সকালে আসতে আসতেই ভাবছিলাম আজ একটা লেখা দিব। সাবজেক্টও মোটামুটি ঠিক করে ফেলেছিলাম। এ স্মল ট্যুরিস্ট গাইড । বেশ মজার গল্প। কিন্তু সিসিবিতে ঢুকতেই মাথায় একটা আইডিয়া আসল। সেটাই সবার সাথে শেয়ার করছি…
এক এর পর তিনটা শুন্য দিলে তবেই এক হাজার হয়( আমি কি জ্ঞানী!!) ঠিক এ রকম ১০০০। কিন্তু ফোর ডিজিটের এই সংখ্যাটার জোর অনেক। এই সংখ্যক টাকায় প্রায় ১০০০ ম্যাচ পাওয়া যায়( ম্যাচের দাম বাড়লেও একসাথে কিনলে পাইকারী রেট), এক টাকা যোগ করলে নতুন বউয়ের মুখ দেখা যায়, এক সহস্রাব্দ বদলে যায়……ইত্যাদি ইত্যাদি। সিসিবির জীবনেও তেমনি ১০০০ সংখ্যাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
অল্প কয়েকজন ছাড়া কারো থেয়াল করার কথা নয়, সিসিবির ১০০০ তম পোস্ট বিষয়ে। কাধে গামছা রেখে গামছা খোঁজার মতই অনেকেই হয়ত হাতরে বেড়াতাম, আহারে! চান্সটা মিস হয়ে গেল! কিন্তু জুনায়েদ ব্যাপারটাকে সামনে নিয়ে এসেছে।
সিসিবিতে আমার আগমন বেশি দিনের নয়। তবু শুরুর দিকে পোস্ট খুব বেশি পড়ত না। একই লেখা চর্বিত চর্বন হয়ে যেত……কিংবা লেবু কচলানো তিতা। তবে কমেন্টে সিসিবি বরাবরই :boss: । সে দিন পাল্টে গিয়েছে ……এখন একদিন সিসিবিতে না ঢুকলে যে পরিমান পোস্ট জমে যায় তা পড়তে গেলে আরো একদিন অফিস কামাই দিতে হয়। সব মিলিয়ে জমজমাট আর কি….তাই এমন মাহেন্দ্র ক্ষণেই যে ১০০০ পোস্ট পূর্ণ হবে তাতে অবাক হবার কিছু নেই।
এই এক হাজার পূর্ণ নিয়ে অনেকেই হয়ত এখন চান্সে আছেন। কেউ হয়ত চায় আমিইহবএকজারতম্পোস্টেরোধিকারি, কেউ চায় এক হাজার তম পোস্ট আমার হবে :-B :-B :-B , কেউ চায, না ই পিস্টটা শিধুই ইমার, কেউবা আবার :just: ১০০০ আমার। কে না ইতিহাস হতে চায়? আর তাই সকলেই হয়ত অপেক্ষায় আছেন
আমার মনে হয এই পোস্টটা সকলের হোক না? সবাই একসাথে ইতিহাস হোক। পোস্টের শুরুটা ব্লগ এডজ্যুটেন্ট করলেন ……..তারপর বাকীরা সবাই যার যার নিজের কথা বললেন সংক্ষেপে। পরে আপডেট করে সিনিয়র জুনিয়র ক্রমানুসারে সাজানো হল।চমৎকার একটা স্যুভেনীর……
কোন একদিন হয়ত আমরা রেগুলার সময় দিতে পারব না। যে যার ধান্ধায় ব্যস্ত থাকব। সিসিবি তখনও চলবে……নতুন মুখ নতুন ক্যডেট। এখন যারা আছি সবাই বিস্মৃত। শুধু এই পোস্টটা স্মৃতি হয়ে থাকবে সবার! এই সময়টাকে বেধে ফেলব বেশ করে, আমরা, এখনকার সিসিবিয়ানরা….
