আমগোর আছিল শম্পা ম্যাডাম। পুরা কলেজের রানী। আন্ডা-আব্বা হুদা না সিনিয়র-জুনিয়রেরও বালাই নাই। পোলাপাইন খালি তসবি নিয়া জপে শম্পা, শম্পা। কেউ কেউ গভীর রাইতে উদাস হইয়া দরাজ গলায় হিন্দি সুরে গান ধরে “শম্পা শম্পা, ও মাই ডারলিং…..”। হাহ…
এইরকম একদিন সকাল ১০টা-১১টা অইবো। কুনু কারণে নির্ধারিত শিক্ষক ক্লাস নিতে আসে নাই। পোলাপাইন গ্যাজাইতাছে। কেউ কেউ আবার ব্ল্যাকবোর্ডে নানা সৃজনশীল আঁকাঝুকিতে ব্যস্ত। কে হইতে পারে এইডা, মিজান? হয়তো “ওয়াটার অব দ্যা ওয়ার্ল্ড” আখতারের ড্রয়িং করতাছে। তহন তো আর ব্লগ আছিল না। এমন সময় কার জানি নজর গেল প্যারেড গ্রাউন্ডে। সঙ্গে সঙ্গে কাউয়ার মতো তারস্বরে চিত্কার “শম্পা, শম্পা”!! পুরো ক্লাস হুমড়ি খাইয়া পড়লো। ডারলিং শম্পা নিবিড় সাইকেল চর্চায় ব্যস্ত। পা দিয়ে সাইকেলের প্যাডেলে হেয় এক একটা চাপ দেয় আর গুড়াইয়া যায় কচি কচি আমাগোর হৃদয়। প্যারেড গ্রাউন্ড চক্কর দিতাছে শম্পা, আর হাভাইত্যার মতো পোলাপাইনগুলা হা হইয়া দেখে তার সৌন্দর্য্য! সে সব বড়ই সৌন্দর্য্য!!
না, ঘটনা এইহানেই শেষ না, ২১তম ব্যাচের চিত্কার চেচামেচিতে পুরো কলেজে নাড়া খায়। টিকতে না পাইরা টিচার্স লাউঞ্জ থেকে বাইরাইয়া আসেন মি. বাত্তি। আবুল আশরাফ নূর। বকাঝকায় শেষ হয় না, পুরা ক্লাসের পাঙ্গা, মানে একস্ট্রা ড্রিল।
ভুইল্যাই গেছিলাম এইসব পোলাপাইন্যা কাজকামের কথা। এইগুলা কি এখন আর বলা যায়? পোলাপাইনের বাপ হইছি না! হুনলে মানুষ কইবো কি? কিন্তু হালার এই পোলাপাইন্যা ব্লগে আইস্যা পুরান কাহানি নতুন কইরা মনে পইড়া যায়। “জাগো বাহে. কুনঠে সবাই! নুরুল দিনের কথা মনে পড়ে যায়”।
না আমাগোর ক্যাম্পাসের রানী শম্পা কইলাম শিক্ষক না। শিক্ষকের কইন্যা! সত্তুরের দশকের ক্যাডেট কলেজ ক্যাম্পাসে পুরুষেরাই রাজা। সাহারা মরুভূমিও এমন শুকনা না। নারীর কোনো বালাই একাডেমিক ব্লকে নাই। নারী বলতে আছিল তরুণ শিক্ষকের ইস্ত্র্রী আর বয়সীদের কইন্যারা। শম্পা মি. নাসির চৌধুরীর কইন্যা। ওই ফৌজদারহাট দ্যাশে তহন শম্পা আর অম্ভি- দুই বোন আছিল। পুরা ক্যাম্পাস জাগাইয়া রাখছিল হেরা। মিসেস নাসিরও আছিলেন ক্যাম্পাসের আরেক আলোচিত চরিত্র। তিনি যহন মি. নাসিরকে নাম ধইরা ডাকতেন মনে হইতো পুরা ক্যাম্পাস থরথর কইরা কাঁপতাছে।
তয় আমরা অপেক্ষা করতাম মাসে একটা প্যারেন্টস ডে’র জইন্য। সেদিন সিনিয়র-জুনিয়রদের বোনরা সাজুগুজু কইরা আসতো ক্যাম্পাসে। মনে হইতো স্বর্গ থাইক্যা উর্বশী, রম্ভারা ধরণীতে নাইম্যা আইছে। হাহ, আমরা তহন রোমিও হইয়া তাগোর সামনে দিয়া ঘুইরা বেড়াইতাম, একটু সুনজরের লাইগ্যা!! তাও কি আর মিলতো??
