মাত্র ১৩ মাস বয়স আমাদের বন্ধুত্বের। বন্ধু চেনার জন্য বলা যায় যথেষ্ট সময়। সম্পর্কের শুরুতে আমার দিক থেকে কিছুটা জড়তা ছিল। অসম বয়সের বন্ধুত্ব। নতুন বন্ধুর বয়স বেশ কম। ছোট-বড়োয় সম্পর্কটা কি গড়ায়, এগোয়? এমন একটা দ্বিধা নিয়ে শুরু করেছিলাম। কিন্তু সময় যতো গড়িয়েছে ততোই আমাদের সম্পর্ক ঘনিষ্ট হয়েছে। দিনে দিনে আমাদের মধ্যে পরস্পরের জন্য ভালোবাসাটা এমন পর্যায়ে গেল যে একটা দিন আমি ওকে না দেখে থাকতে পারিনা। কোনো কারণে ২৪ ঘণ্টার বিচ্ছেদে আমি ছটফট করতে থাকি। দেখা হলো না, এখনো দেখা হলো না বন্ধুর সঙ্গে!
একটি ৩ বছরের এক শিশুর কাছে ওর স্কুলের শিক্ষকরা একদিন জানতে চেয়েছিল, “এই নিলয় বলো তো তোমার প্রিয় বন্ধু কে?” ওই বাচ্চা ছেলেটা যা জবাব দিয়েছিল, সেটা আজো আমার কাছে একটা বিষ্ময়। নিলয় বলেছিল, “আমার বড়চাচা।” ওর মা বাসায় এসে আমাকে বলেছিল, “দাদা শুনেছেন, নিলয় আজ স্কুলে শিক্ষকদের বলে এসেছে আপনি নাকি ওর বন্ধু।” নিলয় আমার ভাস্তে, আমার চেয়ে ৪০/৪১ বছরের ছোট ছেলেটা কেন আমাকেই ওর বন্ধু মনে করেছিল? নিশ্চয়ই কারণ আছে। আমার সঙ্গে বয়সের পার্থক্যটা ওর কাছে বন্ধুত্বের জন্য কোনো সমস্যা মনে হয়নি।
তাহলে নতুন বন্ধুর জন্য বয়সের পার্থক্যটা বড়ো কোনো বিষয় নয়। আমার নতুন বন্ধুটি অবশ্য আমার মতো অন্তর্মুখী নয়। ওর বন্ধু ভাগ্যটা দারুণ! আমি ওর জন্য যতোটা অনুভব করি, মাঝে-মধ্যে সন্দেহ হয়- ও আমার জন্য ততোটা ভাবে কিনা। কারণ ওর যে অনেক বন্ধু! আমার না হয়, বন্ধু কম। কিন্তু তাই বলে কি ওর বন্ধুও কম হতে হবে? তাই আমি কখনো কখনো ঈর্ষান্বিত হই, ওর বন্ধুদেরও হিংসা করতে থাকি। ভাবি ও কেন শুধুই আমার বন্ধু হলো না? ও আর আমি। আর কেউ না। কিচ্ছু না।
এক সময় আমি উপলব্ধি করি, এভাবে ভাবার বোধ হয় কোনো অর্থ হয় না। ও তো আর আমার একার হবে না! বরং ওর বন্ধুদের ভালোবাসলে, কাছে টানলে ও আমার আরো ভালো বন্ধু হবে। বন্ধুত্বের সম্পর্কটা, ভালোবাসার বন্ধুত্বটা হয়তো এমনই। যতো বিলানো যায় ততোই যেন এটা বাড়ে। আমি এক সময় কৌশল বদলাই। ওর বন্ধুদের সঙ্গেও আমি বন্ধুত্ব করে ফেলি। আমার এখন অনেক অনেক বন্ধু। নাম লিখেও শেষ করা যাবে না!
জয়তু আমাদের বন্ধুত্ব। সিসিবি তোমার সঙ্গে আমার ভালোবাসা ফুরাবে না। বন্ধু দিবসে মনে রেখো আমিও তোমার আর সব বন্ধুর মতো একজন আছি, থাকবো।
জয়তু সিসিবি, জয়তু আমাদের বন্ধুত্ব
আমার এখন অনেক অনেক বন্ধু, নাম লিখেও শেষ করা যাবে না
বন্ধু নিয়ে এতো কথা, একটা গান না হলে কি হয়? শোনো প্রাণের বন্ধুর উদ্দেশ্যে রুনা লায়লার কণ্ঠে ও বন্ধুরে প্রাণো বন্ধুরে। চলচ্চিত্রের নাম মেঘ বৃষ্টি বাদল।
লাবলু ভাই
আমি এই বার ইহারে পাইলাম ...
