলোনা সম্ভাবনায় ব্যালেন্সড টাই। কোনো দলকেই ফেবারিটের তকমায় মুড়ে দেয়া যাচ্ছে না। স্বাগতিক দল চেলসি প্রতিপক্ষের মাটিতে গোল করতে পারে নাই মানে চেষ্টাও করে নাই। তাই গুরুত্বপূর্ণ এওয়ে গোল এর বাড়তি সুবিধা নাই। তাই এই খেলা আক্রমনাত্বক হবে। বার্সেলোনা প্রচন্ড প্রতাপের সাথে খেলেও ১ম লেগে গোল করতে পারে নাই। স্কোরিং ড্র বার্সেলোনার জন্য যথেষ্ট। কিন্তু আমার মনে হয় না এই খেলা ড্র মার্কা হবে বরং অনেক গোলের খেলা হবে যা ১ম লেগের গোল শূন্যতা পুষিয়ে দিবে।
গুস হিডিঙ্ক চেলসিকে বেশ গুছিয়ে এনেছে। মাইকেল এসিয়েন আর দ্রগবা ইঞ্জুরী থেকে ফিরে আসার পর তারা দল হিসাবে খেলা শুরু করেছে। চেলসির সৌভাগ্য তারা ২য় লেগ খেলছে স্ট্যামফোর্ড ব্রিজে। তাই স্পেনে গিয়ে গোল করা কোনো চেষ্টাই তারা করেনি। আর তাই মামুন ভাই এর মত ফুটবল বোদ্ধাদের প্রশ্ন তাহলে বড়দল আর ছোট দলের পার্থক্য কি? কিন্তু খেলার নিয়মটাই চেলসিকে রক্ষনাত্বক খেলতে বাধ্য করেছিলো এবং তারা তাদের প্রয়োজনীয় ফলাফল আদায় করে নিয়েছে। আর বার্সেলোনার সাথে আক্রমনাত্বক অল আউট খেললে কি হয় তা রিয়াল লাস্ট উইক এন্ডে ভালোই টের পেয়েছে। তবে নিজের মাঠে চেলসি আক্রমনাত্বক খেললেও রিয়ালেও মত এতটা ফুলের রাস্তা বিছিয়ে রাখবে না বলা যায়। যাই হোক ১৮০ মিনিটের খেলা। প্রথম ৯০ মিনিট মেসি ইনিয়েস্তাদের ঠেকিয়ে রাখলেও পরের ৯০ মিনিটেও চেলসিকে খুব সংঘবদ্ধ হয়ে ডিফেন্ড করতে হবে।
চেলসিকে আক্রমন করতে হবে কিন্তু তার মানে এই না যে শুরু থেকেই অল-আউট খেলতে হবে। তাদের ৪-৩-৩ কিংবা ৪-৫-১ ফর্মেশন দলগতভাবে ডিফেন্ড করার জন্য আদর্শ। একি সাথে তা গোলও এনে দিতে পারে দ্রগবার মত টার্গেট স্ট্রাইকার কিংবা ল্যাম্পার্ড, বালাকদের মত এটাকিং মিডফিল্ডারদের মাধ্যমে। এটা তাদের সেই মরিনহো আমল থেকে বিশ্বস্ত ফর্মেশন। কিন্তু গত উইক-এন্ডে গুরুত্বপূর্ণ খেলোয়ারদের বিশ্রামের পরিবর্তে তারা ৪-৪-২ ফর্মেশনে মানে আনেলকা ও দ্রগবা কে একই সাথে খেলিয়েছে। দ্রগবা আনেলকা জুটি খেলেছেও দারুন একে অপরকে গোল বানিয়ে দিয়েছে এবং দুই জনই গোল করেছে। যদি চেলসিকে চেজ করে খেলতে হয় তাহলে ৪-৪-২ একটা অপশন এবং তাতে তারা ভালো ভাবেই প্র্যাক্টিস সেরেছে। ৪-৪-২ ফর্মেশনে খেলার জন্য বাম দিকে মালুদা থাকলেও ডান দিকে