আমি জানি না ভাবনাটা কেমন …….তবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রত্যাশা করি
\
ভাবনা তো মাশাল্লাহ ভালোই লাগল।
আমি তো অপেক্ষায় আছি সেই ডার্ক হর্সটা কে হয় দেখার জন্য।
আরে! আমি তো প্রথম হইয়া গেলাম! 😀 😀 😀
লটারীর মত হবে হয়ত ........অনেকগুলো পোস্ট পড়বে। তার মধ্যে একটা :dreamy:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমার তো মনে হইতেছে ব্লগ এডু ধান্দা কইরা নিজেই ১০০০তম পোস্টটা মাইরা দিব। :grr: :grr: :grr:
সেইটা একা যাতে না পারে তাইত তাকে দিয়েই আমাদের ধান্দা হাসিল করতে হবে
:grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমি বলতে চাইছিলাম যে, টিটো এই প্রস্তাব না দিলেও ব্লগ ধান্দাটা করত। 😛
ব্লগ এডু *
তাইলে তো আমার জ্ঞান এডজুটেন্ডের কাছাকাছি(হাহ হাহ, মুই কি হনুরে :awesome: :awesome: )
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সুন্দর আইডিয়া। একমত। x-( :thumbup: :thumbup:
রায়হান x-( এইটা দিলি ক্যান???
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সরি বস। ভুলে পড়ছে।
আইচ্ছা আমিও দেই x-(
এমনে এমনেই x-( x-( x-(
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পোলাপাইন খামখা কমেন্ট করে, রেটিং বাড়ানোর ধান্দা, বুঝি মনে করছ।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বুঝি না*
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই ইচ্চা কইরা ভুল করেন যাতে ১ টার জায়গায় ২টা হয়। বুঝি মনে করছেন? 😀 😀
বুঝিনা **
আসলেই আমি বুঝি না :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বুঝি**
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আউলায়ে যাই তো 😕 😕 😕 ।
Life is Mad.
😀 😛
ভেবেছিলুম সহস্রতম লেখাটির একক স্বত্বনিয়ে বাকি জীবনটা সেই রোমন্থনে কাটিয়ে দেব, টিটোর বাগড়ায় তা বুঝি আর হোলোনা :(( :(( 😀 😀 😛
জটিল আইডিয়া টিটো। এর চেয়ে ভালো আর হতোনা। :boss: :thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমাদের কলেজে এক বড় ভাই মেট্রিক পরীক্ষায় এক এর জন্য প্রথম স্থান মিস করেন। পরে আরো ফাটায়া পড়াশোনা করেন।পরে ইন্টার আবার সেই এক এর জন্য ধরা খান। দু:েখ পাগল হয়ে যান ............
কাইয়ুম ভাই যাতে পাগল না হন সে জন্যই :just: আইডিয়াটা করলাম আর কি। একটা থ্যাংকু দিয়েন
আর শেষের লাইনটার জবাব ব্লগ এ্যাডুই দিবেন আশা করি
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তুই চাইছোস দেইখা থ্যাংকু দিতে আইলাম
কমেন্ট কাউন্টের কুনু ইচ্ছাই আমার ছেলোনা :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমারো নাই....... :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তাইলে কওয়া যায় তোর বা আমার দুইজনের একজনেরো নাই :-B ;)) ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
ঠিক ধরছেন। আমোদের কারোই নাই :no:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এখন দেখার বিষয় কমেন্ট না বাড়ানির সদিচ্ছাটা আর কার কার নাই B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার মনে হয় এই বিষযে তানভীরের একটা মতামত আছে। ও ও সম্ভবত আমাদের দলে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
রাত ১২ টাস পর্যন্ত টাইম আছে। এখন পিছে পিছে থাকি। টিটো আর তানভীর অফিস আওয়ারের পরে থাকবে না তখন এক লাফে ফার্স্ট হইয়া যামু।
মুহাহাহাহাহাহ :)) :)) :))
কমেন্ট কাউন্টের পাশে লেখা দিনের সর্বোচ্চ মন্তব্যকারী সুতরাং তুই রাইতে ফার্স্ট হইতে পারবি না
মুহাহাহাহাহাহ :grr: :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমারও নাই। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তার মানে কামরুলের ইচ্ছা আছে.......কিন্তু ফয়েজ ভাইয়ের নাই