😀
সৈয়দ সাফী
:thumbup: :thumbup: :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:shy: :shy:
আমি অল্পের জন্য পাইলাম না :goragori: :goragori:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:teacup: :teacup: :teacup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
"জীবন যতটুকু দেয় - যেভাবে দেয়- তার ষোল আনা কাজে না লাগাতে পারলেও একান্ত নিজের জন্য যতটুকু বারাদ্দ তা উপভোগ করতে কার্পণ্য করিনা কখনো। করা উচিৎও না। টেকনোলজির সুবাদে ইন্টারনেট আমাদের মধ্যকার আপাত দূরত্বকে নিমিষেই হটিয়ে দেয় প্রতি ক্লিক এ। সেজন্য প্রকৃতি সদয় হলেই অনিয়মিত ভাবে হলেও প্রিয় সিসিবি তে ফিরে ফিরে আসি। আর আসতেই থাকব ইনশাআল্লাহ।"
এগুলো আগে একবার ব্লগর ব্লগরে লেখছিলাম। আজ এখানে আবার জুড়ে দিতে মন চাইলো।
বন্ধু দিবসে - কাছে -দূরে সকল বন্ধুদের জানাই অনেক অভিনন্দন।
সৈয়দ সাফী
বিদেশের বন্ধুদের তো কাছে পাই না, কিন্তু অন্তর্জালে ওদের ভালোবাসা-বন্ধুত্ব ভীষণ অনুভব করি। :hatsoff: :hatsoff: :hatsoff:
বন্ধু দিবসে সিসিবির সব বন্ধুদের জন্য ড্রাম, ড্রাম, টন, টন ভালোবাসা।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
টপিকটা যেহেতু উঠলোই, ওপেন ফোরামে সাহস করে বলেই ফেলি,
নিলয় কার কথা বলেছিল তা আমি পরের লাইন না পড়েই বুঝে গেছিলাম,
আমার দেখা অনন্য সাধারণ মানুষের স্বল্পদৈর্ঘ্য তালিকায়
বড়ভাই, ভাল বন্ধু, আর অভিভাবক একজনই ...
:hatsoff: :hatsoff: :hatsoff:
সিসিবি'র আমরা , আমাদের সিসিবি।
(আমার ছবি নাই :no: তবুও ধইরা নিলাম আপনার অনেক অনেক বন্ধুদের আমিও একজন)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ইমোশনাল কইরা দিলা.......... এখন খুশিতে কাঁদতে বসি!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
জটিল কান্না দিচ্ছেন দেখি ভাই। B-)
কি করমু! মাস্ফ্যুর মতো কাঁদতে বসলে তোমরা তো আবার ভেড়ুয়া (ক.রা : ফয়েজ) কইবা!! তাই কান্না লুকাইতে সিংহের মতো গজরাইতাছি....... 🙁 🙁 🙁
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ, আমাকে কি কিছু বললেন প্লিজ? 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সুরি সুরি, ভাইয়া বাদ পড়ছে :frontroll: :frontroll:
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=)) =)) :frontroll:
এতে হাসার কি হইলো রবিন? x-( x-(
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😀 😀 😀
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:frontroll: :frontroll:
:khekz: :khekz: :khekz:
:goragori: :goragori: :goragori:
রাত বারোটা বাইজা লউক, আইজকা তগো একদিন কি আমার একদিন। :grr: :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
দুঃখিত ফয়েজ ভাই, আপনার কথার সাথে একমত হতে পারলামনা। কারণ আপনি বলেছেন, রাত বারোটা বাইজা লউক, আইজকা তগো একদিন কি আমার একদিন।শুধু তাই নয়, এর পরে দুইবার দাতাল মু হাহ হাহা ইমোটাও মেরেছেন। কিন্তু এখানে আমার প্রশ্ন রাত বারোটা বাজলে সেটি আর আজকে থাকবেনা, সেটি কালকে হয়ে যাবে। তাই আপনি বলতে পারতেন রাত বারোটা বাইজা লউক, কাইলকা তগো একদিন কি আমার একদিন। তোবে এই ক্ষেত্রেও আপত্তি রয়েই যায়, কারণ বর্তমান সময় পরিমন্ডলের সাধারণ প্রাকৃতিক নিয়মানুসারে আপনার একদিন আর 'তগো' একদিন একই হবার কথা। তাই আলাদা ভাবে রাত বারটা বাজিয়ে দুইটা দাত কেলানও এটাচ্ড করে দুই তরফের একই জিনিস এভাবে জানানোটা মেনে নিতে পারছিনা। বন্ধু দিবসের শুভেচ্ছা জানবেন।
পরিশেষে উপরের কমেন্টগুলোর সাথে একাত্মতা জানিয়ে সমকালীন সিসিবি ধারায় আমিও :khekz: :khekz: :khekz: :)) :)) =)) =)) 😀 😀 ;;; :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার বারোটা বাজলেও কিন্তু ফয়েজ ভাইর বারোটা তখন বাজবে না তখন কি হবে কাইয়ূম ভাই?
ডাউট দিলেও উপরের সবার সাথে
সমকালীন সিসিবি ধারায় আমিও :khekz: :khekz: :khekz: :)) :)) =)) =)) 😀 😀 ;;; :pira:
হাহাহাহা.........কাইয়ূম ভাই এইটা কি দিলেন!! =)) =))
কাইয়ূম ভাইয়ের সাথে সহমত। :thumbup: :thumbup:
:pira:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কি বলেন ফয়েজ ভাই ??
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
উপরের সবাই রাত ১২টার পর আমার কাছে রিপোর্ট কইরো।
(ফয়েজ তোমাদের ডাকার আগেই আমার নিয়ন্ত্রণে নিয়া নিলাম আর কি!!)