তাদের এই ধরনের কোনো উইংগার নাই। সে ক্ষেত্রে বসিঙ্গওয়া কে একটু সাহসী হয়ে খেলতে হবে আর তাতেই অনরী কেল্লা ফতে করে দিতে পারে। বসিঙ্গওয়া বামদিকে মেসিকে দারুনভাবে রুখে দেয়ায় অনেকেই তাকে একই পজিশনে দেখতে চাইবে, কিন্তু আমার ধারনা আশ্লে কোল সাস্পেন্সন থেকে ফিরে তার নিজের জায়গায় খেলবে। সাধারনত জ্ঞান বলে বার্সেলোনা দুই উইং থেকে আক্রমন করে মাইনাস করবে না কারন তারা জানে জন টেরী আর আলেক্স বাতাসে বেশ ভালো। আর বার্সেলোনার সর্বোপরি ফ্লুইড পাসিং ও ইনিয়েস্তা, মেসি আর শাবির ওয়ান-টু পাসিং এ মাঝখান দিয়েই আক্রমন বেশী হবে। তাই চেলসির টার্গেট হবে যতটা সম্ভব খেলাকে ছড়িয়ে দেয়া (কর্নার ফ্লাগের কাছে পাঠানো) এবং যথারীতি খুব দ্রুত মেসি, ইনিয়েস্তা কিংবা শাবি কে ক্লোজ ডাউন করা। আর এইসব ডিফেন্সিভ ব্যাপার গুলো সংঘবদ্ধ করতে টেরীকে নেতৃত্বের ভূমিকায় থাকতে হবে।
রিয়ালকে ৬-২ গোলে রিয়ালের মাটিতে উড়িয়ে দেবার পর বার্সেলোনার আত্ববিশ্বাসের কোনো কমতি নেই। আর শত ট্যাক্টিক্স আর সঙ্ঘবদ্ধতার পরও আমার মনে হয় না চেলসি বার্সেলোনাকে গোল করা থেকে ঠেকিয়ে রাখতে পারবে। মেসি আর অনরী রিয়ালের সাথে যা খেলসে তার পুনরাবত্তি হলে চেলসির কোনো আশাই নাই। মেসি এই মৌসুমের সেরা খেলা খেলসে ওই দিন। আর নীরব ঘাতক ইনিয়েস্তা তো আছেই। এই মৌসুমে বার্সেলোনার সেরা খেলোয়ার হলো ইনিয়েস্তা। মেসি আর ইনিয়েস্তা কে আরো ৯০ মিনিট চেলসি ঠেকিয়ে রাখতে পারবে না।
চেলসিকেও গোল পেতে হবে। বার্সেলোনার ডিফেন্সে বিশাল সমস্যা আছে। আর এখানেই চেলসির আশার আলো দেখা যাচ্ছে। কার্লোস পুয়োল, মার্কেজ কিংবা গ্যাব্রিয়েল মিলিতোর অনুপস্থিতিতে পিকে উপর দায়িত্ব অনেক বেশী। কিন্তু তার সাথে অনিয়মিত মার্টিন ক্যাকেরাসের ওপরেই বার্সেলোনাকে নির্ভর করতে হচ্ছে। আবিদাল আর দ্যানি আল্ভেস আক্রমনে সাহায্য করতে যতটা পারঙ্গম ডিফেন্সে ঠিক ততটাই ভুয়া। আর রিয়ালের হিগুইয়ান আর রামোস মাত্রই দেখিয়ে দিলো বাতাসে বার্সেলোনা কতটা দুর্বল। আর কর্নার, ফ্রি কিকের সেট পিসে ইংলিশ লিগের টিম হিসাবে চেলসির বালাক, দ্রগবা, টেরী বেশ ভালো। মোটের উপর দ্রগবা তার সেরা খেলা খেলতে পারলে (মানে পিকে কিংবা কাকেরাসকে সরিয়ে নিয়ে গেলে) ল্যাম্পার্ড, বালাক কিংবা এসিয়েনের জন্য ভালোই ফাঁকা জায়গা তৈরী হবে এবং গোল আসার সম্ভাবনা যথেষ্ট।
