এটি একটি কপিপেস্ট আইকিউ টেস্ট। মেইলে বন্ধু শাহাদাতের কাছ থেকে পাওয়া। ওর আবার নানা সূত্র আছে, যারা এসব (জাঙ্ক) মেইল পাঠায়!! এর আগেই ওর পাঠানো ছবি তোমাদের সঙ্গে ভাগাভাগি করেছিলাম। আমি শুধু এটা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছি।
একটি কুইজ প্রতিযোগিতায় সর্দারজি এক কোটি টাকা জেতার লড়াইয়ে নেমেছেন। আর প্রশ্নগুলো এরকম :
এক. একশ বছরের যুদ্ধটি কতো বছর চলেছিল?
ক) ১১৬ বছর
খ) ৯৯ বছর
গ) ১০০ বছর
ঘ) ১৫০ বছর
………………. সর্দারজি বললেন আমি এই প্রশ্নটা এড়িয়ে যাচ্ছি……….
দুই. পানামা টুপি কোন দেশে তৈরি হয়?
ক) ব্রাজিল
খ) চিলি
গ) পানামা
ঘ) ইকুয়েডর
……………….সর্দারজি বিশ্ববিদ্যালয় ছাত্রদের কাছে সাহায্য চাইলেন …………
তিন. রাশানরা কোন মাসে অক্টোবর বিপ্লব উদযাপন করতো?
ক) জানুয়ারি
খ) সেপ্টেম্বর
গ) নভেম্বর
ঘ) অক্টোবর
………… সর্দারজি জবাবের জন্য আম জনতার সাহায্য চাইলেন ……..
চার. রাজা ষষ্ট জর্জের প্রথম নাম কি ছিল?
ক) এডার
খ) এলবার্ট
গ) জর্জ
ঘ) ম্যানুয়েল
………… সর্দারজি এবার জবাব দিতে লাকি কার্ড চাইলেন ………
পাঁচ. প্যাসিফিকের ক্যানারি দ্বীপ কোন প্রাণীর নামে করা হয়েছে?
ক) ক্যানারি পাখি
খ) ক্যাঙ্গারু
গ) পাপ্পি
ঘ) ইঁদুর
………… সর্দারজি এবার হাল ছেড়ে দিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন ………………..
তোমরা কি করবে? যারা সর্দারজির তুলনায় নিজেকে বুদ্ধিমান মনে করো, চেষ্টা করে দেখো। আমার আইকিউ যে ভয়ংকর, সেটা ইতিমধ্যে জেনেছি। দেখি তোমরা কে কি জবাব দাও। সহজ পথে এক. নম্বরে ক; দুই নম্বরে ক………….. এভাবে জবাব দিতে পারো। আমি ঠিক ৪৮ ঘণ্টা পর অর্থাৎ আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় ফল ঘোষণা করবো। যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য শুক্রবারের গেট-টুগেদারে থাকবে অন্যরা যা খাবে তার দ্বিগুন আইসক্রিম!!
:grr: :grr: :grr:
ইয়ে মানে লাবলু ভাই,
শাহাদাত ভাইয়ের মেইলটি পুরোটা দেননি দেখি ;;) ;))
আমার খাওয়াটা দ্বিগুন কী হবে 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
সোমবার রাত ১০টায় ফরোয়ার্ড করমুনে............... 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই, অলরেডি ফরোয়ার্ডেড তো 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই দেখি পরথম হইলেন? 😮
এক. একশ বছরের যুদ্ধটি কতো বছর চলেছিল?
ক) ১১৬ বছর
খ) ৯৯ বছর
গ) ১০০ বছর
ঘ) ১৫০ বছর
উ:এক. ক) ১১৬ বছর
দুই. পানামা টুপি কোন দেশে তৈরি হয়?
ক) ব্রাজিল
খ) চিলি
গ) পানামা
ঘ) ইকুয়েডর
উ:দুই. ঘ) ইকুয়েডর
তিন. রাশানরা কোন মাসে অক্টোবর বিপ্লব উদযাপন করতো?
ক) জানুয়ারি
খ) সেপ্টেম্বর
গ) নভেম্বর
ঘ) অক্টোবর
উ: তিন. গ) নভেম্বর
চার. রাজা ষষ্ট জর্জের প্রথম নাম কি ছিল?