;;; ;;; ;;; ;;; ;;; ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বারোটা বাজুক আগে, তারপর :grr: :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কমেন্ট বক্স চিকন হয়া নাই হয়া যাওয়ার আগেই বলি,
কার বারোটা বাজার আগেই ?? :grr:
(সানা ভাই নিয়ন্ত্রণে নিয়া নেওয়ার পরও আমার এই কমেন্ট করা ঠিক হইল না মনে হয় ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ফয়েজ ভাই মনে হয় ঘোড়া ডিঙ্গাইয়া ঘাস খাওয়ার মতলব করতেছেন......... 😛 😛
ঐ
পুলাপাইন, সীমা মেয়েটিকে লংঘন করিস না।
ফয়েজ ভাই, সরি বস ... 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আজ মনে হয় ঘুমটা হল না, তবে সানাউল্লাহ ভাই ই শেষ ভরসা। :awesome: :awesome:
দেখি আরেক্টু চিকন করঞ্জায় কিনা, কি বলেন কাইয়ুমভাই? :grr: :grr: :grr:
দেখি, ফজু ভাইরে এরেক্টু চিপায় ফালাই :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কেম, তোরে আর জুনারে খুব মিসেস করলাম আইজকা ...
(চিকনে আরেট্টু চাপায়া নিয়া আসি ... দেখি না কি হয় )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) :goragori:
আরও যাইব :awesome:
😀 😀 😀 😀
Life is Mad.
:hatsoff: :hatsoff: :hatsoff:
ভাইজান এক কাজ করেন, কাট পেষ্ট মাইরা আমাদের ছবিও বসাইয়া দেন। ;;;
' বাপ্তেই জলে চোক বিজে যায়' লেখা হইছে বস
৫ তারা দিয়া গেলাম
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তুমার জন্যও ৫ তারা ভালোবাসা, খাওয়া-থাকা ফ্রি!! ;;; ;;; ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাল বাসা'র সমস্যা একটাই ... ভাড়া বেশি
ফ্রি দিলেন যেহেতু ... সমস্যা আর রইল না।
কয় মাসের জন্য দিলেন ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমৃত্যু। যতোদিন বেঁচে আছি। :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:boss: :boss: :boss:
কাছে দূরের সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আকাশ তোমার :just: বন্ধুরে উইশ করছো?? জলদি.......... :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ধন্যবাদ সানা ভাই, সত্যিকারের উপকারি উপদেশ দেবার জন্য 😀
তবে আমার কোন :just: বন্ধু নাই ~x( ~x( ( যে আছে সে :just: না, আপনার দেয়া গানের মতো প্রানো বন্ধু :shy: :shy: :shy: আর উইশ মিস করব? ঘাড়ে মাথা আমার একটাই 😛 )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ঐ 😀 😀
বন্ধু দিবসের শুভেচ্ছা সবাইকে।
লেখা এবং গানের জন্যে ধন্যবাদ লাবলু ভাই।
সিসিবিকে একটু রঙ্গিন করে সাজানোর প্রস্তাব করছি গ্রাফিক্স টিমের কাছে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ঐ :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
সহমত। সিসিবিকে আজ মনের মতো সাজাও জিহাদ, কাইয়ুম। :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কাইউম-এর দাতাল হাসি সহ ঐ
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হাত ধরাধরি করা ৫ বন্ধু
আর "আয় আরেকটিবার আয়রে সখা"
ঝাক্কাস ...
(সিসিবি সবুজ হয়া গ্যাছে
গ্রীন গ্রীন আপ আপ)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:thumbup:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:thumbdown: :thumbdown:
সবুজ্রে :thumbdown:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম, তুমি থাকতে হলুদটা কৈ গেল? ~x( ~x( ~x(
যাক ইমোগুলা সব হলুদ............ ইয়েলো আপ........ আপ....... আপ......
:goragori: :thumbup: :goragori: :thumbup: :goragori: :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:hatsoff: :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
শুভ বন্ধু দিবস। ইয়েলো ইয়েলো আপ আপ...। :goragori: :goragori:
শুভ বন্ধু দিবস। ইয়েলো ইয়েলো আপ আপ…। :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
😡 😡 😡 😡 😡 😡
এসব মানি না, লাল গেল কোথায়............????
রেড রেড, আপ আপ :thumbup: :thumbup: :thumbup:
সিনিয়ররা কিছু বলার আগেই :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: সুরু করেছি।
রেড রেড, আপ আপ :thumbup: :thumbup:
রেড রেড, আপ আপ :thumbup: :thumbup:
রেড রেড, আপ আপ :thumbup:
ব্লু ব্লু আপ আপ...কদ্দিন পরে দিলাম রে...... 😀
শুভ বন্ধু দিবস। সুন্দর লেখার জন্য সানাউল্লাহ ভাইকে অভিবাদন।
হাসান দ্রুত সুস্থ হয়ে উঠো। আমরা সবাই তোমার পাশেই আছি। :hug: :hug: :hug:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
amar pic thik sana sir er pashe B-)
তালগাছ......... উকিঁ মারে আকাশে... :duel:
:duel: :duel: :duel:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহসান, সাবধান। গাছ কাইটা নিজের সর্বনাশ ডেকে আনিস না। 😡 😡 😡
কয়দিন ধইরা দেখি না আমাদের :just: জামাইরে। আহারে পোলাডা না খাইয়া শুকাইয়া যাইতাছে!! আয় ব্যাটা বুকে আয় :hug: :hug: :hug:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আপনের লেখা গরম গরম পড়তেছি আর কমেন্ট করতেছি
এমন সময় বউ আইসা পিছে দাড়ায়া খাওয়া দাওয়ার কথা কয় ...
