বিশ্বকাপ,গোল্ডেন বল আর গোল্ডেন বুট…

গত কয়েক দিন ধরে অনেক চিন্তা-ভাবনা/গবেষণা করলাম,এবারের বিশ্বকাপ নিয়ে।তারপর গতকাল রাতে সিদ্ধান্ত নিলাম এবার কাকে সাপোর্ট করব?

১,৯৬৪ বার দেখা হয়েছে

৩৩ টি মন্তব্য : “বিশ্বকাপ,গোল্ডেন বল আর গোল্ডেন বুট…”

    • মাহমুদ (১৯৯৮-২০০৪)

      হে হে হে =)) =))
      রাগ করেন ক্যান?দেখেন না খালি কি হয়?
      মাঝে মাঝে আমার অনুমান কাজে লাগে,'০৬ এ আমি বলছিলাম যে চ্যাম্পিয়ন হবে ইতালী/জার্মানী/ইংল্যান্ড...কেউ বিশ্বাস করে নাই।
      আপনি কি আরজেন্টিনা নাকি? 🙂 🙂 ব্যাপার না কামরুল ভাই,নেক্সট টাইম :thumbup:

      জবাব দিন
      • কামরুল হাসান (৯৪-০০)

        আচ্ছা নেক্সট টাইম।
        আপাতত এইটা দেখ বসে বসে......


        ---------------------------------------------------------------------------
        বালক জানে না তো কতোটা হেঁটে এলে
        ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

        জবাব দিন
        • মাহমুদ (১৯৯৮-২০০৪)

          কামরুল ভাই,ক্লাব ফুটবল আর জাতীয় দল তো এক না 🙂 🙂
          মেসি ক্লাবের পক্ষে ১৯৮ ম্যাচে করছে ১১১ গোল,আর জাতীয় দলে ৪৩ ম্যাচে ১৩ গোল
          http://en.wikipedia.org/wiki/Lionel_Messi
          তার উপর এইবার সে ফিফা প্লেয়ার অফ দি ইয়ার।তারে যদি এই বিশ্বকাপে আপনি খুঁইজা পান,তাহলে আমারে খালি বইলেন...লাগাতার :frontroll: :frontroll: :frontroll: :frontroll: দিমু

          জবাব দিন
          • কামরুল হাসান (৯৪-০০)

            উইকি দেখত হবে না। এই ছেলের আগাগোড়া সব পরিসংখ্যান আমার মুখস্ত।
            আমি তো বলি নাই বিশ্বকাপে তারে খুইঁজা পামু।
            এই গোলটা অনেকের দেখা নাই, তাই একটু দেখাইতে ইচ্ছে করলো আরকি !

            ব্রাজিল চ্যাম্পিয়ন হইলে মিষ্টি খাওয়াইও। 😀


            ---------------------------------------------------------------------------
            বালক জানে না তো কতোটা হেঁটে এলে
            ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

            জবাব দিন
  1. মইনুল (১৯৯২-১৯৯৮)

    আহসান আকাশের একটা পোস্টে করা একটা কমেন্ট কপি পেস্ট কইরা দিলাম -----------
    ধরে নেই —
    গ্রুপ এ – ফ্রান্স, মেক্সিকো
    গ্রুপ বি – আর্জেন্টিনা, নাইজেরিয়া
    গ্রুপ সি – ইংল্যান্ড, ইউ এস এ
    গ্রুপ ডি – জার্মানি,ঘানা
    গ্রুপ ই – হল্যান্ড, ডেনমার্ক
    গ্রুপ এফ – ইতালি, প্যারাগুয়ে
    গ্রুপ জি – ব্রাজিল, পর্তুগাল
    গ্রুপ এইচ – স্পেন, সুইজারল্যান্ড

    তাহলে ২য় রাউন্ডে -
    ফ্রান্স – নাইজেরিয়া —- ফ্রান্স।
    ইংল্যান্ড – ঘানা —– ইংল্যান্ড।
    হল্যান্ড – প্যারাগুয়ে —– হল্যান্ড।
    ব্রাজিল – সুইজারল্যান্ড —– ব্রাজিল।
    আর্জেন্টিনা – মেক্সিকো —– আর্জেন্টিনা।
    জার্মানি – ইউ এস এ —– জার্মানি।
    ইটালি – ডেনমার্ক —– ইটালি।
    স্পেন – পর্তুগাল —– স্পেন।

