গত কয়েক দিন ধরে অনেক চিন্তা-ভাবনা/গবেষণা করলাম,এবারের বিশ্বকাপ নিয়ে।তারপর গতকাল রাতে সিদ্ধান্ত নিলাম এবার কাকে সাপোর্ট করব?
৩৩ টি মন্তব্য : “বিশ্বকাপ,গোল্ডেন বল আর গোল্ডেন বুট…”
মন্তব্য করুন
গত কয়েক দিন ধরে অনেক চিন্তা-ভাবনা/গবেষণা করলাম,এবারের বিশ্বকাপ নিয়ে।তারপর গতকাল রাতে সিদ্ধান্ত নিলাম এবার কাকে সাপোর্ট করব?
তুমি কি রাশি গুইনা বলতেছ ? :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হে হে হে =)) =))
রাগ করেন ক্যান?দেখেন না খালি কি হয়?
মাঝে মাঝে আমার অনুমান কাজে লাগে,'০৬ এ আমি বলছিলাম যে চ্যাম্পিয়ন হবে ইতালী/জার্মানী/ইংল্যান্ড...কেউ বিশ্বাস করে নাই।
আপনি কি আরজেন্টিনা নাকি? 🙂 🙂 ব্যাপার না কামরুল ভাই,নেক্সট টাইম :thumbup:
আচ্ছা নেক্সট টাইম।
আপাতত এইটা দেখ বসে বসে......
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ভাই,ক্লাব ফুটবল আর জাতীয় দল তো এক না 🙂 🙂
মেসি ক্লাবের পক্ষে ১৯৮ ম্যাচে করছে ১১১ গোল,আর জাতীয় দলে ৪৩ ম্যাচে ১৩ গোল
http://en.wikipedia.org/wiki/Lionel_Messi
তার উপর এইবার সে ফিফা প্লেয়ার অফ দি ইয়ার।তারে যদি এই বিশ্বকাপে আপনি খুঁইজা পান,তাহলে আমারে খালি বইলেন...লাগাতার :frontroll: :frontroll: :frontroll: :frontroll: দিমু
উইকি দেখত হবে না। এই ছেলের আগাগোড়া সব পরিসংখ্যান আমার মুখস্ত।
আমি তো বলি নাই বিশ্বকাপে তারে খুইঁজা পামু।
এই গোলটা অনেকের দেখা নাই, তাই একটু দেখাইতে ইচ্ছে করলো আরকি !
ব্রাজিল চ্যাম্পিয়ন হইলে মিষ্টি খাওয়াইও। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ভাই,আপনি তো দেখি আমার চেয়ে বড় স্পোর্টস ফ্যান!আমি আগে ছিলাম,মাঝখানে ৩-৪ বছর ধরে তেমন খোঁজ খবর রাখি না,এখন আপনাকে দেখে আবার ইচ্ছা করতেছে আগের মত খেলার খবর নখদর্পণে রাখতে...
আপনি কি ঢাকায়?
আহসান আকাশের একটা পোস্টে করা একটা কমেন্ট কপি পেস্ট কইরা দিলাম -----------
ধরে নেই —
গ্রুপ এ – ফ্রান্স, মেক্সিকো
গ্রুপ বি – আর্জেন্টিনা, নাইজেরিয়া
গ্রুপ সি – ইংল্যান্ড, ইউ এস এ
গ্রুপ ডি – জার্মানি,ঘানা
গ্রুপ ই – হল্যান্ড, ডেনমার্ক
গ্রুপ এফ – ইতালি, প্যারাগুয়ে
গ্রুপ জি – ব্রাজিল, পর্তুগাল
গ্রুপ এইচ – স্পেন, সুইজারল্যান্ড
তাহলে ২য় রাউন্ডে -
ফ্রান্স – নাইজেরিয়া —- ফ্রান্স।
ইংল্যান্ড – ঘানা —– ইংল্যান্ড।
হল্যান্ড – প্যারাগুয়ে —– হল্যান্ড।
ব্রাজিল – সুইজারল্যান্ড —– ব্রাজিল।
আর্জেন্টিনা – মেক্সিকো —– আর্জেন্টিনা।
জার্মানি – ইউ এস এ —– জার্মানি।
ইটালি – ডেনমার্ক —– ইটালি।
স্পেন – পর্তুগাল —– স্পেন।
তাইলে কোয়ার্টার ফাইনাল –
ফ্রান্স – ইংল্যান্ড —– মনে হয় ফ্রান্স।
হল্যান্ড – ব্রাজিল —— মনে হয় ব্রাজিল।
আর্জেন্টিনা – জার্মানি —– খুবই টাফ। তবে মনে হয় জার্মানি।
ইটালি – স্পেন —- মনে হয় স্পেন।
তাইলে সেমি -
ফ্রান্স – ব্রাজিল।
আর্জেন্টিনা/জার্মানি – স্পেন।
গ্রুপ লেভেলে খুব ঝামেলা না হলে বাকি খেলা গুলো খুবই জমজমাট হবে ......
😀
আমার প্রেডিকশন , ফাইনাল খেলবে ঘানা হন্ডুরাস ।
আমিন ভাই, 😮 😮 কন কি? 🙂 🙂
আমিন কি সাউথ আফ্রিকা যাচ্ছো নাকি ???
