এবিসি রেডিওতে সিসিবি ব্লগারদের আমন্ত্রন ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়

এবিসি রেডিওতে সিসিবি ব্লগারদের আমন্ত্রন ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়। কারা কারা আসবা জানাও। রেডিও অফিস দেখলা, কিছুক্ষণ আড্ডা দিলা। সমস্যা নাই। আর কয়জনের জন্য খাওনের ব্যবস্থা করতে হইবো সেইডা না জানাইলে তো সমস্যা।

দুই-তিনদিন আগে একটা পোস্টের ভেতরে সেটা জানিয়েছিলাম। কামরুল, জুনা এরপর আর কিছু জানায় নাই। তাই এই পোস্ট দিয়ে প্রকাশ্য নিমন্ত্রণ। সবগুলা না আসলে খবর আছে!! x-(

আমার মনে হয়- কামরুল, জিহাদ, জুনা, রবিন অর্গানাইজ করো। দ্রুত। তোমাদের দেখতে মন খুব করে চাইছে। কোনো অজুহাত চলবে না কিন্তু। আসো, আড্ডা হবে। হয়তো বেশি সময় না। ঘন্টা দুয়েক হলে চলবে??

৬,৫৭০ বার দেখা হয়েছে

১৪১ টি মন্তব্য : “এবিসি রেডিওতে সিসিবি ব্লগারদের আমন্ত্রন ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়”

  1. জিহাদ (৯৯-০৫)

    সিনিয়র থাকতে আবার আমাদের কিসের কাম :awesome:

    কাম্রুল ভাই, হারি আপ ফলইন(শেষের অর্ডারটুকু সানা ভাই কইসে) :awesome:

    আর সানা ভাই, আপ্নেরে এক কাপ :teacup:


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  2. অন্য কেডা আইবো আমি জানি না। আমি ২৭-সন্ধ্যায় এবিসিতে থাকুম। 😀

    সন্ধ্যা ৬-৩০ মেডেলিয়নের চায়ের দোকানের সামনে ফল-ইন।
    আমার পরে আমার জুনিয়র কেউ আসলে ওইখানেই পাঙ্গা হবে।

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    আমি কিন্তু কামরুল ভাইরে কইছিলাম পোস্ট দিতে... O:-)

    যাক এত দিনে স্বপ্ন পূরণ হইতেছে... :awesome:
    সানা ভাই, ঐদিনের কথা বন্ধুদের রোস্টারটা জানাইয়েন... ;;;
    বলা যায় না, সেরকম হলে বাদ জুমা-ই হাজির হয়ে যেতে পারি... 😀 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    তোমরা চালাচালি করো। আমি ঘুমাইতে বাসায় যাই। নইলে আবার প্রেসার বাড়লে সব শেষ!! ভালো থাকো। তালিকা বানাও। :awesome: :awesome: :awesome:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    প্যারেড স্ট্যাট করার জন্য একটি সাময়িক পোস্ট দেবার দাবী জানাচ্ছি...
    এই প্যারেড স্ট্যাটটি পড়লে আপনি জানতে পারবেন... =))
    ১। যাবে-এমন নিশ্চিৎ পার্টি
    ২। কিছু 'ইফ্‌স এন বাট্‌স' আছে-এমন পার্টি

    যারা আসতে পারবেন না-সেই লিস্ট বানাবার প্রয়োজন মনে হয় নেই... B-)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  6. আমিন (১৯৯৬-২০০২)

    সানা ভাই কইছে , না আইসা কেম্নে কি? তয় আমার ব্যাচমেট বেগতে কো?
    আমি টাইম কইরা দেখা কইরা যামু।
    অফিসে ডাকলে অন্য কথা। অফিসে বইয়া দিন বদল করি কিনা।

    জবাব দিন
  7. মরতুজা (৯১-৯৭)

    এ অন্যায়, ঘোর অন্যায়। দিন দুনিয়া থিকা কি ইনসাফ উঠিয়া গিয়াছে। আমাদের আশা আকাঙ্খার কি কোন মূল্য নাই। জাতি এ অন্যায়ের প্রতিবাদ করবেই করবে একদিন, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় জিয়া, জয় জয়নাল হাজারী।

    অফটপিকঃ হাজারী নানা, আমরা ২০-২০ তে ফাস্ট হপো :(( :((

    জবাব দিন
  8. টিটো রহমান (৯৪-০০)

    দাওয়তের জন্য না কেবল পোস্টটা খুব সুন্দর তাই রেটিংয়ে ৫ দিলাম ;)) ;))
    আর নতুন ইমোরে চা দিয়াই স্বাগত জানাই সেই সাথে লাবলু ভাইয়ের প্রস্তাবরেও :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup:

