শখ করে সিগারেটও খাইনি কখনো
উৎসবে।
মদ!
তওবা তওবা- ছুঁয়েও দেখিনা।
মেয়ে বন্ধু কখনোই ছিল না আমার।
রাতের আড্ডায় কেউ দ্যাখেনি আমাকে।
তাই বলে-
পুরোদস্তুর হাজী সাহেব বলেও নিজেকে দাবি করি না !
জুয়ার টেবিলেও বসিনি কখনো।
বাঈজী নাচতো রীতিমতো অবিশ্বাস্য!
সকালে ক্লাসে যাই,
তারপর খাতা নিয়ে সেমিনার-
নোটপাতি খুঁজে নিয়ে বিকেলে পাঠাগার।
সন্ধ্যায় বাগানে হাটি-
কোক-চা-ও ঠিক মতো খাই না
কখনো মনে হলে- পিরিচে ঢেলে নিয়ে চুক চুকে চেষ্টা।
নেহায়েত ভালো ছেলে আমি
রাজনীতি বুঝি না।
প্রেম-ভালোবাসা!
তওবা তওবা- ভুলেও ওসব ভাবি না।
তাই বলে-
পোপ কিংবা পুরোহিত বলেও নিজেকে দাবি করি না।
মাঝে মাঝে উল্টোটা বলি আমি
এটাই শুধু-
শোধরাতে পারি না !!