সাবেক প্রেমিকাদের কাছেও ঋণ থাকে অনেক
অনেক সময় মানুষ ঋণী থাকে পত্র বাহকের কাছে।
প্রেমিকের কাছেও-
কখনো কখনো ঋণী থাকে চলে যাওয়া প্রেমিকারা।
প্রেম হলো কথা-ভেঙ্গে-কথা-রাখা।
নির্মোহ প্রেমিক তাই কথা রাখে না।
কথার চিড়ায় গুড় মিশিয়ে
প্রিয়ার মনে সুখ ছিটিয়ে
প্রেমিক বুঝে নেয় প্রেমিকার চৌষট্টি কলা।
আর প্রেমিকা-
প্রেমিকের সাথে রপ্ত করে গোপন নাচের মধুর মুদ্রা।
কখনো কখনো,
দমকা ঝড়ের মতো চঞ্চল প্রেমিকারা-
হঠ্যাৎ চ্যেতে গিয়ে-
একটানে বুকের জানালা খুলে
নির্বাক প্রেমিকের কলার ধরে
ঠোটে-ঠোট-চেপে দেয় আনন্দডলা!
প্রেম হলো কথা-ভেঙ্গে-কথা-রাখা।
হঠ্যাৎ দেখা পথে-
প্রেমিকার আঁড়-চোখ-চাহনিতে
মাঝে মাঝে চুপ হয়ে যায় পুরাতন প্রেমিকেরা।
আর-
মনের জিঘাংসা চেপে
অন্দরে জল ঝড়ায় বিদ্রোহী প্রেমিকারা।
কী অদ্ভুত প্রেমলীলা!
ঋণে ডুবে থাকে যৌবনের নষ্টালজিয়া।
১ম 😀 😀 😀 😀
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
B-)
-আলীম হায়দার.1312.
:boss: :boss:
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
লেখা ভালো লেগেছে।
কয়েকটা বানান বিভ্রাট চোখে লাগছে।
'রিন' ব্যাপারটা কি। রিন লন্ড্রি বার নয় তো?
ঋ পাচ্ছিলাম না দাদা। আর ফন্টেও বেশ সমস্যা হচ্ছে পিসি তে। ভাইরাস খেয়ে যাচ্ছে । নতুন করে ফন্ট মারতে হবে আবার……….
-আলীম হায়দার.1312.