ক) এডার
খ) এলবার্ট
গ) জর্জ
ঘ) ম্যানুয়েল
উ:চার. খ) এলবার্ট
পাঁচ. প্যাসিফিকের ক্যানারি দ্বীপ কোন প্রাণীর নামে করা হয়েছে?
ক) ক্যানারি পাখি
খ) ক্যাঙ্গারু
গ) পাপ্পি
ঘ) ইঁদুর
উ: পাঁচ. গ) পাপ্পি
[স্যার, আমি অনেক বড় করে লিখছি, লাইন গুণে নম্বর দিলে আমি হাএয়স্ট পাব]
~x( ~x( অনেক কঠিন লাগতাছে...... পারলাম না... 😡
:thumbdown: :thumbdown:
আমি সবগুলোই এড়িয়ে গেলাম... :bash: :bash:
আমিও উত্তর দিয়া যাই।
যদি আইস্ক্রীম পাইয়া যাই কপালগুনে।
১. ক) ১১৬ বছর
২. ঘ) ইকুয়েডর
৩. গ) নভেম্বর
৪. খ) এলবার্ট
৫. গ) পাপ্পি
😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ঐ :gulti:
সঠিক উত্তর দিয়েতো আর পুরস্কার পাচ্ছিনা :no: তাই সরে দাড়ানোই মনে হয় শ্রেয় :-B
কি বলেন ভাইজান? 😀
ঠিক ...... ঠিক ......... সর্দারজিও এমন বুদ্ধিমান ছিলেন।
কি বলেন দিহান ভাই!! :dreamy: :dreamy: :dreamy:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:)) :clap: :boss: ;)) :salute: :khekz: :pira: :thumbup: :guitar:
:goragori: :goragori:
দিহান ভাই,দিহান ভাই..দুবাইসে কাব আয়া??? 😀 😀 😀
প্রিন্সিপাল স্যার রে দেখা যায়না, 😕
কাইয়ূম ভাইডি আর কামরুল ভাইয়া আপনারা কই? এই দুই বদকে সামলান। 🙁
আহসানরে বদ কইসেন ঠিকাছে..কিন্তু সাথে প্রিন্সিপালরেও বদ কইলেন!!! 😮 😮 :grr: :grr:
বেলাডি বইন্য, আমার ভইনের সাথে ডাউট দেস x-(
যা গিয়া মিলার এল্বামের কভারের লগে লঙ্গাপ, ইফতার মাহফিলে যাবার আগে তোরে যদি ভইনে গেট ডাউন করায় তাইলে ভালো 😡 😡
আর আহসান, তুই এখনি ফ্রন্ট্রোল স্টার্ট। ডাইরেক্ট বেঙ্গল ক্যাফে, কুইক :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:grr: :grr: :grr: :grr:
এক. ক) ১১৬ বছর
দুই. ঘ) ইকুয়েডর
তিন. গ) নভেম্বর
চার. খ) এলবার্ট
পাঁচ. গ) পাপ্পি
😀 😀 😀
যদি উত্তর সঠিক হয় তাইলে আমার ভাগের আইস্ক্রীম মাস্ফ্যুদারে দিয়া দিয়েন। :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হারামি রকিব সবডি উত্তর সঠিক দিয়া দিছে।
আমি গুগোল কইরা এতোক্ষন ধইরা সবগুলার উত্তর বের করলাম। 🙁
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
অভিনন্দন রাকিব... :party: :party:
জন্নঃ রাকিব
পড়ুনঃ রকিব
কামরুল : গুগল দিয়া উত্তর বাইর করা আর বই দেইখ্যা পরীক্ষা দেওয়া একই কথা!!
:gulti: :gulti: :gulti:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই, এখন তো ওপেন বুক সিস্টেম চালু। 😀
এত্তো তাড়তাড়ি উত্তর কেমনে দিলো বুঝলাম না...পাতানো খেলার গন্ধ পাওয়া যাচ্ছে... 🙂
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
রকিব এবং কামরুল : ধৈর্য্য ধরো বৎস। ধৈর্য্য...............!! সঠিক উত্তর জানানো হবে সোমবার রাত ১০টায়। তার আগে পর্যন্ত দেখা যাক!! B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমিও উত্তর দিয়া যাই।
যদি আইস্ক্রীম পাইয়া যাই কপালগুনে।
১. ক) ১১৬ বছর
২. ঘ) ইকুয়েডর
৩. গ) নভেম্বর
৪. খ) এলবার্ট
৫. গ) পাপ্পি
😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ঐ
আমার icecream কি দ্বিগুণ হবেনা?