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তাহলেতো তানভীরকে এখনই ডেকে ওর মতামতটা নিয়ে নিতে হয় B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
কমেন্ট কাউন্ট বাড়ানোর এই অসুস্থ্য প্রতিযোগিতায় আমি নাই।
কাইয়ুম ভাই, টিটো- আপনাদের মতামত চাই এই বিষয়ে।
তানভীর আইতেছে। 😀
ও না তানভীর বিকালের চা খাইতে গেছে। 😛 😛
যাক আরো ৩ টা হইলো। 😀 😀
কামরুল, আমি চইল্যা আসছি। 😀 😀
তোর অফিসে জানালা দিয়া দেখ, নিচে কি জানি হইতেছে। 😀 😀 😀
হ হ আমার অফিসের সামনেও কি জানি হয়........তয় আমি দেখি না
যা হয় হউক :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আজকে অফিসে কাজ নিয়ে আমি খুব ব্যস্ত! নিচে কি হচ্ছে দেখার সময় নাই। :-B :-B :-B
তোরে তোর ম্যাডাম ডাকে। যা শুইনা আয়। x-(
আমারে ম্যাডাম কখন ডাকব??? 😕 😕 😕
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো কইয়া যখন ডাক দিবে তখনি বুঝবি তোরে ডাকতাছে :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
আগে থেকে কি ঠিক করে রাখা যাবে যে ১০০০ নাম্বার পোস্ট ব্লগ এডু দিবেন? মানে যে কোন সময় অন্য কেউ পোস্ট দিতে চাইলে আমরা কেউ তাকে না করতে পারি না। ফলে ব্লগ এডজুট্যান্টের পোস্ট দেয়াটাকে সবাই কেমন ভাবে নেয় সেটা জানা জরুরী। আরোপিত বা কেউ বঞ্চিত মনে না করলেই হলো।
তবে আইডিয়া টা ভালো।
পোস্ট টা এডজুট্যান্ট দিবে আমরা বাকি সবাই তাতে কমেন্টে পার্টিসিপেট করবো। ব্লগ লিখে যে কথাগুলি বলতাম তা কমেন্টে বলবো। সবকিছু মিলে একটা ভালো স্যুভেনির হবে। চাইলে সেটা পরে সিসিবি ই-বুকে সবার কমেন্ট সহ স্মৃতি হিসেবে ধরে রাখা যাবে।
সহমত :thumbup: :thumbup:
:thumbup: :thumbup: :thumbup:
:thumbup: :thumbup:
:thumbup: :thumbup:
:thumbup: :thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো, চামে কমেন্ট কাউন্ট বাড়াস???
লাভ নাই, আমার অলরেডী হাফ সেঞ্চুরী হয়ে গেছে আজকে। :awesome: :awesome: :awesome:
কিন্তু কমেন্ট অংশে আবার অণ্য কেউ কমেন্ট করবে না??? শৃংখলা থাকবে??
এমন অবশ্য হতে পারে, যে যার কথা বলল সেটা কপি করে মূল লেখার সাথে যুক্ত হল।
কারণ আমার ধারণা সবার আত্মকথাই থাকবে................ কাজেই কমেন্ট মিস করতে চাই না :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কাইল আমিই ফাস্টো আছিলাম...আইজ তোরে :just: সুযোগ দিলাম
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হু কয়েকদিন একটু বিজি তো, ফাকা মাঠে গোল দাও।
দাঁড়াও
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
Ekmot
রবিনস্মাইল কই???? 😮 😮 😮
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমার মনে হয়, ব্লগ এডুর কাছ থেকে সিসিবির যাত্রা ও এর শুরুর দিককার কথাগুলো ফোকাস করে হাজার তম পোস্ট করা হোক। যারা প্রথমে ছিলেন এখন নাই তাদের কথা উঠে আসুক সেখানে। তারপর সবাই কমেন্টে, আমরা কে কেমনে খোজ পাইলাম, এবং সিসিবি নিয়ে চিন্তাভাবনা কোথায় দেখতে চান এই ব্যাপারটা উঠে আসুক।
আমি শুধু প্রস্তাব রাখলাম। সবার মতামতের ভিত্তিতেই হোক এটা আমার প্রত্যাশা।
ধন্যবাদ।
:thumbup: :thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আকারে ইঙ্গিতে টিটো ভাই এই "যাস্ট" কইয়া আমারে খোঁচা দিছে x-(
যাই হোক-উনার এই ফাটাফাটি আইডিয়াটার জন্য মাপ কইরা দিলাম।
আমিও ১০০০ তম পোস্ট দিপো :(( :(( :((
যাস্টের বদলে তোর
ঠিক এই লাইনটাই দিতে চাইছিলাম। তবে জাস্টটা মনে হয় তোর :just: বেশি ভালো লাগে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আইডিয়াটা চমৎকার। আশাকরি ব্লগ এডু এদিকে নজর দেবেন। সিসিবি-র ইতিহাস টাইপের একটা লেখা ১০০০তম হলে বেশ ভাল হয়।
মুহাম্মদ তোমার নম্বরটা একটু দাও তো .....দরকার আছে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
চমৎকার আইডিয়া, টিটো... :thumbup:
সম্পূর্ণএকমত...
