আজকের সেলিব্রেশনঃ যোগ করুন আপনার পছন্দের কোন ইংরেজি বইয়ের নাম

আমি সাধারণত কোন খেলা দেখি না। প্রাত্যহিক ব্যস্ততা ছাড়াও দল হারলে খুব মন খারাপ হয় বলে। কিন্তু দল জিতলে আনন্দে মেতে উঠতে ভুলি না। আন্তর্জাতিক অংগনে নিজের দলের জয় মানে নিজের দেশের জয়। আমাদের পিছিয়ে পড়া দেশটার জন্য এইসব ছোট ছোট জয়ের অনেক মূল্য রয়েছে। এই আমরাই এক সময় অনেক ঐশ্বর্যময় জাতি ছিলাম। খ্রীষ্টপূর্বের অনেক আগে থেকেই এই বাংলার মানুষেরা জাহাজ নিয়ে সমুদ্র দাপিয়ে বেড়িয়েছে। সিনহালা বংশের এক বাংগলি তখন একটি দ্বীপে কলোনী বিস্তার করেন। সেটাই আজকের সিংহল বা শ্রীলংকা।
সিসিবির ভারতীয় দ্রব্য বর্জনের ব্যানারটা আমার খুব পছন্দ হয়েছে। যে করেছে তাকে ধন্যাবাদ। আচ্ছা আজকের এই আনন্দের দিনে আমাদের বাংলাদেশের মেয়েরা কি মনে মনে একটি ছোট্ট প্রতীজ্ঞা করতে পারে না? তারা আর কোনদিন ভাসাভী যাবে না, শপার্স ওয়াল্ড যাবে না। যারা অবিবাহিত তারা বিয়ের দিন এই বাংলাদেশে্র তাতীদের হাতে তৈরি করা শাড়ি না হলে বিয়ের কনে সাজবে না। বিশ্বাস করু্ন একদিনের জন্য কারিনা কিম্বা ক্যাটরিনার ব্রাইড লুক নকল করে আখেরে কোন লাভ হয় না। বিয়ের কনে সাজার জন্য একটি ভাল জামদানী শাড়ি কিনলে বাংলাদেশের একজন তাঁতী তার পরিবারের জন্য কয়েকদিনের আহার যোগার করতে পারে। তাও আবার নূন্যতম। অবিবাহিত ছেলেরা কিন্তু তাদের হবু বৌকে একটি পরীক্ষা করে দেখতে পারে। ‘কিরকম বিয়ের শাড়ি চাও?’ এই সাধারণ একটি প্রশ্নের উত্তরেই তারা বুঝে যাবে মেয়েটির মানসিকতা কেমন। বিশ্বাস করো আমি দু’দুটো বিয়ে ভেংগে যেতে দেখেছি স্বামী পছন্দের শাড়ি কিনে দেয়নি বলে। যে মেয়ে শাড়ির জন্য বিয়ে ভেংগে দিতে পারে তার সাথে আর যাইহোক সুখের সংসার করা যায় না। আমাদের মিরপুরের বেনারশী পল্লীর কারিগররা কাজ না পেলে না খেয়ে থাকে। তরুণরা ড্রাগের লেনদেনের সাথে জড়িয়ে যায়। ওদের কথা ভাবা তো আমার দায়িত্বের মধ্যে পরে। তাই না? আমি বিয়ে আর বৌভাতে মিরপুরের বেনারশী পড়েছিলাম। শাশুড়ি জানে আমি দেশী শাড়ি ছাড়া অন্য শাড়ি পরি না। তারপরও সেই দেশী শাড়িরও ্কী ভা্র! ঘটনাচচক্রে সে শাড়ি দুটো এক রিক্সাওয়ালা পেয়ে যায়। এতে নিজেকে কিছুটা ভারমুক্ত মনে হয়েছিল। লোকে যে কেন ভাসাভীতে ছুটে কিছুতেই বুঝতে পারিনা।