[বি. দ্র. : ইহাকে একটি আক্ষেপ রচনা বলা যায়। ব্লগে পোলাপাইন যেভাবে সাম্প্রতিক সময়ের নারী টিচিং স্টাফদের নিয়ে প্রেম কাহানি লিখছে তাতে খালি একটা কথাই মনে হয়, হায়- কেন যে ষাটের দশকে জন্ম নিলাম!]
সানা ভাই, আপনে তো পুরা উলটা। আমি সিনিয়ার লোকজনদের দেখছি তারা খালি হা হুতাশ করে, তাঁদের সময়ে তাঁরা কি করতেন আর এখনকার পোলাপাইন কত নচ্ছার।
শম্পা ম্যাডামরে :gultiঃ
বুঝলাম বড় ভাইরাও একদিন আমাদের মতো ছোট এবং বদ আছিল। 🙂
আমিও ঠিক এইডাই বুচ্ছিলাম। কিন্তু কওয়ার ভাষা খুইজা পাইতাছিলাম না। মনের কথা বইলা দেয়ার জন্য থ্যাঙ্কু।
আর সানাউল্লাহ ভাইরে :salute: ফর দ্য গ্রেট আক্ষেপব্লগ.
=)) =))
লাবলু ভাই,
বস, এই নাসির স্যার কি সেই বিখ্যাত নাসির স্যার? মানে মুনীর চৌধুরীর ভাই? উনাকে এবং উনার মেয়েদেরকে সমসাময়িক সিসিবি'য় ধারা বজায় রেখে :salute:
নূর স্যারের ছেলে ফিদা নূর আমাদের সময় এ্যডজুটেন্ট ছিলেন। খুবই নাইস পারসন ছিলেন। উনারেও :salute:
আর আপনারা যারা শম্পা ম্যাডামে মশগুল ছিলেন তাদেরও :salute:
এইরকম একটা আক্ষেপ রচনার লাইগা আপনেরে একটা এক্স্ট্রা :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
যথার্থই ধরেছ, শম্পার পিতা মি. নাসির শহীদ মুনীর চৌধুরীর ভাই। আরে শম্পায় মশগুল ছিল কে না?
মি. নূরের ৭২তম জন্মবার্ষিকী কদিন আগে আমরা পালন করলাম ক্যাডেট কলেজ ক্লাবে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আহারে!!! =((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:goragori: :goragori: :goragori:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আহারে! আমরাও প্যারেড গ্রাউন্ডে চক্কর দিতাম.....পাঙ্গা লাগলে আর কি 😀 😀 । সেইটার সৌন্দর্য অবশ্য কখনও বিবেচনায় আসে নাই।
Life is Mad.