আমার মনে হয় কমেন্টের জবাব না দিয়ে আমরা সবাই সিসিবিকে নিয়ে নিজের চিন্তাভাবনা, অনুভূতিগুলা কমেন্ট আকারে দিলে সেটা স্মারক হিসাবে সংরক্ষণের সুবিধা হবে...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
যদি কমেন্টশিল্পী জুনা ও তার কমেন্টখেকো সাঙ্গোপাঙ্গোরা রাজী থাকে আর কি 😡
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulti:
বস আগেই এ জন্য বলেছি কমেন্ট চলবে কমেন্টের মত।শুধু যার যার অনুভূতি অংশটা মূল লেখার সাথে আপডেট হবে...........কমেন্ট মিস করতে চাই না
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ওই জুনা, সাকেব ভাই তোর উপর খেপছে। সাবধানে থাকিস। 😛
তোর উপরেও খেপছে। যেই হারে আজকে কমেন্ট করতেছিস, নাহ, ধরতে পারলাম না। 😀
আমিও পারতাছি না........ওরে কি একটা থ্রেট দিমু???দেই...
তানভীর কুয়ানটিটি না ম্যান............ কোয়ালিটি 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ইয়েস ম্যান! কোয়ালিটি ম্যাটারস। আমাকে আর টিটোকে দেখে শিখ। 😀 😀 😀
:thumbup: :thumbup: (চামে কমেন্ট কাউন্ট আরেকটা বাড়াইয়া নিলাম)
সাকেব ভাই, আপনে আমার উপর খেপছেন কেন??? 😕
আমি কি আপনার...(এখানে একটি খুবই অশ্লীল শব্দ!!)... ভাতে চাই দিছি????? :-B 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
*ছাই দিছি????- হবে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
…(এখানে একটি খুবই অশ্লীল শব্দ!!)…
শব্দটা গরম না ........তাতে অশালীলতা কই 😮
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
গরম ভাতে চাই দিলে কি সমস্যা সেইটাতো বুঝলামনা 😮 ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
তাইলেই বুঝেন, সাকেব ভাই খালি খালি আমার উপর রাগ করছে... :-B
ব্লগে খালি খালি রাগ করার প্রবনতার ব্যান চাই... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ব্যাঞ্চাইয়ের ব্যাঞ্চাই। x-(
বিঞ্চাইতি বিঞ্চাইতি মিরা গিলামরে B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও ব্যাঞ্চাই, তবে কার জানিনা।
যারা এত ব্যান চায় ........তাগো ব্যান চাই
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এই অসুস্থ প্রিতিযোগিতা আবার কবে হবে!!! ক্যান যেন এই পোস্টে ঢুকছিলাম ...তাজ্জব হইয়া গেলাম............ :khekz: :khekz: :khekz: :pira:
আহারেেেেেেেেেেেেেেেেেেে..কমেন্ট কাউন্ট টা আবার করণ যায় না!! :dreamy: :dreamy: :dreamy: :dreamy:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:dreamy: :dreamy: :dreamy: :dreamy:
স্বপ্ন কপি কল্লে সেই স্বপ্নে দোষ হয় ;;; ;;; ;;;
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
টিটো আউলা আইডিয়া দিলেও আমি রাজী ... 😀
১০০০ তম পোষ্টটা হোক সকলের। এডু'র লেখায় সকলের কমেন্ট। সিসিবি'তে সবার সমান গৌরব ...
