তীব্র সাম্প্রদায়িক, নারীবিদ্বেষী এবং সংকীর্ণ পুরুষতান্ত্রিক একটি পোস্টের জবাব
এক.
বিকেল বেলা চটপটি
পড়ে থাকে কটকটি
[অর্থ: প্রেমিকার সঙ্গে ডেট করে আইসিডিডিআরবিতে ভর্তি ………………..]
দুই.
ভেলকি লাগরে লাগ
ঝাড়ুর পিঠে ভাগ
[অর্থ: বিপ্লবী নারী সংহতির মিছিলে ভুলে ঢুকে পড়েছিলেন হোমো এরশাদ …………………..]
তিন.
পাশের বাড়ির হাদা
বাসর ঘরে খামচি খেয়ে
ভ্যাকসিনে হল আধা
[অর্থ: বাসর ঘরে ভুলে ঢুকে পড়া বেড়ালকে কখনো মারতে নেই। পুরনো গল্প বিশ্বাস করলে খবর আছে …..]
চার.
রাতে ডাকিস, কি চাস
মুরগির ঝোলে ভাত খাস
[অর্থ: কচি মুরগির ঝোল স্বাস্থ্যের জন্য উপকারি। বিয়ের ২৫ বছর পর এটাই পুরুষের খাদ্য ………..]
পাঁচ.
পাশের বাড়ির শাশুড়ি
খায় শুধু ডাল-পুরি
[অর্থ: এটা একটি প্যাকেটজাত খাদ্যপণ্যের প্রস্তাবিত বিজ্ঞাপন ………………..]
ছয়.
ফেয়ার অ্যান্ড ম্যানলি
মুখে মাখলে লাভ কি
[অর্থ: হেভি মাঞ্জা মেরে ডেট করতে যাওয়ার পথে ইভটিজিংয়ের অপরাধে ১ মাসের কারাদণ্ড ……..]
এবং পাদটিকা: ধন্যবাদ টিটোকে। ওর অনুকাব্য আমাকে পুরুষবিদ্বেষী হাফডজন “গুড়াকাব্য” লিখতে অনুপ্রাণিত করেছে। আমার এই পোস্ট অবশ্য নারীদের অবশ্য পাঠ্য। পুরুষরা পড়লে নিজ দায়িত্বে পড়বেন।
গোল্ড মারলুম বোধ করি 😀 😀
রঞ্জনা আমি আর আসবো না...
বিষয়টা এট্টু কিলিয়ার করেন লাবলু ভাই :-B :-B
রঞ্জনা আমি আর আসবো না...
আগে বিয়া করো.......... তারপর ২৫তম বার্ষিকী করো............ তখন এমনিতেই কিলিয়ার হইবো ব্যাটা! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বুঝছি তো, আপনি ভাবীরে ডরান।
ব্যাপার্না ভাইয়া, আপনে একা না, অনেকেই ডরায় 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আজকে দেখি সবাই পুরা ফর্মে, আমারও লিখতে ইচ্ছা করছে। দেখি আগামী ইলেকশনের আগে একটা পোষ্ট দিতে পারি কিনা :grr: :grr:
সানা ভাই সালাম আছেন কিমুন?
শুনলাম সেনা কুঞ্জে মেজবান খাওয়ার জন্য ওয়ার্মাপ শুরু করছেন 😛
মেজবানে আইস্যা পর সাব্বির। সিসিবি টে-টুগেদার্ও করে ফেলবো একটা। 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
শততম পোষ্টের জন্য অভিনন্দন, দেখি কীবোর্ডটা একটু উঁচু করেন।
:thumbup: :thumbup:
সেঞ্চুরী পোস্টে অভিনন্দন :clap:
প্রিন্সু স্যার কেমন আছেন ? আজ আপনার কলেজ তো পুরা রমরমা :gulli2:
নারীদের হয়ে কলম ধরার জন্য ধন্যবাদ। তবে সানা ভাই নারীদের বাহবা পাওয়ার জন্য আপনাকে এবার মাস্টার্স করতে হবে, ব্যাচেলর ডিগ্রিতে হবে না।
দুটো উদাহরণ দিচ্ছি যে জায়গায় আবেগ ছুঁতে পারেনিঃ
#১
প্রেমিকার সাথে বসে যাই খাবে তাই খজম করতে হবে। বদহজমের কথা বললে প্রেমিকার অপমান হয়।
#২
আমরা মেয়েরা ফেয়ার এন্ড লাভলী মাখতে মাখতে একেবারে ছ্যআড়াভেড়া হয়ে গেলাম। এবার জেলে যাক আর জাহান্নামে যাক ছেলেদেরও ফেয়ার এন্ড ম্যানলী মাখতে হবে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
লাইক 😀
কি মুশকিল শান্তা। তুমি আবেগ দেখছো! আর আমি গুরুত্ব দিচ্ছি বক্তব্যকে। সাম্প্রদায়িকতা, নারীবিদ্বেষ আর পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে আমাদের লড়াই। কথায় আছে না মিললে মিলুক না মিললে নাইঁ------------- 😀
তোমার নিচের মন্তব্যকারীর লাইক মারা হাসিটা দেখে বুঝতে পারছো না? ফেয়ার অ্যান্ড ম্যানলির ব্যাপারে তোমার মতোই তারও পুরো সহমত আছে! :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লেট হয়া গেল ...
