বি ডি আর হত্যাকান্ডে শহীদদের স্মরণে শোকসভা এবং মিলাদ মাহফিল

এই পোস্ট টা অনেক আগেই দেয়া উচিত ছিল, কিন্তু নানা ব্যস্ততায় সময় করে উঠতে পারিনি । সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ।

গত ৫ই এপ্রিল বিকেল ৩টায় সিডনীর এক্স ক্যাডেটদের উদ্যোগে বি ডি আর হত্যাকান্ডে শহীদদের স্মরণে শোকসভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল । যেকোন কিছুই আয়োজন কর বেশ কঠিন, তার উপর বিদেশের মাটিতে সবাইকে একত্রিত করা আরো কঠিন । তবে এই কঠিন কাজটি সহজ ও সুন্দর ভাবে সমধা করার জন্য আর সি সি এর মাসুদ ভাই, জামান ভাই, এম সি সি এর বাদল ভাই,নওশাদ ভাই, ফারুক ভাই, রফিক ভাই,আহসান ভাই এস সি সি এর শাহেদ ভাই এবং এম জি সি সি এর ফারহানা আপু তাদের সবাইকে এখানে ধন্যবাদ জানাতে চাই । আর মুকুল ভাই এর জন্য স্পেশাল থ্যান্কস ডাইনিং হল প্রিফেক্ট এর দায়িত্ব পালন করার জন্য । তবে বিভিন্ন স্তরের এক্স ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ছাড়া এ আয়োজন কখনোই এর পূর্ন মাত্রা পেত না । তাই সবাইকে অনেক ধন্যবাদ ।

নীচে অনুষ্ঠানের ভিডিও এবং বিভিন্ন ছবির লিন্ক দিয়ে দিলাম । সবাই ভাল থাকুন ।
ভিডিও

ছবি ১
ছবি ২

১,০৮০ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “বি ডি আর হত্যাকান্ডে শহীদদের স্মরণে শোকসভা এবং মিলাদ মাহফিল”

  1. মাহমুদ (১৯৯০-৯৬)

    ভালো লাগল খুবই।

    ক্যাডেট কলেজে পড়তে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে (এই অনুভবটা অবশ্য নতুন নয়)।


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    আদনান, খবর কি? দৌড়াদৌড়ি কমছেনি 😀
    স্মরণ অনুষ্ঠানটার ছবি এবং ভিডিও দেখে ভালো লাগলো। ক্যাডেট জাতিকে :salute:
    সেই সাথে সেদিনের ঘটনার শহীদদের জন্য আবারো শ্রদ্ধা এবং প্রার্থনা জানাচ্ছি।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।