(আমার যেই ব্যাস্ত অবস্থা, তাতে আমার পক্ষে ১০০০ তম পোষ্ট নামাইতে পারার সম্ভাবিলিটি ছিল 'শূণ্য' ... এই "মওকা বিল" পাশের মাধ্যমে আমিও শরীক হইতে পারুম ১০০০ তম পোষ্টে। সরল মনে সত্যি কথা বইলা ফেললাম)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:thumbup: :thumbup: :thumbup:
ওয়েল কাম ব্যাক। বস ব্যস্ততা একটু কমান যায় না???আমার মত অনেক নান্নামুন্নারা আপনারে মিস করে ভীষণ।সরল মনে :just: সত্যি কথা বইলা ফেললাম
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভাল কইছ। এই চান্সে ১০০০ পোষ্টটাতে জায়গা পামু। :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কামরুল ভাই
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জবাব দে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো ভাই
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কি ???
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তানভীর ভাই
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জবাব দে..........ডাকছে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হু...জবাব দিতেছি।
জুনা, সরি ভাই। অফিসের কাজে খুব ব্যস্ত ছিলাম। কি হইছে???
ফৌজিয়ান ভাই
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কাইয়ুম ভাই
জুনা ডাকে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কাইয়ুম ভাই
জুনা ডাকে
কাইয়ুম ভাই
জুনা ডাকে
কিরে জুনা 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনারা কি
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমরা মানুষ।
আমিও ভাবছিলাম আমরা মানুষ। 😀
তানভীর আর কামরুলের সাথে সহমত :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তোদের তিনজনের সাথে একশ ভাগ সহমত :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
আরেক্টু বাড়ানো যায়না বস? ১০১/১০২ করা যায় কিনা দেখেন না :grr:
পানির তলে আছিতো, তাই ইকটু কষ্ট হইবো, বাট এতো করে যখন বলছিস দেখি .৭ পর্যন্ত বাড়াইতে পারবো। আর মুলামুলি করিসনা ;;)
সংসারে প্রবল বৈরাগ্য!
বস্, প্লিজ! আরেকটু উপরে উঠানোর ট্রাই করেন! :-B
শুরু করছেন?
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আ
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ম
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
রা
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আবা
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
র
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কি
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শুরু
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কর
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
লাম??? :-B
অফটপিক: মনে হয় ভাইরাস ঠিক হইয়া গেল। কি আনন্দ :just: :awesome: :tuski: :awesome: :tuski: :guitar: :guitar:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হ! আমারো মনে হইতেছে তোর ভাইরাস ঠিক হয়ে গেছে! 😡 😡
টিটো ভাই, আপনে বস এলিয়েন না তো... :-B
যেমনে একেক্টা শব্দ টাইন্যা টাইন্যা কইতেছেন... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাইরাস ধরছে মনে হয় :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো আগে অ তারপর আ ।
তুই ভুল করছিস। 😉
সহমত... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হায় হায়...আমার ল্যাপটপে 'comment spliting' ভাইরাস এটাক করছে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ও...আগে কইবিনা? আমি ভাবলাম আবার কি না কি হইল তোর!
কি যে করি... :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাইরাস রিমুভ করলি ক্যামনে এত্ত তাড়াতাড়ি 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
www.'commentsplitingviruseএরমায়েরে...প.com থেইক্যা এন্টি-ভাইরাস নামায়ে নিছি... 😀 B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হ হ এই এন্টি ভাইরাসটা খুব ভালো। আমারও কাজে লাগছে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জটিল একটা সাইট। আশা করি ভবিষ্যতে আমার খুব কাজে লাগবে।
হুম তবে লম্বা বাক্য হইলে কিন্তুক কাম করে না :no: :no:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমিও ঠিক তাই চিন্তা করতছিলাম।
তোর আর আমার চিন্তা-ভাবনায় অনেক মিল আছে রে দোস্ত! :hug:
:clap: :hug:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আরে এইটা দেখি আমার বানানো সাইট টা নিয়া আলোচনা চলতাছে। ট্যাক্স দিয়া যাইস পান্থপথে আইসা 😡 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার তো কোন সমস্যা হচ্ছে না... B-)
এক কাজ করেন...ক্যাশে আর কুকি ক্লিয়ার করে আবার ব্রাউজার চালু করেন... :-B :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কাইয়ুম ভাই, চিন্তা কইরেন না। দেখা হইলেই ট্যাক্স হিসেবে মিষ্টি খাওয়াইয়া দিমু।
কি একটা সাইট বানাইলেন ক্রেডিট কার্ড এলাই করে না। x-( 🙁
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
একবার এক বজ্জাত পোলা আইডি কার্ড দিয়া পে করার পর সাইটটা আর কার্ড এক্সেপ্ট করে না...
