কামরুল আমাকে ‘বুড়া’ বলেছে। আসলেও আমার চুল বেশিরভাগ পাকা। বয়সও কম হলো না, ৪৬। আমাকে ও বুড়া বলতেই পারে। এই বুড়া বয়সে ব্লগাচ্ছি! নিজেকে নিয়েই মাঝেমধ্যে অবাক হয়ে যাই। নইলে এই সময়ে এসে সংবাদপত্র ছেড়ে রেডিও স্টেশন সামলাতে বসেছি?
জীবনে অনেক কিছুই অল্প বয়সে করেছি। ১৪ বছর বয়স থেকে সিগেরেট খাওয়া! ১৮-১৯ বছর বয়সে রাজনীতি। ২০ বছর বয়স থেকে সাংবাদিকতা। ২৩ বছর বয়সে বিয়ে।
একটা কাজই শুরু হয়েছে দেরিতে! ব্লগানো। ৪৫ বছর তার জন্য অপেক্ষা করতে হয়েছে। আমার চেয়ে বুড়া এই ব্লগে আর সম্ভবত কেউ নেই। নিজেকে তাই বুড়া ভাবিনা। একমাত্র ছেলে ফেসবুকে আমার বন্ধু। আর আছো তোমরা। ক্যাডেট কলেজ ব্লগ, সামহোয়ারইনে….। নিজেকে সমসময় তরুণ, সজীব রাখি এভাবেই। বেঁচে থাকলে ৬৪ বছর কেন ৮০ বছরেও ব্লগাবো। ধন্যবাদ তোমাদের সবাইকে।
বিশেষ দ্রষ্টব্য : কামরুল কিছু মনে করোনা। এই কথাগুলো মনের মধ্যে অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। প্রকাশের সুযোগ পাচ্ছিলাম না। তুমি সে সুযোগ করে দিয়েছ। তাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে, শুভেচ্ছাও।
২৩ বছর বয়েসে বিবাহ!!!!!! হায় আল্লাহ আমার তো তাইলে বিয়ার বয়স হয়া গেছে-
আহসান ভাই, কামরুল ভাই, এতো দিন শুধু শুধু আমারে পচাইসেন, আমি নাকি খালি বিয়া বিয়া করি এই কইয়া x-( x-( বড়ই অন্যায় x-( x-(
বিয়া কইরা আমি বাপের ভয়ে চিটাগাং গেছিলাম। তোমার আশা করি সেই সমস্যা নাই। সমস্যা হইলে আমার বাসা আছে। আইস্যা পরো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই, কেডা কইছে আপনে বুড়া তারে আমি গণ দিমু-আপনের মন হইল সজীব...আমি শিউর আমার উল্টা পাল্টা মন্তব্যে আপনে মাইন্ড খান নাই কখনো 😀
ভাইয়া মনে হয় আমার উপর মাইন্ড করছেন। সরি ভাইয়া। দেখা হইলে দুইটা ইডি দিয়া দিয়েন। 😛
আপনার লেখা পাচ্ছিলাম না। তাই খেপানোর জন্য বইলা ফেলসি। কাজ হইছে।
তবে আসল কথা হইলো ক্যাডেটদের বয়স কখনো বাড়ে না। সারাজীবন তারা ১২-১৮ই থেকে যায়।
আপনাকে লিখতে দেখে খুব ভালো লাগছে। আনাদের ব্লগ এবার সেলিব্রেটি ক্যাডেটে জম-জমাট হয়ে যাবে।
আপনি আছেন, মামুন ভাই আছে। আর সবাইকেও নিয়ে আসবো। জমিয়ে আড্ডা হবে।
ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা।
কি করবা, দুইডা ফ্রন্ট রোল দাও। লজ্জাবতী ঝোঁপের ওপর। স্বপ্নেওতো পাঙ্গা খাওয়াই দেখ! ব্লগেও খাও।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কামরুল, লাবলু ভাই ফৌজিয়ান হিসাবে আমারে দায়িত্ব দিয়া গেছে পাংগা টা execute করার জন্য :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ফ্রন্ট রোল দিয়া আসছি ভাইয়া। ফাকি দেই নাই। 😉 😉
আশে পাশে লজ্জাবতী গাছ নাই। তাই বিছানার উপরেই দিলাম। 😀
সানাউল্লাহ ভাই,
খুবই ভালো লাগছে আপনার লেখা পেয়ে। দোয়া চাইছি যেন আমরাও আপনার মত এভাবে নিজেদেরকে তরুণ, সজীব রাখতে পারি।
ভালো থাকবেন ভাইয়া।
নিয়মিত আপনার লেখার প্রতীক্ষায় থাকব।
কামরুল,
সাবাস সানাউল্লাহ ভাইয়ের কাছ থেকে লেখা আদায় করার জন্য...।
থ্যাঙ্ক ইউ ভাইয়া। 😉
সানাউল্লাহ ভাই, কামরুল একটা ইউনিভার্সাল কথা বলেছে, ক্যাডেটদের বয়স কখনো বাড়ে না আমরা আপনার কাছ থেকে আগের চমৎকার লেখাগুলোর মতো আরো আরো লেখা চাই, চাই সংবাদপত্রে আপনার কাটানো সময় নিয়ে লেখা, এ বি সি দাঁড়া করানোর অভিজ্ঞতাটাও জানতে চাই। ব্যস্ততার দোহাই দিয়ে আমাদের ফাকি দিয়েননা বস্, প্লিইইইইজ।
সংসারে প্রবল বৈরাগ্য!
হ !
