আমার সর্বশেষ বন্ধু দিবসের গানের পোস্টে তিনটা গানের অনুরোধ পেয়েছিলাম। দুটো বাংলা আর একটা হিন্দি। গানগুলো খুঁজে বের করতে একটু সময় লাগলো। বিশেষ করে জাফর ইকবালের গানটা।
আদনান চেয়েছিল, জাফর ইকবালের সুখে থেকো ও আমার নন্দিনী। কামরুল চেয়েছিল, একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার। এটা এন্ড্রু কিশোরের গাওয়া বন্ধু আমার চলচ্চিত্রের গান। আর দিহান চেয়েছিল জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র শোলে‘র গান ইয়ে দোস্তি। গানটা গেয়েছিলেন কিশোর কুমার ও মান্না দে।
তিনটা গানই দিলাম। সঙ্গে একটা ফ্রি সংলাপ। শোলে চলচ্চিত্রে ডাকাত সর্দার গাব্বার সিং (অভিনেতা আমজাদ খান) তার তিন শিষ্যের সঙ্গে কথা বলছেন। শিষ্যদের তিনি গ্রাম থেকে চাঁদা তুলতে পাঠিয়েছিলেন। গ্রামবাসীর বাধায় খালি হাতে ফিরে এলে সর্দারের ডেরায় যে কথোপকথন হয়েছিল সেটা আমরা কলেজে মুখস্ত আউড়াতাম। কাউকে খ্যাপাতে বলতাম, তেরা কেয়া হোগা রে কালিয়া? এই অসাধারণ সংলাপটাও শুনতে ভুলো না।
সুখে থাকো ও আমার নন্দিনী : জাফর ইকবাল
একটাই কথা আছে বাংলাতে : এন্ড্রু কিশোর
😀 😀 😀 😀
থ্যাঙ্কু ভাইয়া 😀 😀
ডরাইছি.......... :no: :no: :no:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
😀 😀
আসসালামুয়ালাইকুম ভাইজান। 🙂
কি মনে করে দিলেন। :grr: :grr:
সুখে থাকো ও আমার নন্দিনী, এই গানটার ভিজ্যুয়ালাইজেশন এখোনো চোখে লেগে আছে। ছায়াছন্দতে ফারুইক্কার সব সখিরে পার করিতে আনোয়ার হোসেনের বড় ভালো মানুষ ছিলেন ছবির হায়রে মানুষ রংগিন ফানুস গান দুইটার সাথে এই গানটাও মেমোরিতে চিরস্থায়ী পাঞ্চ হয়ে আছে।
লাবলু ভাইকে অসংখ্যা ধন্যবাদ
সংসারে প্রবল বৈরাগ্য!
আগে বলেন নাই কেন? এত দেরীতে বলসেন। দেখি আমরা ( প্রিন্সিপাল স্যার ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ম্যাডাম 😛 ) কি ব্যবস্থা করতে পারি? B-)
:goragori: :goragori: :goragori: কাইয়ুম কি শুরু কইরা দিবা??
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
B-) :grr:
ঠিকাছে বস্ , বলছেন যখন তাইলে কমেন্ট করা শুরুই কইরা দেই আবার আগের মতন B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
মন্তব্যের লগে নতুন পোস্ট!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঠিক কইসেন ... :grr: :grr:
🙁 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
মন খারাপের কিছু নাই!! ফার্নিচার, বাড়ির নকশা, পাশে আড়ং-এ সুন্দরীদের পদচারণা........... এইসবও তোমার পরিব্রাজকের লেখার বিষয় হইলেও হইতে পারে। :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
নগর পরিব্রাজক তো শুনছি হিমালয়ে চইল্যা গ্যাছে লাবলু ভাই।
সংসারে প্রবল বৈরাগ্য কি না
সংসারে প্রবল বৈরাগ্য!
