এবিসি রেডিওতে সিসিবি ব্লগারদের আমন্ত্রন ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়। কারা কারা আসবা জানাও। রেডিও অফিস দেখলা, কিছুক্ষণ আড্ডা দিলা। সমস্যা নাই। আর কয়জনের জন্য খাওনের ব্যবস্থা করতে হইবো সেইডা না জানাইলে তো সমস্যা।
দুই-তিনদিন আগে একটা পোস্টের ভেতরে সেটা জানিয়েছিলাম। কামরুল, জুনা এরপর আর কিছু জানায় নাই। তাই এই পোস্ট দিয়ে প্রকাশ্য নিমন্ত্রণ। সবগুলা না আসলে খবর আছে!! x-(
আমার মনে হয়- কামরুল, জিহাদ, জুনা, রবিন অর্গানাইজ করো। দ্রুত। তোমাদের দেখতে মন খুব করে চাইছে। কোনো অজুহাত চলবে না কিন্তু। আসো, আড্ডা হবে। হয়তো বেশি সময় না। ঘন্টা দুয়েক হলে চলবে??
প্রথম 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
হাসি থামা!! x-( আইবি কিনা ক বেডা? নইলে :frontroll:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই আসি তাইলে কি বলেন 😀 তা অফিস টা জানি কই 🙁
মানুষ তার স্বপ্নের সমান বড়
৯৯ কারওয়ানবাজার, ঢাকা ট্রেড সেন্টার, তিনতলা। প্রথম আলোর পাশের ভবনে, ট্রান্সকমের শো রুমের তিনতলায়। বোঝা গেছে? :chup: :chup: :chup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😮 😮 সেইদিনই আমি এইখান থেকে ঘুড়ে আসছি ~x( ~x(
আগে জানলে আপনার কাছ থেকে আইসক্রীম খেয়ে আসতাম :no: :no:
ওকে পরেরবার। 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অফিসটা যখন চিনলাম তাহলে চলেই আসি 😀 😀
দৌড়াইবে :tuski: :tuski: :tuski:
সিনিয়র থাকতে আবার আমাদের কিসের কাম :awesome:
কাম্রুল ভাই, হারি আপ ফলইন(শেষের অর্ডারটুকু সানা ভাই কইসে) :awesome:
আর সানা ভাই, আপ্নেরে এক কাপ :teacup:
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ তুই পুরা একটা জিনিস 😀 সানা ভাইয়ের নাম দিয়া কেমনে তুই কাম্রুল ভাইকে ফলইন করাইলি :))
মানুষ তার স্বপ্নের সমান বড়
জিহাদ, রাশেদ বিলাডি
আপাতত ভোর পর্যন্ত দৌড়ে তালে তালে করতে থাক। বাকিটা আমি ২৭ তারিখ বুঝুম x-(
দৌড়ের তালে তালের তো ইমো নাই 🙁
তবে যাই বলেন কামরুল ভাই জিহাদ কিন্তু পুরা জিনিস কেম্নে আপ্নেরে ... করল 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
সানা ভাই,
আমি আসতাম চাই। কিন্তু মাঝে যে সাত সমুদ্দুর? :(( :(( :((
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
দুইশো ডলার দিয়া একটা টাইম মেশিন কিনা ফালান :awesome: :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
মাহমুদ, দেশে আসো। আবার হবে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইয়েস স্যার (কমান্ড ষ্টাইলে)। :salute:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আমিও ভুক্তভোগী :(( :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:thumbup: :thumbup:
আমি আসবো ইনশাআল্লাহ। তবে শর্ত আছে, অন্যরা জয়টা আইসক্রীম পাবে, আমি তার দ্বিগুণ পাবো। 😀
ঠিক আছে। তাইলে মেনুতে আইসক্রিম লাগবে? এই তো? 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
জ্বী। লাবলু ভাই আপনি এত বুদ্ধিমান কেন???