আজকের এই আনন্দের দিনটিতে সেলিব্রেশন করার উদ্দেশ্য সবাইকে একটি অনুরোধ করতে চাই। তার আগে একটু এর প্রেক্ষাপট বর্ণনা করছি। বিদেশের অনেক কিছুই অনেকের খারাপ লাগতে পারে। কিন্তু যে ব্যাপারটা কারও খারাপ লাগবে না তা হলো এইসব দেশে আমজনতাকে বই পড়ার ব্যাপারে খুব উদ্ধুদ্ধ করা হয়। হাতের কাছেই সরকারী লাইব্রেরী। কোন জামানত ছাড়াই শুধুমাত্র পরিচয়পত্র পেশ করেই সদস্য হওয়া যায়। তিন সপ্তাহের জন্য যার যতো খুশী বই নিয়ে আসতে পারে। চাইলে আবার রিনিউ করতে পারে। লাইব্রেরীতে পছন্দের বই না থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে পারি। এদেশে বই পড়ার এতোসব সুবিধা দেখে আমার খুব কষ্ট হয়। কবে বাংলাদেশেও এমন হবে? আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের অক্লান্ত চেষ্টায় আজ বিশ্বসাহিত্য কেন্দ্রের জায়গাটিতে আটতলা বিল্ডিং হচ্ছে। আমার খুব ইচ্ছা ছিল যে দেশে ভাল ভাল ইংরেজি বই সংগ্রহ করে সবার জন্য উন্মুক্ত একটি লাইব্রেরী করার। কিন্তু স্যারের সাথে দেখা হয়ে যেতেই স্যারকে বিশ্বসাহিত্য কেন্দ্রের মধ্যে একটু জায়গা দিতে বললাম। কারণ আমার ব্যক্তিগত লাইব্রেরির থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রে পাবলিকের যাতায়াত থাকবে অনেক। স্যারের কথা শুনে মনে হলো মনে মনে স্যার আমার মতোই একজনকে খুঁজছিলেন।

আর কথা না বাড়িয়ে আমার অনুরোধটা এখানে পেশ করতে চাই। আমি এখন ইংরেজি বই সংগ্রহ করছি। আপনাদের কাছে এ ব্যাপারে সহযোগিতা চাচ্ছি। সবাই যদি একটি করে ইংরেজি বইয়ের নাম দেয় তাহলে মনে হয় একটি বিশাল তালিকা পেতে পারি। পাঠ্যবই ছাড়া যে কোন সাধারণ বিষয়ের উপর বই হতে পারে। যেমন গত বিশ বছরের সাহিত্যে নোবেল পুরষ্কারপ্রাপ্তদের বই। বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, দর্শন, ধর্ম, আর্ট, হাউ টু সিরিজের বইগুলো, স্বাস্থ্য, রান্না ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপর বইয়ের নাম আসতে পারে। ইংরেজি বইয়ের একটি ভাল তালিকা তৈরি করতে আপনার সহযোগিতা চাচ্ছি। করবেন কি?
(বইগুলোর নাম ইংরেজিতে আমার জন্য লিখলে সুবিধা হয়।)

৫,৬৪৪ বার দেখা হয়েছে

২৮ টি মন্তব্য : “আজকের সেলিব্রেশনঃ যোগ করুন আপনার পছন্দের কোন ইংরেজি বইয়ের নাম”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    টি এস এলিয়ট - ওয়েস্টল্যান্ড, লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, ফোর কোয়াট্রেট।

    তবে আপা কথাটা কেমন যেনো লাগলো আমি শাড়ি কিনে নেশা করা ঠেকাবো!

    ভারতীয় আনন্দবাজার প্রকাশনী, বিভিন্ন শিল্পীদের গান দেশপ্রেমের দোহাই দিয়ে আমি ত্যাগ করতে পারবো না। দেশের বাইরে কোথাও ঘুরতে গেলে আমি ভারতেই যাবো।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
    • ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

      তোমার দ্বিতীয় লাইনটা বুঝলাম না। তুমি দেশের শাড়ি কিনলে আমাদের দেশের তাঁতীদের অন্নসংস্থান হবে।
      তুমি লিস্টে ভারতীয় লেখকদের ইংরেজি বইও দিতে পার। আমি কিন্তু সব ভারতীয় প্রডাক্ট বন্ধ করতে বলিনি। আমাকে শুধু আনিসুল হকের বই পড়তে বললে আমি অবরুদ্ধ বোধ করবো। এমনকি মেয়েদের ক্ষেত্রে বলেছি শুধু বিয়ের শাড়িটা বাংলাদেশের কিনতে। বিয়ের পোষাকটা আমাদের দেশের কালচারকে ধারণ করে তাই। অনেক মেয়ে শাড়ি কেনে অনেকটা শিল্পসংগ্রহের মতো। যেমন কোন শাড়ির ডিজাইন এতোটা সুন্দর যে সেটা সংগ্রহে রাখতে ইচ্ছা করে। আমিও তোমার মতো বিদেশে থাকি। এখানে আমরা সবাই মিলে মিশেই থাকি। আমাদের অনুষ্ঠানে কলকাতার লোক আসে। ওদের অনুষ্ঠানও আমরা যাই।ওরা আমাদের খাবার-দাবার, তাঁত আর জামদানী শাড়ি খুব পছন্দ করে আর আমরা করি ওদের গানবাজনা।


