ক্যাটরিনা কাজলকে নিয়ে বয়সন্ধির নির্ঘুম রাত
স্বপ্নের চোরাবালি
সকাল হলেই পাশের বাড়ির মেয়েটি।
কবিতায় আচ্ছন্ন যুবক
উদ্ধত যৌবনে বেসামাল কিশোরী।
এলোমেলো চুল রুক্ষ দাড়ি,
কি যেন ভাবে সারাক্ষণ, কিশোর কবি।
বেলী বনে পাশাপাশি, কিশোরীর গায়ের ঘ্রাণ
যন্ত্রণাময় সুখস্মৃতি।
ঠিকরে বেরোন যৌবন, জন্মচ্ছেদে গভীর লম্বা গিরি
অলস ভঙ্গি; স্নানরত কিশোরী।
সদ্য হওয়া মাংসপেশীতে যৌবনের ডাক
লাজুক কিশোর হয় প্রেমিক-দুঃসাহসী
আজন্ম বধূ স্বপ্নে শাড়ি পরে
কিশোরী হয় নারী।
ভাজে ভাজে রহস্য, ঠিকরে বেরোয় দ্যূতি
প্রেমিকের অমায়িক দৃষ্টি।
উদ্দাম যৌবন, লজ্জায় আসে বিরতি।
ব্যস্ত শহরে রিক্সায় পাশাপাশি
গোপন কথা, কানাকানি -প্রেমিকার সলজ্জ হাসি
আদিম স্বপ্নের ফুলঝুরি,
একাকি নির্জনে দেহের উত্তাপ ভাগাভাগি
চষে বেড়ায় তারা স্বপ্নের অলিগলি।
অতঃপর বাধভাঙ্গা যৌবনের দায়িত্ব নেয় পুরুষ
প্রেমিকা হয় পূর্ণাঙ্গ নারী।।
😀 ১ম
"অতঃপর বাধভাঙ্গা যৌবনের দায়িত্ব নেয় পুরুষ
প্রেমিকা হয় পূর্ণাঙ্গ নারী।"
মারাত্মক কথা দেখি!!
:khekz: :tuski: :tuski:
-আলীম হায়দার.1312.
ektu beshi kholamela chilo,kintu valo legeche.
You cannot hangout with negative people and expect a positive life.
জিতু আপা কি লজ্জায় মুখ ঢাকসেন নাকি? 😛
আপা বেয়াদবি হলে মাফ করে দিয়েন
:shy:
You cannot hangout with negative people and expect a positive life.
আমারে কি হলুদ কার্ড দিলেন নাকি আপু... 😮
-আলীম হায়দার.1312.
🙂
-আলীম হায়দার.1312.
আলীম, ভাই প্রাপ্তবয়ষ্ক ট্যাগ লাগাইতে হইবো নাকিরে ???
চিন্তা - ভাবনা আর বলার ভংগি বরাবরের মতই ভাল লাগছে ।
:tuski:
-আলীম হায়দার.1312.
সরাসরি কইলেই পারো ... বিয়া করতাম মঞ্ছায়।
আমরাও আঙ্কেল আন্টিরে বইলা ব্যবস্থা করি। O:-)
কবিতা ভালো লাগছে। হেলাল হাফিজের একটা কবিতা আছে এইরকম, নাম ভুইলা গেছি। 🙂
বিয়া করলে একবার, প্রেম করলে বারবার...
-আলীম হায়দার.1312.
আর একটু বাড়াবাড়ি হলেই বেসামাল হয়ে যেত। যাই হোক হয়নি বলে রক্ষা। কিন্তু ভাই তুমি ঠিক আছো তো? নাকি, আজকাল বেশীই প্রলাপ বকছো?
তবে, যে ভাবেই হোক ধারুন হয়েছে।
ইয়ে পরথম লাইনের ব্যাপারে আমার একটা কথা আছে।ক্যাটরিনা না হয় বুঝলাম 😡 কিন্তু কাজল ইট্টু বেশি বয়স্ক হয়া যায়না?;;;
;;;
প্রিয়াংকা কইতাম..তয়...ওটা কইতেও ...বুঝেনই তো...... সাহসে কুলায় না..
-আলীম হায়দার.1312.
পোলা আদিম হয়ে গেছেগা :grr: 😛
......হ রে, ঠিকই কইছস।
......আমি নাম পড়তে গিয়া পরথমে পড়ছি, "আব্দুল আদিম ধ্রুব" ।।। 😀 :grr: 😛
=)) =)) এইডা কি কইলি
অন্ত্যমিল বাইর্হৈগ্যাছে :grr: =))
.......মাস্ফ্যু ভাই আর আছিব,
......আমার দোষ নাই, পড়তে গিয়া মনে হইছে "আদিম" হইলে বেশি মানাইতো। :grr:
আদিমতা মনুষ্য গোত্রের আদিম বৈশিষ্ট্য। আর কিছু কৈবার্গেলে আলীম এর নাম বদলে আদীম পড়ে লোকজন। এইটা মনে কয় ঠিকনা। :gulli2: :gulli2: :duel:
সাবাশ আলীম। ভালা লিখছ। :hatsoff: :hatsoff: কিন্তু
খালাগো প্রতি আমার বিশেষ দূবর্লতা যে...
-আলীম হায়দার.1312.
শুভ জন্মদিন দোস্ত 😐
:))
-আলীম হায়দার.1312.
আমার কিন্তু খুব ভালো লাগলো লেখাটা। একটু ঝাড়ামোছা হয়তো করতে হবে কিন্তু ছবি আঁকাটা দারুণ লাগলো।
আবারো ভালো লাগল দাদা..
-আলীম হায়দার.1312.
মা কা লাডলা বিগাড় গায়া.
বিগাড় গায়া ;;;
-আলীম হায়দার.1312.