সেবার বহুত ক্যাচাল হইছিল... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা এমন কাম আর করিস না ভাই........তাহলে কত সাইট যে এমনি অকালে কত কি হারাবে 🙁 :((
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমার মনে হয় এই পোষ্টে মন্তব্যের সংখ্যা বাড়িয়ে দিনের সর্বোচ্চ মন্তব্যকারী হওয়ার প্রতিযোগিতা করতে গিয়ে আমরা মুল বিষয় থেকে দূরে চলে যাচ্ছি। বিষয়টি ছিল কেমন হবে আমাদের ১০০০ তম পোষ্ট। লেখক সে বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছেন।
আমার মতে টিটোর এই আইডিয়াটা চমৎকার একটা আইডিয়া। ১০০০ তম পোষ্টে আমাদের সবার কন্ট্রিবিউশন থাকবে, সবাই হবে ১০০০ তম পোষ্টের গর্বিত অংশীদার। এজন্য ব্লগ এডজুট্যান্ট পোষ্টে কিছু না লিখে কমেন্ট বক্স উন্মুক্ত করে দিতে পারেন। অর্থাৎ এই পোষ্টের কাঠামোতে কোন লেখা থাকবে না, শুদ্গুমাত্র কমেন্টের মাধ্যমেই এই পোষ্টটি পূণতা পাবে।
এই পোষ্টে আমরা সবাই সিসিবিকে নিয়ে আমাদের অনুভুতি, চাওয়া পাওয়া বা ইচ্ছা আকাঙ্ক্ষার কথা নিজের ভাষায় বলতে পারব। এই পোষ্টের নাম হতে পারে "হাজার পোষ্টের অনুভূতি" বা "সিসিবির হাজারতম পোষ্ট" বা "পাঠকের দৃষ্টিতে সিসিবির হাজারতম পোষ্ট" বা "সিসিবির হাজারতম পোষ্টের সদস্যরা" ... এই ধরনের বা এর চেয়ে অনেক সুন্দর নাম হতে পারে।
আমি :just: আমার মতামত টা প্রকাশ করলাম 😀 । এর চেয়ে বেটার আইডিয়া থাকলে প্লিজ শেয়ার করুন
রহমান ভাই
আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার প্রসংগে ফিরিয়ে আনার জন্য
:hatsoff: :hatsoff: :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
প্রসংগে ফিরিয়ে আনার জন্য খুশিতে রহমান ভাইএর ব্যান চাই... 😀
অফ টপিকঃ হাজ়ারতম পোস্ট সবার- ভাবতেই মনটা ভাল হয়ে যাচ্ছে... :party: :awesome: :awesome: :tuski:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হাফিয ভাইয়ের বুদ্ধি সিরম!!!!(দেখতে হবে না কুন হাউসের পুলা B-) B-) )
আমিও ১০০০ তম পোষ্টে থাকতে চাই :shy:
গুড আইডিয়া।
আছি আমি......... :guitar: :guitar: :guitar: :guitar: ।
Life is Mad.
পোষ্টের সাথে একমত :thumbup:
'১০০০ তম পোস্ট'
ভাবনার জন্য টিটো কে আর প্রস্তাবের জন্য রহমান কে ধন্যবাদ।
:clap: 😀
সৈয়দ সাফী
আমিও এই প্রস্তাবের সাথে সহমত জ্ঞাপন করছি। আমি ১০০০তম পোস্টের অংশ হতে চাই।
ব্যাটা হাজারতম পোস্ট তো এই টা না... :-B
সেটায় গিয়ে কমেন্ট কর... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই