ব্যবধান

এখন না হয় সন্ধ্যা নামুক আর কিছুক্ষন পর
সত্যি বলছি তোমায় নিয়ে বাঁধবো নতুন ঘর
থাকবে আঁধার জোনাকীরা তোমায় দেবে আলো
আমি তখন চুপটি করে বাসবো তোমায় ভালো
রাত কেটেছে অনেক আগে এখন হলো ভোর
তোমার আমার ভালোবাসার কাটলোনা যে ঘোর
সকাল বেলা ঘর বাঁধাটা একটু অসম্ভব
দুপুর আসুক ভালোবাসার হবে কলরব
দুপুর রোদে লাগবে ছায়া তোমার আঁচল তাই
আর কিছু নয় আজ এ লগন এটুকুই চাই
দুপুর গেল রোদের তাপে সন্ধ্যা গেল কবে
তোমার আমার ঘর বাঁধা কি আর কখনো হবে?
দিনের পরে দিন যে গেল রাতের পরে রাত
মহাকালের সময়ে আজ মেলেনা অনুপাত
সপ্তাহটা কাটলো বুঝি তোমার অপেক্ষাতে
এখন তুমি মাসে আসো একবার কল্পনাতে
বছর পরে বছর গড়ায় কাটছে সময় ঠিক
তোমার আমার ঘর বাঁধাটা এখন অনিশ্চিত
তুমি এখন অনেক দৃরে অনেক অভিমান
জানতে চাওনি কেন আমি বাড়ালাম ব্যবধান. . . ……………….

১,২৬০ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “ব্যবধান”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।