    রকিব পোলাডা ব্লগেই শেষপর্যন্ত দোকান দিল


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
    • সাকেব (মকক) (৯৩-৯৯)
      লাভলু ভাইডি

      বস রে 'ভাইডি' সম্বোধন করার কারণে নাজমুলের শুধু ব্যান না, যাবজ্জীবন কারাদন্ড চাই 😡
      এর আগেও ব্যাটায় বসের নাম নিয়া কি জানি একটা বেয়াদবি করসিলো... x-(
      কামতাজ স্টাফ, তোমার নোটবুকটা একটু দেখো তো B-)


      "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
      আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

      জবাব দিন
  9. ফয়েজ (৮৭-৯৩)

    সানাউল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যিপাতা, খাওনয়ের লাইগ্যা ডাকছেন এই জন্য। সংগে নিশ্চয় ইস্পিশাল দুধও থাকপি, কি কন।

    আমি ব্যক্তিগত ভাবে ক্ষমা চাচ্ছি, থাকতে পারছিনা জন্য। তবে এখানে আমার সুনির্দিষ্ট কিছু প্রস্তবনা আছে এবং আমি আশা করব কাইয়ুম এবং কামরুল এগুলো ক্যারি করবে,

    ১। আমরা সিসিবি থেকে একটা পরিপূর্ন প্ল্যাটফর্ম কিভাবে করতে পারি, যারা বিভিন্ন ইস্যুতে কথা বলবে? এই জিনিসটা বিচ্ছিন্ন ভাবে এসেছে, জুলহাসের পোষ্টে, বিভিন্ন কমেন্টে, এটার একটা ফর্মেশন বের করা দরকার, যত তাড়াতাড়ি হবে তত ভাল। পত্রিকাও হতে পারে, ছোট ই-বুক, যাই হোক, কিন্তু কিছু একটা হোক, শুরু হোক।

    ২। প্রিন্ট মিডিয়ার সংগে সংশ্লিষ্টতা কিভাবে বাড়ানো যায়। এটা মাথায় ঘুরছে সামীউরের পোষ্ট পড়ে। এক্ষত্রে প্রথম আলো কি কোনভাবে হেল্প করতে পারবে, নাকি আমাদের অন্য রাস্তা দেখতে হবে, এ ব্যাপারে সুস্পষ্ট সমাধানে আসা দরকার। যদি আমাদের "দিন বদলের গানে"র সংগে প্রথম আলোর গানের রিদম এক না হয়, আমরা অন্য রাস্তা বের করার চেষ্টা করব, হয়ত সময় লাগবে, কিন্তু বের হবে।

    আড্ডা অনেক হয়েছে, অনেক হয়েছে ফটোসেশান, এখন আড্ডাও হোক, কিছু কাজও হোক।

    আপডেট দিও তোমরা, ব্লগে।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  10. ইয়ে মানে সানা ভাই,আমি মাঝে জিম করা বন্ধ করছিলাম খুধা বেশি লাগে দেইখা আইজকা সকাল থিকা আবার শুরু করছি 😀 ভাবতাছি এই কয়দিন ডায়েটে থাকুম যাতে খিদাডা এক্টু জইমা উঠে,ঠিক বিরিহস্পতিবার ডিনারের আগে গেমস টাইমে ধুমায় খেলাধুলা করনের মত কইরা আরকি।আর অতীব দুঃখের সাথে জানাইতেছি যে আমার বর্তমান মেইন :just: ফ্রেন্ড আজকে রাবণের দেশে উড়াল দিছে, আসবে দুই তারিখ-আমরা একসাথে একটা বিবাহের দাওয়াত খাইতে যাব :shy: তাই চরম ইচ্ছা থাকা সত্ত্বেও একাই আসিতে হইবে মনে হইতেছে।অবশ্য যুদি প্রক্সি যাস্ট ফ্রেন্ড এলাউড হয় তাইলে...কিন্তু সেইটা আবার মেইন যাস্ট ফ্রেন্ড টের পাইলে এক্কেবারে এডজুটেন্টের সামনে রসময়দার বই নিয়া ধরা পড়ার মত কেলেঙ্কারী হইবেক।এত বড় ঝুঁকি না নিয়া একাই আসব।

    সিসিবি সানা ভাই জিন্দাবাদ!!!!!

