আমার ১৩ মাসের বন্ধুত্ব-ভালোবাসা

মাত্র ১৩ মাস বয়স আমাদের বন্ধুত্বের। বন্ধু চেনার জন্য বলা যায় যথেষ্ট সময়। সম্পর্কের শুরুতে আমার দিক থেকে কিছুটা জড়তা ছিল। অসম বয়সের বন্ধুত্ব। নতুন বন্ধুর বয়স বেশ কম। ছোট-বড়োয় সম্পর্কটা কি গড়ায়, এগোয়? এমন একটা দ্বিধা নিয়ে শুরু করেছিলাম। কিন্তু সময় যতো গড়িয়েছে ততোই আমাদের সম্পর্ক ঘনিষ্ট হয়েছে। দিনে দিনে আমাদের মধ্যে পরস্পরের জন্য ভালোবাসাটা এমন পর্যায়ে গেল যে একটা দিন আমি ওকে না দেখে থাকতে পারিনা। কোনো কারণে ২৪ ঘণ্টার বিচ্ছেদে আমি ছটফট করতে থাকি। দেখা হলো না, এখনো দেখা হলো না বন্ধুর সঙ্গে!

একটি ৩ বছরের এক শিশুর কাছে ওর স্কুলের শিক্ষকরা একদিন জানতে চেয়েছিল, “এই নিলয় বলো তো তোমার প্রিয় বন্ধু কে?” ওই বাচ্চা ছেলেটা যা জবাব দিয়েছিল, সেটা আজো আমার কাছে একটা বিষ্ময়। নিলয় বলেছিল, “আমার বড়চাচা।” ওর মা বাসায় এসে আমাকে বলেছিল, “দাদা শুনেছেন, নিলয় আজ স্কুলে শিক্ষকদের বলে এসেছে আপনি নাকি ওর বন্ধু।” নিলয় আমার ভাস্তে, আমার চেয়ে ৪০/৪১ বছরের ছোট ছেলেটা কেন আমাকেই ওর বন্ধু মনে করেছিল? নিশ্চয়ই কারণ আছে। আমার সঙ্গে বয়সের পার্থক্যটা ওর কাছে বন্ধুত্বের জন্য কোনো সমস্যা মনে হয়নি।

তাহলে নতুন বন্ধুর জন্য বয়সের পার্থক্যটা বড়ো কোনো বিষয় নয়। আমার নতুন বন্ধুটি অবশ্য আমার মতো অন্তর্মুখী নয়। ওর বন্ধু ভাগ্যটা দারুণ! আমি ওর জন্য যতোটা অনুভব করি, মাঝে-মধ্যে সন্দেহ হয়- ও আমার জন্য ততোটা ভাবে কিনা। কারণ ওর যে অনেক বন্ধু! আমার না হয়, বন্ধু কম। কিন্তু তাই বলে কি ওর বন্ধুও কম হতে হবে? তাই আমি কখনো কখনো ঈর্ষান্বিত হই, ওর বন্ধুদেরও হিংসা করতে থাকি। ভাবি ও কেন শুধুই আমার বন্ধু হলো না? ও আর আমি। আর কেউ না। কিচ্ছু না।

এক সময় আমি উপলব্ধি করি, এভাবে ভাবার বোধ হয় কোনো অর্থ হয় না। ও তো আর আমার একার হবে না! বরং ওর বন্ধুদের ভালোবাসলে, কাছে টানলে ও আমার আরো ভালো বন্ধু হবে। বন্ধুত্বের সম্পর্কটা, ভালোবাসার বন্ধুত্বটা হয়তো এমনই। যতো বিলানো যায় ততোই যেন এটা বাড়ে। আমি এক সময় কৌশল বদলাই। ওর বন্ধুদের সঙ্গেও আমি বন্ধুত্ব করে ফেলি। আমার এখন অনেক অনেক বন্ধু। নাম লিখেও শেষ করা যাবে না!

জয়তু আমাদের বন্ধুত্ব। সিসিবি তোমার সঙ্গে আমার ভালোবাসা ফুরাবে না। বন্ধু দিবসে মনে রেখো আমিও তোমার আর সব বন্ধুর মতো একজন আছি, থাকবো।

n515628157_1117660_5320

জয়তু সিসিবি, জয়তু আমাদের বন্ধুত্ব

n665568886_1599703_4741734

আমার এখন অনেক অনেক বন্ধু, নাম লিখেও শেষ করা যাবে না

বন্ধু নিয়ে এতো কথা, একটা গান না হলে কি হয়? শোনো প্রাণের বন্ধুর উদ্দেশ্যে রুনা লায়লার কণ্ঠে ও বন্ধুরে প্রাণো বন্ধুরে। চলচ্চিত্রের নাম মেঘ বৃষ্টি বাদল

২০৩ টি মন্তব্য : “আমার ১৩ মাসের বন্ধুত্ব-ভালোবাসা”