আমি আবার মনোযোগ দিয়া একটার বেশি কাজ করতে পারি না
বিরক্তিসূচক 'আহ্হা' বলছি
বউ গাল ফুলাইছে
আমার বন্ধু দিবস গ্যাল বইলা ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:(( :(( :((
ওই জামাই তুই কান্দস ক্যান? তোরেও কি :just: ফ্রেন্ড বকছে?
তাইফুর, আগে বউ সামলাও........ ;;; ;;; ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
জামাই তার অনাগত ভবিষ্যতের কথা মনে কৈরা কান্দে :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বুঝলাম না, অনাগত ভবিষ্যত তো একটাই হয়!! জামাই কি বাবা হচ্ছে নাকি? কি যে দিনকাল পড়লো?? বিয়ার আগেই পুলাপাইন বাপ হইতে যাইতাছে!! কেম্নে কি??
😮 😮 😮
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
:awesome: :just: :awesome:
আহারে ভাবী, 😕
শুভ বন্ধু দিবস, সানা ভাই!
শুভ বন্ধু দিবস , সিসিবি!
ভালো থেকো, বন্ধু থেকো!
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ মিয়া,
ডিসপ্লেটা সেইরকম হইছে
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
B-)
সাতেও নাই, পাঁচেও নাই
ভালো থেকো জিহাদ। বন্ধুকে বর্ষার শুভেচ্ছা দিও সিসিবির বন্ধুদের পক্ষ থেকে। ;;; ;;; ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইমোশনাল হয়া গেলাম । মোবাইল থেকে বেশি কিছু কইতে পারলাম না । শুধু সিসিবির সবাইরে বন্ধু দিবসের শুভেচ্ছা ।
তোমার জন্যও শুভেচ্ছা আমিন। শুভ বন্ধু দিবস। :boss: :boss: :boss:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঠিকই বুইঝা ফালাইছিলাম আপনার বন্ধু কে? কিন্তু মাঝে নিলয় আইসা ভাবছিলাম ডজ খাইলাম বুঝি পরে দেখি ঠিকই আছে। কি যে ভাল লাগল যে সিসিবির সবাই মানে আমিও আপনার বন্ধু তালিকায় আছি (যদিও ছবি নাই কপিরাইট তাইফুর ভাই ) ।
ভাইয়া দেশে গিয়ে যেসব কাজের তালিকা আছে তার প্রথম দিকে এবিসি তে গিয়ে আপনার সাথে দেখা করা। বন্ধুতাকে :boss:
অপেক্ষায় আছি। দেশে আসো। একটা গেট-টুগেদার জইম্যা আছে!! :party: :party: :party:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
দূর্দান্ত ব্যানার :hatsoff: :hatsoff:
(সিসিবিও দেখি সবুজ হয়ে গেছে 😀 গ্রীন গ্রীন আপ আপ :thumbup: )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বন্ধুকে নিয়ে দাঁড়িওয়ালা বুইড়ার একটা গান দিলাম
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
জুমটা আজকা যন্ত্রণা দিতাছে। শান্তিমতো গানটা শুনতে পারতাছি না। কালকা বন্ধুত্ব নিয়া কয়েকটা গান দিমুনে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লেখাটা যখন পোস্ট করি তখন মঈনরে একবার উঁকি মারতে দেখছিলাম! দিহানটা গেল কৈ? মনে হয় সব বন্ধুদের জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনতে গেছে!!
:guitar: :guitar: :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইয়া খালি ব্যান্ড না, সবার জন্য ইস্পিশাল বিরিয়ানী বসাইছি আইজকা। তাই আমারে আগে দেখেন নাই। 😀
বিরিয়ানী বসাইয়া নিজেরাই খাইছে। আমি প্লেট নিয়া গেছিলাম, আমারে কয় তবারক শ্যাষ পরে আসো। x-( x-(
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমরা কিছুই পেলাম না... :thumbdown: :thumbdown:
দিহান, কি কমু। আজকাও আমার ঢেকুরে বিরিয়ানির গন্ধ আইতাছে। আহ্ বোরহানিডা যা আছিল, কি কমু! জবাব নাই। সালাদটা দারুণ! তয় বিরিয়ানিতে মনে হয়, লবন একটু বেশি হইছিল। 🙁 আর মাংসটা একটুওও পুইড়া গেছিল। 😛 আর আর... কমু। কই? সাহস কইরা কইয়া ফালাই। পোলাওটা একটু কম সিদ্ধ হইছিল। 😕 তবে এসব কোনো ব্যাপার না। মঈন কইলো, দারুণ রান্না হইছে! ওতো এতোদিনের সংসার জীবনে এর চেয়ে মজার বিরিয়ানি আর খায় নাই!! আমরাও সবাই সমস্বরে একই কথা কইছি! মাস্ফ্যুটা কোইত্থাইক্কা গন্ধে গন্ধে হাজির! পুরা কব্জি ডুবাইয়া খাইলো!! তাই আমাগোরে বেশি খাইতে হয় নাই!! আহ্ এখনো হাতে গন্ধ লাইগ্যা আছে!! ;;;
কি খাওয়াইলা দিহান ভাই!! (ক. রা : এবিসি রেডিও)
পালাই...... আজকা সন্ধ্যার পর থাইক্কা আমি লগ-অফ!! ~x( ~x( ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :gulti:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হায় হায়, এইটা কিভাবে চোখ এড়ায় গেলো আমার?