    জবাব দিন
    • আদনান (১৯৯৭-২০০৩)

      সানাউল্লাহ ভাই, সিরিয়াসলি বলছি, আমার আসার অনেক ইচ্ছা আছে কিন্তু বাসের অবস্থা শোচনীয়, আর ট্রেনের টিকেটের সিরিয়াস ক্রাইসিস।

      আমি আগামিকালের মধ্যে মাশ্রুফকে কনফার্ম করবো। আমার আবার ২৭ তারিখ শাইনপুকুর যাবার প্লান আছে। সেটার জন্য আমার ফ্যামিলি খুব সকালে রওনা দিবে। আমি যদি খুলনা থেকে এসে তাদের ট্রিপ ধরতে না পারি তাহলে আমি এবিসি-তে আসতে পারবো। আজ টিকেট করতে যাব, সেটার উপরে ডিপেন্ড করছে আমার কোন প্রোগ্রাম এ্যাটেন্ড করা হবে। যদি ট্রেনে টিকেট পাই তাহলে শাইনপুকুর যাব(ফ্যামিলি প্রোগ্রাম, সিসিবি'র এ্যডজুটেন্ট-ও যাবেন), নাহলে বাসেই আসতে হবে আর সেটার অবস্থা তো সবার জানা-ই।

      জবাব দিন
      • সানাউল্লাহ (৭৪ - ৮০)

        শাইনপুকুর তো দিনাজপুরে না, ঢাকাতেই। ওই ফ্যামেলি কর্মসূচি শেষ করে তোমরা মামা-ভাগিনা সন্ধ্যার মধ্যে ঢাকা ফিরে আসো। তুমি ঢাকা আসছো জেনেই তো এটা ২৭ তারিখ এবিসিতে এই প্রোগ্রাম করলাম। না থাকলে কেম্নে কি? মামুরে লইয়া অন প্যারেড.................... ওকে! 😀


        "মানুষে বিশ্বাস হারানো পাপ"

        জবাব দিন
  11. তাইফুর (৯২-৯৮)

    আমার পুরা সিডিউল ক্যারক্যারায়া গ্যালো ... ০৩ মার্চ ছুটি শেষ, আয়েশ কইরা টাঙ্গাইলে বইসা ছিলাম। ভাবছিলাম ০২ মার্চের আগে বাসা থিকা বাইর হমু না ... ক্যারক্যারায়া গেল। ২৭ তারিখ না আসার প্রশ্নই উঠেনা ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  12. মুহাম্মদ (৯৯-০৫)

    আমার আসার খুবই ইচ্ছা ছিল। কিন্তু প্রচণ্ড জটিল সমস্যার কারণে আমাকে বাড়ি যেতে হবে। বৃহস্পতিবার বাড়ি যাব। শনিবারের আগে আসতে পারব বলে মনে হয় না। প্যারডে স্টেটে তাই আমারে বাদ দিয়াই রাখেন। বাইচান্স যদি শুক্রবার বিকালের আগে ঢাকা পৌঁছাইতে পারি তাইলে আসুম নে।
    জম্পেশ আড্ডা হোক... শুভকামনা...........

    জবাব দিন
  13. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    লাবলু ভাই,
    সালাম।
    আমরা যারা এইবার বহুত দূরে থাকায় ২৭ তারিখে :no: সবার আড্ডা, আইস্ক্রীম আর কেক মিস করব তাদের কথাটা মাথায় রাইখেন।

    আগাম ধন্যবাদ দিয়া রাখলাম। 😛

    এইবার হইলো না - কিন্তু সামনে ইনশাআল্লাহ দেখা হইবেক।
    :salute:


    সৈয়দ সাফী

    জবাব দিন
  14. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    লাবলু ভাই,
    সালাম।
    আমরা যারা এইবার বহুত দূরে থাকায় ২৭ তারিখে :no: সবার আড্ডা, আইস্ক্রীম আর কেক মিস করব তাদের কথাটা মাথায় রাইখেন।

    আগাম ধন্যবাদ দিয়া রাখলাম। 😛

    এইবার হইলো না - কিন


    সৈয়দ সাফী

    জবাব দিন
  15. তাইফুর (৯২-৯৮)

    প্রতি মাসে একটা কইরা সিসিবি গ্যাদারিং চাই ... রুটিন মাফিক ...
    তাইলে আর কেউ মিস করব না। একটায় জয়েন না করতে পারলে আরেকটা


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  16. শওকত (৭৯-৮৫)

    এই মাত্র পুরা বিষয়টা নিয়া গুরুত্বপূর্ণ আলুচনা করলাম লাবলু ভাইয়ের সাথে। আমার সাথে আলুচনা না কললে এইটা সফল হওয়া নিয়া নানা সন্দেহ ছিল। সব সন্দেহ দূর হইছে। 😀 আমার গুরুত্তপূর্ণ মতামত লাবলু ভাই মাইনা নিছেন।
    সো চিন্তা নাই।
    বিসমিল্লাহির ........অল ক্রেডিট গোজ টু বয়েজ........... :clap:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।