এসো, চলে এসো আজকের শিশিরচাঁদে। একা একা স্নান করো পূর্ণিমা জলে ।
কুয়াশায় ভিজে ভিজে, ভরা চাঁদে ডুবে ডুবে, নেমে এসো জোছনা তলে।
১০৪ শরীর পোঁড়ানো তাপে, আলোক বন্যায় বসে, একরাশ বিষাদ শ্বাস-
তারপর মারা যেও চন্দ্রাঘাতে।
ঢলে পড়ো, ঢলে পড়ো, এই মধু-কষ্ট-রাতে।
এসো-না থাক, সবকিছু থেমে থাক-
একা যাক-চলে যাক কিছুখণ, একা যাকনা জীবন, হোক কষ্টের নিরূপন এই জোছনাতলে।
আলীম হায়দার,
নভেম্বর ২৭, ২০১২।
২১৪, জহুরুল হক হল।
অনেকদিন পর লিখলে আলীম।
চমৎকার লাগলো এই লেখাটা।
সুদূর অতীতের গঞ্জিকাসেবন-পরবর্তী অনুভূতির সংগে মিল পাচ্ছি। 😛
🙂
-আলীম হায়দার.1312.