আজ ফেসবুকে রাজশাহী ক্যাডেট কলেজ গ্রুপ হতে মন খারাপ করা একটা খবর পেলাম। ৩৭ তম ব্যাচের রায়হানুল ইসলাম পদ্মা নদীর ভাঙ্গনে রাজশাহী ক্যাডেট কলেজ কেমন হুমকির মুখে রয়েছে তা কয়েকটি ছবি দিয়ে বুঝিয়েছে। তার অনুমতি নিয়ে ছবি গুলো সিসিবিতে প্রকাশ করছি-
রায়হান অধ্যক্ষ স্যারের একটি আবেদনও পিডিএফ আকারে আপলোড করে। সেটি দেখার সুবিধার্থে জেপিজি করে দিলাম।
আমার প্রিয় কলেজকে নিয়ে আমি শংকিত। রাজশাহী ক্যাডেট কলেজকে রক্ষায় সংশ্লিষ্ট সবাই এগিয়ে আসুন।
ছবি গুলো দেখে আমরাও শংকিত। 🙁
নিশ্চয়ই কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবেন।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
আশা করি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবেন।
পুরাদস্তুর বাঙ্গাল
এইটা কি দেখাইলেন ভাই! 🙁 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
এটা সত্যি। রাজশাহীর স্থানীয় কয়েকটি পত্রিকায় খবরটি ছাপা হয়েছে। এটা দেখ।
পুরাদস্তুর বাঙ্গাল
এ সংক্রান্ত খবর দৈনিক যুগান্তর -এ পাওয়া যাবে।
পুরাদস্তুর বাঙ্গাল
এটা হতে দেয়া যায় না। কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেয়া উচিত।
:thumbup: :thumbup:
পুরাদস্তুর বাঙ্গাল
সম্ভাব্য কর্তৃপক্ষ-
১। পানি উন্নয়ন বোর্ড
২। প্রতিরক্ষা মন্ত্রণালয়
৩। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়
পুরাদস্তুর বাঙ্গাল
যত টাকা লাগুক, বাধ দেয়া হক, গভমেন্ট শুড তাকে নেছেছারি একশন .
:thumbup: :thumbup:
পুরাদস্তুর বাঙ্গাল
এটা মেনে নেয়া যায় না...আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😡 :thumbup:
পুরাদস্তুর বাঙ্গাল
পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে। গতকাল অধ্যক্ষ স্যারের সাথে কথা হয়েছে। যারা সাপোর্ট দিয়েছেন সবাইকে ::salute::
পুরাদস্তুর বাঙ্গাল
দুঃখিত 🙁 এক বছর পূর্ণ না হতেই আবারও নদী ভাঙ্গন 🙁 🙁 🙁
পুরাদস্তুর বাঙ্গাল