বসুন্ধরা সিটিতে আগুন

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১৮ ও ১৯ তলায় শপিং মলের কর্পোরেট অফিসে আগুন লেগেছে।
১৮ তলা থেকে আগুন ছড়িয়ে পড়ছে। লোকজন ছোটাছুটি করছে।

২,৫৬৮ বার দেখা হয়েছে

৩২ টি মন্তব্য : “বসুন্ধরা সিটিতে আগুন”

  1. মুহাম্মদ (৯৯-০৫)

    বিডিনিউজে দেখলাম। অনেক উপরে আগুন লেগেছে। দমকল বাহিনী এটা কিভাবে ম্যানেজ করবে বুঝতে পারছি না। বন্ধ করতে না পারলে তো অনেক নিচ পর্যন্ত ছড়িয়ে পড়বে। অবস্থা বেশ খারাপ মনে হচ্ছে। অবশ্য নেট ছাড়া আর কোন সোর্স থেকে কিছু জানি না এখনও। বিডিনিউজে ছবি এসেছে। লিংকটা দিলাম:
    http://bdnews24.com/bangla/details.php?cid=2&id=45668&hb=top

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    হতাহতের খবর পাইনি এখন। আমার বাসার সামনে থেকে শুধু উপরের কয়েকটা ফ্লোরে আগুন দেখতে পাচ্ছি।

    নিয়ন্ত্রনের চেষ্টা চলছে।

    হতাহত যাই হউক, ক্ষয়ক্ষতি মারাত্মক হচ্ছে তাতে সন্দেহ নেই।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)

    অবস্থা খুব খারাপ। আগুন নীচের দিকে নামছে। ওত উপরের আগুন কমানোর জন্য লজিস্টিক সাপোর্ট নেই ফায়ার ব্রিগেডের। ৫০ জনের মত নাকি আটকা পড়েছে, ছাদে লোক হাটাহাটি করছে, একটা হেলিকপ্টার এসেছে, পানি ছিটানো একটা প্রবলেম, পানির রিজার্ভার আর একটা প্রবলেম।

    চ্যানেল আই আর এনটিভি লাইভ দেখাচ্ছে।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    ফায়ার ব্রিগেডের সামর্থ হল ১০৭ ফুট উচ্চতা, প্রায় ১১-১২ তলা পর্যন্ত, কিন্তু আগুন শুরু হয়েছে ১৮ থেকে, তারপর নিচে নামছে, তাই সত্যিকার অর্থে তারা তেমন কিছুই করতে পারছে না।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. ফয়েজ (৮৭-৯৩)

    ৭ তলায় উপস্থিত ছিল আগুন লাগার সময় এই রকম একজনের সাক্ষাৎকার নিল এনটিভি, সে বলছে ১২.৩০ মিনিটে আগুন লেগেছে, মার্কেটের সবাই বের হতে পেরেছে, তবে উপরে বসুন্ধরা কর্পোরেটের কি অবস্থা (মানুষ জন) সেটা বলতে পারল না।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  6. কামরুল হাসান (৯৪-০০)

    একটু আগে নিজে গিয়ে দেখে আসলাম অবস্থা।

    খুবই ভয়ঙ্কর। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে।
    কথা বলেছি ৮ তলা থেকে বেরিয়ে আসা একজনের সাথে। উনি সিনেপ্লেক্সে সিনেমা দেখছিলেন। টের পাওয়ার পরপরই সিনেমা হলের সবাই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন বলে জানালেন।

    আগুন আরেকটু নিচে না নামলে আসলে ফায়ার সার্ভিস কিছুই করতে পারবে না। একটা হেলিকপ্টার এসেছে কিন্তু কাছে গেলে বাতাসে আগুন আরো বেড়ে যাচ্ছে।
    বেশ কিছু লোক এখনো আটকা পড়ে আছে বলে জানি।