:salute :salute: :salute: :salute:
অন্য কেডা আইবো আমি জানি না। আমি ২৭-সন্ধ্যায় এবিসিতে থাকুম। 😀
সন্ধ্যা ৬-৩০ মেডেলিয়নের চায়ের দোকানের সামনে ফল-ইন।
আমার পরে আমার জুনিয়র কেউ আসলে ওইখানেই পাঙ্গা হবে।
আমার আবার বনানীতে ঐদিন একটা লাঞ্চ ইনভাইটেশন আছে। :grr:
যদি বাই চান্স ভুলে যাই দয়া করে একটা কল দিয়েন। বলা তো যায়নাই ভুইলাও যাইতে পারি। যা দিনকাল পড়সে 😀
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদরে দিয়া এখনই শুরু কইরা দাও। যেভাবে নাচতাছে!! 😉 😉 😉
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
জিহাদ আর রাশেদের শুরু হইয়া গেছে । 😀
বিলাডি দুইটা কই? হারি-আপ
নইলে ২৭ এ কিন্তু পাঙ্গা ডবল হইয়া যাবে । x-(
🙁 🙁 :frontroll:
মানুষ তার স্বপ্নের সমান বড়
kams, tui sobaire fall in korais. ami aitasi.
ঘন্টা দুয়েক তো মেইন টাইম। ইনজুরি টাইম বলেও একটা জিনিস আছে ;;; ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদের সাথে একমত :thumbup: :thumbup:
মানুষ তার স্বপ্নের সমান বড়
জুনিয়রের আবার ইনজুরি টাইম কি জিনিস? ৭টার দুই ঘন্টা আগে ৫টা থেকে ফল ইন। এটা অনুরোধ না, কমান্ড!! 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঠিক আছে তাইলে ৫.৩০ 🙂 নেন মেজাজ ঠান্ডা করেন একটা গান শুনেন :guitar:
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমি কিন্তু কামরুল ভাইরে কইছিলাম পোস্ট দিতে... O:-)
যাক এত দিনে স্বপ্ন পূরণ হইতেছে... :awesome:
সানা ভাই, ঐদিনের কথা বন্ধুদের রোস্টারটা জানাইয়েন... ;;;
বলা যায় না, সেরকম হলে বাদ জুমা-ই হাজির হয়ে যেতে পারি... 😀 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তাইফুর আর টিটো তাদের পার্বতীদের নিয়া অবশ্যই আসবে। আদনান আসবে ওর বিড়ালের বাচ্চা নিয়া। আর কেউ :just: কিছু??
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইয়ে মানে... :just: ফ্রেন্ডরা কি এলাউড? :-B
(আমার জন্য না, মাস্ফ্যু ভাইয়ের কথা ভেবে বললাম ;;; )
সাতেও নাই, পাঁচেও নাই
তাইলে তো ফার্মগেইট থেইক্কা কাজী সাবরেও খবর দিয়া আনতে হইবো!! :guitar: :guitar: :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমাদের শওকম মাসুমও তার পার্বতীরে অবশ্যই আনবে। (কমান্ড) :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমার একটা :just: মেশিনগান আছে, রকিব গিফট করছে, ওইটা কি আমি নিয়া আসতে পারি? :-B
গার্ড আটকাইলে কিন্তু ছুটাইতে পারমু না। :no: :no: :no:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সামিয়া কি দেবদাসরে আদরক কইরা মেশিনগান বইলা ডাকে? :-B
:goragori: :goragori:
:khekz: :khekz:
ক্যান, স্যামের বান্ধা গরু'র কি হইছে? :grr:
:)) :))
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি :just: সবার সাথে আসব।
ভাই ওই টারে তো ছাইরা দিসি... চইলা গেসে জাগামতন!!!
আমি আমারে নিয়া আসুম... মানুষের বাচ্চার চেয়ে ভাল আর কি আছে?
:(( :(( :((
কোন মজাই আমার জন্য না। :no: :no: :no:
তোমরা চালাচালি করো। আমি ঘুমাইতে বাসায় যাই। নইলে আবার প্রেসার বাড়লে সব শেষ!! ভালো থাকো। তালিকা বানাও। :awesome: :awesome: :awesome:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাই আমার তো ঐদিন অফিস আছে 🙁 পাশের দালানে কিনতু ....... :((
আপনি একটু আমার অফিস এ ফোনে বলে দিয়েন আমার আপনার অফিস এ দাওয়াত :gulli2:
সানাউল্লাহ ভাই আমি তো নতুন, আমি কি আস্তে পারবো ?? অবশ্য আপনি না কইলেও আসব 😀
x-( x-(
প্যারেড স্ট্যাট করার জন্য একটি সাময়িক পোস্ট দেবার দাবী জানাচ্ছি...