প্রবল বৈরাগ্য 😕 :-B
মুখ কালো বা সাদা কইরা লাভ নাই। প্রিন্সিপালের আদেশ বলে কথা। :-B
মুখতো লাল হয়ে গেছে 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই
এইটা শুইনা দেখেন , ভালো লাগবে। 😉
সাবিনা ইয়াসমিনের ও আমার রসিয়া বন্ধুরে , তুমি কেন কোমরের বিছা হইলা না।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি শুনতাছি আরেকটা, মিঠুন আর রোজিনার, রুই কাতলা ইলিশ তো নয়, হায়রে কীযে করি, জাল ফেললাম নদীর জলে, উঠলো যে জল পরী মিঠুন হালায় রোজিনারে জাল দিয়া টাইন্যা টাইন্যা তুলতাছে 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
আব তেরা কেয়া হোগা কালিয়া B-)
গোলি ছে, আউর আআআআদমি তিন! ইয়ে তো বহুত বেইনসাফি হায়..........................
:grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমারও খুব প্রিয় গান। বাসায় গিয়ে শুনব। 🙂 🙂
:thumbup: :thumbup:
Life is Mad.
B-)
গান গুলো সানাউল্লাহ ভাইকে সংগ্রহ করে দেবার জন্য নাজমুল কে ধন্যবাদ
এবং আমাদের সাথে শেয়ার করার জন্য লাভলু ভাইকে ধন্যবাদ 😀
এই পিচ্চিডারে পাঙ্গানি দিতে হইবো মনে হইতাছে...... x-( x-( x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😮 😮
তুমি ডরাইছো ক্যান দিহান? তোমারে পাঙ্গা দিমু, এমন কথা আমি কষ্মিনকালেও ভাবি নাই!! 😕 😕 😕
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
জানি ভাইজান 😀 :hug:
😮 😮 😮
স্যরি সানা ভাই আপনার নিষেধ অমান্য করে এটা সবাইকে বলার জন্য আমি অত্যন্ত স্যরি 🙁
:frontroll: :frontroll: :frontroll: :frontroll:
প্রিন্সিপালের লগে মসকরা করিস...... x-( x-( তোর সাহস তো কম না... 😡 😡
শিগগিরি যা, লং আপ হয়ে থাক... 😡
:clap:
আমরা কি অনুরোধের আসরে চিঠি লিখতে পারব 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
লিখতে পারেন, ঠিকানা জানেন কি? 😛
ঠিকান তো পরিচিত 😀
লাবলু ভাই @ মহাকাশ 😛
মানুষ তার স্বপ্নের সমান বড়
গান শোনানোর জন্য ধন্যবাদ জানাইয়া অবশ্যই চিঠি লিখতে পারো!! এবিসিতে এখন অর্থহীনের লাইভ রক শো শেষ হওয়ার পথে। ওইডাও শুনতে পারো!! B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
রেডু নাই শুনুম কেমনে 🙁
মানুষ তার স্বপ্নের সমান বড়
'বন্ধু আমার' গানটা আমি ছোটবেলা থেইকা খুঁজতেছিলাম।
এতোদিন পর সংগ্রহ করে দেবার জন্যে আপনাকে যতোই ধন্যবাদ দেই, কম হবে, তাই সে চেষ্টা করলাম না। 😛
বাকি গানগুলি আমার কাছে ছিলো।
শোলের সংলাপটা দেখার মতো মজা শুনে পাওয়া যায় না। আমজাদ খান এই ছবিতে অসাধারন।
যাই গানটা শুনি। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
লাবলু ভাই
একটু ভুল করছি।
‘বন্ধু আমার’ গানটা দুইজন মিলে গাইছে , শুনে দেখলাম।
একজন এন্ড্রু কিশোর হলে অন্যজন কে বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ভারতীয় কোন গায়ক।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার মনে হচ্ছে দুই গায়কের একজনও এন্ড্রু কিশোর না। 🙁
আমার দেয়া তথ্যের উপর যদি লিখে থাকেন তাহলে ভুল হতে পারে, আমি ছোটবেলায় রেডিওতে শুনেছিলাম, সেই স্মৃতি থেকে বলেছিলাম। এরপর আর কোনদিন শুনিনি।
