রাসচন্দ্র-রাতে

এসো, চলে এসো আজকের শিশিরচাঁদে। একা একা স্নান করো পূর্ণিমা জলে ।
কুয়াশায় ভিজে ভিজে, ভরা চাঁদে ডুবে ডুবে, নেমে এসো জোছনা তলে।

১০৪ শরীর পোঁড়ানো তাপে, আলোক বন্যায় বসে, একরাশ বিষাদ শ্বাস-
তারপর মারা যেও চন্দ্রাঘাতে।
ঢলে পড়ো, ঢলে পড়ো, এই মধু-কষ্ট-রাতে।

এসো-না থাক, সবকিছু থেমে থাক-
একা যাক-চলে যাক কিছুখণ, একা যাকনা জীবন, হোক কষ্টের নিরূপন এই জোছনাতলে।

আলীম হায়দার,
নভেম্বর ২৭, ২০১২।
২১৪, জহুরুল হক হল।

৭২৫ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “রাসচন্দ্র-রাতে”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।