রাজশাহীর পোস্ট যখন ৭ টি মাত্র তখন আমি সিসিবিতে প্রথম আসি। আজ সেই পোস্ট সংখ্যা ১০০ তে বেড়ে দাঁড়িয়েছে। আমি জানি অন্যান্য কলেজের তুলনায় এই সংখ্যা তেমন কিছুই না, কিন্তু আমার কাছে এর মূল্য অনেক বেশি। কারণ মধ্যে এমন সময় গিয়েছিল যখন আমি ছাড়া রাজশাহীর আর কেউই ব্লগে উপস্থিত ছিলেন না। আমি যখন ব্লগে আসি তখন সামি ভাই, তৌহিদ ভাই ব্লগে বেশ নিয়মিত ছিলেন। তৌহিদ ভাই হঠাৎ যেন হারিয়ে গেলেন। ওনাকে আর ব্লগে দেখা যায় না। সামি ভাই বান্ধা গরু হওয়ার পর অনেক দিন ব্লগে অনুপস্থিত ছিলেন। সামি ভাই অবশ্য ফিরে এসেছেন আবার আমাদের সবার মাঝে। সকলের এই অনুপস্থিতির সময় আমি অনেক কষ্ট করে কিছু ব্লগ লিখেছিলাম। কষ্ট করে বলতে বোঝাচ্ছি, আমি যেহেতু লিখতে খুব একটা পারি না আর যাই লিখি তার ওপর আমার খুব একটা আস্থা নেই তাই যেকোন লেখা ব্লগে দেয়ার আগে আমি অনেকটা দ্বিধা দ্বন্দের মধ্যে থাকতাম। তাই একটা ব্লগ পোস্ট করা আম্র জন্য বেশ কষ্টকর কাজ ছিল(এখন অবশ্য যা মনে আসে লিখে ফেলি)। রাজশাহীর এমন মরুশুষ্ক অবস্থায় ব্লগে আসল আমার বন্ধু মাহমুদ। সে কলেজে থাকা কালীন সময় থেকেই নিজের লেখালেখির প্রতিভার প্রমাণ রেখে এসেছে। তাই ও আসার পর আমি অনেকটাই নিশ্চিত হয়ে একটা শীতনিদ্রায় চলে গিয়েছিলাম আমার পরীক্ষা উপলক্ষ্যে। ফিরে এসে দেখি রাজশাহীর পোস্টের সংখ্যা অনেক বেড়ে গেছ, এবং ইতিমধ্যে আমাদের কলেজের পিচ্চি তাহমিনুল এসে উপস্থিত হয়ে বেশ কিছু সুন্দর সুন্দর পোস্ট দেয়া শুরু করেছে। আজ আমি বোধহয় আমার কলেজের ১০০ তম পোস্ট লিখছি। ৫০ তম পোস্টটা লিখেছিল মাহমুদ, তাই এই পোস্ট লেখার লোভ আমি সাম্লাতে পারলাম না। আজ অভিনন্দন আমাদের, আর ধন্যবাদ সকলকে।
৩২ টি মন্তব্য : “হয়ত ১০০, অবশেষে ১০০”
মন্তব্য করুন
:clap: :party:
নাজমূল কি প্রথম হৈলা ? :clap:
জ্বী ভাই আপনাদের নাজমুল প্রথম হইসে 😀
নাজমুল আমাদের সবাইকে খাওয়াবে :clap:
শার্লী ভাই আমাকে খাওয়াবেন :grr:
সেই সাথে রাজশাহীর সব ভাইয়ারা এবং ক্লাস মেটরা কাল আমাকে কোথায় খাওয়াবার ব্যাবস্থা করবেন বলেন B-)
জুনিয়ররা বেয়াদব হয়ে গেছে। সিনিয়ররে খাওয়াবে আর তাতে কিনা ডাউট দেয়? 😡
সাম্প্রদায়িক শার্লী ভাইয়ের বিরুদ্ধে মামলা করমু 😛 😛 😛 😛
অভিনন্দন ফর চেনচুরি :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কি যেন বললি মনে হয়? :gulli:
অভিনন্দন রাজশাহী ............ :clap: :clap: :clap:
আর শার্লী ............ অনেক দিন সাধারন মানুষের কোনো খবর নাই। ব্যাপার কি ????? আসছে সপ্তাহের মধ্যে না দিলে পাঙ্গা আছে .........
দোয়া করবেন ভাই, যেন আগামি শুক্রবারের মধ্যেই দিতে পারি।
অভিনন্দন শতকের :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
ধন্যবাদ ভাই।
অভিনন্দন 🙂
ধন্যবাদ ভাবী
অভিনন্দন শার্লী। খাওন-দাওনের আয়োজন করো। :party: বহুত দিন ভালো খাওয়া হয় না।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সহমত! ষহমত! শহমত!
তিনটা 'স' দিয়ে দাবী জোরদার করলাম...(সাথে প্রিন্সিপ্যাল স্যারের কাছে কিছু পয়েন্ট পেলাম....)
স্যারের কথায় পুরা যুক্তি আছে
স্যার আমাকে কিছু পয়েন্ট দেন 🙁
ভাই টাকা নিতে কখন আসব ব্লেন শুধু। আয়োজনের দায়িত্ব আমার উপর ছেড়ে দেন 😀
শাবাস ব্যাটা!! :clap: নেক্সট টার্গেট ঠিক করে দিলাম এখনই, রাজশাহীর ১০০০তম পোস্ট। মিস হইলে খবর আছে কিন্তু 😉
হবে অবশ্যই হবে।
শতকের অভিনন্দন 🙂
শতবার ধন্যবাদ।
অভিনন্দন 😀 😀 😀
😀 :salute:
আমারে নিয়া এত সুন্দর কইরা লিখছস...... লজ্জা পাইলাম তো দোস্ত 😀 😀
তাইল কোথাও যেয়ে মুখ লুকা
আমি ভাবসিলাম লিখবো রাজশাহীর ১০০ তম টা তারপর ভাবলাম নাহ থাক তোমরা লিখো B-) ...যাক আমাদের ১০০ হইছে এইটাই বড় কথা। তৌহিদের লেখা অনেক মিস করি।
আশা করি তোমরা সামনেও এইভাবে অসাধারণ সব লেখা চালায়ে যাবা।
আপনি কিছু ছড়া দেন না ভাই। হয় আপনি লেখেন নাহয় ভাবীকে দিয়ে লেখান(ট্যাগে রাজশাহী দিয়েন 😀 )।
:party: :party: :party: :hatsoff: :hatsoff: :hatsoff:
:tuski: :tuski: :tuski: :guitar: :guitar: :guitar:
:awesome: :awesome: :tuski: :tuski:
রাজশাহীকে শতকের অভিনন্দন। :party: :party:
ধন্যবাদ ভাই 😀 :-B B-)