কপিপেস্ট ব্লগ হলেও কপিপেস্ট উত্তর গ্রহণযোগ্য হবে না রেশাদ .... :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:grr: :goragori: :grr:
:duel:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-( রকিব্বাতুইয়াবার্গাছকাটিস্ক্যান? x-(
:((
এক লাইনে উত্তর দেওয়ার কোন উপায় নাই 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
কঘগখগ 😀 😀
ঐ
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এক. একশ বছরের যুদ্ধটি কতো বছর চলেছিল?
ক) ১১৬ বছর
খ) ৯৯ বছর
গ) ১০০ বছর
ঘ) ১৫০ বছর
উ:এক. ক) ১১৬ বছর
দুই. পানামা টুপি কোন দেশে তৈরি হয়?
ক) ব্রাজিল
খ) চিলি
গ) পানামা
ঘ) ইকুয়েডর
উ:দুই. ঘ) ইকুয়েডর
তিন. রাশানরা কোন মাসে অক্টোবর বিপ্লব উদযাপন করতো?
ক) জানুয়ারি
খ) সেপ্টেম্বর
গ) নভেম্বর
ঘ) অক্টোবর
উ: তিন. গ) নভেম্বর
চার. রাজা ষষ্ট জর্জের প্রথম নাম কি ছিল?
ক) এডার
খ) এলবার্ট
গ) জর্জ
ঘ) ম্যানুয়েল
উ:চার. খ) এলবার্ট
পাঁচ. প্যাসিফিকের ক্যানারি দ্বীপ কোন প্রাণীর নামে করা হয়েছে?
ক) ক্যানারি পাখি
খ) ক্যাঙ্গারু
গ) পাপ্পি
ঘ) ইঁদুর
উ: পাঁচ. গ) পাপ্পি
[স্যার, আমি অনেক বড় করে লিখছি, লাইন গুণে নম্বর দিলে আমি হাএয়স্ট পাব]
আমিও সর্দারজির সাথে। :-B
১. ক) ১১৬ বছর
২. ঘ) ইকুয়েডর
৩. গ) নভেম্বর
৪. খ) এলবার্ট
৫. গ) পাপ্পি
সবাই আমার সাথে objective গুলা মিলান তো!!!
উত্তর দিতেসি...আগে অবু-দশ-বিশ কইরা লই 🙁
উত্তর দিতে পারুম না। শেরাটনে আইস্ক্রিম খাওয়ান্নাই। সেই দু:খ এখনো ভুলিনাই। দ্বিতীয়বার আর ছ্যাকা খাইতে চাইনা 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
:khekz: :khekz: :pira:
=)) =)) =)) =))
Life is Mad.
এক গ) ১০০ বছর
দুই গ) পানামা
তিন ঘ) অক্টোবর
চার গ) জর্জ
পাচঁ ক) ক্যানারি পাখি
বোনাস মার্কস্ এর ব্যবস্থা থাকা দরকার ছিল B-)
আমাদের আইকিউ পুরা সেম রে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:thumbup: :thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
B-) B-)
wise men think alike 😀
নাহ্...অনেক দেরী হয়ে গেল, তাই সঠিক উত্তর আর দিলাম না... :-B
এক. ক) ১১৬ বছর
দুই. ঘ) ইকুয়েডর
তিন. গ) নভেম্বর
চার. খ) এলবার্ট
পাঁচ. গ) পাপ্পি
উত্তর দিয়া যাই, কি আছে জীবনে । আমার আইসক্রীমগুলা কে নিবে??
সবচেয়ে ডানে কি আমাদের প্রিন্সিপাল স্যার কে দেখা যাচ্ছে না? আমাদের কুইজ টেস্ট দিয়ে স্যার মিলা র অ্যালবাম রিলিজ এ গেছে।
প্রিন্সিপাল স্যার দেখি ব্যাপক রঙ্গীন! :thumbup: :thumbup:
;)) ;)) ;)) মিলার লগে গলা মিলাইতে গ্যাছে......... ;;;
আই এম এ ডিস্কো ড্যান্সার.... :guitar: :guitar: :guitar:
বিড়ি খাইলে হয় ক্যান্সার.... :guitar: :guitar: :guitar:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
প্রিন্সিপাল স্যার এতো দূরে কেন?