প্রথম গোল খুব গুরুত্বপূর্ণ আজকের খেলায়। বার্সেলোনা প্রথম গোল পেয়ে গেলে চেলসি অল-আউট খেলবে আর আমরা নিরপেক্ষ দর্শক আক্রমনাত্বক খেলা দেখবো কিন্তু চেলসি গোল পেয়ে গেলে আবার সেই ঠেকিয়ে রাখার খেলা শুরু হবে যাতে তারা প্রতি-আক্রমনে ২য় গোল আদায়ের চেষ্টায় থাকবে।
আমার প্রিভিউ পড়েই বুঝা যাচ্ছে আমার সমর্থন কিছুটা চেলসির দিকে। 😛 যদিও প্লাটিনির খুব রাগ হবে তাও অল ইংলিশ ফাইনালের সম্ভাবনা যথেস্ট।
🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
গোওল
সাবাস ম্যানচেস্টার
এহসান ভাই প্লাটিনির কথা তুলে মন মেজাজ খারাপ করে দিলেন, বেডা যখন প্লেয়ার ছিল তারে খুব ভালা পাইতাম এখন ইউয়েফার প্রধান হয়ে খালি ইংলিস টিমদের পিছে লাগে।
যাইহোক মন বলতেছে বার্সা দান মারবে, কিন্তু যখন চিন্তা করতেছি যুক্তি দিয়ে তখন মনে হচ্ছে চেলসি জিতবে। চেলসি বার্সার মাঠে যেভাবে খেলে বার্সার খেলার ফ্লো নষ্ট করছে তা যদি এইবার ও করতে পারে তাইলেই কিন্তু হয়ে যায় অনেকটা, আর এর ফাকে যদি একটা গোল পেয়ে যায় তাহলেই হয়ে গেলো। প্রথম লেগে যদি বার্সা জিতত তাহলে এই লেগটা খুব ভালো একটা খেলা হতো। আপাতত আমার মনে হচ্ছে চেলসি আগের লেগের মতো খেলে এক গোলে জিতে ফাইনাল খেলবে। সেটা হলে ফাইনালটা বেশ ম্যারমেরে হয়ে যাবে।
বার্সার একমাত্র পজিটিভ দিক হাই মোরাল ... রিয়েল মাদ্রিদের সাথে ম্যাচটা মাঝে পড়ায় ভালোই হইছে 😀
নেগেটিভ দিক, পুয়োল আর মার্কেজ না থাকা ... পিকে আগের ম্যাচে দারূন খেলছে কিন্তু ওর বয়স খুবই কম, আরেকটু ম্যাচুরিটি দরকার ... ক্যাসারাসকে নিয়ে কোন ভরসা নাই, এই সীজনে খুবই কম ম্যাচ খেলছে ইনজুরির জন্য, যে কয়টা খেলছে সেগুলিতেও সুবিধা করতে পারে নাই ... এই ডিফেন্স নিয়ে চেলসির এরিয়াল এটাক আটকানো খুব টাফ হবে ...
আমার মনে হয় গার্ডিওলা ভালো করবে যদি দুইটা ডিফেন্সিভ মিড নামায় ... ইনিয়েস্তাকে পরে সুপারসাব হিসাবে নামাইতে পারে ... কিন্তু সমস্যা হচ্ছে ইনিয়েস্তা ইজ টূ গুড টু বী বেঞ্চড ...
দেখা যাক ... যুক্তি বলে চেলসি উঠবে, মঞ্চায় বার্সা 😀
অফটপিকঃ সামি ভাই যে ব্লগ লেখেন জানতাম না ... আমাকে চিনতে পারছেন? 🙂
নামে ক্লিক করলেই তো চেনা যায় মানুষটা কেডা। আছো কেমন?
