উত্তাল প্রেমের ঢেউগুলো আমার হৃদস্পন্দন থামিয়ে গেছে
মন ভেসে গেছে অকাল প্লাবনে
কাজ নেই আর ভালোবেসে, সুর তুলি ভাটিয়ালী গানে
মরম সাধন খুঁজে ফিরি বেদনার বেশে
শ্যামা মেয়েও হয়ে গেছে যান্ত্রিক
এই যান্ত্রিক নগরে।
যন্ত্র হওয়ার আপ্রাণ চেষ্টায়
পুকুরের টলটলে ঢেউয়ে,গাছের পাতার নাচানাচিতে
জেগে ওঠে মানবিক কবি
আর্তনাদ করে মুষরে পড়ে যন্ত্রের গর্জনে
কালো ধোঁয়ায় মানবিকতা মরে গেছে
কালো মেয়েটিও যান্ত্রিক হয়ে গেছে
মানবিক কবির স্পন্দনগুলো মিশে গেছে বেদনার বিষে.।
………………ধ্রুব মো: আব্দুল আলীম/ ৩১.০৭.১০
১ম 😀 😀
😛
-আলীম হায়দার.1312.
আমি প্রথম বারের মত দ্বিতীয় :((
লিখা ভাল ছিল 😀
You cannot hangout with negative people and expect a positive life.
ধন্যবাদ...
-আলীম হায়দার.1312.
ভাই, সালাম :thumbup:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
সালাম ব্রাদার..... তোমাকে অনেক ধন্যবাদ।
-আলীম হায়দার.1312.