ঐ
মানুষ তার স্বপ্নের সমান বড়
ঐ 😀
দূরে দূরে গেলে কি দূরে থাকা যায়? 😀
সাতেও নাই, পাঁচেও নাই
তোমার কুর্তাটা জোশ, আমার দুপাট্টাও সুন্দর /
আমরা দুজন হইয়া গেলাম ডিস্কো বান্দর !
খাইছে আমারে :(( 😮 ~x(
ডিস্কো বান্দর গানের দুইটা লাইন শুনেনঃ
তোমার পাঞ্জাবিটা জোস,আমার দুপাট্টাও সুন্দর
তাই আমরা হলাম আজকে ডিস্কো বান্দর...
আইচ্ছা, এই ফুয়াদ আর মিলা দুইটার গালেই ঠাডাইয়া দুইডা থাবড়া দেওঞ্জায়না? x-( x-( x-( x-( x-(
ফুয়াদ ভাইরে তো ৪ তারিখ হাতের কাছেই পাইবেন, আল্লাহ বেচারার হায়াত দরাজ করুন। আর মিলারে না হয় ...... :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হাতির বাচ্চা ফুয়াদের ভুঁড়ি ফাসায় দিতে পারলে আমার শান্তি হৈত x-( আর মিলার ব্যাপারে কিছু না বলি x-( x-(
সহমত :thumbup:
অসহ্য দুইটা :duel:
:guitar: :guitar: :guitar:
:tuski: :tuski: :tuski:
:khekz: :khekz: :khekz:
;;; ;;; ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই মিলার মোড়ক উন্মোচন করতে গেছিল। 😛
😮 😮
:khekz: :khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
:)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
প্রিন্সিপালরে নিয়া তার সামনেই অপপ্রচার........... x-( x-( x-(
মাসুম নামের মাসুম পোলা এই অপপ্রচার শুরু করছে। লগে তাল দিতাছে দেখি কয়েকটা!! শুক্রবার সবগুলারে বেঙ্গল ক্যাফের বাইরের দেয়ালের লগে ইফতারির টাইমে লং-আপ ............. আমি নিজে কেইন নিয়া থাকমু!!
😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
তয় সামিরে ধন্যবাদ। ভালা ছবিডা দেওনের লাইগ্যা। এইখানে আমারে খুবই একজন ভদ্রলোক হিসাবে দেখা যাইতাছে। তয় এই ছবিডা ওরে সাপ্লাই দিল কেডা?? নামডা কও খালি। বাকিডা আমি দেখমুনে..... :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাল ছবিডা মানে... খ্রাপ ছবিও আছে নাকি :-/
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
লাবলু ভাই মনে হয় ঠিক মোড়ক উন্মোচন সময়ের ছবিটার কথা বলতাছে। 😉
:duel: :duel: :duel:
মনে হইতাছে এইবার একটা ফাটাফাটি লাগাইতে চাইতাছো!!
ভদ্র মানে হইলো মিলা আমার থিক্কা তিন হাত দূরে। পাশাপাশি ছবিও আছিল। তয় ছোট ভাইয়ের (এক্স ফৌজিয়ান) :just: ফ্রেন্ডের লগে ছবি তোলায় দুষ নাই। আর আমি প্রিন্সিপাল। প্রিন্সিপালের চরিত্র একেবারে দুধের মতো সাদা ফকফকা............. B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মোড়ক উন্মাচনের ছবি দেখপো :(( :(( :(( :(( :(( (ক.র. জামাই)
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মোড়ক উন্মোচনের পর ফ্রিজ থেকে :(( :((
সংসারে প্রবল বৈরাগ্য!
মোড়ক উন্মোচনের পর ফ্রিজ থেকে :(( :((
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হাসতে হাসতে পড়ে গেলাম ... ..
প্রিন্সিপাল স্যাররে তো ভাল ভাবছিলামমমম ..... কিন্তু মাসুম ভাই এই সব কি কয় ... ... ...
বেংগল ক্যাফেতে মিলারে সপরিবারে দাওয়াত করা হোক ... ...
বেংগল ক্যাফেতে মিলারে সপরিবারে দাওয়াত করা হোক ... ...