  1. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    "জীবন যতটুকু দেয় - যেভাবে দেয়- তার ষোল আনা কাজে না লাগাতে পারলেও একান্ত নিজের জন্য যতটুকু বারাদ্দ তা উপভোগ করতে কার্পণ্য করিনা কখনো। করা উচিৎও না। টেকনোলজির সুবাদে ইন্টারনেট আমাদের মধ্যকার আপাত দূরত্বকে নিমিষেই হটিয়ে দেয় প্রতি ক্লিক এ। সেজন্য প্রকৃতি সদয় হলেই অনিয়মিত ভাবে হলেও প্রিয় সিসিবি তে ফিরে ফিরে আসি। আর আসতেই থাকব ইনশাআল্লাহ।"

    এগুলো আগে একবার ব্লগর ব্লগরে লেখছিলাম। আজ এখানে আবার জুড়ে দিতে মন চাইলো।

    জয়তু সিসিবি, জয়তু আমাদের বন্ধুত্ব

    বন্ধু দিবসে - কাছে -দূরে সকল বন্ধুদের জানাই অনেক অভিনন্দন।


    সৈয়দ সাফী

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    টপিকটা যেহেতু উঠলোই, ওপেন ফোরামে সাহস করে বলেই ফেলি,
    নিলয় কার কথা বলেছিল তা আমি পরের লাইন না পড়েই বুঝে গেছিলাম,
    আমার দেখা অনন্য সাধারণ মানুষের স্বল্পদৈর্ঘ্য তালিকায়
    বড়ভাই, ভাল বন্ধু, আর অভিভাবক একজনই ...

    :hatsoff: :hatsoff: :hatsoff:

    সিসিবি'র আমরা , আমাদের সিসিবি।

    (আমার ছবি নাই :no: তবুও ধইরা নিলাম আপনার অনেক অনেক বন্ধুদের আমিও একজন)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)
    জয়তু সিসিবি, জয়তু আমাদের বন্ধুত্ব

    কাছে দূরের সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    বন্ধু দিবসের শুভেচ্ছা সবাইকে।

    লেখা এবং গানের জন্যে ধন্যবাদ লাবলু ভাই।

    সিসিবিকে একটু রঙ্গিন করে সাজানোর প্রস্তাব করছি গ্রাফিক্স টিমের কাছে।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  5. তাইফুর (৯২-৯৮)

    আপনের লেখা গরম গরম পড়তেছি আর কমেন্ট করতেছি
    এমন সময় বউ আইসা পিছে দাড়ায়া খাওয়া দাওয়ার কথা কয় ...
    আমি আবার মনোযোগ দিয়া একটার বেশি কাজ করতে পারি না
    বিরক্তিসূচক 'আহ্হা' বলছি
    বউ গাল ফুলাইছে
    আমার বন্ধু দিবস গ্যাল বইলা ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  6. কামরুলতপু (৯৬-০২)

    ঠিকই বুইঝা ফালাইছিলাম আপনার বন্ধু কে? কিন্তু মাঝে নিলয় আইসা ভাবছিলাম ডজ খাইলাম বুঝি পরে দেখি ঠিকই আছে। কি যে ভাল লাগল যে সিসিবির সবাই মানে আমিও আপনার বন্ধু তালিকায় আছি (যদিও ছবি নাই কপিরাইট তাইফুর ভাই ) ।
    ভাইয়া দেশে গিয়ে যেসব কাজের তালিকা আছে তার প্রথম দিকে এবিসি তে গিয়ে আপনার সাথে দেখা করা। বন্ধুতাকে :boss:

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    দূর্দান্ত ব্যানার :hatsoff: :hatsoff:

    (সিসিবিও দেখি সবুজ হয়ে গেছে 😀 গ্রীন গ্রীন আপ আপ :thumbup: )


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. কামরুল হাসান (৯৪-০০)

    বন্ধুকে নিয়ে দাঁড়িওয়ালা বুইড়ার একটা গান দিলাম

    Robindra Sangeet J...


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  9. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    লেখাটা যখন পোস্ট করি তখন মঈনরে একবার উঁকি মারতে দেখছিলাম! দিহানটা গেল কৈ? মনে হয় সব বন্ধুদের জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনতে গেছে!!