এইভাবে :frontroll: :frontroll: :frontroll:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀 আমাগো ব্যাচের রংপুরের এক দোস্ত প্রিন্সিপালের মাইয়ার লগে পেরেম কইরা পত্রসহ(মাইয়ার) ধরা খাইছিল- সত্যি মিথ্যা জানি না,শুঞ্ছি খুব শিগগিরি আমরা চাচা হইতাছি
হমম....কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুস্ঠানে প্রিন্সিপালের দুইমেয়ে আসত। সীটের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা সাবধান হয়ে বসে আড়চোখে যতখানি পারি "আড়চোখভরে" দেখেনিতাম।
মিস্টি খাওয়াও জলদি। নইলে :frontroll: :frontroll: :frontroll:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
@ মাসরুফ। চাচা হইতাছো, নিশ্চয়ই বুঝতে পারছো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
পোলাপাইনের বাপ হইছেন তো কি হইছে ? ক্যাডেট তো রইয়াই গেছেন , না? লজ্জা না কইরা বাকি কাহিনীগুলিও ঝাইরা দেন।
এরপর কি ক্যাডেটদের আলুরোগ নিয়েও লিখতে হবে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
পোলারে এই ব্লগ না দ্যাকতে দিলেই হইল 😀 পোলারে(আমাগো ভাতিজা)কইবেন এইটা হইল বড় মানুষের ব্লগ,তার চাচাদের।এইখানে দেশ, রাজ নীতি,অর্থনীতি,বিজ্ঞান ও প্রযুক্তি নিয়া বড় বড় গবেষণা হয় এইখানে আইলে ওর বোরিং লাগবো 😛
:khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
দেশ, রাজ নীতি,অর্থনীতি,বিজ্ঞান ও প্রযুক্তি নিয়া বড় বড় গবেষণা হয় এইখানে আইলে ওর বোরিং লাগবো
😀
সিপিডিতে এক গবেষক নিজের ডেস্কে গেম খেলায় ব্যস্ত। এমন সময় সে আবিস্কার করে রেহমান সোবহান তার পেছনে দাঁড়িয়ে গভীরভাবে কম্পিউটারের দিকে তাকিয়ে আছেন। থতমত খেয়ে ওই গবেষক বলে, "স্যার কম্পিউটারে ভাইরাস অ্যাটাক হয়েছে। ওগুলো ধ্বংস করছি।"
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:clap: :clap:
=)) =)) =))
মাসরুফ,আমাগো ভাতিজা দেখলেই বা কি সমস্যা......শিখুক কিছু।
আইচ্ছা,ঠিকাছে-আপনেও তো আল্লাহ দিলে বাপ হইবেন-আপ্নের যাবতীয় কুকামের লিস্ট(চিত্র সহ) আমি ভাতিজারে নামতা পড়ানোর মত মুখস্ত করামু দেইখেন x-(
বোঝা যাচ্ছে এই বিষয়ে ক্যাডেটদের মধ্যে ঐকমত্য নাই, তাই ব্লগে ভাতিজাদের প্রবেশ নিষেধ।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাতিজাদের প্রবেশ নিষেধ হইলে ভাতিজি-জামাই কোন গুণে শ্বশুড় সম্প্রদায়ের সেই রকম কীর্তি পড়ার সূযোগ পায়?
বস লেখা পড়ে ভালো লাগল। :salute:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ধন্যবাদ টিটো। তোমার লেখাও পছন্দ করি। :salute:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই 😀
কিছু বললেন মনে হয়? 😀
আমি তো কিছুই বুঝলাম না
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
শম্পাকে কি শেষ পর্যন্ত কোনো ক্যাডেট বিয়ে করেছিল?
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস্, রহস্যের গন্ধ পাইতাছি B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
কাহানিতে রহস্য না থাকলে কি জমে? :khekz:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইজান পুরা ভোকিয়া :gulli2: :gulli2: :gulli2:
জিহাদ
ভোকিয়ার একটা আলাদা কার্টুন দেও...।
< তয় আমরা অপেক্ষা করতাম মাসে একটা প্যারেন্টস ডে’র জইন্য। সেদিন সিনিয়র-জুনিয়রদের বোনরা সাজুগুজু কইরা আসতো ক্যাম্পাসে। মনে হইতো স্বর্গ থাইক্যা উর্বশী, রম্ভারা ধরণীতে নাইম্যা আইছে।>
এই অনুভুতিটাও একটা চিরনতন ক্যাডেট অনুভুতি!!