শততম পোস্টের অভিনন্দন বস ...
গুড়াকাব্যের পোস্টমর্টেম করতেছি ... শেষ হইবা মাত্র পোস্টাইব ... :goragori:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আজকে রাত্রে কি আর ঘুমাইতে দিবেন না ~x(
এক.
লুজ হইলে কে কবে কটকটি হা... ?? তরল আর কঠিন এর গরল ... মানতে পারলাম না।
দুই.
ঝাড়ু’র পিঠ ?? ... আগা আর গোড়া ছাড়া ঝাড়ুর আর আছে কি ?? ... আর বিদিশা-কোকিলারা কি পুরুষ নাকি ??
তিন.
তীব্র সাম্প্রদায়িক, নারীবিদ্বেষী এবং সংকীর্ণ পুরুষতান্ত্রিক একটি পোস্টের জবাবে নারী’কে বেড়াল আর তাদের খামচিকে সংক্রামক বলা কি ঠিক হল
চার.
মাংসের ব্যাপারে কিছু বলা হয় নি ... পুরুষ যদি ঝোল খায়, মাংস খাবে কিডা ??
পাঁচ.
পাশের বাড়ির শ্বাশুড়ি নিয়ে বাড়াবাড়ি ... সমবয়সী কাউকে ...
ছয়.
কোথায় মাখব সেইটা তো বলা হল না
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আজকালকার শাশুড়িদের বয়স জানেন?? না জাইনা যে কথা বলতেসেন... B-)
নাবালিকা বিবাহ চালু হইছে নাকি আজকাল ?? :dreamy:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
প্রিয় কালাকুর্তা :
এক. গুড়াকাব্যকার এখানে কটকটিকে রূপক অর্থে ব্যবহার করেছেন। পাঠক সেটা শক্ত বা নরম অর্থাৎ লুজ বা তরল ভাবতেই পারেন। তবে মূল বিষয় হচ্ছে রং বা কালার।
দুই. ঝাড়ুর পিঠ সম্পর্কে বিস্তারিত জ্ঞান আহরণের জন্য কালাকুর্তাকে হরিপটর দেখার পরামর্শ দেওয়া হলো।
তিন. তীব্র অচলিল ভাবসম্প্রসারণ। কাব্যকারের মূল ভাব ধরতে ব্যাখ্যাকারী সক্ষম হননি। তবে সমস্যা নেই। নারীকে বেড়াল বলার সাহস বা দুঃসাহস কোনোটাই কাব্যকারের নেই। তিনি বেড়াল অর্থে প্রকৃতই মার্জার গোষ্ঠিকে বুঝিয়েছেন।
চার. পুরুষ নামক সংকীর্ণ গোষ্ঠিটি সারাজীবনই ঝোলের জন্য লালায়িত থাকে। আর ঝোলই যে মাংস খায় সেটা এতোদিনেও না জানাটা রীতিমতো বাংলাদেশ পেনাল কোডের ৩৪২ ধারায় দণ্ডনীয় অপরাধ।
পাঁচ: শাশুড়িদের বয়স দেবতা কী জানে? মনে রাথতে হবে শাশুড়ি হচ্ছেন এখানে পাহারাদার। আর পাহারাদারকে নিয়মিত ডাল-পুরি সাপ্লাই দেওয়া হবু জামাইযের গুরুত্বপূর্ণ কর্তব্য।
ছয়: যে জায়গাটা ফর্সা করা দরকার সেখানেই মাখতে হবে। প্যাকেটের গায়ে সংবিধিবদ্ধ সতর্কীকরণ রয়েছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অছাম অছাম !!!
।
:boss: :boss: :boss: কিন্তু সবাই সিয়া করতে দড়ায় কেন?
