আইকিউ টেস্ট কপিপেস্ট!! চেষ্টা করে দেখো………..

এটি একটি কপিপেস্ট আইকিউ টেস্ট। মেইলে বন্ধু শাহাদাতের কাছ থেকে পাওয়া। ওর আবার নানা সূত্র আছে, যারা এসব (জাঙ্ক) মেইল পাঠায়!! এর আগেই ওর পাঠানো ছবি তোমাদের সঙ্গে ভাগাভাগি করেছিলাম। আমি শুধু এটা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছি।

একটি কুইজ প্রতিযোগিতায় সর্দারজি এক কোটি টাকা জেতার লড়াইয়ে নেমেছেন। আর প্রশ্নগুলো এরকম :

এক. একশ বছরের যুদ্ধটি কতো বছর চলেছিল?
ক) ১১৬ বছর
খ) ৯৯ বছর
গ) ১০০ বছর
ঘ) ১৫০ বছর
………………. সর্দারজি বললেন আমি এই প্রশ্নটা এড়িয়ে যাচ্ছি……….

দুই. পানামা টুপি কোন দেশে তৈরি হয়?
ক) ব্রাজিল
খ) চিলি
গ) পানামা
ঘ) ইকুয়েডর
……………….সর্দারজি বিশ্ববিদ্যালয় ছাত্রদের কাছে সাহায্য চাইলেন …………

তিন. রাশানরা কোন মাসে অক্টোবর বিপ্লব উদযাপন করতো?
ক) জানুয়ারি
খ) সেপ্টেম্বর
গ) নভেম্বর
ঘ) অক্টোবর
………… সর্দারজি জবাবের জন্য আম জনতার সাহায্য চাইলেন ……..

চার. রাজা ষষ্ট জর্জের প্রথম নাম কি ছিল?
ক) এডার
খ) এলবার্ট
গ) জর্জ
ঘ) ম্যানুয়েল
………… সর্দারজি এবার জবাব দিতে লাকি কার্ড চাইলেন ………

পাঁচ. প্যাসিফিকের ক্যানারি দ্বীপ কোন প্রাণীর নামে করা হয়েছে?
ক) ক্যানারি পাখি
খ) ক্যাঙ্গারু
গ) পাপ্পি
ঘ) ইঁদুর
………… সর্দারজি এবার হাল ছেড়ে দিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন ………………..

তোমরা কি করবে? যারা সর্দারজির তুলনায় নিজেকে বুদ্ধিমান মনে করো, চেষ্টা করে দেখো। আমার আইকিউ যে ভয়ংকর, সেটা ইতিমধ্যে জেনেছি। দেখি তোমরা কে কি জবাব দাও। সহজ পথে এক. নম্বরে ক; দুই নম্বরে ক………….. এভাবে জবাব দিতে পারো। আমি ঠিক ৪৮ ঘণ্টা পর অর্থাৎ আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় ফল ঘোষণা করবো। যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য শুক্রবারের গেট-টুগেদারে থাকবে অন্যরা যা খাবে তার দ্বিগুন আইসক্রিম!!
:grr: :grr: :grr:

১০৭ টি মন্তব্য : “আইকিউ টেস্ট কপিপেস্ট!! চেষ্টা করে দেখো………..”

  1. দিহান আহসান
    যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য শুক্রবারের গেট-টুগেদারে থাকবে অন্যরা যা খাবে তার দ্বিগুন আইসক্রিম!!

    সঠিক উত্তর দিয়েতো আর পুরস্কার পাচ্ছিনা :no: তাই সরে দাড়ানোই মনে হয় শ্রেয় :-B

    কি বলেন ভাইজান? 😀

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    এক. ক) ১১৬ বছর
    দুই. ঘ) ইকুয়েডর
    তিন. গ) নভেম্বর
    চার. খ) এলবার্ট
    পাঁচ. গ) পাপ্পি
    😀 😀 😀
    যদি উত্তর সঠিক হয় তাইলে আমার ভাগের আইস্ক্রীম মাস্ফ্যুদারে দিয়া দিয়েন। :grr: :grr:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. মো. তারিক মাহমুদ (২০০১-০৭)

    এক. একশ বছরের যুদ্ধটি কতো বছর চলেছিল?
    ক) ১১৬ বছর
    খ) ৯৯ বছর
    গ) ১০০ বছর
    ঘ) ১৫০ বছর

    উ:এক. ক) ১১৬ বছর

    দুই. পানামা টুপি কোন দেশে তৈরি হয়?
    ক) ব্রাজিল
    খ) চিলি
    গ) পানামা
    ঘ) ইকুয়েডর

    উ:দুই. ঘ) ইকুয়েডর

    তিন. রাশানরা কোন মাসে অক্টোবর বিপ্লব উদযাপন করতো?
    ক) জানুয়ারি
    খ) সেপ্টেম্বর
    গ) নভেম্বর
    ঘ) অক্টোবর

    উ: তিন. গ) নভেম্বর

    চার. রাজা ষষ্ট জর্জের প্রথম নাম কি ছিল?
    ক) এডার
    খ) এলবার্ট
    গ) জর্জ
    ঘ) ম্যানুয়েল

    উ:চার. খ) এলবার্ট

    পাঁচ. প্যাসিফিকের ক্যানারি দ্বীপ কোন প্রাণীর নামে করা হয়েছে?
    ক) ক্যানারি পাখি
    খ) ক্যাঙ্গারু
    গ) পাপ্পি
    ঘ) ইঁদুর

    উ: পাঁচ. গ) পাপ্পি

    [স্যার, আমি অনেক বড় করে লিখছি, লাইন গুণে নম্বর দিলে আমি হাএয়স্ট পাব]

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    পোষ্টের মোড় দেখি ঘুইরা গেছে...
    সবাই এখন মিলা আপুর মোড়ক খুলতে আগ্রহী...
    নাহ, পোলাপাইন বড় হইল না...
    তোদের আই কিউ তো খ্রাপ হৈবৈ... x-(


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আইকিউ টেস্টের ফলাফল ঘোষণার সময় এখন।

    উত্তর সবাই নিজেরা মিলিয়ে নাও। আমাদের চায়ের দোকানদার রকিব মিয়া প্রথম সঠিক উত্তর দিছে! কিন্তু ওর তো ডবল কেন, সিঙ্গেল আইক্রিম খাওয়ার সুযোগ নাই; তাই ডাবল আইসক্রিম অফার ইফতার পার্টিতে অংশহগ্রহণকারী সবার জন্য ওপেন করা হইলো।

    তবে, তবে.......... যারা ব্লগ প্রিন্সিপালের বিরুদ্ধে এই পোস্টে অপপ্রচার চালাইছে তারা নিজেদের সাবধানে রাইখ্যো!! খবর আছে, আগে থাইক্কা কইয়া লইলাম!!

    আইকিউ টেস্টের ফলাফল :
    এক. ক) ১১৬ বছর
    দুই. ঘ) ইকুয়েডর
    তিন. গ) নভেম্বর
    চার. খ) এলবার্ট
    পাঁচ. গ) পাপ্পি


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।