      “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
      ― Mahatma Gandhi

      জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    Sophie's World, The Solitaire mystery, Maya: Jostein Gaarder
    Lust for life, The Origin, Men to match my mountains: Irving Stone
    Portrait of a director Satyajit Ray: Marie Seton
    Nuremberg, Infamy on Trial: Joseph E Persico
    Letters from Nuremberg: Christopher J Dodd
    Gabriel Garcia Marquez এর সকল বই।
    The Second Sex: Simone de Beauvoir
    Tete-a-Tete: Simone de Beauvoir and Jean-Paul Sartre :
    Hazel Rowley
    The Tin Drum: Gunter Grass
    The Pickup: Nadine Gordimer

    এছাড়া গ্রীক/রোমান মিথোলজির উপর রচিত মহাকাব্যগুলো আছেই।
    আর আছে কবিতা। পাবলো নেরুদা, বোদলেয়ার, এ্যাপোলোনিয়ের, জিব্রান প্রমুখ।
    লিস্টি শেষ করা সম্ভব না আসলে।

    বিজ্ঞানী, রাজনীতিবিদ আর সাহিত্যিকদের আত্মজীবনী থাকাটাও জরুরী।

    জবাব দিন
    • ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

      ্নামগুলো দিয়ে একটি তালিকা তৈরি করছি। পরবর্তী পদক্ষেপ হবে বইগুলো সংগ্রহ করা। আমি প্রথমে এই বে এড়িয়াতে জানিয়েছিলাম বাসার পরে থাকা বই ডোনেট করতে। সবাই খালি বাচ্চাদের বই আর ইঞ্জিনিয়ারিং এর বই দিতে চায়। অবাক হয়ে দেখলাম লোকদের বাসায় তেমন ভ্যারাইটি বই নেই। তখন অনেকেই বললো তালিকা থাকলে সে তালিকা দেখে তারা বই কিনে দিবে।

      আপনি একটা ভাল কাজ করেছেন বইগুলোর নাম ইংরেজিতে লিখে। আমার কপি-পেস্ট করলেই চলবে।


      “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
      ― Mahatma Gandhi

      জবাব দিন
  3. হাসান (১৯৯৬-২০০২)

    চমৎকার উদ্যোগ। জানায়েন কোনভাবে কাজে লাগতে পারি কিনা। কিছু বইয়ের নাম দিলাম এখানে ........

    দ্য ব্লুয়েস্ট আই - টনি মরিসন

    বিলাভেড - টনি মরিসন

    দ্য হোয়াইট টাইগার - আরভিন্দ আদিগা

    থিংস ফল আপার্ট - চিনুয়া আচিবে

    ইলেভেন মিনিটস - পাওলো কোয়েলহো

    দ্য শ্যাডো লাইনস - অমিতাভ ঘোষ

    দ্য ইনহেরিটেন্স অব লস - কিরান দেশাই

    উল্ফ হল - হিলারি ম্যান্টেল

    ডিসগ্রেস - জে এম কোয়েটজি

    লাইফ এন্ড টাইমস অব মাইকেল কে - জে এম কোয়েটজি

    দ্য ব্লাইন্ড আ্যসাসিন - মার্গারেট আ্যটউড

    সাচ আ লং জার্নি - রোহিন্তন মিস্ত্রী

    থ্রি সিস্টারস - বি ফেইউ

    কিউ এন্ড এ - ভিকাশ স্বরুপ

    দ্য বোট টু রিডেম্পশন - সু টং

    ইলাস্ত্রাদো - মিগুএল সিজুকো

    উল্ফ তোতেম - জিয়াং রং

    জবাব দিন
  4. হাসান (১৯৯৬-২০০২)