বেংগল ক্যাফেতে মিলারে সপরিবারে দাওয়াত করা হোক ... ...
বেংগল ক্যাফেতে মিলারে সপরিবারে দাওয়াত করা হোক ... ...
৪বার দাওয়াত দেওয়া মনে হয় সাময়িক উত্তেজনার বহিপ্রকাশ.................. :-B
এনিওয়ে ........... মনে রাখিস ইফতার খাইতে যাবি অন্য কিছুর জন্য না? :no: :no:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
😛
বাচ্চু তারিক, মিলা তুমার আফা হয়, ভাবীও হইতে পারে!
তাই লিখো : বেংগল ক্যাফেতে মিলা আফা বা হবু ভাবীরে সপরিবারে দাওয়াত করা হোক … …
:chup: :chup: :chup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বেংগল ক্যাফেতে মিলা ভাবীরে সপরিবারে দাওয়াত করা হোক … …
বেংগল ক্যাফেতে মিলা ভাবীরে সপরিবারে দাওয়াত করা হোক … …
বেংগল ক্যাফেতে মিলা ভাবীরে সপরিবারে দাওয়াত করা হোক … …
বেংগল ক্যাফেতে মিলা ভাবীরে সপরিবারে দাওয়াত করা হোক … …
এইখানে ভাইয়ের চরিত্রে কে ~x( :dreamy:
স্যার আরেকটা ছবি আছে, এখানে মিলা আপা/ভাবী একদম আপনার পাশে দাঁড়ানো। আজকে মানবজমিনে পড়লাম আপনি নাকি মোড়ক উন্মোচনের প্রধান অতিথি ছিলেন। আর ছবি পেলাম ইন্টারনেট থেকে 😀
মোড়ক উন্মোচনের প্রধান অতিথি??? 😮 😮
নাউজুবিল্লাহ......দেশ থেকে দ্বীনি শিক্ষা উঠে গেছে একেবারে...
:khekz: :khekz:
যুগ পাল্টাইয়া গেছে। মহাভারতে ছিল দ্রৌপদির বস্ত্রহরণ। আর এখন শুনতাছি মোড়ক উন্মোচন। 🙁
:khekz: :khekz: :khekz:
প্রিসু ভাই, আপনারে মাসুম ভাই কি জানি কইছে ;;) ;;)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মাসুম পোলাপাইনের কথায় কান দিও না!
মাসুমে কিনা কয় আর ..... কিনা খায়!!
:-B :-B :-B B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
দুর্য়োধন লাবলু ভাই এইসব কি কন?? 😮
কি যে দিনকাল পরলো!! আগে বড়ভাই বনবাসে গেলে ছোডভাই সিংহাসনে তার জুতা রাইখ্যা রাষ্ট্র চালাইতো। আর অহন ছোডভাই কিনা বড়ভাইরে যা তা কয়!! তার দুধের মতো সাদা চরিত্র নিয়া নানা আপত্তিকর ইঙ্গিত দেয়!!! :bash: :bash: :bash:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কৃঞ্চ করলে লীলাখেলা
আমরা করলে দোষ......
থাক, আপনি কৃঞ্চ হইয়াই থাকেন আমাদের মধ্যে। (ভাবীরে ফুন দিতাছি।)
কবে যে বড় হমু! কবে যে বড়ভাইদের মতো মোড়ক উম্মোচন করুম!
