আজকাল এমন একটা জীবনের লোভ হয়, যেখানে আমি আসলেই একা। একা মানে নিঃসঙ্গ। একেবারে নিঃসঙ্গ। সারাদিনের শেষে বাড়ি ফিরে আমি একা হবো। বাইরে আমি যেমন তেমন, ক্লাস, হ্যাং আউট, পার্টটাইম আর ভলেন্টারি ব্যাস্ততায় মশগুল! কিন্তু নিজের জগতে একা। পুরোপুরি একাই!!!
আমার জন্যে কারো কেয়ার করা লাগবেনা। আমিও করবোনা। আমাকে কারো জিজ্ঞাসা করা লাগবেনা কি খেয়েছি, ক্লাস কেমন গেল। আমার আনন্দে কারো তালি বাজাতে হবেনা! আমার ইচ্ছা হলে আমি কারো আনন্দে চোখের পানিও ফেলব। কিন্তু এখানে আমার কোন দায় থাকবেনা।
আমার কারো কাছে কোন দাবি-দাওয়া নাই। কোন আকাংখাও না। আমার কাছেও যেন কারো দাবি-দাওয়া না থাকে!
যেহেতু আসলে আমার চারপাশে কেউ নাই, আমার এই বাদামের খোসা সাজিয়ে রাখার একদম শখ নাই। লাগবেনা কিছু, কেউ কিছু আমার কাছেও না চাক!
১৭ টি মন্তব্য : “আমি আর আমার বাদামের খোসারা…”
মন্তব্য করুন
🙁 কি হইল আবার??
সামিয়াপ্পু......... মকরামি করার জন্য আপ্নের ব্যাঞ্চাই! :frontroll:
নতুন লেখা কবে দিবেন?
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
ঃ পি কি আর হবে আপা... কিছু হয়নাই!!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
সেরকম একটা জীবন মনে হয় আমি এখন যাপন করছি! আমার বাসায় একটা মানুষ কেন, মশাও নাই! এইটা এক দিন দুই দিন না, গত তিন মাস যাবত! আর যাই হোক এরকম জীবনের লোভ আর নাই! :no: :no:
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
আমি পেয়ে দেখতে চাই! আপনি এক সপ্তাহের জন্যে বদলা বদলি করবেন?? 😛
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
আপনার কী হইসে? সালটা দেখেন নামের পাশে! 😛
বদলাবদলি করতে পারলে ধন্য হয়ে যাই! 😀 😀
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
আপনি বললে কি offend করা হয় নাকি? ভালো ব্যাবহারের দাম নাই, না??? যান ২০০ ফ্রন্টরোল দিয়ে আসেন, কুইক!!! পরের কথা পরে!!!!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
😀 :)) 😀 :)) :frontroll: ইনটু ২০০! ;;)
অঃ টঃ বি এম এর স্টাফরা মনে হয় আপনার মতই! :khekz: 😛 😛
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
কে কার মতোন তা তোমার হিসাব না করলেও চলবে। আর হাসবা কম। দাঁত যেন না দেখি আর!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
🙂
দাঁত দেখা যাইতেসে না! এবং এইবার হাসিও কম! :dreamy:
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
hmm.... that's better!!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
বাদামের খোসা'রা মৌচাক হোক!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
মানে????? 😕 😕 😕
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
আইবিএ তে পড়ে এমন উদাসী ভাবনা? দেশ তো রসাতলে যাচ্ছে মনে হচ্ছে!!!
না রে ভাই, আমাকে দিয়েই হবে!!!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
লেখিকাকে বলছি.........ভাই, ক্যাডেট কলেজ থেকে পাশ করার পথে আরো অনেক পাপের সাথে করে ফেলা আরও একটা বড় পাপ হল নিজেকে অনেকের মাঝে বিলিয়ে দেওয়া । আল্লাহর কাছে দোয়া করি কখন যেনো কোন ক্যাডেটকে একা থাকতে না হয়.........সারা জীবনের অনভ্যাসের কারনে জীবনটা যে কতটা দুর্বিসহ হয়ে ওঠে.........তা অনুভব না করাই ভালো। তারচেয়ে পাশের মানুষটিকে তার ভুলটা বলে শুধ্রিয়ে নিতে চেষ্টা কর......সঙ্গীবিহীন জীবন খুব ভয়ঙ্কর......
হয়তোবা, কিন্তু আজকাল কারো সাথেই থাকতে ইচ্ছা করেনা।
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!