এই প্যারেড স্ট্যাটটি পড়লে আপনি জানতে পারবেন... =))
১। যাবে-এমন নিশ্চিৎ পার্টি
২। কিছু 'ইফ্স এন বাট্স' আছে-এমন পার্টি
যারা আসতে পারবেন না-সেই লিস্ট বানাবার প্রয়োজন মনে হয় নেই... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আরে আছে আছে প্রয়োজন আছে... :chup: দিতে হইবো না???
এবিসিতে সিসিবি
সিসিবিতে এবিসি
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাই, ছিলেন কই? কয়েকদিন ধইরা আপনার কোন খবর নাই?? 🙂
একই কথা আমারও। কাল রাতেই আমি ভাবতেছিলাম কাইয়ূম ভাই অনেকদিন ধরে নাই।
কাইয়ূম ভাইএর হয়ে জবাবটা দিয়ে দিলাম...উনি চট্টগ্রাম গিয়েছিলেন...অফিসের কাজে...বাসায়... =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =))
ইয়াপ :thumbup: :thumbup: আমি আবার অন প্যারেড, শুক্কুরবার এবিসিতে সিসিবির কাজে ইনশাল্লাহ 🙂 লাবলু ভাইকে :just: :salute:
আর সিসিবি জুনিয়র গ্রুপ ফুল প্যারেড আসতেছে সিউর 😀
তৌফিক তপু তোদের জন্য আড্ডা আর খানাদানার সেরকম সব ছবি পাঠায়া দিমুনে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
kajer kotah ko, aiben ki na?
আমি দশ মিনিট এর জন্য হলেও আসব 😀
ইশশ এই দোস্ত আবার কখন আইল। ব্লগ লেখস না কেন? ৯৬ এর পোলাপানে ভইরা যাক সিসিবি।
ওহহ সানা ভাই আমি কিন্তু আসার অসম্ভব ইচ্ছা থাকার পরও আসব না। এবং এখানে বইসা বইসা আফসোস করব। আমি দেশে গেলে আরেকবার দাওয়াত দিয়েন ভাইয়া।
আমিও আসবো সানা ভাই
সানা ভাই কইছে , না আইসা কেম্নে কি? তয় আমার ব্যাচমেট বেগতে কো?
আমি টাইম কইরা দেখা কইরা যামু।
অফিসে ডাকলে অন্য কথা। অফিসে বইয়া দিন বদল করি কিনা।
এ অন্যায়, ঘোর অন্যায়। দিন দুনিয়া থিকা কি ইনসাফ উঠিয়া গিয়াছে। আমাদের আশা আকাঙ্খার কি কোন মূল্য নাই। জাতি এ অন্যায়ের প্রতিবাদ করবেই করবে একদিন, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় জিয়া, জয় জয়নাল হাজারী।
অফটপিকঃ হাজারী নানা, আমরা ২০-২০ তে ফাস্ট হপো :(( :((
x-( আমার কপিরাইট কই???
হায় রে মিস হয়া গেল :((
অফটপিক: বসের সাথে আমি আবশ্য একবার দেখা করসি ।
আহ! সকাল সকাল অফিসে এসে লাবলু ভাইয়ের দাওয়াত পেয়ে মনটা ভাল হয়ে গেল। 😀 😀
লাবলু ভাই, আমি অবশ্যই আসব শুক্রবার, ইনশাল্লাহ! 🙂 🙂
দাওয়তের জন্য না কেবল পোস্টটা খুব সুন্দর তাই রেটিংয়ে ৫ দিলাম ;)) ;))
আর নতুন ইমোরে চা দিয়াই স্বাগত জানাই সেই সাথে লাবলু ভাইয়ের প্রস্তাবরেও :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup:
রকিব পোলাডা ব্লগেই শেষপর্যন্ত দোকান দিল
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
লাভলু ভাইডি আমি ৬ জন ক্যাডেট নিয়া আসবো।।
আপনার কলেজ এর একজন ও থাকবে B-)
এতোজন আনতে পারার কারণে আমি আইস্ক্রীম একটা বেশী খাবো B-)
বস রে 'ভাইডি' সম্বোধন করার কারণে নাজমুলের শুধু ব্যান না, যাবজ্জীবন কারাদন্ড চাই 😡
এর আগেও ব্যাটায় বসের নাম নিয়া কি জানি একটা বেয়াদবি করসিলো... x-(
কামতাজ স্টাফ, তোমার নোটবুকটা একটু দেখো তো B-)
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ইয়ে..এডু স্যার, এই পোস্টটাকে স্টিকি করে দেয়া যায়না? তাহলে কিছু অধমের এই দাওয়াতটা খুব সহজেই চোখে পড়বে। 😀 😀
