মাসুম, মুহাম্মদ, এহসান, কামরুল আর রকিব গেলো কই? স্লামডগ মিলিওনেয়ার তো অস্কার জিতা গেল! ৮টা ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। সেরা পরিচালক, সেরা মূল গান, সেরা মূল সুর, সেরা সম্পাদনা, সেরা শব্দ, সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা কাহিনী। একেবারে জয়-জয়াকার যারে বলে!! কিন্তু সিনেমাবোদ্ধারা এখনো এইডা নিয়া কোনো পোস্ট দিল না? কেম্নে কি?
কিন্তু ছবিটা এখনো আমার দেখা হইলো না :(( :(( :(( !!
আমাদের চা-বয় রকিব তাইলে শেষ পর্যন্ত মিলিওনেয়ার হইয়া গেল!!
অস্কার অনার : ২০০৯
ছবি: স্লামডগ মিলিওনার
পরিচালক: ড্যানি বয়েল (স্লামডগ মিলিওনার)
অভিনেতা: শন পেন (মিল্ক)
অভিনেত্রী: কেট উইন্সলেট (দ্য রিডার)
পার্শ্ব অভিনেতা: হিথ লেজার (দ্য ডার্ক নাইট)
পার্শ্ব অভিনেত্রী: পেনিলোপ ক্রুজ (ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা)
এনিমেশন: ওয়াল-ই
বিদেশী ছবি: ডিপার্চার্স (জাপান)
মৌলিক চিত্রনাট্য: ডাস্টিন ল্যান্স ব্ল্যাক (মিল্ক)
অ্যাডাপ্টেড চিত্রনাট্য: সিমন বুফয় (স্লামডগ মিলিওনার)
প্রামান্য চিত্র: ম্যান অন ওয়্যার
মৌলিক সুর: এ আর রহমান (স্লামডগ মিলিওনার)
মৌলিক সঙ্গীত: জয় হো – এ আর রহমান (স্লামডগ মিলিওনার)
সম্পাদনা: ক্রিস ডিকেন্স (স্লামডগ মিলিওনার)
স্বল্পদৈর্ঘ্য প্রামান্য চিত্র: স্মাইল পিংকি
চিত্রগ্রহণ: অ্যান্থনি ডড ম্যান্ট্ল (স্লামডগ মিলিওনার)
পোশাক সজ্জা: মাইকেল ও’কনর (দ্য ডাচেস)
শব্দ সমন্বয়: স্লামডগ মিলিওনার
শব্দ সম্পাদনা: রিচার্ড কিং (দ্য ডার্ক নাইট)
লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ছবি: Spielzeugland (Toyland)
স্বল্পদৈর্ঘ্য এনিমেশন: La Maison de Petits Cubes
অঙ্গসজ্জা: গ্রেগ ক্যানম (দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন)
শিল্প নির্দেশনা: দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন
ভিজ্যুয়াল ইফেক্ট: দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন
(সৌজন্যে মুহাম্মদ)
১ম বারের মত ১ম হইলাম.... :))
আমি ফার্স্ট হইবার চাইছিলাম। পোস্টে ফার্স্ট হৈতে না পাইরা মন্তব্যে ফার্স্ট হওয়ার অপচেষ্টা। সাথে লিস্টিটা লাগায় দিলাম। কারা কারা জিতছে দেখেন। তারপর আলোচনা হৈবো:
ছবি: স্লামডগ মিলিওনার
পরিচালক: ড্যানি বয়েল (স্লামডগ মিলিওনার)
অভিনেতা: শন পেন (মিল্ক)
অভিনেত্রী: কেট উইন্সলেট (দ্য রিডার)
পার্শ্ব অভিনেতা: হিথ লেজার (দ্য ডার্ক নাইট)
পার্শ্ব অভিনেত্রী: পেনিলোপ ক্রুজ (ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা)
এনিমেশন: ওয়াল-ই
বিদেশী ছবি: ডিপার্চার্স (জাপান)
মৌলিক চিত্রনাট্য: ডাস্টিন ল্যান্স ব্ল্যাক (মিল্ক)
অ্যাডাপ্টেড চিত্রনাট্য: সিমন বুফয় (স্লামডগ মিলিওনার)
প্রামান্য চিত্র: ম্যান অন ওয়্যার
মৌলিক সুর: এ আর রহমান (স্লামডগ মিলিওনার)
