আমি নষ্ট
তুমি নষ্ট
সে নষ্ট
তারা নষ্ট
এরা নষ্ট
ওরা নষ্ট
দেবী নষ্ট
কবি নষ্ট
দিকভ্রষ্ট
পদভ্রষ্ট
অনষ্ট,
তাও নষ্ট
যে পষ্ট
সেও নষ্ট
দিকভ্রষ্ট
পদভ্রষ্ট
নষ্টে অর্থ
নষ্টে সামন্ত
নষ্টে রতি
নষ্টে আনন্দ
নষ্টে ভক্তি
নষ্টে পূণ্য
নষ্টে পূজা
নষ্টে স্বর্গ
নষ্ট জগত
জগত নষ্ট
আমরা নষ্ট
তোমরা নষ্ট
সবাই নষ্ট
সব নষ্ট
হা
হা
হা
হা
নষ্টের দুনিয়া
দুনিয়ার নষ্টামি
নষ্ট বিধাতারা
করেছে নষ্ট নিয়ম !
আমরাও তাই
করছি যাপন
নষ্ট জীবন !
সৈয়দ শামসুল হককে মনে পড়ছে।
keno dada?
-আলীম হায়দার.1312.
এই স্টাইলটা সৈয়দ হকের বেশ কিছু লেখায় চোখে পড়েছে বলে।
এই লেখাটা আমার বেশ পছন্দ হয়েছে; বৃন্দ আবৃত্তির জন্যে খুব উপযোগী।
কেবল শেষে প্যারায় এসে ধ্বনিটা কেমন কেটে গেলো।
উনার কবিতার বই পড়তে হবে তাইলে একবার। বড় ভাই হিসেবে আপনি যদি দুয়েকটা উপহার দেন তাইলে তো বেঁচে যাই..
-আলীম হায়দার.1312.
সৈয়দ শামসুল হক পড়োনাই? একেবারেই? অবাক হলাম।
এই যে উপহার চাইলা এতেই ধন্য হইয়া গেলাম।
তোমারে আমি সৈয়দ হকের দুই খণ্ডের কবিতা সমগ্রই দিবো।কিভাবে দেয়া যায় সেইটা ঠিক করতে হবে। আমি তো দেশে থাকিনা।
তুমি তো দেশেই, তাই না?
উনার প্রবন্ধ এবং উপন্যাস পড়েছি। আর কবিতা বা একক অভিনয় হিসেবে শুধুমাত্র পায়ের আওয়াজ পাওয়া যায় পড়েছি এবং দেখেছি। তাছারা আর কোন কবিতা পড়িনি।
আপনি বিদেশে !! আমি তো আরো সময় সুযোগ করে আপনার সাথে দেখা করার প্লান পযর্ন্ত মনে মনে করে রেখেছিলাম !! হায় হায় !!!
বিদেশে থাকলে তো কোনভাবেই দিতে পারবেন না।
-আলীম হায়দার.1312.
আরে বলোই না কোথায় থাকো তুমি! দেশে আমিই শুধু নাই, আমার বাকী সবকিছু তো দেশেই। তোমার কাছে একজোড়া বই পৌঁছে দেয়া এমন জটিল কিছু হবে না। চিয়ার আপ!
আমি আসলেই এখন চিয়ার আপ। শুক্রবার দিনটা ক্লাস থাকে না। তাই অফিস করি সারাদিন। অন্যদিন বিকেল থেকে । সারাদিন অফিস করার পর একটু ডেজার্ট নিয়ে এলাম শাহবাগ থেকে।
রুম নং ২১৪, জহুরুল হক হল, ঢাকা বিশ্ব বিদ্যালয়।
চেয়ারম্যান, গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ব বিদ্যালয়।
০১৭১৭-৫২২২০৬.
নির্লজ্জ্বের মতো সব কিছুই জানালাম
-আলীম হায়দার.1312.
ভাইয়া, আমার ঠিকানাও কি জানিয়ে দিবো? আইসক্রীম খাওয়ার বড় সাধ ছিল মনে
হুমম্, আইসক্রীম কি ঠিকানায় পাঠিয়ে দেয়া যায়? আইসক্রীম তো খাওয়াতে হয় দোকানে নিয়ে গিয়ে।
চমৎকার লাগলো।
চমৎকার
শাওন
-আলীম হায়দার.1312.
ভালই তো :clap:
-আলীম হায়দার.1312.
ভাল লাগলো :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:thumbup:
-আলীম হায়দার.1312.