চলে, খারাপ না ... ওয়াটারলু চলে আসছি ...
আহ বার্সার সাপোর্টার আইয়া পড়ছে
আপ আপ :thumbup: :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
শুধু আইজকার জন্যে ফয়েজ ভাইয়ের সাথে একমত হইলাম। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ম্যানচেস্টার-বার্সা চাই
B-)
ইংলিশ টিমের খ্যাতা পুড়ি :thumbdown: :thumbdown:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সংসারে প্রবল বৈরাগ্য!
এই তোর পোস্টে পুকা .........
কাইয়ূম ভাইয়ের ব্যাঞ্চাই
আমি ভাবছিলাম আমার মনিটরে পুকা পড়ছে :bash:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
@ সামী,
আইজকাল অনেকেই প্লাটিনি হইবার চায়। হুদাই খালি ইংলিশ টিমদের পিছে লাগে থুক্কু খ্যাতা পুড়ে 🙁
x-( x-( 😡 😡
যাউজ্ঞা, পাব্লিক আজাইরা কথা কইব, ইজি আছি 😐
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আজকে চেলসি মিনিমাম দুই গোল দিবে। তিন গোল দেয়ার সম্ভাবনাই বেশি। চেলসি টিমটাকে বিরক্ত লাগত আগে প্লেয়ার কিনা নিয়া টাকা ঢাইল্যা ছ্যাবলামি করার জন্য , বরং রোনাল্ডিনহো থাকতে বার্সারে ভালা পাইতাম। মেসি হেনরিরে ভালা পাই। কিন্তু ঐ কোচ প্বেপ গর্ডিওলারে অসহ্য লাগে । তাই এইবার বার্সার বিদায় চাই।
জয়তু গুস। জয়তু চেলসি।
ক্যান রে ভাই গার্ডিওলা কি করলো? 🙂
গর্ডিওলা ইতো হেনরীরে যেমনে শাসায় মেজাজ খারাপ হয়ে যায়। দেখছি না সে কী খেলত?? যত্তোসব ফাউল।
গার্ডিওলা ইতো হেনরীর ম্যানেজার/BOSS। ম্যানেজারদের কখনো চুম্মা দেয়া উচিত না। রোনাল্ডিনহো, ইতো, ডেকো তো টিমের বারোটা বাজাইসিলো.... না শাসাইলে.... হবে না।
প্রতিভা যাই হোক নিজের ১০০% দিয়া খেলত।
Guardiola's guiding hand
এহসান ভাই যা বলার বলে দিছে, একশো ভাগ একমত উনার সাথে ...
রাইকার্ডের বার্সা প্রথম দুই বছর এত ভালো করার পরেও পরের দুই বছর এত পচানোর একমাত্র কারণ ডিসিপ্লিনের অভাব ... রোনালদিনহো-ইতো-ডেকো নিজেদেরকে ডিসিপ্লিনের ঊর্ধ্বে ভাবা শুরু করছিল, সেই টীমকে আবার লাইনে ফিরায়ে আনার জন্য গার্ডিওলা যা করছে তার বিকল্প ছিল না ... মাত্র সাঁইত্রিশ বছর বয়স নিয়েও অঁনরি-ইতো-মেসির মত সুপারস্টারদের হুকুম করতে প্রচন্ড রকমের পার্সোনালিটি আর কনফিডেন্স থাকা লাগে, আই স্যালুট গার্ডিওলা ফর দ্যাট ...
আর গার্ডিওলার খেলা দেখি নাই কখনও ... কিন্তু যেমনই খেলুক তাতে কিছু যায় আসে না ... ফার্গুসন-মরিনহো-ওয়েংগার কেউই খুব ভালো খেলোয়াড় ছিল বলে মনে হয় না ...