সানাউল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যিপাতা, খাওনয়ের লাইগ্যা ডাকছেন এই জন্য। সংগে নিশ্চয় ইস্পিশাল দুধও থাকপি, কি কন।
আমি ব্যক্তিগত ভাবে ক্ষমা চাচ্ছি, থাকতে পারছিনা জন্য। তবে এখানে আমার সুনির্দিষ্ট কিছু প্রস্তবনা আছে এবং আমি আশা করব কাইয়ুম এবং কামরুল এগুলো ক্যারি করবে,
১। আমরা সিসিবি থেকে একটা পরিপূর্ন প্ল্যাটফর্ম কিভাবে করতে পারি, যারা বিভিন্ন ইস্যুতে কথা বলবে? এই জিনিসটা বিচ্ছিন্ন ভাবে এসেছে, জুলহাসের পোষ্টে, বিভিন্ন কমেন্টে, এটার একটা ফর্মেশন বের করা দরকার, যত তাড়াতাড়ি হবে তত ভাল। পত্রিকাও হতে পারে, ছোট ই-বুক, যাই হোক, কিন্তু কিছু একটা হোক, শুরু হোক।
২। প্রিন্ট মিডিয়ার সংগে সংশ্লিষ্টতা কিভাবে বাড়ানো যায়। এটা মাথায় ঘুরছে সামীউরের পোষ্ট পড়ে। এক্ষত্রে প্রথম আলো কি কোনভাবে হেল্প করতে পারবে, নাকি আমাদের অন্য রাস্তা দেখতে হবে, এ ব্যাপারে সুস্পষ্ট সমাধানে আসা দরকার। যদি আমাদের "দিন বদলের গানে"র সংগে প্রথম আলোর গানের রিদম এক না হয়, আমরা অন্য রাস্তা বের করার চেষ্টা করব, হয়ত সময় লাগবে, কিন্তু বের হবে।
আড্ডা অনেক হয়েছে, অনেক হয়েছে ফটোসেশান, এখন আড্ডাও হোক, কিছু কাজও হোক।
আপডেট দিও তোমরা, ব্লগে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সহমত ফয়েজ ভাই।
জুলহাস ভাইয়ের পোস্টে এটা নিয়ে অনেক গঠনমূলক কথা হয়েছে। আর সামীউরের পোস্টের পর কর্তব্য জ্ঞান করছি কিছু করার।
কামরুল ভাই কাইয়ুম ভাইরা কী বলেন?
ফয়েজ ভাই, আপনারে আমাগো জুনিয়র টিমের পক্ষ থেইকা :just: :salute:
দুর্দান্ত কিছু করার স্বপ্ন দেখার শুরু হলো মনে হচ্ছে :thumbup: :thumbup:
পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট লাগছে খুব। নিশ্চয়ই অন্যরা আরো ইনপুট দিবে :boss:
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
ফয়েজ ভাই, :thumbup: :thumbup:
এই টপিকে পোলাপাইন কিছু কয় না ক্যান :-/ বুঝছি মাহফিলেই ডাইরেক্ট একশনে নামন লাগবো :thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
ঠিক 'মাহফিল একশন' লাগব... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:thumbup: :thumbup:
আমিও আইসক্রীম খাপো! 😛 ( কপিরাইট- মাস্ফ্যু)
www.tareqnurulhasan.com
ইয়ে মানে সানা ভাই,আমি মাঝে জিম করা বন্ধ করছিলাম খুধা বেশি লাগে দেইখা আইজকা সকাল থিকা আবার শুরু করছি 😀 ভাবতাছি এই কয়দিন ডায়েটে থাকুম যাতে খিদাডা এক্টু জইমা উঠে,ঠিক বিরিহস্পতিবার ডিনারের আগে গেমস টাইমে ধুমায় খেলাধুলা করনের মত কইরা আরকি।আর অতীব দুঃখের সাথে জানাইতেছি যে আমার বর্তমান মেইন :just: ফ্রেন্ড আজকে রাবণের দেশে উড়াল দিছে, আসবে দুই তারিখ-আমরা একসাথে একটা বিবাহের দাওয়াত খাইতে যাব :shy: তাই চরম ইচ্ছা থাকা সত্ত্বেও একাই আসিতে হইবে মনে হইতেছে।অবশ্য যুদি প্রক্সি যাস্ট ফ্রেন্ড এলাউড হয় তাইলে...কিন্তু সেইটা আবার মেইন যাস্ট ফ্রেন্ড টের পাইলে এক্কেবারে এডজুটেন্টের সামনে রসময়দার বই নিয়া ধরা পড়ার মত কেলেঙ্কারী হইবেক।এত বড় ঝুঁকি না নিয়া একাই আসব।
সিসিবি সানা ভাই জিন্দাবাদ!!!!!