এই ব্যাপারে আপনার সহযোগিতা চাই। মাযহার ভাই বলতে পারবে মনে হয়।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমিও প্রথমে শুনে বুঝেছিলাম। আমাকে একটু সময় দাও,
প্রথমে শুরু করেছে মনে হল- বাপ্পি লাহিড়ী।
হ, একটারেও এন্ড্রু কিশোর মনে হচ্ছেনা।
সম্ভবতঃ ইত্যাদি বা অন্য কোথাও কিশোর বাবাজি এইটার রিমিক্স গাইছিলো, সিউর না ঠিক, মনে হচ্ছে আর কি।
বাপ্পি লাহিড়ি তো গান টান চুরি কইরা পরে পইচা গ্যালো, নাইলে ছোট বেলায় শুনা তার কয়েকটা গান এখোনো শুনি, একটু আগেও বের করে শুনলাম। আমি বিশ্বাস করি সংগীতে তাই বিশ্বাস করি ভগবান, আর জীবনটা কিছু নয় যেনো একমুঠো ধুলো গ্রামের বাড়িতে গিয়ে আমার ছোট মামার ক্যাসেট প্লেয়ার এ শুনতাম। যথারীতি মেমোরিতে পারমানেন্ট পাঞ্চ 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
এইখানে একজন বাপ্পীদা 😉 ।
অন্যজন কে, বুঝার চেষ্টা করতেছি। ওইটাও ভারতীয় হইতে পারে বা
জাফর ইকবাল নিজে হইতে পারে। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এভারগ্রীণ বাংলা বলছে,
‘একটাই কথা আছে বাংলাতে/মুখ আর বুক বলে একসাথে/সে হল বন্ধু, বন্ধু আমার…’। বন্ধুত্বের জন্য বাংলাভাষীদের কাছে এর চেয়ে সহজ-সরল আর গ্রহণযোগ্য কথা বাংলা গানের ইতিহাসে সম্ভবত আর নেই। এটি ছিল বন্ধু আমার চলচ্চিত্রের গান। গানটি দ্বৈতভাবে গেয়েছিলেন বাপ্পি লাহিড়ী ও আবদুল আজিজ। দুজনই এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় শিল্পী।
এইখানে এই আব্দুল আজিজ কে? কেউ কি চিনেন? নাকি আব্দুল জব্বার হবে?
সংসারে প্রবল বৈরাগ্য!
আব্দুল জব্বারের গলা তো মনে হইতেছে না।
আব্দুল আজিজ ক্যাডা? তারে তো চিনলাম না। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
একটাই আজিজ আছে বাংলাতে,
সবাই চিনে তাকে এক নাম এ,
সে আমাদের, আজিজ ভাই,
আজিজ মুহাম্মদ ভাইইইই।
:goragori: :goragori: :goragori: :goragori: :goragori:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
=))
:khekz: :khekz: :khekz:
নাহ্, খোঁজ নিয়ে জানলাম, এই গানের গায়ক এন্ড্রু কিশোর না! কামরুল আমাকে বিভ্রান্ত করেছে। গায়ক দুজন, বাপ্পী লাহিড়ী ও মুন্না আজিজ। দু'জনই ভারতীয়। মুন্না আজিজ সম্ভবত কলকাতার। সাধনার সঙ্গে কিছু গান করেছে ও। এই আজিজ- কাইয়ুমের মতে এম এ আজিজ নামেও পরিচিত হতে পারে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সানা ভাই আর কামরুল,
গানটা গেয়েছে বাপ্পী লাহিড়ী ও মুন্না আজিজ।আর কাইয়ুম ভাই ও ঠিক জানাইছেন মুন্না আজিজের আরেক নাম মোহাম্মাদ আজিজ।আজিজ অনেক বিখ্যাত ছবিতেই গান গাইছেন……তবে আমার সবচেয়ে মনে ধরে আছে- রাম লক্ষন ছবির ” মাই নেম ইজ লক্ষন”।
বন্ধু আমার
গান শুনে শুনে, দেখি এইবার একটা লেখা নামিয়ে ফেলো দেখি। বন্ধুয়া বিহনে-৪। :grr:
গান শুনতাম না। মিউঝিক হ্রাম!! 😀
😕
হারাম/হালাল 😕
লাবলু ভাই,সাম্প্রতিককালের জনপ্রিয় গান...বুরকা পোরা মেয়ে পাগল করেচে... এইটা দেন...আমজনতার দাবী :guitar: :guitar:
😡 😡 😡 😡 😡 😡 😡 :guitar: :guitar: :guitar: :guitar:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আল্লাহ বাঁচাও । কোন বদমাইশ ফেসবুকে এই গানটা শেয়ার করছিল । ২ মিনিট দেখে আমি তাবদা খেয়ে গেছি । এই গান সংশ্লিষ্ট সবাইকে ঠাডায়ে থাবরা মারা দরকার ।