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর হিডিঙ্কের দৌড় সেমিফাইনাল পর্যন্ত
:grr: :grr: :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:khekz: :gulti:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
গুস কিন্তু চেলসিরে এইবার এফ এ কাপের সেমিফাইনাল পার করে ফাইনালে নিছে। সো কুফা কাটছে। 🙂 🙂 🙂
সবাই হারুক। চ্যাম্পিয়ন্সলীফ বন ঘোষণা করা হউক। হুদাই 🙁
:thumbup: :thumbup:
:(( :((
আর্সেন ওয়েঙ্গার এর বায়োডাটার সবচেয়ে দুর্বল দিক কোনো ইউরোপিয়ান শিরোপা নেই। আর্সেনাল কখনো চ্যাম্পিওন্স লীগ জিতে নাই। 😀
🙁 🙁
এখনো মনে পড়ে বার্সিলোনার সাথে ফাইনালে হেনরিক লারসেন কিভাবে শেষ ২০ মিনিটে খেলা বদলায় দিছিল... ব্যাপার না, একদিন আমরাও...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মামুন ভাই এর মতে শুধু এই লাইনটা কোট করায় বিভ্রান্তি তৈরী হচ্ছে। এর আগে পিছে আরো কিছু কথা ছিলো.........
কথা গুলো হলো... নু ক্যাম্প এ এসে ছোট দল গুলো খালী ডিফেন্ড করে। চেলসি এসেও সবাই মিলে নিজের অর্ধে বসে রইল আর ঠেকাইলো তাহলে বড়দল আর ছোট দলের পার্থক্য কি।
আমি বলি এটা কোনো কাপ ফাইনাল বা নক আউট খেলা ছিলো না। দুই লেগ মিলিয়ে খেলা। বার্সেলোনার সাথে জিততে হলে অবশ্যই নু ক্যাম্প এ কম গোল খাইতে হবে। ভালো এটাক মাইন্ডেড দলও যদি এটাকের কথা ভাবে তখন বার্সা স্পিড দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলবে। মাত্র আগের রাউন্ডেই বায়ার্ন মাস্তানী মাইরা ৪ গোল খাইসে এর নিজের মাঠে শত এটাক করেও ১ গোলের বেশী করতে পারলো না বরং শেষ মুহুর্তে বার্সা আরেক্টা গোল দিয়ে দিসে।
ভালো খেইলা হাইরা গেলে কি লাভ। রেকর্ডে থাকে কে জিতসে বা কে ফাইনালে খেলসে। এই যে ধরেন ৯০ এর বিশ্বকাপে আর্জেন্টিনা ডিফেন্সিভ খেলে খেলে গায়কোচিয়ার উপর ভর করে টাইব্রেকারে জিততে জিততে ফাইনাল খেললো। এখন কি আর্জেন্টিনা বড় দল না ছোট দলের মত খেলসে ঐটা কি রেকর্ডে আছে? না আর্জেন্টিনার সমর্থকরা ঐটা মনে রাখতে চায়?
চেলসি তার সামর্থ্য অনুযায়ী খেলসে। চেলসির আশা নিজের মাঠে ১/২টা গোল দিয়ে ডিফেন্ড করবে। বার্সার সামর্থ্য থাকলে আজকে ওপেন খেলায় জিতে ফাইনাল খেলবে। দেখা যাক।
Chelsea v Barcelona line-ups:
Chelsea: Cech, Bosingwa, Cole, Alex, Terry, Essien, Ballack, Lampard, Malouda, Anelka, Drogba.
Subs: Hilario, Ivanovic, Di Santo, Mikel, Kalou, Belletti, Mancienne.
Barcelona: Valdes, Alves, Abidal, Pique, Toure, Busquets, Keita, Xavi, Iniesta, Eto'o, Messi.
Subs: Pinto, Caceres, Gudjohnsen, Bojan, Sylvinho, Hleb, Pedro.