কষ্ট কইরা খাইতে পারসেন, এইটাই বেশী 😛
পরের বার ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করবো। 😀
বন্ধু্ত্বের ব্যাপার আসলেই আমি আমার ক্যাডেট কলেজ জীবনকে সবচেয়ে বেশি মনে করি। যদি আমি একজন ক্যাডেট না হতাম তবে আমি জীবনেও এত এত ভালো বন্ধু পেতাম না। আমি ক্যাডেট ছিলাম বলেই আজ সিসিবিতে এতজন বন্ধু্র সান্নিধ্য পেয়েছি। তাই জয়তু ক্যাডেট কলেজ(আমি একে বন্ধু্ত্বের সমার্থক বলেই মনে করি)। জয়তু সিসিবি। শেষমেষ জয়তু লাবলু ভাই।
জয়তু শার্লী, জয়তু আমাদের বন্ধুত্ব, জয়তু সিসিবি। :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
শার্লী ভাইয়া ক্যাডেটে না পড়েও এত ভালো বন্ধুদের পেয়েছি। আমিও কম ভাগ্যবতী না, কি বলো? 🙂
ভাইজান আমি বিয়ের পর মঈনকে দেখে খুব ভাবতাম আমি কেন ক্যাডেটে পড়লাম না, আমার এমন বন্ধু হইনি কেন? :bash: :bash: তারপর আস্তে আস্তে ওর বন্ধুদের নিজের বন্ধু হিসেবে পেলাম, ক্যাডেটে না পড়েও সিসিবি'তে আসতে পারলাম। সবার মনে জায়গা করে নিতে পারলাম। এখনতো এত বন্ধুর ভীড়ে মনে হয়, লোকসান কিছুই হইনি। 😀
সবাইকে বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা ...
জয়তু সিসিবি, জয়তু আমাদের বন্ধুত্বতা। :salute:
দিহান ভাবীর চমৎকার কমেন্টে :thumbup:
🙁 🙁
ইয়েলো ইয়েলো আপ আপ 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:goragori: :goragori: :goragori:
লেখাটা খুব ভালো লাগল।
সিসিবি যে আমার কতটা অংশ জুড়ে থাকে এটা মনে হয় এখানে কাউকে বুঝিয়ে বলতে হবে না, কারণ আমি জানি সিসিবিকে নিয়ে সবার অনুভূতিটুকু প্রায় একই।
জয়তু সিসিবি, জয়তু আমাদের বন্ধুত্ব
:boss: :boss:
সানা ভাই,
আবেগে সবটুকু এখনই বিলায়া দিয়েননা, আমার জন্যও খানিকটা রাইখেন। আর মাত্র সাত দিন পরেই আসতাছি।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ ভাই ...
আবেগ ধইরা রাখতে পার্তেছি না ...
তাড়াতাড়ি আসেন বস
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুরের মন্তব্যে সহমত। মাহমুদ জলদি আসো। আমরা দিন গুনা শুরু কইরা দিলাম।
১. ২ আগস্ট :teacup:
২. .......
:guitar: :guitar: :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
খাওয়া দাওয়াটা কোথায় হল :(( :(( :(( :((
মাসরূফ ভাই একটা খবরএ দিলেন না
ঐ মিয়া,
খাওয়া-দাওয়া নয়, আমি 'বন্ধুত্ব' বিলানোর কথা কইছি।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
এই চান্সে জুনিয়রগুলা কান্দে উইঠা লাফালাফি করতেছে, পাংগাইতেও পারতেছিনা। 😡 😡
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমিও কান্দে উঠপো ভাইয়া 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
রাত ১২টা পর্যন্ত পাঙ্গানি বন্ধ। জুনিয়ররা যা ইচ্ছা কইয়া লও। :awesome: :awesome: :awesome:
খালি সীমা লংঘন করিও না। কারণ সীমা লংঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। :guitar: :guitar: :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাইয়ের এত বড় লেখায় আজকে আর ফাকিবাজী ইমো কমেন্ট দিব না 🙂
অনেক কথাই বলতে চাইছিলাম কিন্তু পোস্টে সানা ভাই উপরে সবাই সব কথা বলে দিছে তাই আর নতুন করে বলার কিছু নাই 🙁 তাই সিসিবির সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা। আশা করি সবার জীবন টা কাটবে দারুণ সব বন্ধুদের মাঝে
মানুষ তার স্বপ্নের সমান বড়
উপরের কমেন্টে সানা ভাইয়ের পর একটা "আর" যুক্ত হবে 🙁
মানুষ তার স্বপ্নের সমান বড়
উপরে দুই জায়গায় "সানা ভাই" শব্দটি আছে ...