এক দফা এক দাবি
লেখা চাই, দিতে হবে :grr: :grr:
লিখবো, আবার যখন হাসপাতালে ভর্তি হবো অথবা দেশের বাইরে যাবো। প্রোফাইলে একটা ছবি পোস্ট করলাম। কলেজ থেকে বেরুনোর পর তোলা। তখন বড় চুল, চামড়ার জ্যাকেট, হাতে ব্রেসলেট! হা. হা..!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:(( :(( :((
সংসারে প্রবল বৈরাগ্য!
ছবি দেইখা আমি ভাবছিলাম ৭০ দশকের কোন পপ তারকা। পুরা সেই রকম লাগতেছে ভাইয়া।
:boss: :boss:
বব মার্লে?? হা.. হা..। হাসতেই আছি।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আপনারা কি কলেজেও এতো লম্বা চুল রাখতে পারতেন? তাইলে ক্যামনে কি?
আমাদের তো সম্ভু'দা(barber এর নাম)এমন ছোলানি দিতো চুলের নাম গন্ধও খুইজা পাওয়া যাইতো না। ~x( ~x( ~x(
চুলের কথা বলায় একটা দারুন ঘটনা মনে পড়ে গেল...।
লিকে ফেলতে হবে ভুলে যাবার আগে...।
সানাউল্লাহ ভাই,
আপনার ছবিটা আসলেই সুন্দর হইছে। কামরুল দুষ্টটা আমার আগেই আপনারে কমেন্টটা কইরা ফালাইছে...। আমিও ঠিক এইটাই বলতে চাইছিলাম...।
আমাদের ছিল সুনীল। পুরা বাটি বসাইয়া ছাট দিত। ছুটির পর কলেজে যাইয়া সুনীলের দোকানে লম্বা লাইন দিতাম। আর শালা সিনিয়ররা দেরি কইরা আইস্যা আগে আগে ঢুইকা ছাট লাগাইতো। হায়রে চুলের মায়া!! ওই দুখেঃইতো কলেজ থাইক্যা বাইরাইয়া লম্বা চুল রাখতাম। আর অহন প্রতিদিন ঘুম থাইক্যা ওইঠ্যা আয়নায় গিয়া গুনি মাথায় চুল আর কয়ডা আছে!!! সুনীল ছাড়াই বাটি ছাট!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইয়া
সম্ভু’দা রে যে কত ঘুষ দিসি একটু চুল বড় রাখার জন্য। কিন্তু সেও বেশ নির্দয় ছিলো। টাকাও নিতো আবার চুলও ফালাইয়া দিতো। ~x( ~x( ~x(
সবচেয়ে মজার ঘতনা ঘটছিলো আমাদের আমিনের সাথে। পুরা টার্ম এডজুট্যান্ট স্টাফদের কাছ থেইকা পলাইয়া পলাইয়া ও চুল অনেক বড় কইরা ফেললো। কিন্তু ছুটিতে বাড়ি যাবার আগের দিন ধরা খাইলো। :grr: :grr: এক্কেরে বেল বানাইয়া দিছিলো। বাড়ি যাওয়ার সময় আমাদের তাও একটু চুল ছিলো। ও পুরা নেড়া। :)) :)) :))
কেবল মৃত্যুতেই আমাদের ব্লগানোর ইতি ঘটবে, অন্য কিছুতেই নয়। কথাটা মনে করায়া দেয়ার জন্য সানাউল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনার মেইল এর ঠিকানা টা দেন...।তারপর দেখেন কত ছোট ভাই,বন্ধু পান.........
মাফ কইরা দাও, এমনিতেই 'স্প্যামে'র জ্বালায় বাঁচিনা!!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কঠিন! আপনাকে দেখে হেব্বী খুশি হলাম বস। শুভেচ্ছা স্বাগতম। :boss:
www.tareqnurulhasan.com
বব সানাউল্লাহ মার্লে ভাইয়ের প্রতি এই দুই লাইনঃ
ঘটনা কি মাসরুফ? সিনিয়রের লগে মশকরা?? তোমারে পাঙ্গা দেওয়ার দায়িত্বটা কারে দেওন যায় ভাবতাছি।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইয়া আমারে দেন
ওর বডি'র সিভিল পানি সব বাইর কইরা ফালামু। আমি এই কাম খুব ভালো পারি। :grr: :grr:
bryan Adams এর 18 till I die... মনে করাইয়া দিলেন... sanaullah bhai জিন্দাবাদ
তিতুমীর ভাই কোথায়? একটা সূচনা ব্লগ দিয়ে আর নাই...
আর আমিন ভাইয়ের ক্যাডেট নম্বর ১৮৬২ লেখার পরের পর্বটা আসবে না?
আরও অনেকেই সিসিবিতে অনুপস্থিত বহুদিন ধরে...
সিসিবিতে হলেও সবাই একসাথে থাকুক, এই কামনা করি।
সানাউল্লাহ ভাই, স্যরি, আপনার ব্লগে একটু অফটপিক মন্তব্য করে ফেললাম, জুনিয়র বলে বেয়াদবী মাফ করে দিয়েন 🙁
সানা ভাই, আসেন কোলাকুলি করি। আমিও বিবাহ করছি ২৪ বছর বয়সে। 😀
ব্লগে স্বাগতম। আপনার লেখাগুলা (যেগুলা এখনো লিখিত হয় নাই এবং যেগুলার আশায় বইসা আছি) ব্লগে অন্য মাত্রা যোগ করবে বলেই আমার বিশ্বাস।
:boss:
মিয়া ভাই সাবাস । আমি বহুত মরাল পাইলাম । বিবাহ এইবার কইরাই ফালামু । আপনি তো আছেন ই।