ক্লাস ইলেভেনে উঠলাম তখন সবেমাত্র। ICCLMM নিজের কলেজে, অংশগ্রহন করছি, FB’র নিত্য নতুন ক্যাডেট বন্ধুদের অনেকের সাথেই প্রথম দেখা ও প্রতিযোগীতা…সব মিলিয়ে চুড়ান্ত উত্তেজনা! সাথেই কিছু অস্বস্তিও! বন্ধুরূপে ক্যাডেটদের সাথে মিশতে আমার উদারতার কমতি নেই, কিন্তু যখন ওরা MGCC’র CC বাদ দিয়ে G তে ফোকাস করে, তখন অস্বস্তি তো হবেই! অবশ্য এই G বিনা ICCLMM এর স্বাদ ই বা কি হোত!!!
যাক আসল কথায় আসি। তিন GCC থাকতো স্টাফ কোয়ার্টারে, আর বাকিরা হাউজে। যেহেতু হোস্ট কলেজ, ৫ বেলা ডাইনিং, সকাল বিকাল প্র্যাকটিস আর কম্পিটিশন দেখা ছাড়াও আমাদের যাওয়া আসা চলতেই থাকতো কলেজের ক্যাডেট-ফ্যাকাল্টি এলাকায়। একদিন বিকেলে tea-break এর জন্যে যাচ্ছি আমি আর আমার আরেক ক্লাসমেট,নিশাত(অবশ্যই GC, ICCLMM বলে কথা!)।আগে একাডেমিক ব্লকে আমাদের পুরো উপরতলাটা ছিলো ক্লাস, নিচে সব ডিপার্টমেন্ট। কোনার সিঁড়ির কাছে এগোতে শুনতে পেলাম ওপরে কেউ কিবোর্ডে প্রাকটিস করছে। খুব পরিচিত সুর, রীতিমতো পচে যাওয়া “My Heart Will Go On………” কিন্তু যে বাজাচ্ছে তার দক্ষতায়ই, নাকি ১৬ বছরের/ নিউ ইলেভেনের/ICCLMM এর রঙ্গিন চশমার কারনেই জানিনা গানটা একদম নতুন শোনালো! আমি নিশাতকে বললাম “দোস্ত কে বাজাচ্ছে? আমি একবার দেখে আসি? খুব জানতে ইচ্ছে হচ্ছে! জাস্ট একবার একটু দেখে আসি?” এভাবে ভাইয়াদের ফর্মে উঁকি দিলে আর স্যার ম্যাডামরা দেখে ফেললে কি কি ভয়ানক ঘটনা হতে পারে তার বয়ান দিতে দিতে সে আমাকে টেনে নিয়ে চললো! যেহেতু দেখিনাই, নিজের মুগ্ধতাকে বাড়াবাড়ি রকমে প্রকাশ হতে দিয়ে বললাম, “উফ দোস্ত!!! মানুষ এত্তো সুন্দর বাজায় কিভাবে?? আমার জন্যে যদি কেউ এভাবে বাজাতো! যদি জানতাম এটা কে!!! আমি তাকেই বিয়ে করতাম(কি পরিমান পাকনা ছিলাম!!!)! হুহ! দেখতে দিলিনা তো! পরে কাকে না কাকে বিয়ে করে ফেলি! তোদেরই কপাল খারাপ হবে, বাজে দুলাভাই পাবি bla bla bla…..”
ঘটনার সমাপ্তি ডাইনিং এ পৌঁছে ক্লাসমেটদের বলার সাথে সাথেই। কিন্তু আমার মন থেকে তা মোছা দায় ছিল।ছুটিতে আসার আগে জনে জনে জিজ্ঞাসা করেছি কেউ জানে কি না সে কে। ছুটিতে বন্ধুদের কান ঝালাপালা করেছি। জানতে পারিনি। এরপর শখের বশে কিবোর্ড বাজানো শুরু করলাম। নেশা ধরে গেল। যদিও আমার কিবোর্ডে শিক্ষাগত যোগ্যতা অতি নগন্য, বারবার সেই একই সুর নানাভাবে বাজিয়েছি সুযোগ পেলেই। নাহ, সেই অচেনা কিবোর্ডিস্ট এর মতো হয়না!