    বাঁচার চেষ্টা করতে গিয়ে লাফ দিয়ে মৃত্যুবরন করেছেন ২ জন (আমি নিশ্চিত না, ওখানে যারা অনেক্ষণ ধরে আছেন তাদের মুখে শুনেছি।)


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  7. ফয়েজ (৮৭-৯৩)

    কিছু ভালো আপডেট

    ফায়ার ব্রিগেড একদম উপরে পৌছে গেছে, ১৬ থেকে ২২ পর্যন্ত আগুন লেগেছে, ধরনা করা হচ্ছে রেষ্টুরেন্ট থেকে আগুন লেগেছে, নিয়ন্ত্রনে এসেছে বলা হচ্ছে।

    এনটিভি তে ফয়েজউল্লাহ ভাইয়ের সাক্ষাৎকার প্রচার করছে। তিনি বলছেন আগুন লাগার সময় নিয়ন্ত্রন করার যায় এমন সমস্ত কিছু সিটিতে আছে। তিনি ধারনা করছেন ব্যবহার করতে পারেনি ঠিক মত।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  8. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    বাসা থেকে দেখা যাচ্ছে কিছুটা।
    রাস্তা থেকে বার কয়েক নেমে দেখে আসলাম
    হাজার হাজার মানুষ পুরা জায়গায় দাড়ায়া আছে 😡
    সার্কুলার টাওয়ারটার উপরের তিনটা ফ্লোরে আগুন জ্বলতে জ্বলতে এখন শুধু ধোয়া বের হচ্ছে। আর এর সাথের ইন্টার লকড বক্স টাইপ বিল্ডিংটাতে সন্ধ্যার আগেও কিছু ছিলোনা, এখন দাউ দাউ আগুন দেখা যাচ্ছে 🙁 ফায়ার সার্ভিসের এক্সটেন্ডেড ক্রেনটা দিয়ে এর নিচের ফ্লোর পর্যন্ত পানি ছোড়া হচ্ছে।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  9. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    আগের মতন বাইরে আসছেনা আগুন
    ফাক ফোকড় দিয়ে ভেতরে জ্বলছে দেখা যাচ্ছে।
    ৫টা ফ্লোর পুরা ছাই হয়ে গ্যাছে মনে হচ্ছে।
    তবে আর সি সি স্ট্রাকচার হওয়ায় মূল ভবনের কাঠামোর তেমন ক্ষতি হবেনা আশা করা যায়। যতটুকু দেখেছিলাম/জেনেছিলাম এদের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা বেশ উন্নত এবং আধুনিক ছিলো। অথচ প্রথম পরীক্ষাতেই ফেইল করল 🙁


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
    • সানাউল্লাহ (৭৪ - ৮০)

      ঘটনাটা দুঃখজনক। বাংলাদেশের আর কোনো ভবনে আগুন প্রতিরোধ ও মোকাবেলার এতো আয়োজন-সরঞ্জাম আছে কিনা সন্দেহ। কিন্তু কাইয়ুমের ভাষাতেই বলতে হয়, প্রথম পরীক্ষাতেই ফেল। কারণ সব কিছুর পেছনে তো মানুষ। যতো আধুনিক সরঞ্জামই থাকুক না কেন, আগুন মানুষকেই নেভাতে হবে।

      আজ রাত ১২টায় চ্যানেল আইয়ের সংবাদপত্রের অনুষ্ঠানে স্থপতি ফয়েজ থাকবে। আগ্রহীরা চাইলে দেখতে ও শুনতে পারো।


      "মানুষে বিশ্বাস হারানো পাপ"

      জবাব দিন
  10. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    মৃতের সংখ্যা পুলিশ বলছে ৪। সবই বসুন্ধরার কর্মী। একজন অগ্নিনির্বাপক কর্মী ১৮ তলা থেকে দড়ি ছিড়ে পড়ে মারা গেছেন বিকেলেই। এখন পোড়া-দগ্ধ ভবনের ১৮ তলা থেকে আরো দুজন অগ্নিনির্বাপক কর্মী ও একজন লিফটম্যানকে মৃত পাওয়া গেছে।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।