    ইউলিসিস - জেমস জয়েস

    দ্য গ্রেট গ্যাটসবি - স্কট ফিটজেরাল্ড

    আ পোট্রেইট অব আন আর্টিস্ট এজ আন ইয়াং ম্যান - জেমস জয়েস

    লোলিতা - ভ্লাদিমির নভোকভ

    ব্রেভ নিউ ওয়ার্ল্ড - আলডাস হাক্সলি

    দ্য সাউন্ড এন্ড দ্য ফিউরি - উইলিয়াম ফকনার

    সানস এন্ড লাভারস - ডি এইচ লরেন্স

    দ্য গ্রেপস অব র‍্যাথ - জন স্টেইনবেক

    দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং - মিলান কুন্ডেরা

    হার্ট অব ডার্কনেস - জোসেফ কনরাড

    টু কিল আ মকিংবার্ড - হারপার লি

    টু দ্য লাইটহাউস - ভার্জিনিয়া উলফ

    স্লটারহাউস ফাইভ - কার্ট ভানেগাট

    ব্রেকফাস্ট অব দ্য চ্যাম্পিয়ন্স - কার্ট ভানেগাট

    আ প্যাসেজ টু ইন্ডিয়া - ই এম ফরস্টার

    অল দ্য কিং'স মেন - রবার্ট পেন ওয়ারেন

    দ্য লর্ড অব দ্য ফ্লাইজ - উইলিয়াম গোল্ডিং

    দ্য ক্যাচার ইন দ্য রাই - জে ডি সালিংগার

    অফ হিউম্যান বন্ডেজ - উইলিয়াম সমারসেট মম

    আ হাউস ফর মিস্টার বিশ্বাস - ভি এস নাইপল

    আ ফেয়ারওয়েল টু আর্মস - আর্নেস্ট হেমিংওয়ে

    কিম - রুডিয়ার্ড কিপলিং

    আ বেন্ড ইন দ্য রিভার - ভি এস নাইপল

    জবাব দিন
  5. 1. the prophet- kahlil Gibran
    2. how the mighty fall and why some companies never give in- jim collins.
    3. prince- nicolo machiavelli
    4. the clash of civilization and the remaking of world order- samuel p. huntington.
    5. fist of god- Frederick Forsyth
    6. delhi- Khushwant Singh
    7. two states- chetan bhagat.
    8. the grand design- stephen hawking
    9. nahj al balagah( sayings, sermons and letters of imam ali ra)

    জবাব দিন
  6. রকিব (০১-০৭)

    খেয়াল করে দেখলাম গত ক'বছরে বই পড়বার পরিমাণ অনেক কমে গিয়েছে। আগে যে অবসরের প্রায় পুরোটাই ছাপানো বইয়ের পাতায় যেতো, এখন অনেকটাই সে জায়গা নিয়ে নিয়েছে ব্লগ, ফেসবুক আর সিনেমা। ব্যাপারটা দুঃখজনক। কেবল বাস আর সাবওয়েতে চলাচলের সময়ই বই পড়ি আজকাল, তাও বেশিরভাগই পেপারব্যাক।
    যা হোক গত চার বছরে বলা চলে হাতে গোনা কিছু ইংরেজি বই পড়েছি অন্যকে রিকমেন্ড করবার মতো। সেখান থেকেই কয়েকটা দেইঃ

    The God of Small Things - Arundhati Roy.
    Reading Lolita in Tehran - Azar Nafisi.
    The Blind Assassin - Margaret Atwood
    The Handmaid's Tale - Margaret Atwood
    Negotiating with the Dead: A Writer on Writing - Margaret Atwood
    A thousand Splendid Suns - Khaled Hosseini
    Hard-Boiled Wonderland and the End of the World - Haruki Murakami
    Kafka on the Shore - Haruki Murakami
    Blind Willow, Sleeping Woman - Haruki Murakami
    A Personal Matter - Kenzaburō Ōe

    বি.দ্র.: শান্তা আপু, অনুমতি ছাড়াই ফেসবুকের একটা গ্রুপে আপনাকে অ্যাড করলাম। বইপড়ুয়াদের গ্রুপ। আপনার বইয়ের লিস্টের ব্যাপারে ওখান থেকে ভালো সাহায্য পেতে পারেন বলে বিশ্বাস রাখি।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  7. হাসান (১৯৯৬-২০০২)