আফসুস, জীবন খাতার পাতায় পাতায় আফসুস! ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
শোনো মিলার
ডিস্কো বান্দর
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মিলার নতুন অ্যালবামের এই গানটা আমার ভালো লেগেছে।
মিলার নিরবে
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ফান্কি পপ কম্পোজিশনে মোটকা ফুয়াদরে অতটা খারাপ লাগেনা আমার ইদানিং 😀 [অন্তত: বালাম, হৃদয়খান টাইপ ক্যারদানি থেইকা ওনেক ভালো] সমস্যা হৈল লিরিকস নিয়া। বেশি ফাংকি করতে গিয়া একদম যা তা বানায়া ফেলে। ফুয়াদের লিরিক্সরে আমার কেন জানি নাটকে সরয়ার ফারুকী গ্যাং যা করতাছে সেরকম ব্যারা ছ্যারা মনে হয়। তবে ফুয়াদ স্যাম্পলিং ফ্যাম্পলিং টার্ম দিয়া আনুমালিক প্রীতম গিরি কিছুটা করলেও ব্যাটার সেই 'মায়া, নট অনলি বাট অলসো' টাইম থেকে শুরু করে হালের ক্রান্তি পর্যন্ত অনেকগুলা ইন্টারেস্টিং কাজ আছে।
মিলার কথা কী আর বলি 😀 মনে হয় পপ মিউজিকে এরকম স্টেজ পার্ফমার দরকার আছে আমাদের। কিছু কিছু গান একেবারে খারাপ করেনা। লাবলু ভাই যেটি দিয়েছেন ২য়টি। কিংবা তার প্রথম এলবামেরও কয়েকটি বেশ মোটামুটি চলনসই মানের গান ছিলো। তবে কিছুটা মেজাজ খারাপ হয় যখন দেখি মিলা, আনিলা নাজ কিংবা কণা রা যখন নিজেদেরকে 'ব্যাসিকেলি আমি নজরুল সংগীত শিল্পী' বলে মিডিয়ার সামনে।
সংসারে প্রবল বৈরাগ্য!
আরে কাইয়ূম ভাই নাকি? :grr: :grr:
কি মনে হয় ভইন 😀 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাইডি দেখি মিলা আফার ব্যাপক পাংখা ;;;
আমিও মিলা আফার ব্যাপক পাংখা :guitar: :guitar: :tuski: :tuski: :awesome: :awesome: :awesome:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
DISCO BANDOR VEDEO
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
video বানান কি লিখলাম 😕
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো,
এইটা বালদেশে বচিপ্লব ঘটানোর একটা ষড়যন্ত্র। জামাই মাস্ফ্যু ব্যালট বাক্স খায়া ফেলার মাধ্যমে এর জবাব দেবে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz:
এক গ) ১০০ বছর
দুই গ) পানামা
তিন ঘ) অক্টোবর
চার গ) জর্জ
পাচঁ ক) ক্যানারি পাখি
বোনাস মার্কস্ এর ব্যবস্থা থাকা দরকার ছিল B-)
বিয়াদব!!! x-( x-(
সিনিয়ারের কমেন্ট কপি পেস্ট করস?? ~x(
যা লাবলু ভাইয়ের বাসার ফ্রিজের লগে লঙ্গাপ হইয়া থাক x-( :grr:
আমার আইস্ক্রিম গুলা মাস্ফু ভাইরে পাস করলাম :gulti: :gulti:
আমি কিন্তু সব উত্তর ই জানি... তবুও দিলামনা... { ঠান্ডা লাগছে তো । EXTRA (!) আইস্ক্রিম খাইতে পারুমনা } 😛 😛 😛
ঠান্ডা লাগছে???নাকি সোয়াইন ফ্লু হইছে??? :-/
পোষ্টের মোড় দেখি ঘুইরা গেছে...
সবাই এখন মিলা আপুর মোড়ক খুলতে আগ্রহী...
নাহ, পোলাপাইন বড় হইল না...
তোদের আই কিউ তো খ্রাপ হৈবৈ... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আইকিউ টেস্টের ফলাফল ঘোষণার সময় এখন।
উত্তর সবাই নিজেরা মিলিয়ে নাও। আমাদের চায়ের দোকানদার রকিব মিয়া প্রথম সঠিক উত্তর দিছে! কিন্তু ওর তো ডবল কেন, সিঙ্গেল আইক্রিম খাওয়ার সুযোগ নাই; তাই ডাবল আইসক্রিম অফার ইফতার পার্টিতে অংশহগ্রহণকারী সবার জন্য ওপেন করা হইলো।
তবে, তবে.......... যারা ব্লগ প্রিন্সিপালের বিরুদ্ধে এই পোস্টে অপপ্রচার চালাইছে তারা নিজেদের সাবধানে রাইখ্যো!! খবর আছে, আগে থাইক্কা কইয়া লইলাম!!
আইকিউ টেস্টের ফলাফল :
এক. ক) ১১৬ বছর
দুই. ঘ) ইকুয়েডর
তিন. গ) নভেম্বর
চার. খ) এলবার্ট
পাঁচ. গ) পাপ্পি
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আর যারা, " যে নীরবতা অবলম্বন করে সে মুক্তি পায় " - এই হাদীস মানছে তাদের জন্য কুনু বোনাস ????