আমি এখনো মনে মনে সেই কিবোর্ডিস্ট কে খুঁজি। আজো জানিনা সে কে ছিল। হয়ত সে এখন আরো অনেক অনেক ভালো বাজায়! আমি তাকে জানাতে চাই যে আমি তারই অনুপ্রেরণায় কিবোর্ডে হাত দিয়েছিলাম, আর জানতে চাই সে আমাকে শিষ্য রূপে দীক্ষা দেবে কি না! :shy: :shy: :shy:
৩০ টি মন্তব্য : “কিছু অসমাপ্তি-৩”
মন্তব্য করুন
:grr: :grr: :grr: :grr: যদি GIRLS' CADET COLLEGE এর কেউ হয়.....................!!!!!!!!!!!!! 😀 😀 😀 😀 😀
কোনার ফর্ম গুলা কিন্তু ভাইয়াদের ছিলো, মনে নাই তোর?? :chup: :chup: :chup:
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
😛
কি কন ভাইজান?
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
বলি যে তাহলে তোমরাও বয়েজ ক্যাডেটদের নিয়ে :dreamy:
পাকনা... ;))
এই ব্যপারটা আসলেই খুব অস্বস্তিকর। শুধুমাত্র এই কারণে আমি অনেক গ্যাদারিং এ যাইতাম না, খুবই বিরক্ত লাগত।
আর ডাইনিং এর আওয়াজ... :(( :(( :(( :(( কতো যে কানছি!!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
কম বয়সে এই রকম কিছু ঝামেলা হয় হয়তো সামিয়া।
একটু বয়স হইলেই সব ঠিক হইয়া যায়।
আর মেয়েদের একটু বেশি প্রাধান্য দিলে মেয়েরা তাতে কি খুশি হতো না!
আর এতো পাড়ার বখাটে ছেলেদের উপদ্রব না!
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
=)) =)) =))
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
😀
কেয়ামত সন্নিকট।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
খাইছে! পুরা 'পাত্রের খোঁজ চাই' পোস্ট... 😮
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:)) :)) :))
পারলে খুঁজে দেন!!! :shy: :shy: :shy:
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
🙂 🙂 😀 😀
হাসিয়েন না!!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
ও অইটা??? আমি বাজাচ্ছিলাম। 😀
=)) =)) =))
=)) =)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ভাই ২০০৯ এর আইসিসি এল এম এম এ কেম্নে?? 😛 😛
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
পুরাই পিনিক =)) =)) =)) =)) =))
=(( :clap: :clap:
:shy: :shy: :shy:
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
উপরে কোনার দিকে তো আমরাই (ccc) ছিলাম ... একটা শর্ত মিললো । কিন্তু কিবোর্ড ... ওইটা কি জিনিস ... 🙁
ভাইয়া ডান কোনার না, বাম কোনার, সম্ভবতঃ FCC। কিন্তু এত সহজে পাওয়ার হইলে তো হয়েই যাইতো!!! 😛 (সম্পাদিত)
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
কলেজে এ থাকা কালিন সময়ে মেয়েদের বিরক্ত করা নানা রকমের গান মনে পরে গেল। হাহাহা। আহ সুখ স্রিতি। 😀
এইটার সিক্যুয়াল বেরুবে শুনসিলাম...... 😕
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
সিক্যুয়েল বের হবে পাত্র পাওয়া গেলে
বলি আমিন!!!!!!!!!!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
ও খোদা ওইটা আমি ছিলাম :)) :)) :))
MENON MCC
না -_- আমি জানি কে ছিলো... রিসেন্টলি জানসি গাধা!!! এবং ওইটা এফ সি সির ফর্ম ছিলো!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!