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
চেলসিতো সেরকম চাপায়া খেলতেছে দেখি
সংসারে প্রবল বৈরাগ্য!
আজকেও রেফারিং বাজে হচ্ছে x-( ... চেলসির দুইটা পেনাল্টি পাওয়া উচিত ছিল
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আজকে হবে বলে মনে হচ্ছে না 🙁
পুয়োল, মার্কেজ আর অঁনরি না থাকাটা একটা বিশাল লস ... ক্যাসারাসের উপরে গার্ডিওলাও ভরসা রাখতে পারে নাই, বদলে ডিফেন্স করতেছে ইয়াইয়া টুরে, যারে কোনদিন ডিফেন্সে খেলতে দেখি নাই ... কেমনে হয় ...
তবে লাস্ট কথা, চেলসি খুব ভালো খেলতেছে ...
আর যাই হোক এক্সট্রা টাইমে যাবে না খেলা 🙂 ... সকালে এমনিতেই তাড়াতাড়ি উঠতে হবে 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😮 😮 😮 দ্রগবা কি মিস করলো এইটা ?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বাচছে দ্রগবার হাত (নাকি পা 😕 ) থেইকা 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ভালদেজরে আর গাইল্লামু না ... ভালদেজ না থাকলে এতক্ষণে তিনটা হইতো 😕
যেমনে উড়ায়া মারতেছে, গোলবারের পিছে দুয়েক পিস দর্শক আজকে মারা যাবে সিওর 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
রেফারিটা পুরাই ফাউল, কি করল!
সংসারে প্রবল বৈরাগ্য!
আনেলকাকে মনে হয় গ্যালারী থেকে কেউ গুলি করছিল... যেমনে ডিগবাজিটা খাইল... এরকম বাজে রেফারিং হইলে ক্যামনে কি x-( x-( x-(
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আনেলকা আর ল্যাম্পার্ড, এই দুইটা যে কী
সংসারে প্রবল বৈরাগ্য!
মেজাজটাই খারাপ হয়ে গেল x-(
এম্নেই কী প্লেয়ার নাই কয়েকটা, তার উপ্রে যাঅ একটু ভালো খেলা দেখার আশা ছিলো গাড়ল রেফারিটা দিলো সব বরবাদ কইরা
সংসারে প্রবল বৈরাগ্য!
আনেলকা আবার ডিগবাজি দিল x-(
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এমন মেজাজ খারাপ হইছিল, আরেকটু হইলে ল্যাপটপ ঢিল মারতাম টিভির দিকে 🙁
এই কানা রে রেফারি বানাইছে কে ~x( ~x( হ্যান্ডবল দেখলো না !!!
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আনেলকা হালারে রেফারিডার লগে পুরা মাঠে টানা ফ্রন্ট্রোল লাগানো দরকার
সংসারে প্রবল বৈরাগ্য!
:thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মেসিরে ফাউল করলো এইটা দেখলো না...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀 ফয়েজ ভাইয়ের স্বপ্ন দেখি সত্যি হইতাছে 😉 অল ইংলিশ ফাইনাল :))
সংসারে প্রবল বৈরাগ্য!
আলভেজ আজকে যে ক্রস এক একটা করতেছে... মাশাল্লাহ
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ইনিয়েস্তা শালা লাস্ট মোমেন্টে কাহিনী ঘটায়া দিলো 😮
সংসারে প্রবল বৈরাগ্য!
ইয়েস ইয়েস ইয়েস !!!!
এহসান ভাই ঠিকই কইছিল, ইনিয়েস্তা এই সিজনে বার্সার সেরা খেলোয়াড় B-)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বেচারা চেলসি...... :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
গোল অভ দ্য সিজন 😀
অনেক দিন পর গুডিওনসন কে দেখতেছি... তাও আবার চেলসির বিপক্ষে
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বালাক পীডাইবো নাকি রেফারিরে =))
সংসারে প্রবল বৈরাগ্য!