মৌলিক সঙ্গীত: জয় হো - এ আর রহমান (স্লামডগ মিলিওনার)
সম্পাদনা: ক্রিস ডিকেন্স (স্লামডগ মিলিওনার)
স্বল্পদৈর্ঘ্য প্রামান্য চিত্র: স্মাইল পিংকি
চিত্রগ্রহণ: অ্যান্থনি ডড ম্যান্ট্ল (স্লামডগ মিলিওনার)
পোশাক সজ্জা: মাইকেল ও'কনর (দ্য ডাচেস)
শব্দ সমন্বয়: স্লামডগ মিলিওনার
শব্দ সম্পাদনা: রিচার্ড কিং (দ্য ডার্ক নাইট)
লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ছবি: Spielzeugland (Toyland)
স্বল্পদৈর্ঘ্য এনিমেশন: La Maison de Petits Cubes
অঙ্গসজ্জা: গ্রেগ ক্যানম (দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন)
শিল্প নির্দেশনা: দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন
ভিজ্যুয়াল ইফেক্ট: দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন
স্লামডগ এত্তগুলা জিতায় মিজাজ খ্রাপ হইছে।
মিজাজ এক্কেরে 'খ্রাপ' হইয়া গেল?? ব্রাপ রে ব্রাপ ত্রোম্রার ত্রো হ্রেব্ব্রি ম্রেজ্রাজ!!! =))
আমি খুশি :clap:
আসলেই পশ্চিমাদের কাছে দারিদ্র দারুন একটা পন্য!
শুধু পশ্চিমা কেন বলছ, আমার ধরনা ধনীদের কাছেই দারিদ্র্য দারুন পন্য।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
শুধু দারিদ্র কেন? নারী নির্যাতন বিশেষ করে তালাক ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা টু তালেবান, জামতৈল থেক নিউইয়র্ক (গ্রাম্য নারীর সংগ্রাম)- এসব ইস্যু নিয়ে কাজ করো দেখা যাবে পশ্চিমারা ভালো খাবে। তৃতীয় বিশ্বের বস্তি, শিশুশ্রম, নারী এমন অনেক কিছুই ভালো পণ্য।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
স্লামডগ মিলিওনেয়ার ছবিটা দেখে বেশ ভাল লেগেছিল, কিন্তু কখনও অস্কার জেতার মত ছবি মনে হয়নি। আমি অবশ্য চলচ্চিত্র বোদ্ধা নই, সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বলা। আর এ.আর. রহমান জয় হো গানটার জন্য কিভাবে অস্কার পুরস্কার পান, সেটা আমার কাছে সবসময়ই বিষ্ময় হয়ে থাকবে! 😕 😕
জয় হো জয় হো.........।
ভাগ্যিস ক্যাম্পেইন শুরু করছিলাম......। এইজন্যই না পাইলো 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
স্লামডগ মিলিওনেয়ার পুরস্কার জিতেছে। মেজাজ খারাপ হইছে। এখনই ধনী, বুর্জোয়া,পশ্চিমা চিন্তার মাসুম ভাই হাসি শুরু করবে। 🙁
দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন ঠেকছে। আমি খুশি। দ্য রিডার জিতলে খুশী হইতাম। কিন্তু স্লামডগ মিলিওনেয়ার ফেবারিট ছিলো।
শন পেন (মিল্ক),কেট উইন্সলেট (দ্য রিডার), হিথ লেজার (দ্য ডার্ক নাইট), পেনিলোপ ক্রুজ (ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা) পুরস্কার জিতেছে। আমি মহা খুশি। :clap:
মিকি রুর্ক ঠেকছে। এতেও আমি খুশি।
সত্যি, অভিনেতা-অভিনেত্রীদের পুরস্কারগুলা অসাধারণ হইছে। সবগুলাই ভাল্লাগছে। অবশ্য মিকি রুক পাইলে আমি আরও খুশি হইতাম।
অই পোলা তোমার ছবি লাগাও... কি একটা আন্ধার মার্কা জিনিস লাগায় রাখসো...