সানাউল্লাহ ভাই, সিরিয়াসলি বলছি, আমার আসার অনেক ইচ্ছা আছে কিন্তু বাসের অবস্থা শোচনীয়, আর ট্রেনের টিকেটের সিরিয়াস ক্রাইসিস।
আমি আগামিকালের মধ্যে মাশ্রুফকে কনফার্ম করবো। আমার আবার ২৭ তারিখ শাইনপুকুর যাবার প্লান আছে। সেটার জন্য আমার ফ্যামিলি খুব সকালে রওনা দিবে। আমি যদি খুলনা থেকে এসে তাদের ট্রিপ ধরতে না পারি তাহলে আমি এবিসি-তে আসতে পারবো। আজ টিকেট করতে যাব, সেটার উপরে ডিপেন্ড করছে আমার কোন প্রোগ্রাম এ্যাটেন্ড করা হবে। যদি ট্রেনে টিকেট পাই তাহলে শাইনপুকুর যাব(ফ্যামিলি প্রোগ্রাম, সিসিবি'র এ্যডজুটেন্ট-ও যাবেন), নাহলে বাসেই আসতে হবে আর সেটার অবস্থা তো সবার জানা-ই।
শাইনপুকুর তো দিনাজপুরে না, ঢাকাতেই। ওই ফ্যামেলি কর্মসূচি শেষ করে তোমরা মামা-ভাগিনা সন্ধ্যার মধ্যে ঢাকা ফিরে আসো। তুমি ঢাকা আসছো জেনেই তো এটা ২৭ তারিখ এবিসিতে এই প্রোগ্রাম করলাম। না থাকলে কেম্নে কি? মামুরে লইয়া অন প্যারেড.................... ওকে! 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমার পুরা সিডিউল ক্যারক্যারায়া গ্যালো ... ০৩ মার্চ ছুটি শেষ, আয়েশ কইরা টাঙ্গাইলে বইসা ছিলাম। ভাবছিলাম ০২ মার্চের আগে বাসা থিকা বাইর হমু না ... ক্যারক্যারায়া গেল। ২৭ তারিখ না আসার প্রশ্নই উঠেনা ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
নিরালা পরিবহন জিন্দাবাদ 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
নিরালা পরিবহন মানে- ওই গাড়ি কি ভুতে চালাইবো?? :)) :)) :))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস, ঢাকা-টাঙ্গাইল বাস সার্ভিস ... আপাতত ভুতেই চালায়।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ক্যারক্যারায়া যাওনের কথা শুইনা আপ্নেরে কল দিছিলাম মামা মনে হয় মামির সাথে লুডু খেলতাছিলেন তাই ধরতে পারেন নাই...আমার কল ক্যারক্যারায়া গেল :(( :((
পার্বতীরে লইয়া আইবা। নইলে কিন্তু :frontroll: উপরে থাকতে হইবো। খিয়াল কইরা!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
উপরের মন্তব্য তাইফুরের জন্য। মাস্ফ্যুর জন্য না। কারণ আমরা কোনো অবৈধ সম্পর্ক এখানে স্বাগত জানাবো না!! x-( x-( x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:thumbup: :thumbup: :thumbup:
:thumbup: :thumbup: :thumbup:
(সানা ভাই ... অবৈধ সম্পর্ক কি ?? :-B )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:(( :(( :(( সানা ভাই আপ্নের্জীবনে কি পেমাসেনি??এত নিষ্ঠুর কেন আপ্নি???অবশ্য আমার পার্বতী এখন আকাশে-শ্রীলঙ্কার পথে 🙁 মন্ডা কেমঞ্জানি কেম্নঞ্জানি কর্তাছে 🙁 তাইফুর মামা, মামাগো,কেউ আমার দুখ বুজলনা 🙁
কান্ডটা দেখো? আমন্ত্রণ জানানো হইছে গাছটারে। ও ঘুইরাফিরা গাছরে নদীতে নিয়া ফালায়। ওর :just: ফ্রেন্ড শ্রীলংকায় যাইতাছে, ২ তারিখ কোথায় আবার বিবাহের দাওয়াত খাইতে যাইবো!! তার আগে ওর জিম করা খেলাধুলা কিসব আরো!! যন্ত্রণা! ওরে তো পুলাপাইন এমনিতে গাছ কয় না। বুঝা গেছে ব্যাপারটা? না বুঝলে কষ্ট কইরা নিচে উদ্ধৃত করা ওর মন্তব্য পড়ো!! আমারই পোড়া কপাল :bash: :bash: :bash:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাভাইইইইইইইইইইইইইইইইইইইইইইই এম্নে দিলে দাগা দিলেন?????আপ্নেই তো কইছিলেন যে যাস্ট ফেরেন্ড এলাউডঃ
তাইফুর আর টিটো তাদের পার্বতীদের নিয়া অবশ্যই আসবে। আদনান আসবে ওর বিড়ালের বাচ্চা নিয়া। আর কেউ :just: কিছু??