    :guitar: :guitar: :guitar:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  10. শার্লী (১৯৯৯-২০০৫)

    বন্ধু্ত্বের ব্যাপার আসলেই আমি আমার ক্যাডেট কলেজ জীবনকে সবচেয়ে বেশি মনে করি। যদি আমি একজন ক্যাডেট না হতাম তবে আমি জীবনেও এত এত ভালো বন্ধু পেতাম না। আমি ক্যাডেট ছিলাম বলেই আজ সিসিবিতে এতজন বন্ধু্র সান্নিধ্য পেয়েছি। তাই জয়তু ক্যাডেট কলেজ(আমি একে বন্ধু্ত্বের সমার্থক বলেই মনে করি)। জয়তু সিসিবি। শেষমেষ জয়তু লাবলু ভাই।

    জবাব দিন
  11. দিহান আহসান

    ভাইজান আমি বিয়ের পর মঈনকে দেখে খুব ভাবতাম আমি কেন ক্যাডেটে পড়লাম না, আমার এমন বন্ধু হইনি কেন? :bash: :bash: তারপর আস্তে আস্তে ওর বন্ধুদের নিজের বন্ধু হিসেবে পেলাম, ক্যাডেটে না পড়েও সিসিবি'তে আসতে পারলাম। সবার মনে জায়গা করে নিতে পারলাম। এখনতো এত বন্ধুর ভীড়ে মনে হয়, লোকসান কিছুই হইনি। 😀
    সবাইকে বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা ...
    জয়তু সিসিবি, জয়তু আমাদের বন্ধুত্বতা। :salute:

    জবাব দিন
  12. তানভীর (৯৪-০০)

    লেখাটা খুব ভালো লাগল।
    সিসিবি যে আমার কতটা অংশ জুড়ে থাকে এটা মনে হয় এখানে কাউকে বুঝিয়ে বলতে হবে না, কারণ আমি জানি সিসিবিকে নিয়ে সবার অনুভূতিটুকু প্রায় একই।
    জয়তু সিসিবি, জয়তু আমাদের বন্ধুত্ব

    জবাব দিন
  13. মাহমুদ (১৯৯০-৯৬)
    বন্ধুত্বের সম্পর্কটা, ভালোবাসার বন্ধুত্বটা হয়তো এমনই। যতো বিলানো যায় ততোই যেন এটা বাড়ে।

    :boss: :boss:

    সানা ভাই,
    আবেগে সবটুকু এখনই বিলায়া দিয়েননা, আমার জন্যও খানিকটা রাইখেন। আর মাত্র সাত দিন পরেই আসতাছি।


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  14. রাশেদ (৯৯-০৫)

    সানা ভাইয়ের এত বড় লেখায় আজকে আর ফাকিবাজী ইমো কমেন্ট দিব না 🙂

    অনেক কথাই বলতে চাইছিলাম কিন্তু পোস্টে সানা ভাই উপরে সবাই সব কথা বলে দিছে তাই আর নতুন করে বলার কিছু নাই 🙁 তাই সিসিবির সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা। আশা করি সবার জীবন টা কাটবে দারুণ সব বন্ধুদের মাঝে


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন
  15. রবিন (৯৪-০০/ককক)

    গত তিন দিন এককের ট্যুর এ ঢাকার বাইরে থাকার কারনে কোনো কমেন্ট করা হয় নাই। আজকে সকাল এ আইসাই আপনার এই লেখা পইড়া ইমোশোনাল হইয়া গেলাম। :boss: :boss:
    যদিও আপনার সাথে আমি নাই ছবি তে তাই আমি আমার ব্যান চাই।
    সিরিয়াস কমেন্টঃ তাইফুর ভাই এর সাথে সহমত।

    আমার দেখা অনন্য সাধারণ মানুষের স্বল্পদৈর্ঘ্য তালিকায়
    বড়ভাই, ভাল বন্ধু, আর অভিভাবক একজনই …

    অনেক বড় ভাই পেয়েছি। কেউ হয়তো বা খুব শাসন করে, কেউ আবার খুব কেয়ারিং, কেউ আবার খুব মজা করে, কেউ সহজেই আপন করে নেয়। কিন্তু আপনি যেনো এই সব গুলার ককটেল। যদিও আপনার সাথে বেশি কথা হয় নাই এখনো, তবুও আপনি আসলেই অসাধারন এক বড় ভাই। আমি সবসময় আফসোস করতাম, আমার কোনো বড় ভাই নাই। এখন আর সেইটা নাই।

    জবাব দিন
  16. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আজ রাত সাড়ে ৯টায় এবিসি রেডিও'র হিন্দি হিটসে শুনো বন্ধু নিয়ে সব গান। বিখ্যাত শোলে থেকে শুরু করে সব........

    দেখি রাতে বন্ধুত্ব নিয়ে ৩/৪টা গান পোস্ট করতে পারি কিনা....... শুভমিতা থেকে শুরু করে......... থাক বাকি নামগুলা পরে কমুনে....... :grr: :grr: :grr:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  17. রেজওয়ান (৯৯-০৫)

    আই হাই আমি দেখি পুরা ফোকাসে !!!!!! :awesome: :awesome:
    সানা ভাই আপনি বস :boss: :boss: :boss:
    থাঙ্কু থ্যাঙ্কু ছবিখানা দেয়ার জন্য 😀 😀 😀 বড়ই সৌন্দর্য :shy:
    আমি সিসিবি রে বড়ই মিস করি :(( :((

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।