আদিম চক্র

ক্যাটরিনা কাজলকে নিয়ে বয়সন্ধির নির্ঘুম রাত
স্বপ্নের চোরাবালি
সকাল হলেই পাশের বাড়ির মেয়েটি।

কবিতায় আচ্ছন্ন যুবক
উদ্ধত যৌবনে বেসামাল কিশোরী।

এলোমেলো চুল রুক্ষ দাড়ি,
কি যেন ভাবে সারাক্ষণ, কিশোর কবি।
বেলী বনে পাশাপাশি, কিশোরীর গায়ের ঘ্রাণ
যন্ত্রণাময় সুখস্মৃতি।

ঠিকরে বেরোন যৌবন, জন্মচ্ছেদে গভীর লম্বা গিরি
অলস ভঙ্গি; স্নানরত কিশোরী।

সদ্য হওয়া মাংসপেশীতে যৌবনের ডাক
লাজুক কিশোর হয় প্রেমিক-দুঃসাহসী
আজন্ম বধূ স্বপ্নে শাড়ি পরে
কিশোরী হয় নারী।

ভাজে ভাজে রহস্য, ঠিকরে বেরোয় দ্যূতি
প্রেমিকের অমায়িক দৃষ্টি।
উদ্দাম যৌবন, লজ্জায় আসে বিরতি।

ব্যস্ত শহরে রিক্সায় পাশাপাশি
গোপন কথা, কানাকানি -প্রেমিকার সলজ্জ হাসি
আদিম স্বপ্নের ফুলঝুরি,
একাকি নির্জনে দেহের উত্তাপ ভাগাভাগি
চষে বেড়ায় তারা স্বপ্নের অলিগলি।

অতঃপর বাধভাঙ্গা যৌবনের দায়িত্ব নেয় পুরুষ
প্রেমিকা হয় পূর্ণাঙ্গ নারী।।

২,৩২৬ বার দেখা হয়েছে

৩০ টি মন্তব্য : “আদিম চক্র”

  1. তৌফিক

    সরাসরি কইলেই পারো ... বিয়া করতাম মঞ্ছায়।
    আমরাও আঙ্কেল আন্টিরে বইলা ব্যবস্থা করি। O:-)

    কবিতা ভালো লাগছে। হেলাল হাফিজের একটা কবিতা আছে এইরকম, নাম ভুইলা গেছি। 🙂

    জবাব দিন
  2. আর একটু বাড়াবাড়ি হলেই বেসামাল হয়ে যেত। যাই হোক হয়নি বলে রক্ষা। কিন্তু ভাই তুমি ঠিক আছো তো? নাকি, আজকাল বেশীই প্রলাপ বকছো?
    তবে, যে ভাবেই হোক ধারুন হয়েছে।

    জবাব দিন
  3. মুহিব (৯৬-০২)

    আদিমতা মনুষ্য গোত্রের আদিম বৈশিষ্ট্য। আর কিছু কৈবার্গেলে আলীম এর নাম বদলে আদীম পড়ে লোকজন। এইটা মনে কয় ঠিকনা। :gulli2: :gulli2: :duel:

    সাবাশ আলীম। ভালা লিখছ। :hatsoff: :hatsoff: কিন্তু

    কাজল ইট্টু বেশি বয়স্ক হয়া যায়না?;;;
    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।