ভাই, যে যাই বলুক না কেন, আমি আপনার সাথে একেবারে ১০০% সহমত 😀 যদিও আমি স্পেন 😕 তবুও ব্রাজিল চ্যাম্পিওন হবে, এটা আমার অনুমান বলতেসে :-B দেখা যাক :thumbup:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ভাই গাল্ডেন বুট পাবার দৌড় এ মনে হই দাভিদ ভিল্লা কে বাদ দাওয়া হইসে|এছাড়া জাভি গাল্ডেন বল এর জোরালো দাবিদার|
:thumbup:
ঠিক ঠিক 😀 :thumbup:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
মাহমুদ ভাই, এইসব বাদ্দিয়া আসেন আর্জেন্টিনা - ব্রাজিল ফুটবল ম্যাচ খেলি
সাতেও নাই, পাঁচেও নাই
চল জিহাদ,খেলি...
ভেন্যু চিটাগাং 😀
অন্য মহাদেশে গিয়ে ব্রাজিল ছাড়া এখনো পর্যন্ত কেউ চ্যাম্পিয়ন হয় নাই... 😀
সুতরাং... B-)
তয় কথায় আছে 'পরিসংখ্যান একটা গাধা'... :-B
দেখা যাক কি হয়... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ব্রাজিল ব্রাজিল
আপ আপ
জিহাদ তোর কমেন্টে মাইনাস। তোরা ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ খেলবি আর আমাদের মত হন্ডুরাস সমর্থকরা কি আঙ্গুল চুষব নাকি?
আমিন ভাই,হন্ডুরাস নামটা কিন্তু জোশ!
আবার জিগায়। সময়ের অভাবে বিশ্বকাপ আড্ডায় যোগ দিতে পারতাসি না তাই মাঝে মধ্যে একটু আজাইরা কমেন্ট মারি। মাইন্ড খাইয়ো না। বিশ্বকাপ নিয়া পোস্ট চলতে থাকুক। কামরুল ভাইয়ের মত না হইলেও আমিও ফুটবলের ফ্যান। সিরিজটা ভালো লাগতেসে।
তোমার জন্য আমার দুঃখ হচ্ছে, কোন টিমকে সাপোর্ট করবে সেটা অনেক চিন্তা-ভাবনা/গবেষণা করে বের করতে হয়। কোন টিমের প্রতি তোমার যদি সেইরকম প্যাশোনেট সাপোর্ট না থাকে তাহলে তো খেলার ২৫% মজাও পাওয়ার কথা না।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমিন ভাইর হন্ডুরাসের প্রতি অ্যাতো প্যাশন কইতথে আসে জিগান তো ভাই! 😐
জিদানটা অবসর নিয়াই তো বিপদে ফালায়া দিল,আগে তো এতো পবেষণা করতে হইত না।
আমি আসলে পুরা ফুটবল খেলাটাই খুব enjoy করি,যখনি কোনো বড় টীমের খেলা হয়,দেখার চেষ্টা করি,হোক সেটা ক্লাব ফুটবল কি জাতীয় দল!
মেসি পুরা অন্যরকম...যে কোন প্রেডিকশন মেসির ক্ষেত্রে অপ্রযোজ্য।আশা করি এবার আর্জেন্টিনার শিরোপা জয়ের মাধ্যমেই মেসি তা প্রমাণ করবে।
রোনাল্ডো,রুনির কথা জানিনা,আমি শিউর মেসি এইবার সেইরকম খেলবে,কয়্যা দিলাম। B-)
:gulli2: ব্রাজিল নিপাত যাক
আর্জেন্টিনা শিরোপা পাক। :awesome:
মেসি বার্সার জার্সি পরেই ভাল খেলতে পারে...আর্জেন্টিনার হয়ে একেবারেই ভুয়া, তারওপর আসে ম্যারাডোনার মত পাগলা কোচ....
:gulli2: আর্জেন্টিনা নিপাত যাক
ব্রাজিল শিরোপা পাক। :awesome:
কোন এক বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ব্রাজিলরে হারাইছিল । তারপর থেকেই আমি হন্ডুরাসের পাঙ্খা
আমিন ভাই,সম্ভবত '৯৪ এর ঘটনা ঐটা
ভাই আর্জেন্টিনা এইবার চাম্পিয়ন হোক আর নাই হোক পরেরবার ব্রাজিলের মাঠ থেকে অবশ্যই কাপ নিয়ে আসবে। আর একটা কথা স্পেন ছাড়া আর কোনো ইউরোপিয়ান দেশে ওয়ার্ল্ড কাপ গেলে খুবই মেজাজ গরম হইব। এরচেয়ে যেন ব্রাজিল কাপ নেয়। আর মেসি কখনো কোনো ম্যাচ খারাপ খেলসে এইটা বিশ্বাস যোগ্য না। ও আর্জেন্টিনার হয়েও সমান ভালো খেলে। শুধু মাত্র শেষ কযেকটা ম্যাচে দল খারাপ খেলার কারণে ওরে দোষ দেওয়া অন্নায়। বিশ্বকাপে আমার কথা প্রমান হবে। আর বাছাই পর্বে ব্রাজিলের মাঠে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে ব্রাজিলের দর্শকরা যে মেসি মেসি চিল্লায়সে ওই কথা কেমনে ভুলেন।
বার্সার শেষ দুই ম্যাচ এসপানিওল আর ইন্টারের সাথে খেলা দুইটা কি দেখা হয়েছে?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