সহজাত সত্য প্রেমে

সাবেক প্রেমিকাদের কাছেও ঋণ থাকে অনেক
অনেক সময় মানুষ ঋণী থাকে পত্র বাহকের কাছে।
প্রেমিকের কাছেও-
কখনো কখনো ঋণী থাকে চলে যাওয়া প্রেমিকারা।

প্রেম হলো কথা-ভেঙ্গে-কথা-রাখা।

নির্মোহ প্রেমিক তাই কথা রাখে না।
কথার চিড়ায় গুড় মিশিয়ে
প্রিয়ার মনে সুখ ছিটিয়ে
প্রেমিক বুঝে নেয় প্রেমিকার চৌষট্টি কলা।
আর প্রেমিকা-
প্রেমিকের সাথে রপ্ত করে গোপন নাচের মধুর মুদ্রা।

কখনো কখনো,
দমকা ঝড়ের মতো চঞ্চল প্রেমিকারা-
হঠ্যাৎ চ্যেতে গিয়ে-
একটানে বুকের জানালা খুলে
নির্বাক প্রেমিকের কলার ধরে
ঠোটে-ঠোট-চেপে দেয় আনন্দডলা!

প্রেম হলো কথা-ভেঙ্গে-কথা-রাখা।

হঠ্যাৎ দেখা পথে-
প্রেমিকার আঁড়-চোখ-চাহনিতে
মাঝে মাঝে চুপ হয়ে যায় পুরাতন প্রেমিকেরা।
আর-
মনের জিঘাংসা চেপে
অন্দরে জল ঝড়ায় বিদ্রোহী প্রেমিকারা।

কী অদ্ভুত প্রেমলীলা!
ঋণে ডুবে থাকে যৌবনের নষ্টালজিয়া।

৮৬০ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “সহজাত সত্য প্রেমে”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।