সঠিক...।
@ এহসান ও তৌহিদ, কি আর করবা, জাবর কাটো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:(( :(( :((
ক্যান মনে করায়া দিলেন ভাই??? নেজিউ (nsu) তে গেলে কত মাইয়া দেখি, তাও সেই (!!) ফিলিংসটা হয় না, আইজ ক্যান জানি আবার মুনে পইড়া গেল। খেলুম্না। :bash: :bash: :bash: :bash:
হ রে।বিশেষ কইরা নসুর ইংলিশ ডিপার্ট্মেন্টে কত্ত অপ্সরা দেখি আমার পাশের টেবিলে বইসা ঠ্যাং চেগায়া ঢলাঢলি করে-যেমন সোন্দর চেহারা তেমন সংক্ষিপ্ত পোশাক-কিন্তু কেমনে কি?সেই প্যারেন্টস ডে তে দেখা হলুদ জামার সেই রূপবতী অথবা কলেজ পিকনিকে নড়াইলের সেই ডাগর নয়না তন্বীর কাছে তারা আসতে পারল কই?
অফ টপিক-নেক্সট টাইম নেজিউতে আইলে খালি মাইয়া না দেইখা এই বড় ভাইরেও এট্টু স্মরণ করিস।আখেরে ভাল হইব। 😛
আফনে কি নেজিউ তে নাকি? আমি তো জান্তাম আফনে অস্ট্রেলিয়া তে।
ঠিক আছে, আফনেরে স্মরণ করা আমার জন্য ফরজে আইন হয়া গেল। আইতাছি।
x-( ওই সিসিবি সমাবেশে আমার ছবি দেখস নাই বেটা আন্ধা?আমি অস্ট্রেলিয়া হমু কেমতে?আমার নেজিউ লাইফ শেষ এখন অইখানে ছাত্রছাত্রীদের(বিশেষ করে সুন্দরী ছাত্রীদের)ইঞ্জিরি শিখতে সাহায্য করি।আইসা পড়িস-সিস্টেম কইরা দিমুনে 😉
ভালো, ভালো। ছাত্রীদের ইঞ্জিরি শিখানো!! ভালো। তুমি আর কি কি পারো মাসরুফ?? খাওয়া-দাওয়া, ইঞ্জিরি...। আর আর। গুণের বিস্তারিত বিবরণ দাও। দেহি কোনো 'সিস্টেম' করা যায় কিনা!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:shy: ছি ছি সানাউল্লাহ ভাই এইগুলা কি কন।আমি এট্টা আমড়া কাঠের ঢেঁকি,অকাল কুষ্মাণ্ড,পদ্মফুলে গোবর,নেই আঁকড়া, ঊণপাঁজুরে বেইললেস পুলা 🙁
চাইর আনার পালংশাক তার আবার ক্যাশমেমো-আমার আবার সিস্টেম 🙁
আমড়া কাঠের ঢেঁকি,অকাল কুষ্মাণ্ড,পদ্মফুলে গোবর,নেই আঁকড়া, ঊণপাঁজুরে বেইললেস পুলা, চাইর আনার পালংশাক তার আবার ক্যাশমেমো
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এখনো কেউ লাইন দেয় নাই? ;))
সানাউল্লাহ ভাই,
বস্,:boss: :boss: :boss:
সিপিডির ঐ গবেষক কি এক্স ক্যাডেট? :grr:
আমাদের কাইয়ূম ভাইয়ের ও শম্পা ভাবী আছে, এখন দেখি প্রিন্সিপাল স্যারের আছে শম্পা রাণী। 😕
তুমি আবার এইসব পুরান ব্লগ খুঁইজ্জা বাইর করতাছো!! ভইনরে মাফ কইরা দাও। আমি এখন খুব ভালো একজন মানুষ। চরিত্র খুবই সাদা। খালি সুন্দরীদের দেখলে মন খারাপ লাগে.......
😛 😛 😛
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইজান রিভিসন দিচ্ছিলাম।
" আমাদের প্রিন্সিপাল স্যারের চরিত্র, ফুলের মত পবিত্র "
B-) 😛
এই তো ঠিক বুঝছো। ভালো মেয়ে। :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀 😀 😀
৫০ B-)
এতো পুরান পোস্টে হাফসেঞ্চুরি!! নাও রকিবের দোকানের স্পেশাল মালাই :teacup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
থ্যাঙ্কু ভাইজান। 😀
আহা আহা আহা 😡 :dreamy:
চ্যারিটি বিগিনস এট হোম