"আর" যুক্ত হবে কোথায় কোথায় ?? :-B
দুই জাইগাতেই ?? :-/
নাকি দ্বিতীয় জাইগায় ??
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই আমারে তো পুরা ক্রস্ফায়ারে ফেললেন 🙁 ' আর' টা শেষের সানা ভাইয়ের পরে হবে 😕
মানুষ তার স্বপ্নের সমান বড়
:goragori: :goragori:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
রাশেদ, রাত ১২টার পর ফয়েজের কাছে রিপোর্ট কইরো!! প্লিইইইইজ......
:no: ;;; :no: ;;; :no: ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ফয়েজ ভাই এখন সেই রকম ত্রাস ... :chup:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আইচ্ছা এডু স্যাররে অন-প্যারেড দেখা যায় না ক্যান? মেল্লা ফাকি মারতেছে দেখি, পিটিতে নাই, গেমসে নাই, প্যারেডে নাই, প্রিন্সিপাল ইন্সপেকশনেও নাই, ঘটনা কি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সুন্দরবন তালিকায় উঠার পর থিকা অ্যাডজুটেন্ট বনবাসে গেছে.... 🙂 🙂 🙂
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
তাইলেই হইছে :-B
উনি যেই রকম পরিস্কার পরিচ্ছন্নতা সচেতন ~x(
জংগল আবার সাফ-সুতরো কইরা না ফ্যালে ... :duel:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
নিজেরটা শুদ্ধা??
:khekz: :khekz: :khekz:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:)) :))
সানা ভাইয়ের আর এত বড় লেখায় আজকে আর ফাকিবাজী ইমো কমেন্ট দিব না 🙂
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ধুর ... ঘাপলা কইরা ফেলছি :no: :no: :no:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঘাপলা কইরাও ভাল হইছে। :gulli2: :gulli2:
শুভ বন্ধু দিবস............ :just: বান্ধবি দিবসও ;;;
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো বউ জানে? :dreamy: :dreamy: :dreamy:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
"বউ কথা কও" টিটো'র বউ জানে, এবং এই বিষয়ে কথাও কয় 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
গত তিন দিন এককের ট্যুর এ ঢাকার বাইরে থাকার কারনে কোনো কমেন্ট করা হয় নাই। আজকে সকাল এ আইসাই আপনার এই লেখা পইড়া ইমোশোনাল হইয়া গেলাম। :boss: :boss:
যদিও আপনার সাথে আমি নাই ছবি তে তাই আমি আমার ব্যান চাই।
সিরিয়াস কমেন্টঃ তাইফুর ভাই এর সাথে সহমত।
অনেক বড় ভাই পেয়েছি। কেউ হয়তো বা খুব শাসন করে, কেউ আবার খুব কেয়ারিং, কেউ আবার খুব মজা করে, কেউ সহজেই আপন করে নেয়। কিন্তু আপনি যেনো এই সব গুলার ককটেল। যদিও আপনার সাথে বেশি কথা হয় নাই এখনো, তবুও আপনি আসলেই অসাধারন এক বড় ভাই। আমি সবসময় আফসোস করতাম, আমার কোনো বড় ভাই নাই। এখন আর সেইটা নাই।
যদি এই বিষয়ে আমি কিছু বলি তাহলে সেটা বেশ সমস্যাই হবে। আর আমাদের জীবনটাই তো সমস্যায় ভরা। এতো সব সমস্যা নিয়ে আমাদের চলতে হয় যে কি বলবো। তবু রবিন আমি তোমার ইমোশনকে সম্মান করি। তোমার ভালোবাসা আমাকে অভিভূত করেছে। তাই আমাদের বন্ধু বিশিষ্ট কাব্য সমালোচক তাইফুরের ভাষায় বলতে হয়,
😕 😕 😕
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
;)) ;))
:-B
এইখানে এইগুলা কি হচ্ছে? :-B
রবিন, বিয়াদ্দপ পোলা, আমারে চোখে পড়ে না? 😡
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এইখানে বড় ভাই নিয়া আবেগ তাড়িত কথা হইতেছে বস ...
দুলাভাই'দের নিয়া আমরা পরে আবেগায়িত হব।
- কাইউম
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কি বলেন কাইয়ূম ভাই? 😉
লাবলু ভাইরে ককটেল কৈছো, তাইলে এখন আমরা 'শাসন করা সিনিয়র' হয়ে যাই সিনিয়রের লট থেকে :grr: ..
বেলাডি পিরা, যা লুংগি পিরা জিপির একটা টাওয়ারের লগে লংআপ হয়ে থাক :grr: :grr:
দেখি আদর করা কোন সিনিয়র আইসা গেট আপ করায় এখন :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
এক্কেরে ছোবড়া বানাই ফেল।
আর কামরুলের হাড্ডির গুড়া গুলা তো এখনো পাই নাই, কুরিয়ার কর নাই তুমি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ, কামরুল : আজ রাত ১২টা পর্যন্ত জুনিয়ররা স্বাধীন, মুক্ত। আজ বন্ধু দিবস। আজ বাঘে-মহিষে একঘাটে পানি খাবে!! ;)) ;)) ;))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ও,কে রবিন গেট আপ ...