বালাক তো রেফরিরে খাইয়াই ফেলাইতো আরেকটু হইলে :)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
গার্ডিওলা সমানে টাইম নষ্ট করতেছে 😀
দ্রগবা পাগল হয়ে গেছে শোকে
সংসারে প্রবল বৈরাগ্য!
বেচারা চেলসি... রেফরি আর দ্রগবা মিলা চেলসিরে ডুবায় দিল :)) :))
বেচারা হিডিঙ্ক... আবার সেমিফাইনালে ধরা :)) :))
তবে এই লেভেলে এত ফালতু রেফরিং সত্যিই দুঃখজনক
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অনেস্টলি, বার্সা ডিডন্ট ডিজার্ভ ইট ...
বাট আই ডোন্ট মাইন্ড 😀 😛 :grr: :))
:thumbup:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:thumbup: :thumbup:
ঐ এহসান, গুরুজনরে ভক্তি করতে ইচ্ছা করে না, না? :grr: :grr:
ওস্তাদের মাইর শেষ রাইতে :grr: :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
যাইহোক, বাই বাই গুস বস্ ... সেমি কুফায় আবার আটকায়া গেলেন বস, সামনে কি আছে দেখা যাক 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
রেফারিং অসন্তোষজনক। x-(
পরের ম্যাচে ড্যানি আলভেজ (গাধার বাচ্চা বেগারত) নাই 😀 , ঐ ব্যাটারে আমার খলনায়ক মনে হয়েছে বার্সার জন্য।বার্সার জোড়াতালি দেয়া ডিফেন্সে আজকে খালি পিকোর খেলাই ভালো লাগছে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ইয়া ইয়া টুরেও খুবই ভালো করছে মেইক শিফট ডিফেন্ডার হিসাবে ... এইটা ডিফেন্ডার হিসাবে ওর প্রথম ম্যাচ ...
পিকের ব্যপারে একমত ... খুব শিগগিরই সে স্পেনের এক নাম্বার ডিফেন্ডার হবে ...
আল্ভেজ আবিদাল দুইটাই নাই ... আল্ভেজের বাচ্চা না থাকলেই ভালো, শালা একটা ক্রস ঠিকমত দিতে পারে নাই x-(
ভালো হ্যান্ডবল খেলোয়াড় ও হতে পারবে!
:grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
টুরে ও ভাল খেলছে... মেকশিফট ডিফেন্ডার হয়েও
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সেরকম একটা ফাইনালের আশা করতেছি 🙂
এখন গেলুম, ভোর বেলায় উইঠা আবার আপিস মুখে যেতে হবে কিনা, আহসান গিয়া ঘুম দে 😀 ফয়েজ ভাইয়ের অল ইংলিশ ফাইনালের স্বপ্ন টা পুরা হইলোনা এই যা 😉 কিংকং আর রকিবের তো মনে হয় এখন ঘুমানির টাইমিং না 🙂 , তারপরেও বয়েজ, সবাইরে গুড নাইট
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার খালি বিকাল হইলো, ক্লাস অফিস কিছুই নাই ... মজাই মজা ... এখন ফেইসবুকে চেলসি সাপোর্টারদের সব রাগারাগি স্ট্যাটাসে লাইক মারতেছি 😀
পরবর্তী অনুষ্ঠান দেখার জন্যে আমন্ত্রন রইলো সবাইকে।
এখন শুরু হবে উচ্চাংগ সঙ্গীতের অনুষ্ঠান , মালঞ্চ। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
গুড নাইট... কালকে সকালে উইঠা আবার পরীক্ষা দিতে যাইতে হবে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
x-( x-(
আগের কমেন্টে গুবড়ে পোকা ছাড়ছো কিছু কই নাই, আবার আমার নামে মিছা কথা কইতাছ লাগাতার, 😡 😡
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আহসান, তুমি কি এম আই এস টি তে লেখা পড়া করতেসো ???