    # ULYSSES by James Joyce
    # THE GREAT GATSBY by F. Scott Fitzgerald
    # A PORTRAIT OF THE ARTIST AS A YOUNG MAN by James Joyce
    # LOLITA by Vladimir Nabokov
    # BRAVE NEW WORLD by Aldous Huxley
    # THE SOUND AND THE FURY by William Faulkner
    # SONS AND LOVERS by D.H. Lawrence
    # THE GRAPES OF WRATH by John Steinbeck
    # TO THE LIGHTHOUSE by Virginia Woolf
    # SLAUGHTERHOUSE-FIVE by Kurt Vonnegut
    # BREAKFAST OF THE CHAMPION-FIVE by Kurt Vonnegut
    # INVISIBLE MAN by Ralph Ellison
    # A PASSAGE TO INDIA by E.M. Forster
    # THE WINGS OF THE DOVE by Henry James
    # THE AMBASSADORS by Henry James
    # TENDER IS THE NIGHT by F. Scott Fitzgerald
    # ANIMAL FARM by George Orwell
    # AS I LAY DYING by William Faulkner
    # ALL THE KING’S MEN by Robert Penn Warren
    # GO TELL IT ON THE MOUNTAIN by James Baldwin
    # THE HEART OF THE MATTER by Graham Greene
    # LORD OF THE FLIES by William Golding
    # THE SUN ALSO RISES by Ernest Hemingway
    # THE SECRET AGENT by Joseph Conrad
    # NOSTROMO by Joseph Conrad
    # THE RAINBOW by D.H. Lawrence
    # WOMEN IN LOVE by D.H. Lawrence
    # TROPIC OF CANCER by Henry Miller
    # THE NAKED AND THE DEAD by Norman Mailer
    # THE CATCHER IN THE RYE by J.D. Salinger
    # A CLOCKWORK ORANGE by Anthony Burgess
    # OF HUMAN BONDAGE by W. Somerset Maugham
    # HEART OF DARKNESS by Joseph Conrad
    # A HOUSE FOR MR BISWAS by V.S. Naipaul
    # THE DAY OF THE LOCUST by Nathanael West
    # A FAREWELL TO ARMS by Ernest Hemingway
    # KIM by Rudyard Kipling
    # A ROOM WITH A VIEW by E.M. Forster
    # A BEND IN THE RIVER by V.S. Naipaul
    # THE DEATH OF THE HEART by Elizabeth Bowen
    # LORD JIM by Joseph Conrad
    # THE POSTMAN ALWAYS RINGS TWICE by James M. Cain
    # TO KILL A MOCKING BIRD by HARPER LEE

    জবাব দিন
  8. হাসান (১৯৯৬-২০০২)

    The Bluest Eye – Toni Morrison
    Beloved - Toni Morrison
    The White Tiger – Arvind Adiga
    Things Fall Apart – Chinua Achebe
    Eleven Minutes – Paulo Coelho
    The Shadow Lines – Amitav Ghosh
    The Inheritance of Loss – Kiran Desai
    Wolf Hall – Hilary Mantel
    Disgrace – JM Koetzi
    Life and Times of Michael K – JM Koetzi
    The Blind Assassin – Margaret Atwood
    Such A Long journey – Rohinton Mistri

    আপু বাংলায় লেখা পোস্টগুলা ডিলিট করে দিয়েন প্লিজ 🙂

    জবাব দিন
  9. মশিউর (২০০২-২০০৮)

    ফ্যান্টাসি :

    1. Mistborn Series [Book 1-3] -Brandon Sanderson

    2. Dresden Files Series [Book 1-13] -Jim Butcher (১৪ নম্বর এখনো বের হয় নাই )

    3. Kingkiller Chronicle [Book 1-2] -Patrick Rothfuss (৩ নম্বর এখনো বের হয় নাই)

    4. Codex Alera [Book 1-6] -Jim Butcher

    5. Artemis Fowl series [Book 1-8] -Eoin Colfer

    6. A Song of Ice and Fire [Book 1-5] -George RR Martin

    7. American Gods -Neil Gaiman

    8. Prince of Nothing Triology [Book 1-3] -R. Scott Bakker

    9. Farseer [Book 1-3] Robin Hobb

    10. Wheel of Time [Book 1-13] -Robert Jordan(1-11) -Brandon Sanderson (12-13)

    সায়েন্স ফিকশন :

    1. Foundation Series [Book 1-7] -Isaac Asimov

    2. Enders Game -Orson Scott Card

    3. I Robot -Isaac Asimov

    4. Nightfall -Isaac Asimov

    5. Caves of Steel , Naked Sun , Robots of Dawn - Isaac Asimov

    6. Dune -Frank Herbert

    7. Stranger in a Strange Land -Robert A. Heinlein

    8. Brave New World - Aldous Huxley

    9. Neuromancer - William Gibson

    10. The Gods Themselves -Isaac Asimov

    থ্রিলার :

