টুকরো স্মৃতি২

প্রথম লেখাটায় সবার রেসপন্স পেয়ে অনেক ভালো লাগল।এর মাঝে সাকিব ভাই অনুরোধ জানালেন মুজিব স্যারকে নিয়ে কিছু স্মৃতিচারন করতে।ঠোঁটের ওপরে ঈঁশা খার মত বিশাল মোচের সত্বাধিকারী এই স্যার ইতিহাসের শিক্ষক।ক্লাসে এলে সর্ব প্রথম যে কথাটি বলতেন তা হলো ‘আমার বুকে বড় ব্যাথা।ঠিক কি কারনে স্যারের বুকে ব্যাথা আমরা তার রহস্য উদঘাটন করতে পারিনি।আমরা তখন সবেমাত্র ক্লাস সেভেন।বড় ভাইদের দেখতাম স্যারকে দেখলেই কোরাস ধরত।. . .বুকের জমানো ব্যাথা. . . . . .যাহোক স্যারকে নিয়ে আলাদা ভাবে লেখব।তবে স্যার সবচেয়ে যে বিষয়ে খ্যাত ছিল তা হল তার অদ্ভুত অখাদ্য সব কবিতা।কিছু কবিতা লেখার লোভ সামলাতে পারছিনা।স্মৃতির ডায়রি থেকে যতটুকু মনে পড়ে
কবিতা১#সাদা বক করে কক কক
কলেজ অধ্যক্ষ করেন প্রত্যক্ষ
হাফ প্যান্ট পরিয়া দৌড়ার ক্যাডেট গন
তার পিছে ছোটে স্টাফ অভাজন
কবিতা২#আজ সোমবার আজ সারাদিন সোমবার
রবিবারের পর আর মঙগলবারের আগে
সপ্তাহ ঘুরে এই দিন আসে বারবার
কবিতা৩# ওহে ক্যাডেট গন
করিওনা ধূমপান
গতরাতে ধরা খাইছে জাকির ও এহসান. . . . . .:-D
এসব কবিতা গুলো নির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক।পরবর্তীতে তা প্রকাশ করা হবে।ধন্যবাদ।

৩,৪২০ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “টুকরো স্মৃতি২”

  1. আমিন (১৯৯৬-২০০২)

    প্রথম লেখাটাও পড়ছি। এটাও পড়লাম।
    লেখতে থাকো।
    তয় স্যারের কবিতা তুমি অখাদ্য বললেও আমি ব্যাপক ভালো পাইলাম।
    আমিও কবিতা লিখার চেষ্টা করি দিকি .....

    আজ সোমবার সারাদিন সোমবার
    আজব কারবার দেখি বারবার
    আজ সোমবার সারাদিন সোমবার
    নয়তো রবিবার নয়তো বুধবার
    আজ সোমবার ।

    আজ সোমবার সারাদিন সোমবার
    যাত্রী পারাপার পথ নেই হারাবার
    আজ সোমবার সারাদিন সোমবার
    অঢেল খাবার সবই সাবাড়
    আজ সোমবার । .......(চলবে)

    নাহ আপাতত এটুকুই।

    জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)

    মুজিব্বরারেবড়মিস্করি =)) :grr: :grr: :grr:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    স্যারের বুকের ব্যাথার কারন ছিল গ্যাস, উনি তো বেশ ডিটেইস বিশ্লেষন করতেন কিভাবে পাকস্থলি থেকে গ্যাস উঠে ওনার হার্টে প্রেশার দিয়ে ব্যথা দেয় 😛

    আফটারনুন প্রেপের আগে উনি করিডোরে হাটতে হাটতে চিৎকার করতেন,
    "আল প্রেপু খাইরুন মিনাম নাউম... ঘুম হইতে প্রেপ উত্তম" :))

    স্যারকে নিয়ে ব্লগের পর ব্লগ লেখে ফেলা যাবে...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. রাজীব (১৯৯০-১৯৯৬)

    স্যারদের নিয়ে সব লেখা নিয়ে একটা সংকলন করার প্রস্তাব রাখছি।
    পরে আবার সংকলন ২ হবে।
    এভাবে চলতে থাকবে।
    আনন্দের এতো ভাণ্ডার আর কোথাও পাওয়া যাবে বলে বিশ্বাস করিনা।
    সবাইকে একটু ভেবে দেখতে বলছি।
    লেখা ভালো হয়েছে।
    স্যারকে কলেজে না পাওয়ায় খারাপ লাগছে।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  5. শোভন (২০০১-২০০৭)
    ওহে ক্যাডেট গন
    করিওনা ধূমপান
    গতরাতে ধরা খাইছে জাকির ও এহসান

    জাকির আর এহসান ধরা খাইছিল আর এহসান রূম্ মেট হওয়ায় আমি ছিলাম :frontroll: :frontroll: :frontroll: এর উপর

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।