বস,আবদুল্লাহ ভাই নিচে গান্টা শেয়ার করসে...উনিও কি এই গান সংশ্লিষ্ট বলে গণ্য হবে?? 😐 :dreamy: :dreamy:
গানের ক্রিয়েটর, গাতক এবং নর্তক/নর্তকী x-(
ত্রাক্যাহোগিয়ার্কেলিয়া :gulli2:
"সুখে থাকো ও আমার নন্দিনী" গানটা শুনে উদাস হয়ে গেলাম। :dreamy:
"একটাই কথা আছে বাংলাতে"- গানটা মনে হয় প্রথম শুনলাম, খুব ভালো লাগল।
গাব্বার সিংয়ের ডায়ালগটুকু দেখতে পারলে আরও জোস লাগত, অবশ্য ডায়ালগ শুনেও কম ভয় পাইনাই। 😀
লাবলু ভাই রক করে। :thumbup:
জনতার দাবী মেনে আমিই 'বুরকা পোরা মেয়ে পাগল করেচে'
গানটা দিয়া দিলাম। লাবলু ভাই ক্ষেমা কৈরা দিয়েন। :goragori: :grr:
এইটা কি দিলেন আব্দুল্লাহ ভাই। আজকে হাসতে হাসতে পুরা মিরা যামু।
গানের কিছু উল্লেখযোগ্য অংশ কোট না করে পারতেছিনা......
"চশমা খুইলা যখন একটু আমার দিকে চায়,
ফুরুৎ কইরা পরাণ পাখি শুন্যে উইড়া যায়"
"ছোট্ট একটা নল দিয়া খায় যখন জুস,
খোদার কসম তখন আমার থাকেনা যে হুশ" (ব্যাকগ্রাউন্ডেঃ মাথায় পানি ঢাল্)
"গাড়িতে নয় বাড়িতে নয় মনে আগুন দরেচে......"
:goragori: :goragori: :goragori:
:goragori: :goragori: :khekz: :khekz: :pira: :pira:
বুরকার লিরিক্স.... 😡 😡 :goragori: :goragori: :goragori: :goragori:
এই পতে যখনই আমি যাই
মাজে মাজে একটা মেয়ে দেকতে পাই
আলতা রাঙ্গা পাই আবার নুপুর পরেচে
বুরকা পড়া মেয়ে পাগল করেচে
একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে
চোকেতে চশমা হাতে কাঁচেরও চুড়ি
বয়সটা অনুমানে উনিশ কি কুড়ি
চশমা খুইল্যা যকন একটু আমার দিকে চায়
ফুরুৎ কইরা পরান পাকি শূন্যে উইড়া যায়
একন বুজি মজনু কেন লাইলির জন্য মরেচে
বুরকা পড়া মেয়ে পাগল করেচে
একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে
ছট্টু একটা নল দিয়া খায় যখন জুশ
খুদার কসম তকন আমার তাকে না যে হুশ
জুশের পেকেট ফেলে দিয়ে আবার জকন হাটে
জানি না তার কেমুন লাগে আমার বুকটা ফাটে
গাড়িতে নয় বাড়িতে নয় মানে আগুন ধরেচে
বুরকা পড়া মেয়ে পাগল করেচে
একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে
হাটতে হাটতে এসে দাড়াই রাস্তারো মোড়ে
রিশকাতে চড়িয়া আবার কিচুখন গুড়ে
বুক পকেটে রাকে যখন মুবাইল টেলিফন
বাকুম বাকুম করে তখন আমার অবুজ মন
নতুন গাছে ফুল ফুটিয়া বাগান আমার বরেচে
বুরকা পড়া মেয়ে পাগল করেচে
একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে
এই পতে যখনই আমি যাই
মাজে মাজে একটা মেয়ে দেকতে পাই
আলতা রাঙ্গা পাই আবার নুপুর পরেচে
বুরকা পড়া মেয়ে পাগল করেচে
একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে
কপিরাইট : সামুব্লগ
:boss: :boss: :boss:
=)) =)) =)) =)) =))
:goragori: :goragori: :goragori: :goragori:
:)) :)) =)) =)) =))
:no: ইহা আমি কি শুনিলাম...... :dreamy: :dreamy:
আমি নাই, আর এই সুযোগে আমার সিরিয়াস পোস্টে পুলাপাইনের ফাইজলামি ........ নাহ্ সহ্যেরও একটা সীমা আছে!! সবগুলা অন-দ্য-ডাবল!! প্যারেড গ্রাউন্ডে ফল-ইন, কুইক!! x-( যাও এইবার সুন্দরবনে গিয়া অ্যাডজুটেন্টের লগে দেখা করো............ হারি আপ, বেলাডি জুনিস.......
