আজকের সিসিবি

বাংলালিংক যতই দিন বদলের কথা বলুক, কিছু মানুষের দিন বদলায় না। এই যেমন আমি-
সেই আজো পরীক্ষা থাকা সত্বেও করবীর হাতে বানানো ব্রেকফাস্ট ত্যাজ্য করে অফিসে এসেছি…..সেই আজও হাজিরা খাতায় লালকালি। সেই আজও একটি সিগারেট ধরিয়ে পিসি ওপেন করেই ক্যাডেট কলেজ ব্লগ।

কিন্তু আজ ব্লগে ঢুকেই মাথা নষ্ট। সযতনে কাল সন্ধ্যায় প্রথম পাতায় কয়েকটি পোস্ট রেখেগিয়েছিলাম। আগের দিনগুলোর মতই সেগুলি তৃতীয় কিংবা চতুর্থ নম্বরে থাকার কথা। কিন্তু কি অচানক ঘটনা! সেগুলির দুটিকে পেলাম একদম শেষে। কতগুলি পোস্ট জমা পড়েছে এর মধ্যে! এযে দেখছি পূর্ণাঙ্গ একটি ব্লগ! কি নেই এতে!
আমি আবেগী মানুষ। খুশিতে আমার চোখ আর্দ্র হয়।

কামরুলকে পেলাম জি-মেইলে।
দোস্ত ঘটনা কি?
ও লিখল.. হাহাহা। আঠারোটা পোস্ট জমা পড়ছে। দুইটা এখনও পেন্ডিং..
আমি বুঝিনি, এই প্রসঙ্গেই যে কথা বলব ও বুঝলো কেমন করে? গ্রেট(!) মেন থিংক এ্যালাইক? নাকি খুশিতে ওরও চোখ তখন আর্দ্র ছিল?

সাবাশ সিসিবি। সাবাশ এর লেখকরা। ভুত থেকে ভুতে ছড়িয়ে পড়ুক তাহাদের কীর্তিকলাপ।

৭,৩১১ বার দেখা হয়েছে

১০২ টি মন্তব্য : “আজকের সিসিবি”

  1. তৌফিক
    সেই আজো পরীক্ষা থাকা সত্বেও করবীর হাতে বানানো ব্রেকফাস্ট ত্যাজ্য করে অফিসে এসেছি

    আমাগো লাইগা কেউ বেরেকফাস্ট বানায় না... 🙁 🙁 🙁

    সাবাশ সিসিবি। সাবাশ এর লেখকরা। ভুত থেকে ভুতে ছড়িয়ে পড়ুক তাহাদের কীর্তিকলাপ।

    আমিন। :boss:

    জবাব দিন
  2. বন্য (৯৯-০৫)
    সেই আজও একটি সিগারেট ধরিয়ে পিসি ওপেন করেই ক্যাডেট কলেজ ব্লগ।

    এই প্রথম সিগারেট খেয়েও কেই আমার :salute: পাইল.. 😀

    সবশেষে ব্লগের ধারা বজায় রেখে আন্নেরে বিশাল :salute:

    জবাব দিন
  3. মুহাম্মদ (৯৯-০৫)

    কালকে সিসিবি-তে সবচেয়ে বেশী হিট হইছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সাথে সাথে তাই আমগোর কাছেও এই দিনটা স্মরণীয় গয়া থাকবে। অভশ্য স্মরণীয় হয়ে থাকুক সেটা আমরা চাই না। আমরা চাই এখন থেকে প্রতিদিনই এর থেকে বেশী হিট হোক।

    জবাব দিন
  4. মুহাম্মদ (৯৯-০৫)

    সিসিবি-র এতো কোটি মন্তব্যের জন্য আসেন সবাই অ্যাজাক্সড প্লাগিনটারে :salute: করি। কারণ এই প্লাগিন না থাকলে প্রত্যেকবার মন্তব্য বা জবাব দেয়ার সময় পেইজ পুনরায় রিফ্রেশ হইতো। ভাবেন একবার, তাইলে কি হইতো। মন্তব্য দিবার না পাইরা কয়েকজন আত্মহননের পথও বাইছা নিতো মনে হয়।
    তাই আনুষ্ঠানিকভাবে "AJAXed WordPress" নামক প্লাগিন এবং তার স্রষ্টারে :salute: :salute: :salute: :salute:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।