না ভাইয়া, প্রমোশন এক্সাম ছিল...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দ্রগবা আমার মনে হয় চেলসির আসল ভিলেন :grr: :grr: :grr:
আজকে দুইটা আর ১ম লেগে ১টা নিশ্চিত সুযোগ মিস করছে... আর চেলসি তো মনে হয় আজকে কোন মিড ফিল্ড খেলায় নাই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
রেফারি ছাড়া আর কোন ভিলেন তো খুঁইজা পাইলাম না! 😉 😮
গত লেগে একটা মন্তব্য করছিলাম।
আমি তো মনে হয় এইবার টিয়াপাখি নিয়ে গুলিস্তানের মোড়ে বসতে পারি। অর্থনৈতিক মন্দার মধ্যে একটা চাকরি ব্যবস্থা হইল।
সর্বোচ্চ মন্তব্যকারীর লিস্টে ফাহিম ভাই ... :thumbup:
* আহসান আকাশ (৯৬ - ০২) (২৬)
* কাইয়ূম (১৯৯২-১৯৯৮) (১৪)
* কিংকং (১৪)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমার এক্সেল শীটে বার্সা তো আগায়া গেলো। 🙂 🙂 🙂
ফাইনালের কোন প্রিভিউ এখনো আসলো না 🙁
এহসান ভাই, আছেন নাকি আশেপাশে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তুই দিয়া দে
সিনিয়রকে খাটায়ে নেয়ার এত শখ কেন তোমার, নিজে দিয়া দিতে পারতেসো না ??? 😡 😡 😡
আইজকা কোন টিম সাপোর্ট করতেসো ???
😛 😛 😛
টাইম নাই, বছরের সবচেয়ে বিজি টাইম পার করতেছি......
এখনো কোন তিম সাপোর্ট দিব ঠিক করতে পারি নাই, তবে ম্যান ইউ হবার চান্স বেশি, একে তো ইংলিশ টিম, তার উপর ০৬ এর ফাইনালের পর থেকে বার্সারে আগের মত আর ভাল পাই না, অ'রি বার্সায়, আর্সেনাল ছাইড়া যাওয়ায় ওর উপর ক্ষেপা আছি। তবে এর আগ পর্যন্ত বার্সার ফ্যান ছিলাম বলে এখনো এট্টু এট্টু চইলা আসে। দেখা যাক কি হয়... ফাইনালি টিভির সামনে বসলে মনে হয় ডিসাইড করতে পারব...
* আমি কিন্তু আবার কুফা সাপোর্টার :grr: :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
প্লীজ বার্সা সাপোর্ট কর আজকে ...... তোমারে কুক কেক খাওয়ামুনে ... 😉 😉 😉
:clap: :clap:
কেক কুক যখন খাওয়াইতে চাইছেন তখন তো.........
সময় মতো জানায় দিব নে
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মাইনুল ভাই সাবধান এদের থেকে। ম্যানইউরে হারাইতে এরা সাপোর্ট দিবো। এক সময় কুফা লাগলে আমিও এমন করতাম তো তাই জানি।
আর আজকে চেলসি রিয়েলের সাপোর্টার আর পিউর ম্যানইউ ছাড়আ সবাই বার্সা। সো বিভ্রান্ত হয়েন না।
চেলসি আড় রিয়েলের সাপোর্টাররা নিরপেক্ষ। দুই দল হারলে বেশি মজা পাই্তো 😀 😀 😀
যাক আমাগো ভাড়াটে সাপোর্টার লাগে না।
রেডডেভিলস রকস। :awesome: :awesome:
হুমম..দেখিস রেড ডেভিলস রক করতে যায়া বার্সার সামনে পাথর না হয়ে যায় :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এহসান ভাই, প্রিভিউ কই? আজকে বার্সা সাপোর্ট দিবেন তো? 😀
প্রিভিউ নাই। 🙁
আবার জিগায়?আমি আগে Anti-ManU তারপর Livarpool।