    1. The Day of the Jackal -Frederick Forsyth

    2. The Dogs of War -Frederick Forsyth

    3. The Fist of God -Frederick Forsyth

    4. Storming Intrepid - Payne Harrison

    5. Man on Fire -A. J. Quinnell

    6. Deception Point - Dan Brown

    7. Angels and Demons -Dan Brown

    8. Icon -Frederick Forsyth

    9. The Naked Face -Sidney Sheldon

    10. Master of the Game -Sidney Sheldon

    আত্মজীবনী :

    1. Surely You Are Joking Mr Feynman -Richard Feynman

    2. Wings of Fire -APJ Abdul Kalam

    3. The Other Side of Me -Sidney Sheldon

    ক্লাসিক / অন্যান্য :

    1. The Godfather -Mario Puzo

    2. Man in The Iron Mask -Alexandre Dumas

    3. The Three Musketeers -Alexandre Dumas

    4. The Corsican Brothers -Alexandre Dumas

    5. The Count of Monte Cristo -Alexandre Dumas

    6. Three Comrades -Erich Maria Remarque

    7. All Quiet on the Western Front -Erich Maria Remarque

    8. A Farewell to Arms -Ernest Hemingway

    9. Great Expectations -Charles Dickens

    10. The Adventures of Tom Sawyer -Mark Twain (সম্পাদিত)

    জবাব দিন
  10. নাফিজ (০৩-০৯)

    The Summing Up- William Somerset Maugham

    পোস্টটা প্রিয়তে নিয়ে রাখি। কাজে দিবে অনেক 😀


    আলোর দিকে তাকাও, ভোগ করো এর রূপ। চক্ষু বোজো এবং আবার দ্যাখো। প্রথমেই তুমি যা দেখেছিলে তা আর নেই,এর পর তুমি যা দেখবে, তা এখনও হয়ে ওঠেনি।

    জবাব দিন
  11. তানভীর (২০০১-২০০৭)

    আপু আমি আমার পড়া কিছু বই এর নাম দিচ্ছি , অন্য দের সাথে দুএকটা মিলে যেতে পারে। আমি অন্যদের দেওয়া বইয়ের নাম গুলা না পড়েই নামগুলো দিলাম.......................................

    THE CATCHER IN THE RYE-J.D.SLINGER
    LORD OF THE FLIES-WILLIAM GOLDING
    THE OUTSIDER-ALBERT CAMU
    A SUITABLE BOY- VIKRAM SHETH
    ALL QUIET ON THE WESTERN FRONT & THE ROAD BACK- ARICK MARIA REMARK
    ANIMAL FARM- GEORGE ORWELL
    LADY CHATTERLEY'S LOVER-D.H.LAWRENCE
    BLACK LIKE ME- JOHAN HOWARD GRIFFIN
    MY DAYS- K.R.NARAYAN
    FREEDOM AT MIDNIGHT- LARRY COLLINS & DOMINIQUE LAPIERRE
    MASTER OF THE GAME,OTHER SIDE OF MIDNIGHT,THE STARS SHINE DOWN- SIDNEY SHELDON
    MY FORBIDDEN FACE- LATIFA
    THE GOD THEMSELVES - ISAAC ASIMOV
    SONGS OF BLOOD & SWORD - FATIMA BHUTTO
    ANNIE ON MY MIND - NANCY GARDEN
    LOLITA - VLADIMER NOVOKOV
    REBECCA- DAPHNE MAURIER


    তানভীর আহমেদ

    জবাব দিন
  12. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    বইয়ের নামের জন্য ধন্যবাদ। আজকে নামগুলো কালেক্ট করবো। যখন দেশে বই পাঠানোর কথা ভাবছিলাম তখন একটি অরগানাইজেশনের সাথে যোগাযোগ হয়। তারা জানালো দেশে তাদের একটি কনটেইনার যাচ্ছে সেখানে কিছু জায়গা আছে। সমস্যা হলো এই বই পাঠানোর প্রসেসটা সম্পূর্ণভাবে নন-প্রফিট এন্ড নন-রিলিজিয়াস একটিভিটির মধ্যে রাখতে চাচ্ছি। সেই অরগানাইজেশনটা নন-রিলিজিয়াস নয়। তাই এখন নতুন কিছু খুঁজতে হবে। আশা করছি তা পেয়ে যাব।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  13. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    এশিয়া ফাউণ্ডেশন সাহায্য করতে আগ্রহী। এখন স্যারের কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। শিপিং যেহেতু বেশ খরচের তাই নতুন বই পাঠাতে হবে। তাই যেসব বই গত পাঁচ বছরের মধ্যে প্রকাশিত হয়নি সেসব তালিকা থেকে বাদ চলে যাবে।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।