আমি আমার যাস্ট ফ্রেন্ড আন্তে পার্বোনা দেইখা দুখের কাহিনী কইলাম আর আপ্নে এম্নে খোঁচা দিলেন...।।যান আনুমি না এক্কেবারে বিয়া কইরা বৌ আনুম(তখন কিন্তু ওরে আমার যাস্ট ফ্রেন্ডদের কথা কৈতে পার্বেন্না)
চুরি করেছে মাস্ফ্যুর মনটা
হায়রে হায় মিস লংকা!
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
=)) =))
:goragori:
বস
আমি কিন্তু এই গানটা অন্য ভাবে শুনছিলাম।
চুরি করেছো মাস্ফু'র প্যান্টটা
হায়রে হায় মাস্ফু ন্যাং............ :khekz: :khekz:
x-( x-( x-( কামরুল ভাই ভালা হয়া যান x-(
অফ টপিক-পার্বতী শ্রীলঙ্কাতে সহি সালামতেই পৌঁছাইসে।ওর ছুডু ভইনের খোঁজ খবর নিয়া এসেমেস করায় ব্যাপক খুশি হইছে-দেশের গন্ডগোলের সুযোগ নিয়া এই ফাঁকে অয়েন্ট আপ করায় নিলাম...আই মিস মাই পার্বতী 🙁
srilanka ki korte gese? tui o ghuira asti
পারফেকশন কে আর কতোইবা ইম্প্রুভ করা যায় 😉
😮 😮 ~x( ~x( ওরা না রে না...
onek sukh korsen
আমার আসার খুবই ইচ্ছা ছিল। কিন্তু প্রচণ্ড জটিল সমস্যার কারণে আমাকে বাড়ি যেতে হবে। বৃহস্পতিবার বাড়ি যাব। শনিবারের আগে আসতে পারব বলে মনে হয় না। প্যারডে স্টেটে তাই আমারে বাদ দিয়াই রাখেন। বাইচান্স যদি শুক্রবার বিকালের আগে ঢাকা পৌঁছাইতে পারি তাইলে আসুম নে।
জম্পেশ আড্ডা হোক... শুভকামনা...........
ইচ্ছা টিচ্ছা বুঝি না। চইলা আইবা। নাইলে মাইন্ড করমু............. :-B
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ওরে নারে!!!! অামি অাসব, মাসট। 🙂
রেডিও অফিস কোথায়?
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
বোকাচো নাকি ?? উপরে তাকায়া ৪নং কমেন্ট দেখ ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
🙂 🙂
:goragori: :goragori: :khekz: :khekz: :pira: :pira:
সাকাচো গিকাচো এর চেয়ে বোকাচো ই ভালো। আশা করতেছি আসব.........