    তাইলে কোয়ার্টার ফাইনাল –
    ফ্রান্স – ইংল্যান্ড —– মনে হয় ফ্রান্স।
    হল্যান্ড – ব্রাজিল —— মনে হয় ব্রাজিল।
    আর্জেন্টিনা – জার্মানি —– খুবই টাফ। তবে মনে হয় জার্মানি।
    ইটালি – স্পেন —- মনে হয় স্পেন।

    তাইলে সেমি -
    ফ্রান্স – ব্রাজিল।
    আর্জেন্টিনা/জার্মানি – স্পেন।

    জবাব দিন
  2. আশহাব (২০০২-০৮)

    ভাই, যে যাই বলুক না কেন, আমি আপনার সাথে একেবারে ১০০% সহমত 😀 যদিও আমি স্পেন 😕 তবুও ব্রাজিল চ্যাম্পিওন হবে, এটা আমার অনুমান বলতেসে :-B দেখা যাক :thumbup:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    অন্য মহাদেশে গিয়ে ব্রাজিল ছাড়া এখনো পর্যন্ত কেউ চ্যাম্পিয়ন হয় নাই... 😀
    সুতরাং... B-)

    তয় কথায় আছে 'পরিসংখ্যান একটা গাধা'... :-B
    দেখা যাক কি হয়... :dreamy:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    তোমার জন্য আমার দুঃখ হচ্ছে, কোন টিমকে সাপোর্ট করবে সেটা অনেক চিন্তা-ভাবনা/গবেষণা করে বের করতে হয়। কোন টিমের প্রতি তোমার যদি সেইরকম প্যাশোনেট সাপোর্ট না থাকে তাহলে তো খেলার ২৫% মজাও পাওয়ার কথা না।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. বন্য (৯৯-০৫)

    মেসি পুরা অন্যরকম...যে কোন প্রেডিকশন মেসির ক্ষেত্রে অপ্রযোজ্য।আশা করি এবার আর্জেন্টিনার শিরোপা জয়ের মাধ্যমেই মেসি তা প্রমাণ করবে।

    রোনাল্ডো,রুনির কথা জানিনা,আমি শিউর মেসি এইবার সেইরকম খেলবে,কয়্যা দিলাম। B-)

    :gulli2: ব্রাজিল নিপাত যাক
    আর্জেন্টিনা শিরোপা পাক। :awesome:

    জবাব দিন
  6. ভাই আর্জেন্টিনা এইবার চাম্পিয়ন হোক আর নাই হোক পরেরবার ব্রাজিলের মাঠ থেকে অবশ্যই কাপ নিয়ে আসবে। আর একটা কথা স্পেন ছাড়া আর কোনো ইউরোপিয়ান দেশে ওয়ার্ল্ড কাপ গেলে খুবই মেজাজ গরম হইব। এরচেয়ে যেন ব্রাজিল কাপ নেয়। আর মেসি কখনো কোনো ম্যাচ খারাপ খেলসে এইটা বিশ্বাস যোগ্য না। ও আর্জেন্টিনার হয়েও সমান ভালো খেলে। শুধু মাত্র শেষ কযেকটা ম্যাচে দল খারাপ খেলার কারণে ওরে দোষ দেওয়া অন্নায়। বিশ্বকাপে আমার কথা প্রমান হবে। আর বাছাই পর্বে ব্রাজিলের মাঠে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে ব্রাজিলের দর্শকরা যে মেসি মেসি চিল্লায়সে ওই কথা কেমনে ভুলেন।

    জবাব দিন
    • আহসান আকাশ (৯৬-০২)
      আর মেসি কখনো কোনো ম্যাচ খারাপ খেলসে এইটা বিশ্বাস যোগ্য না।

      বার্সার শেষ দুই ম্যাচ এসপানিওল আর ইন্টারের সাথে খেলা দুইটা কি দেখা হয়েছে?


      আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
      আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।