আমারটা দেখসো? আন্ধার হইলেও আমার ছবি!!
ওই রকিব কই। চা দে
:teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সানা ভাই, আপনের শরীর কি এখন ভাল???
কি হয়েছিল???
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হ্যা ভাইয়া একটু ভালো। ব্লাড প্রেসার High হয়ে গিয়েছিল। নিচে ৯৫ এবং উপরে ১৫০। প্রচণ্ড মাথা আর ঘাড় ব্যথা হচ্ছিল। আজকে ভালো। এখন প্রেসার ৮৫-১১০।
একটু আগেও ওষুধ খেয়ে চেয়ারে বসে ঘুমিয়েছি। 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ক্যান??? একটা দিন রেস্ট নিলে সমস্যা কি???
😡 😡 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বাধ্য হলে তো নিতেই হয়। সেটা নেই না তাও নয়। তবে খারাপ লাগে। পিচ্চি পুলাপাইনগুলা অফিস করতাছে। আমি বুইড়া বাসায় রেস্ট নিতাছি!! 😉
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:clap: :)) :clap:
মাসুম খুস হুয়া।
এহসান-আমি পশ্চিমা, বুর্জোয়া চিন্তার মানুষ হইলাম কেমনে?? x-( x-( x-(
মাসুম ভাই,
আমি খালি বুর্জোয়া যোগ করেছি। 😛
সামীউর .... আসলেই পশ্চিমাদের কাছে দারিদ্র দারুন একটা পন্য!
ফয়েজ ...... শুধু পশ্চিমা কেন বলছ, আমার ধরনা ধনীদের কাছেই দারিদ্র্য দারুন পন্য।
ভাইজান মজা করে বলেছি। জুক্স করায় গোস্যা কইরেন না।
:-B
কি পাংগা দেয়া যায় ভাবতেছি, তাও আবার সানা ভাইয়ের পোষ্ট
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সিনিয়ররে পাঙ্গানী খাইতে দেখব... :awesome: :awesome: :awesome:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মশকরা করো? কাইয়ুমডা কি চিটাগাং গেছে গা? জুনার বডির সিভিল পানি বাইর করবো কেডা?? 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস আমি আইসা গেছি, 😀 😀
জুনারে নিয়াতো ভালো প্রব্লেম দ্যাখতাছি, দুইদিন অফ দিলেই সিভিল পানির ট্যান্কি উপচায়া পড়ে x-( দাড়ান এবিসিতে সিসিবির মাহফিলটা খালি শেষ হোক :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:(( :(( :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দেখি এইভাবে কাইন্দা কি পরিমাণ সিভিল ওয়াটার ডিসপোজ করতে পারোস :grr: :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
পানি বের করার অন্য উপায়টাও ব্যবহার করুম??? ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
যা মন চায় কর, আফটার অল তোর হাতে আছে মোডে দুইডা দিন, এর পর ওয়াসার গাড়ি আইবো পানি বাইর করতে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz:
🙁 🙁 🙁
আমার এইটুক বডিতে এত পানি নিশ্চয়ই নাই যে তা দিয়া ওয়াসা কাজ চালাইব...কেম্নে কি??? :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:frontroll: :frontroll: :frontroll:
ওয়ে ওয়ে :awesome: :awesome: :tuski: :tuski:
ফয়েজ : বেচারা এহসান সেই ৭টা ৩৭মিনিট থেইক্কা :frontroll: দিয়াই যাইতাছে। ওরে থামাইলে ভালো লাগে। মাফ কইরা দাও। :no: :no: :no:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
দূর আমি কি পাংগা দিছি নাকি? শুধু একটু ডাউট দিছি, শাউটও দেই নাই, তাতেই নিজে থেকেই শুরু করে দিছে।
ভাগিস্য এই পোষ্টে আইজক্যা আবার ডুকছিলাম কি মনে কইরা, তা না হইলে তো মরনের আগ পর্যন্ত চালাইতো............