জুনায়েদ
সরি বিয়া
জুনায়েদ
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =)) =))
লাবলু ভাই, হটাৎ কেমন রেডিক্যাল হয়ে পড়লেন যে! যাইহোক, এরপর মুরগী কেনার সময় দোকানের মামার কাছে মুরগীর বয়স জিজ্ঞেস করে নিবো। ঠিকই বলছেন, স্বাস্থ্যই সকল সুখের মূল 😀
শততম পোষ্টের অভিনন্দন এবং অভিবাধন! :thumbup:
আমার বন্ধুয়া বিহনে
আমার পোস্ট তো ঠিকমত পড়েন নাই... x-( , যান গিয়া আবার পড়ে আসেন...
মেজবানের অপেক্ষায় আছি ভাইয়া :grr:
দেখছি, নজরও রাখছি স্যাম। :-B যেভাবে :gulti: খেয়ে খেয়ে পোস্ট ইলাস্টিকের মতো ন্যানো থেকে মাইক্রো, মাইক্রো থেকে ম্যাক্রো হচ্ছে; আইসক্রিমও সব মনে হচ্ছে মারজু, উদয় থেকে উপরে উঠতে উঠতে গলে পানি হয়ে পদ্মা-মেঘনায় গিয়ে মিলবে! ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
jena..onnoderta chapa marsi, kintu apnerta asolei chilo, dekhen nai mane monojog dia poren nai..abar aschen micro credit folaite x-(
:khekz: :khekz: :khekz:
আমার বন্ধুয়া বিহনে
:shy:
অনেকদিন পরে জমজমাট সিসিবি দেখে মনটাই ভাল হয়ে গেল :thumbup:
শতকের শুভেচ্ছা লাবলু ভাই :clap: :clap: :clap: কাব্য নিয়ে অনেক জ্ঞানীগুনী কথা বলে গিয়েছেন গেছে, আমি আর তাতে যোগ দিলাম না।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ আহ.. সূর্য আকাশ। কাচ্চি খাবো কবে? এল ক্লাসিকো......... আবার এগেইন!!!!!!!!! 🙁
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সেঞ্চুরি হইসে অথচ এখনো ব্যাটা উঁচা করেন্নাই। কামটাকর্সেন্কি লাব্লুভাই 😀
সাতেও নাই, পাঁচেও নাই
মন্তব্যে সেঞ্চুরি না হইলে কেম্নে ব্যাট উঁচা করি........ :bash:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সেঞ্চুরি
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কমেন্টের সেঞ্চুরিতে ক্ষুদ্র অবদান রাখলাম B-) B-) :grr: :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সেঞ্চুরি!!!! লাভলু ভাই এর সেঞ্চুরি ব্লগে কমেন্ট করতে পেরে ধন্য আমি।
এই বছর আমার বাপ-মা র ও ২৫তম বিবাহ বার্ষিকী হবে। লাভলু ভাইকে অভিনন্দন
তাইলে আমি তোমার বাবা-মায়েরও সিনিয়র। উনাদের শুভেচ্ছা জানিও।
আর শততম ব্লগে মন্তব্য পেয়ে আমিও ধন্য।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
=)) =))
লাবলু ভাই, হাসতে হাসতে শ্যাষ! তবে মনে হচ্ছে এই পোস্ট পরে অনেক কাজে আসবে। :boss:
জনগুরুত্ব পূর্ণ পোস্টের জন্য লাবলু ভাইরে থ্যাঙ্কু।
আর শতেক সন্তানের জনক ( এখানে সন্তান রূপক অর্থে ব্লগ) হওয়ার জন্য লাবলু ভাইরে অভিনন্দন।
প্রিন্সু স্যার... ::salute::
শতক পোস্টের জন্য অনেক অনেক অভিনন্দন... :awesome:
একটি বিশেষ মহল তীব্র সাম্প্রদায়িক, নারীবিদ্বেষী এবং সংকীর্ণ পুরুষতান্ত্রিক পোস্ট দিয়ে সিসিবিতে বিভেদ সৃষ্টি করে একে অকার্যকর, ব্যর্থ প্রমান করতে চায়...আপনার এই পোস্ট জনগনের কাছে তাদের মুখোশ খুলে দেবে আশা করি... O:-) O:-)
(চামে প্রায় ২০০ পয়েন্ট আপ করলাম... :goragori: )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
শততম পোস্টের জন্য অনেক শুভেচ্ছা ভাইয়া। এরকম করে এক সময় সহস্র পোস্টও লিখে ফেলবেন আশা করি- আপনার মত চিরতরুণের কাছে এটা অসম্ভব কিছু না। 🙂
গুড়াকাব্য পাথরায়। :boss: :boss:
ব্যাখ্যা পড়ার আগেই নিজের মাথায় ব্যাখ্যা চলে আসলো। আমি কী খ্রাপ! 😛
=)) =))