কেউ জিগাইলে কইস, তুই আমার ডিস্পোজালে আছস ...
ইয়ে ... কাইউম, দোস্ত ইট্টু শুইনা যা ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ফয়েজ ভাই,
কাইউম'রে এত তাড়াতাড়ি ছাইরা দিলেন ... উপরে আপনার ভুল-টুল ধইরা ... ছিঃ ... এভাবে কেউ সিনিয়র কে বলে নাকি ??
নিজে দেখেন ঠিকই রবিন'রে লং-আপ করায়া কয়
লং-আপ করায়া কেউ গেট-আপ করায় না গেট-ডাউন করায় ...
কি বলেন কাইউম ভাই ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:tuski: :tuski: :awesome: :awesome:
কাইয়ুম না কইয়া কামরুল কইছে :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:khekz: :frontroll: :khekz: :frontroll:
:khekz: :frontroll: :khekz: :frontroll:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:tuski: :goragori: :khekz:
:tuski: :goragori: :khekz:
:tuski: :goragori: :khekz:
:tuski: :goragori: :khekz:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামস, কাইয়ূম ভাই রে ঠান্ডা কুক দে। মাথা গরম হইয়া গেছে
কাইয়ুমরে রাত ১২টার পর থেইক্কা আমি দেখমুনে..... বয়েজ :just: এনজয়!! :thumbup: :thumbup: :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কাইয়ূম ভাই
বেস্ট অব লাক :grr: :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ঐ কামরুল, ১২ টার পরে প্যারেডে ফল-ইন, হাফ-প্যান্ট গেঞ্জি আর পিটি সু। সাথে রবিনরেও রাখিও।
বহুদিন মনের সুখে পাংগা দেয়া হয় না। :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমি আবার কি করলাম???? 😕
ফয়েজ ভাই
১২টার পরে লাবলু ভাই দাওয়াত দিছে আমারে আর রবিনরে।
আপনার দাওয়াত রাখতে পারলাম না বলে দুঃখিত তবে অন্য একদিন আসবো কথা দিলাম। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
দিহানের পাঠানো বিরিয়ানি ডিএইচএল এইমাত্র এবিসিতে দিয়া গেল। রাত ১২টার পর স্পেশাল ডিনার.......
সব জুনিয়র ফল-ইন......
:party: :party: :party:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ফয়েজ ভাই, আমিও কামস এর সাথে গলা মিলিয়ে কথা দিলাম, আরেকদিন আপনার দাওয়াত রাখবো।
কি বলেন কাইয়ূম ভাই? 😛
আজ রাত সাড়ে ৯টায় এবিসি রেডিও'র হিন্দি হিটসে শুনো বন্ধু নিয়ে সব গান। বিখ্যাত শোলে থেকে শুরু করে সব........
দেখি রাতে বন্ধুত্ব নিয়ে ৩/৪টা গান পোস্ট করতে পারি কিনা....... শুভমিতা থেকে শুরু করে......... থাক বাকি নামগুলা পরে কমুনে....... :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বন্ধু দিবসের শুভেচ্ছো।
জয়তু সিসিবি ...
অফটপিকঃ ম্যালাদিন গেটটুগেদার হয় না। :no:
কী বলেন কাইয়ূম ভাই?' :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কী বলেন কাইয়ূম ভাই? :grr: :grr:
কী বলেন কাইয়ূম ভাই? :grr: :grr:
কি বলেন ঐ ভাই ? :grr: :grr: :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইবারের গেট-টুগেদারটা র্যাব-৩-এ করলে ভালো হয়। আমাদের হয়তো এনকাউন্টারের একটা প্রত্যক্ষ অভিজ্ঞতাও হতে পারে!! কি বলেন তাইফুর ভাই :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এনকাউন্টার কি আর বইলা কইয়া আসে ডাক্তার সাব ...
(কপিরাইটঃ টিভি এ্যাড "কোন কোন মা বোনেরা কয় ...
রোগ বালাই তো আছে দুনিয়ায়
ভাল থাকার আছে যে উপায়)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আগে থেইক্কা তারিখ কইরা তারপর ডাকলেই তো হয়....
কি বলেন তাইফুর ভাই..... :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইট্টু দাড়ান বস, কাইউম'রে জিগায়া লই ...
কি বলেন কাইয়ুম ভাই ?? :grr: :grr: :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বন্ধুরে এনকাউন্টার?? কয় কি?
কি বলেন তাইফুর ভাই? B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আরে না বস, যে কোন কিছু বলার আগে আমরা কাইউম কে একটু জিজ্ঞাসা করে নেই আর কি ...
কি বলেন কাইউম ভাই ?? :grr: :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কাইয়ুম তো রাত ১২টা থেইক্কা এবিসিতে ফল-ইন?
কি বলেন কামরুল ভাই B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
জুনিয়রের সামনে সিনিয়র'রে পাংগাইবেন ...
দেখি কাইউম কি বলে ...
