কালো মেয়ের জন্য ১৩ টি কালো গোলাপ

শোন কালো মেয়ে
তুলেছ ঝড় আমার মনে
কেন চলে যাও হেয়ালী চেয়ে
দুষ্টুমি হাসি লুকিয়ে।

যাও-না তুমি, যাচ্ছ চলে
আবার কেন মুখ ফেরালে
আমি যে আর পারছি না গো
তোমায় ছেড়ে থাকতে দূরে।

দিনের আলো হার মেনেছে
শ্যামা রংয়ের আলোর কাছে।

মায়া মুখে, চাইলে কেন আমার দিকে?
হাসলে কেন মিষ্টি করে!
সেই তো গেলে অভিমানে মুখ ফিরিয়ে।

৯১৬ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “কালো মেয়ের জন্য ১৩ টি কালো গোলাপ”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।