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
সানা ভাই, মিস্টার বেকারের ঐ খেখটা থাকবে না? ;;; ;;;
লাবলু ভাই। আপনার অফিস কেমনে যামু। এতো দূর! ট্যাক্সি ভাড়া দিবেন না? 🙂
তুমার গাড়ির তেলের টাকা দিমুনে। ওইডারে (গাড়ি) প্রথম আলো থেইক্কা চালাইয়া কাফরুল যাইবা নিজের বাড়ি, মায়েরে সালাম কইরা তারপর শ্বশুর বাড়ি থেইক্কা বউরে তুইল্লা সোজা রেডিসনে। ওইখান থেইক্কা কেক কিন্যা তারপর কারওয়ানবাজারে এবিসি অফিস আইবা? ঠিক আছে! আসলেও অনেক দূরের পথ, কি করবা? B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
=)) =)) =))
:khekz: :khekz: :pira:
লাবলু ভাই,
সালাম।
আমরা যারা এইবার বহুত দূরে থাকায় ২৭ তারিখে :no: সবার আড্ডা, আইস্ক্রীম আর কেক মিস করব তাদের কথাটা মাথায় রাইখেন।
আগাম ধন্যবাদ দিয়া রাখলাম। 😛
এইবার হইলো না - কিন্তু সামনে ইনশাআল্লাহ দেখা হইবেক।
:salute:
সৈয়দ সাফী
লাবলু ভাই,
সালাম।
আমরা যারা এইবার বহুত দূরে থাকায় ২৭ তারিখে :no: সবার আড্ডা, আইস্ক্রীম আর কেক মিস করব তাদের কথাটা মাথায় রাইখেন।
আগাম ধন্যবাদ দিয়া রাখলাম। 😛
এইবার হইলো না - কিন
সৈয়দ সাফী
এইবার হইলো না - কিন্তু আগামীবার অবশ্যই হইবেক ইনশাআল্লাহ।
😀
সৈয়দ সাফী
কুনু সমস্যা নাই। সিসিবি :thumbup: :thumbup: :thumbup:
যে কোনো সুযোগ আমরা কাজে লাগাবো। যেমন সামনের মাসে মিশন পার্টি আইতাছে। মাহমুদ বললো জুনে না জুলাইতে! তুমি কবে আইবা? আসার আগে খালি আওয়াজ হবে!! :guitar: :guitar: :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস,
:salute:
আমি ইনশাআল্লাহ এপ্রিলে আসব।
:tuski:
দেখা করবো নে আগামী আড্ডায় ইনশাআল্লাহ।
:guitar:
সৈয়দ সাফী
প্রতি মাসে একটা কইরা সিসিবি গ্যাদারিং চাই ... রুটিন মাফিক ...
তাইলে আর কেউ মিস করব না। একটায় জয়েন না করতে পারলে আরেকটা
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই এর সাথে আমি একমত। প্রতি মাসে একটা কইরা :awesome:
দোস্ত কামরুলতপু এবং আমিন কোন কলেজ এর? আমি ফৌজদারহাট 🙂 ফেসবুক এ আছো তোমরা?
তপু ভাই সিলেট আর আমিন ভাই মির্জাপুর 🙂
ধন্যবাদ মাস্ফ্যু 🙂
কিরে হাসান নাকিরে! 🙂 ওয়েল্কাম টু সিসিবি :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
ইয়েস বস :salute:
লাভলু ভাইডি আমি ৬ জন ক্যাডেট নিয়া আসবো।।
আপনার কলেজ এর একজন ও থাকবে
এতোজন আনতে পারার কারণে আমি আইস্ক্রীম একটা বেশী খাবো
🙁
আমিও যাইতে চাইসিলাম, আমারে কেউ দাওয়াত দিলো না। মাইন্ড খাইয়া প্ল্যান বাদ দিলাম।
যাউগ্গা, মাস্তি কইরেন সব্বাই।
এই মাত্র পুরা বিষয়টা নিয়া গুরুত্বপূর্ণ আলুচনা করলাম লাবলু ভাইয়ের সাথে। আমার সাথে আলুচনা না কললে এইটা সফল হওয়া নিয়া নানা সন্দেহ ছিল। সব সন্দেহ দূর হইছে। 😀 আমার গুরুত্তপূর্ণ মতামত লাবলু ভাই মাইনা নিছেন।
সো চিন্তা নাই।
বিসমিল্লাহির ........অল ক্রেডিট গোজ টু বয়েজ........... :clap:
x-( x-( x-(
:khekz: :khekz: :khekz:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz:
:pira:
:goragori: :goragori:
হা হা শওকত ভাই, ইনজামাম এর সটাইল :grr:
ইস্পেশালি আফ্রিদি 😀
আমি অন প্যারেড। 😀
🙁 🙁 🙁 এইবারো মিস করব। মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে কোন গেট টুগেদার নাই ???