কি বলেন কাইউম ভাই ... ?? :grr: :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সরি জবাব দিতে দেরি হইলো! ক্রিকেট বোর্ড মিস্টি পাঠাইছিলো!! প্রমিনেন্টের!!! রাতে আবার বিরিয়ানি আছে!!!! (ঢেকুরের ইমো)
তাইফুর বোধহয় উপরের মন্তব্য দেখো নাই। ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
চরম চরম জেলাসিত। মিষ্টি খাইতাম চাই প্রমিনেন্টের, বিরানি খাইতাম চাই , স্পেশাল ডিনার ও খাইতাম চাই। (আফসোসের ইমো)
দেশে আসো সব খাওয়ামু......... :hug:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই
সত্যি সত্যি ১২টার সময় আসুম নাকি? আমি আর কাইয়ূম ভাই কিন্তু ফ্রি আছি 😀
বিরিয়ানী না পাই, একটু চা খাইতাম একসাথে 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমিও খাপো 🙁
ঐ আর কি
কাইয়ূম ভাইরে আইজকা দেখা যাইতেছেনা? :-B
কি করছেন উনারে তাইফু ভাই? :no:
ভাইজান শরীরটা বালা? বন্ধুত্ব দিবস কেমন গেলো?
আমার পাঠানো বিরিয়ানীর সাথে সবাইকে ফ্রেন্ডশীপ ব্যান্ড গুলোও সাথে সবাইকে দিয়া দিয়েন। ব্যান্ডের সাথে সবার নাম যুক্ত আছে, ;;;
হ, শইলডা ভালা। তোমার বিরিয়ানি খাইয়া মনডাও ভালা। মন্তব্য এইখানেই করতে থাকো। উপরে যাইও না, হ্যা। লক্ষ্মী বোন আমার!! :hatsoff:
আমি কি থাকমু না পালামু? ~x(
কি বলেন কাইয়ুম, তাইফুর, কামরুল ভাই??
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
থাকেন থাকেন, কিছুক্ষন পর আমাদের সিসিবি লাইভ ক্রিকেট শুরু হবে। 😀
আমার নাম লেখা ব্যান্ড কই?
উনি আমারেও ব্যান্ড দেয় নাই, আমিই দেই ব্যান 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
যাও, তাড়াতাড়ি। লাবলু ভাইকে বলো। ব্যস্ত মানুষ ভুইলা গেসে। 😛
ছোট ভাইয়া কি পাঠাইলি, তোর গায়ক পালাইসে খাঁচা ভাইঙ্গা। 😉
জুনিয়র পোলাপাইন এতো বেয়াদ্দপ!! ডিএইচএল এক্সপ্রেসে তিনদিন আগে পাঠাইছি। রকিবের রিসিভড মেমোও আমারে দেখাইলো!! অহন কয় পায় নাই? লাগবো না তোর ব্যান্ড! ফ্রেন্ডশিপ শ্যাষ। অহন লুংগি পিড়া এই পোস্টের পিছনে লং-আপ হইয়া থাক। :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
রবিন, তোমার ব্যান্ডটা র্যাব-৩-এ পাঠাইয়া দিসি। ওইখান থাইক্কা সংগ্রহ কইরা নিও। আরো যারা যারা দিহানের পাঠানো ফ্রেন্ডশিপ ব্যান্ড পাও নাই, তারাও ওইখানে যাইও!!
:duel: :duel: :duel:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই......আমি ফ্রেন্ডশীপ ব্যান্ড পেয়ে গেছি। 😀
(না পাইলেও কইতে হইল পাইছি। হুদাই র্যাবের এনকাউন্টারে পড়ার ইচ্ছা নাই আমার...... 😕 )
:gulli2: :gulli2:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😕 :no:
:khekz: =))
=)) 😀 =))
:hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
Life is Mad.
সায়েদ মামা চিপায় খাড়ায়া টুপি খুইলা মাথায় বাতাস লাগ্য দেখি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
লাগায় হবে ... :-B
(কেম, তোরে একটা সুযোগ দিলাম ... :bash: )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই...কোথায় লাগায়??? :-B
বিয়াদ্দপ পুলা ... x-(
কেম'রে গতকাল দুইবার ভুল ধইরা ভাব্লাম অরে একটা চান্স দেই ...
গলত ফায়দা উঠাবি না কইলাম ...
শুধু কেম এর জন্য উন্মুক্ত ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:grr: :grr: :grr:
আই হাই আমি দেখি পুরা ফোকাসে !!!!!! :awesome: :awesome:
সানা ভাই আপনি বস :boss: :boss: :boss:
থাঙ্কু থ্যাঙ্কু ছবিখানা দেয়ার জন্য 😀 😀 😀 বড়ই সৌন্দর্য :shy:
আমি সিসিবি রে বড়ই মিস করি :(( :((
পুরা ফোকাসে থাইকা ১৮৯ তম কমেন্ট ...
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দেরী হয়ে গেল দেখি । সবাই ভাল থাকুন ।
সবি বুঝলাম। কিন্তু লাবলু ভাইয়ের রেজওয়ানের দিকে নজর কেনু, কেনু কেনু? 😛
তোমার দিকে নজর দিলেও একই প্রশ্ন উঠতো বলে!! B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
=))
=)) :shy: :shy: :shy: :shy: =))