:duel: :duel: :duel:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
জুনিয়র পোলাপাইন বেশি বাইড়া গেছে। :grr:
রগড়ামু নাকি লাবলু ভাই? 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
থাক, শবে-বরাতের রাত। আজকা পাঙ্গা খাইলে সারা জীবন খাইতেই থাকবো!! কালকা দেখমুনে........ B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমি এখনো শুনতে পারনি, কিন্তু কি দেখিলাম? ওরে বন্য কি লিখেছো?
বুরকা গাতকের সৌদি আরবের রাজপথে শিরচ্ছেদ করিয়া মৃত্যুদন্ড দিতে মন্চায়।
ইশ, অফিসে এমপিথ্রি ব্লকড্। ক্লিক করলে গুগল চলে আসে! :((
বাসায় গিয়ে শুনতে হবে। গানগুলো বিরল ও অসম্ভব সু্ন্দর, ধন্যবাদ সানা ভাই। :boss:
:khekz: :)) :khekz: :goragori:
অসাধারণ লাবলু ভাই, আমার এক কলিগ আর আমি গাব্বার সিং এর ডায়ালগ খুব এঞ্জয় করতাম,
একজন কাচুমাচু করে বলতাম "সরকার আব তেরা নেমক খায়া"
আরেকজন রাগত স্বরে " নে, এবার গুলি খা " :goragori: :gulli2: :grr:
যো ডর গ্যায়া সামঝো ও মর গ্যায়া :grr:
"বুরকা" দেইখা পুরাই পিরা গেলাম!! :khekz: :khekz:
ভাবী, পিরা যান, কিন্তু মিরা যায়েননা। 😛
no prob! ধিরা তুলবার জন্য তোমরা তো আছোই 😛
দিহান, নাম ধরেই বললাম, কেমন? we r batchmet, i think...
তোমার কমেন্ট আর লিখার সাথে আগে থেকেই পরিচিত...হ্যান্ডশেক এর ইমো নাই...সো আসো একটা introductory hug হয়ে যাক...... :hug:
আবার জিগস। ;))
দেশে আইসা একদম কোলাকুলি হয়ে যাবে, তাই আপাতত :hug:
টুম্পা, বোঝা যাচ্ছে তুমিও একজন ভাবী। তবে আমি অবশ্য ভাবী ডাকতে অভ্যস্ত নই। ছোট বোন বলেই ডাকবো। আমি কি তোমার সঙ্গে পরিচিত হতে পারি? আমি এই ব্লগের প্রিন্সিপাল।
:grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাইয়ের সঙ্গে আমিও আছি।
লাবলু ভাই, আমার কথা কিছু কন না ভাবিরে! 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমারে কন, ভাবী'র সাথে আমার আগে পরিচয় হয়েছে। 😀
ইয়ে ভাইজান, ঐযে ভারপ্রাপ্ত পিরিন্সিপালের কথাডা ঘোষণা কবে দিবেন? 😕
আসসালামু আলাইকুম ভাইয়া :salute:
অবশ্যই ছোট বোন ডাকবেন ভাইয়া...আমি আপনার কথা তানভীর আর রবিন এর কাছে অনেকবার শুনেছি...ব্লগ এর প্রিন্সিপাল যে আপনি সেটাও জানি 🙂 তানভীরের গল্প পড়তে গিয়েই ব্লগে আসা,তারপর থেকে মাঝে মাঝেই আসি , আপনাদের সবাইকেই মোটামুটি চিনি লেখার মাধ্যমে...
কামরুল, robin said about u...এপার বাংলা'র বিখ্যাত পরিচালক! am i right?? ;;)
একমাত্র আপনিই আমাকে চিনতে পারলেন!