আহারে বড় ভাল পোলা।
হইছে হইছে উঠ, সামিয়া পায়েস রান্ধছে বলে, পায়েস খাও।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
শন পেন (মিল্ক) :thumbdown:
কেট উইন্সলেট (দ্য রিডার), হিথ লেজার (দ্য ডার্ক নাইট), পেনিলোপ ক্রুজ (ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা) পুরস্কার জিতেছে। আমি মহা খুশি। :clap:
দেখো, আমি দেখলাম অস্কার নিয়ে কোনো পোস্ট নাই- তাই সুযোগ নিয়েছিলাম। এইডা আসলে কুনু পোস্টই না। মুহাম্মদ বা মাসুম বা অন্য কেউ অস্কার নিয়ে একটা সামগ্রিক ভালো পোস্ট দাও। আমরা পড়ি, শিখি।
আমার এই পোস্টটা তোমরা মাথা থেকে ঝেড়ে ফেল। ভালো পোস্ট না পেলে আমি এটা আধঘন্টা পর মুছে ফেলবো। আমি সিরিয়াস। 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কুন দরকার নাই লাভলু ভাই। পোস্ট এইটাই থাকুক। আলোচনা তো হচ্ছেই। যেটা করতে পারেন, মুহাম্মদের কমেন্টে দেয়া লিস্টিটা মূল পোস্টে লাগায় দিতে পারেন, এডিট কইরা...
আমরা কবে পাবো? :dreamy:
দিমু ঠুয়া! ঠুয়া বুঝিস ব্যাটা? কি কবে পাইবা? এর আগেও এইরকম একখান অপরিচ্ছন্ন মন্তব্য করছিলা। জবাব চাইছিলাম দাও নাই। এইবার কিন্তু খবর আছে!! x-( x-( x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমি একটা আশার কথা কইলাম আর আপ্নে আমারে... নাহ্ মিল্লনা।
আমি এটাই কইতে চাইসিলাম 🙁
এইডা পরিস্কার কইরা কইলেই তো হইতো! নাকি হাতে ব্যথা করে কম্পোজ করতে?? ১০টা :frontroll: কইক!! x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আদনান একটু খিয়াল কইরা......। 😀
এই রকম হবে এইটা নমিনেশন দেয়ার পর থেকেই জানতাম।
স্ল্যামডগ কে এতোগুলি ক্যাটাগরিতে পুরষ্কার দেয়া পছন্দ হয় নাই। এর চেয়েও ভালো ছবি ছিলো।
আমার একটা কথা আসে...হিথ লেজারকে পার্শ্ব চরিত্রে দিয়া আসলে অপমান করসে...কারন আমার মতে THE DARK KNIGHT মুভিতে 'জোকার' হইলো মেইন ক্যারেক্টার (আমি হিরো বা হিরোইন শব্দ গুলো অপছন্দ করি) যেমন টা 'The merchant of Venice' এ শাইলক। ডার্ক নাইটে আসলে ব্যাটম্যানই 'supporting role' play করসে ।
:thumbup:
সম্পুর্নরূপে সহমত :thumbup: :thumbup:
ঐ..
ভালো লাগে নাই এটা বলব না স্লামডগ মিলিয়নিয়ারের ক্ষেত্রে কিন্তু এতগুলা অস্কার জেতা উচিৎ হইল না। The Curious Case of Benjamin Button এর সঠিক মূল্যায়ন হয় নি বলে মনে হয়েছে(নমিনেশন থেকেই)।
ভালো কয়েকটা মুভি আমাকে তোমাদের উপহার দেয়া উচিত। একজন সিনিয়র ভাই চলচ্চিত্র নিয়ে মূর্খ থেকে যাবে সেটা নিশ্চয়ই তোমাদের জন্য ভালো হবে না!! 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ফাটাফাটি মুভি বেঞ্জামিন বাটন।স্লামডগের চেয়ে প্রায় সব দিক দিয়েই আমার কাছে ভাল লেগেছে এই মুভিটা।স্লামডগ খারাপ বলছিনা কিন্তু বেশি মাত্রায় ওভাররেটেড বলে আমি মনে করি।
২৭ তারিখ এবিসিতে কারা আসছো? জলদি তালিকা জানাও।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:shy:
সাতেও নাই, পাঁচেও নাই
:shy:
:shy:
:shy:
সংসারে প্রবল বৈরাগ্য!
:shy:
আমি যদিও প্ল্যান সম্পর্কে কিছুই জানি না।
কেন আলাদা পোস্ট দেয়া আছে। দেখো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:shy: