বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
২৩ জুন ২০১৪ তারিখ দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (http://www.bangladesh.gov.bd) ওয়েবসাইটের উদ্বোধন করেন। এই ওয়েবপোর্টালটি সম্ভবত বিশ্বে সর্ববৃহৎ। সরকারের বিভিন্ন সংস্থা, যেমন- ৬১টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৪৫টি অধিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়নসহ প্রায় ২৫ হাজার ওয়েবসাইটের সমন্বয়ে এটি গঠিত ।
গত আড়াই বছর ধরে ওয়েবপোর্টালটি তৈরী করা হয়। ভবিষ্যতে এটি বাংলাদেশের গর্ব করার মত জিনিস হবে। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন সম্ভবত এখনও বিটা সংস্করণে রয়েছে। অনুসন্ধান প্রক্রিয়া সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। বাংলা এবং ইংরেজী দুভাবেই রাজশাহী ক্যাডেট কলেজ খুজলাম। কাজ হয় না। কিছু স্ক্রিনশট দেখুন-
এসব দেখলে ভাল কিছু আশা করতে ইচ্ছে করে।
দেখা যাক কেমন সার্ভিস দেয় ওয়েবসাইটটা...
Hope for the best... :clap:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
:thumbup:
পুরাদস্তুর বাঙ্গাল
এই প্রচেষ্টার জন্য এক গাদা শুভেচ্ছা এবং শুভকামনা রইল... :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধন্যবাদ । আমিও এই প্রচেষ্টার অংশ 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
😮 😮 😮
:clap: :clap: :clap:
:awesome: :awesome: :awesome:
:hatsoff: :hatsoff: :hatsoff:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:shy:
পুরাদস্তুর বাঙ্গাল
নিঃসন্দেহে চমৎকার উদ্যোগ
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:thumbup: 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
চমৎকার একটা কাজ হচ্ছে বলে মনে হচ্ছে। বাঙলাদেশের আগের পোর্টালটি নিয়মিত ব্যবহার করতাম। কতটুকু ইউজার ফ্রেন্ডলি সেটা খেয়াল করবো। একটি ওয়েবসাইটের মূল সাফল্য নির্ভর করে এটি কতটা সহজ অর্থাৎ কত সহজে আমি আমার কাঙ্খিত তথ্যটি খুঁজে পাচ্ছি তার উপরে। আমি আশাবাদী। 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আমিও :dreamy:
পুরাদস্তুর বাঙ্গাল