আফসুস, এখানে কেউ আমারে পাত্তা দেয় না। 🙁
ইয়ে মানে, রবিন বেশি কিছু কয় নায় তো ! 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
রবিন তোমার সম্পর্কে আর কি কি কইছে ভালো কইরা জাইন্যা লও কামরুল!!
B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
~x(
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
থাকুক রবিন আর কি বলসে এখানে আর ডিসক্লোজ না করি... ;))
রাইট ভাবি
ডিসক্লোজ কইরেন না!
তাইলে সিসিবিতে সবাই আমার ফ্যান হইয়া যাবে। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
টুম্পা, তানভীর আর রবিন আমার সম্পর্কে কি কইছে? আমি খালি জুনিয়রদের পাঙ্গাই? এইরকম কিছু?
আমার সম্পর্কে ভালো কিছু বলে নাই? আমি সবাইকে আদর-স্নেহ করি। ভালোবাসি। বড় ভাইয়ের ছায়ায় রাখি। আমার অফিসে এলে আইসক্রিম খাওয়াই........
স্বাগতম আপু। এইবার একটা ব্লগ নামিয়ে দাও। :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:thumbdown: :gulli2:
:salute: :thumbup:
আমার পরিচয়টাও দিয়া যাও। মতিঝিলের শাপলা চত্ত্বরের উপ্রে যেই সবুজ টিনের পাঁচ তারা চায়ের দোকানটা আছে না, ঐটা আমার। :shy: সিসিবিতে চা বেইচাই চালাই। নেন ভাবী আপনার :teacup: ।
:goragori: :goragori:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জন্যঃ আমার পরিচয়টাও দিয়া **যাও।
পড়ুনঃ **যাই।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
থ্যাংকু রকিব ভাইয়া...এরকম এককাপ ধোঁয়া উঠা চা ই দরকার ছিল..... :thumbup:
তোমার চায়ে রেটিং দিলাম- 'পাঁচ তারা' 🙂
:thumbup:
:goragori: :goragori: yeeeee.......এক্ষুনি এবিসি রেডিও'র অফিসে দৌড় দিবো নাকি ভাবতেসি... ;;)
ভাইয়া, আমি বাংলা ভাল লিখতে পারিনা...ব্লগ তো বহুত দূর কি বাত!...আপাতত আপনাদের লিখাই পড়ি ভাইয়া..
সিসিবিতে ভাবীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাইড়া যাইতেছে-ফাঁকতালে চিপায় পইড়া আমাগো বেইল নাই হয়া গেছে :(( :(( আগে সবাই এই মাস্ফ্যুর খোঁজ নিত আর এখন... :(( :((
ইয়ে টুম্পা বৌদি,দিহান ভাবী যেমন মঈন ভাইয়ের ইয়ে তেমনি আপনি কোন ভাইয়ের "ইয়ে" সেইটা জানতা মঞ্চায় :shy: :shy:
এইটাতো ওর প্রোফাইল পেইজটাতে গেলেই জানা যায় 😡
আজাইরা দুইটা ইমো দিয়া ঢং করার জন্য যা নিজের প্রোফাইল পেইজের 'বর্তমানে কি করছেন' ট্যাবটার সাথে গিয়া লং আপ হয়া থাক :grr: :grr: দেখ ভাবী আইস্যা গেট ডাউন করায় কিনা
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz:
😛 আহারে...বেচারা নাহয় জানতে চাইছিল......থাক কাইয়ূম ভাই,আর লং আপ করায়ে রাইখেননা।
মাস্ফ্যু ভাইয়া, আমার ইয়ে হল জহুরুল (MCC '৯৪~০০)। আর আমি তোমার হবু 'ইয়ে'র কথাও জানি 🙂
:just: ইয়ে আর কি
আবার হাসতে আইলাম =)) =)) =))
লাবলু ভাই অনেক ধন্যবাদ জাফর ইকবালের গানটার জন্য :boss: । গানটার আবেদনই অন্যরকম । আগে মন খারাপ থাকলে ফুল ভলিউমে হেভি মেটাল কোন গান শুনতাম 😛 । জাফর ইকবাল একটা বস ছিল ।
শোলে দেখি নাই।...। দেখতে মনচায়। ~x(
পেপারে পড়ছিলাম ভারতে নাকি এখনো প্রেক্ষাগ্রৃহে শোলে দেখায়।...। 😮
এখন তো দেখা কোনো সমস্যা না। জলদি দেইখ্যা ফালাও। ভীষণ মজার ছবি। বিশেষ করে আমজাদ খানের অভিনয়। গাব্বার সিংকে :salute:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হ বস।... দেখবনে।।
তয় গানটা দেখছি।... মেহবুবা ও মেহবুবা।...। 😀
যেই ডায়লগ শুনলাম।... :clap:
আমি কালকে আবার দেখলাম। শেষের দৃশ্যে কান্না অবাধারিত। 🙁
:shy: হেলেন... 😡 😡
গান গুলো ভালো লাগল, ধন্যবাদ সানা ভাই... :salute: :salute:
মহাকাশ ট্রিপ কেমন হল...??? :guitar:
এখনও মহাকাশেই আছি তো! ভালো। আসবা নাকি মহাকাশে? বেশি কষ্ট না! কামরুল আর রবিনের সঙ্গে ক্যাডেট কলেজ ক্লাবের তিনতলায় কয়েক ঘণ্টা কাটালেই হবে....... :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আসতে তো চাই...... তবে সাথে নায়িকা হলে ভাল হত...... :awesome: :awesome:
:khekz: :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:)) :))
ভাইয়া এই স্যালুটের ইমো টা কেমনে দিলেন 😕 কোথাও তো খুজে পাইলাম না 🙁
মানুষ তার স্বপ্নের সমান বড়
সানা ভাইয়ের দেয়া গানগুলো শুনে একটা অন্য রকম ফিলিংস আসতে ছিল কিন্তু মাঝখানে ‘বুরকা পোরা মেয়ে পাগল করেচে’ দেখে হাসতে হাসতে শ্যাষ হয়ে গেলাম... :khekz: :khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সানা ভাই,
জাফর ইকবালের এই গানটার কি কোন হিস্ট্রি আছে।
বেচারা বিটিভিতে কানতে কানতে এই গান গাইতো।
আরেকটা পোস্ট দ্যান বস জাফর ইকবালকে নিয়া।
:thumbup: :thumbup: :thumbup:
সানা ভাই আর কামরুল,
গানটা গেয়েছে বাপ্পী লাহিড়ী ও মুন্না আজিজ।আর কাইয়ুম ভাই ও ঠিক জানাইছেন মুন্না আজিজের আরেক নাম মোহাম্মাদ আজিজ।আজিজ অনেক বিখ্যাত ছবিতেই গান গাইছেন......তবে আমার সবচেয়ে মনে ধরে আছে- রাম লক্ষন ছবির '' মাই নেম ইজ লক্ষন''।
:salute: হেব্বি হইল।
ডাকু গাব্বার সিং রে আমি বড় ভালা পাই :khekz: :khekz:
বুরকা আগেই শুনসিলাম কিন্তু এইবার দেইক্ষ্যা পিরা গিলাম :goragori: :pira:
দরেচে শুনলাম মুনে অইল :khekz:
নাকি দোরেচে... :khekz: :khekz:
লাবলু ভাই,আপনার পরের গানের পোষ্টটা লালনের গান নিয়া কইরেন...আবদার 🙂 🙂
লাবলু ভাই,আরেকটা গানের রিকোয়েষ্ট...বাংলা সিনেমার গান..নাম মনে নাই..অভিনয় করসিল মনে হয় রাজ্জাক..
কথাগুলো এইরকম...
"শোনো গো রূপসী ললনা...আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না...."
নেকষ্ট পোষ্টে দিয়েন...পিলিজ... :hatsoff: :hatsoff:
কেন, তোরে কি খালি চোখ রাঙ্গানি দিতাছে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
পাইসি..!!পাইসি...!!!!সেইরকম একটা গান..... 😡 😡 😡 😡 😡
ববিতা এত সুন্দর ক্যান???? :(( :(( :(( 😡 😡 😡 :awesome: :awesome: :awesome:
আচ্ছা...এই পুরোনো বাংলা সিনেমাগুলা কোথায় পাওয়া যাবে কেউ বলতে পারবেন????
আরেকটা গান পাইসি....এইটা দিহান ভাবীর জন্য ইসপিশাল.... 😀 😀 😀 😀
এইটা যেন কোন সিনেমার???দেখসিলাম এইটা....ভুইলা গেসি...হেল্প :(( :(( :(( :((